করোনাভাইরাস mcq প্রশ্ন | প্রিয় শিক্ষার্থীরা, করোনাভাইরাস বর্তমান পৃথিবীর সব জায়গাতেই আলোড়ন সৃষ্টি করেছে। যেহেতু এটি একটি সমসাময়িক এবং বহুল আলোচিত একটি বিষয়; প্রায় সকল শ্রেণির শিক্ষার্থীদের জন্যই করোনাভাইরাস সম্পর্কে গুরুত্বপূর্ণ কিছু প্রশ্নের উত্তর জেনে রাখা অতীব জরুরী।
শুধু প্রাতিষ্ঠানিক শিক্ষাই না, প্রতিযোগিতামূলক যেকোন পরীক্ষায় করোনাভাইরাস সম্পর্কে MCQ আসার সম্ভাবনা শতভাগ। প্রাইমারি নিবন্ধন, বিসিএসমহ যেকোন পরীক্ষায় এটি থেকে এখন প্রশ্ন আসবেই।
আজ কোর্সটিকায় আমরা করোনাভাইরাস সম্পর্কে ৩০ টি গুরুত্বপূর্ণ MCQ প্রকাশ করবো। এই MCQ গুলো এসএসসি, এইচএসসি এমনকি বিসিএস প্রার্থীদের জন্যও সমানভাবে গুরুত্বপূর্ণ। প্রায় সকল শ্রেণির পরীক্ষায়ই এই টপিকের ওপর প্রশ্ন আসার প্রবল সম্ভাবনা রয়েছে।
►► আরো দেখো: করোনাভাইরাস রচনা PDF ডাউনলোড করো
►► আরো দেখো: Paragraph: COVID-19 বাংলা অর্থসহ (PDF)
করোনাভাইরাস MCQ প্রশ্ন
১. করোনা শব্দের আভিধানিক অর্থ কি?
উত্তর: মাথার মুকুট
২. কোন দশকে করোনা ভাইরাসের সন্দেহ মেলে?
উত্তর: ১৯৩০
৩. করোনা ভাইরাস কত সালে আবিষ্কার হয়?
উত্তর: ১৯৬০
৪. WHO কবে এই ভাইরাসের নাম দেন 2019-nCOV?
উত্তর: ৭ জানুয়ারি,২০২০
৫. কোভিড-১৯ কবে নামকরণ করা হয়?
উত্তর: ১১ ফেব্রুয়ারি,২০২০
৬. কোভিড-১৯ রোগটি প্রথম কোথায় ও কবে সনাক্ত করা হয়?
উত্তর: ৩১শে ডিসেম্বর ২০১৯ চীনের উহান নগরীতে রোগটি সনাক্ত করা হয়।
৭. WHO, COVID-19 কবে PANDEMIC হিসেবে ঘোষণা করে?
উত্তর: ১১ মার্চ, ২০২০
৮. COVID-19 রোগটির বহনকারী ভাইরাসটির নাম কি?
উত্তর: SARS-COV-2
৯. বিজ্ঞানীরা কবে কোভিড-১৯ কে সার্স-করোনা ভাইরাস গোত্রের বলেন?
উত্তর: ৯জানুয়ারি,২০২০
১০. কোভিড-১৯ কে বৈশ্বিক মহামারী হিসেবে কবে কে ঘোষণা দেয়?
উত্তর: ১১ মার্চ, WHO
১১. বাংলাদেশে প্রথম কোভিড-১৯ রোগী সনাক্ত করা হয় কবে?
উত্তর: ৮ মার্চ, ২০২০
১২. কোভিড-১৯ রোগে আক্রান্ত হয়ে বাংলাদেশে প্রথম মারা যায় কবে?
উত্তর: ১৮ মার্চ,২০২০
১৩. সর্বপ্রথম বাংলাদেশ কোন জেলা লকডাউন ঘোষণা করা হয়?
উত্তর: মাদারীপুর
১৪. আইইডিসিআর কত সালে প্রতিষ্ঠিত হয়?
উত্তর: ১৯৭৬
১৫. EDCR- পূর্ণরুপ কী?
উত্তর: Institute of Epidemiology, Diseases Control and Research.
১৬. IEDCR এর বর্তমান পরিচালক কে?
উত্তর: প্রফেসর ড. মীরজাদী সাব্রিনা ফ্লোরা।
১৭. IEDCR এর সদর দপ্তর কোথায়?
উত্তর: মহাখালী, ঢাকা।
১৮. PPE এর পূর্নরুপ কি?
উত্তর: Personal protective Equipment.
১৯. সর্বপ্রথম বাংলাদেশের নাগরিক কোন দেশে করোনাভাইরাসে সংক্রমিত হয়?
উত্তর: সিঙ্গাপুর
২০. করোনাভাইরাস শনাক্তের পরীক্ষার জন্য নাক ও গলার লালার নমুনা সংগ্রহ করার বিশেষ কাঠির নাম কী?
উত্তর: সোয়াব স্টিক
বিশেষ দ্রষ্টব্য: এখানে মোট ২০ টি প্রশ্ন দেয়া আছে। সর্বমোট ৩০ টি প্রশ্ন উত্তরসহ পেতে নিচে দেয়া ডাউনলোড বাটনে ক্লিক করো।
►► আরো দেখো: করোনাভাইরাস রচনা PDF ডাউনলোড করো
►► আরো দেখো: Paragraph: COVID-19 বাংলা অর্থসহ (PDF)
শিক্ষার্থীরা অন্যান্য বিষয়ের নোট ও সাজেশান্স পেতে জয়েন করো HSC Candidates, Bangladesh ফেসবুক গ্রুপে। আমরা আছি ইউটিউবেও। আমাদের YouTube চ্যানেলটি SUBSCRIBE করতে পারো এই লিংক থেকে।
Discussion about this post