জাতীয় বিশ্ববিদ্যালয়ের হিসাববিজ্ঞান অনার্স চতুর্থ বর্ষের পরীক্ষা। অনার্স ৪র্থ বর্ষের কর্পোরেট আইন ও অনুশীলন সাজেশন ও বিষয়ভিত্তিক প্রশ্নের উত্তর। বিষয়: কর্পোরেট আইন ও অনুশীলন, বিষয় কোড: ২৪২৫০৯।
কর্পোরেট আইন ও অনুশীলন সাজেশন
ক-বিভাগ: অতিসংক্ষিপ্ত প্রশ্নোত্তর
১. অসীম দায় সম্পন্ন কোম্পানি কী?
উত্তর : যে নিবন্ধিত কোম্পানির শেয়ারহোল্ডারদের শেয়ার ছাড়াও ব্যক্তিগত দায় জন্মে তাকে অসীমদায় সম্পন্ন কোম্পানি বলে।
২. পরিমেল নিয়মাবলি কী?
উত্তর : যে দলিলে যৌথ মূলধনি কোম্পানির অভ্যন্তরীণ পরিচালনা ও ব্যবস্থাপনা সংক্রান্ত নিয়মকানুন লিপিবদ্ধ থাকে তাকে পরিমেল নিয়মাবলি বা সংঘবিধি বলে।
৩. শেয়ার মূলধন কী?
উত্তর : কোম্পানি আইননানুযায়ী কোম্পানির মূলধনকে কতকগুলো সমান অংশের ক্ষুদ্র এককে ভাগ করা হয়। এরূপ ক্ষুদ্র প্রতিটি একককেই শেয়ার বলে। যৌথমূলধনি কোম্পানির সদস্যদের মাঝে এই শেয়ার বিক্রি করে যে মূলধন সংগ্রহ করা হয় তাকে শেয়ার মূলধন বলে।
৪. বিবরণ পত্রের বিকল্প বিবৃতি কী?
উত্তর : যে ক্ষেত্রে শেয়ার মূলধন বিশিষ্ট কোনো কোম্পানি ১. নিবন্ধকের নিকট বিবরণপত্র প্রচার বা ইস্যু না করে ১৯৯৪ সালের কোম্পানি আইনের তফসিল-৪ অনুযায়ী যে বিবরণীপত্র পেশ করতে হয় তাকে বিবরণী পত্রের বিকল্প বিবরণী বলে।
৫. নিবন্ধন পূর্ব চুক্তি কী?
উত্তর : কোম্পানির নিবন্ধন ও নিবন্ধনপত্র চুক্তি হবার পূর্বেই তার প্রবর্তকগণকে প্রয়োজনীয় দলিল পত্র খসড়া প্রণয়ন ও সম্পত্তি হস্তান্তরকরণ প্রভৃতির জন্য চুক্তিবন্ধ হতে হয়। এরূপ চুক্তিতে প্রাথমিক অথবা নিবন্ধন পূর্ব চুক্তি।
৬. কোম্পানি সচিব কে?
উত্তর : কোম্পানি আইনের ২-১ (নং) ধারা অনুযায়ী “সচিব বলত সচিবের কর্তব্য এবং অন্য কোনো নির্বাহী বা প্রশাসনিক দায়িত্ব পালনার্থে নিযুক্ত ও নির্ধারিত যোগ্যতাসম্পন্ন কোনো একক ব্যক্তিকে বুঝায়।
৭. সভার কার্য বিবরণী কী?
উত্তর : কার্যাবিবরণী একটি কোম্পানির গুরুত্বপূর্ণ দলিল।
৮. হোল্ডিং কোম্পানি কী?
উত্তর : কোন কোম্পানি গঠন বা ক্রয়সূত্রে অন্য কোম্পানি নিয়ন্ত্রণের অধিকাংশ ক্ষমতা পেলে তাকে হোল্ডিং কোম্পানি বা নিয়ন্ত্রণকারী কোম্পানি বলে।
৯. অদাবিকৃত লভ্যাংশ কী?
উত্তর : কোম্পানির পরিচালক পর্ষদ কর্তৃক লভ্যাংশ ঘোষণার পর কোন শেয়ারহোল্ডার যদি লভ্যাংশ পত্র দাখিল করে তার লভ্যাংশ দাবি না করে তাহলে এরূপ লভ্যাংশ-ই অদাবিকৃত লভ্যাংশ হিসেবে গণ্য হয়। যেহেতু শেয়ার মালিকদের নিকট কোম্পানির এটা এক ধরনের দেনা সেহেতু এই অদাবিকৃত লভ্যাংশকে এর উদ্বর্তপত্রে “চলতি দায়” হিসেবে প্রদর্শন করানো হয়।
১০. কোম্পানির অবসায়ক কে?
উত্তর : সাধারণত যার তত্ত্বাবধানে কোম্পানির বিলোপ সাধন প্রক্রিয়া সম্পন্ন হয় তাকে অবসায়ক বলে।
১১. কোম্পানির সভা কি?
উত্তর : কোম্পানির বিবিধ বিষয়ে শেয়ার মালিক এবং পরিচালকবৃন্দের যেসব অধিবেশন প্রচলিত নিয়ম ও কোম্পানির আইন অনুযায়ী অনুষ্ঠিত হয় তাকে কোম্পানির সভা বলে।
১২. কার্যারম্ভের অনুমতি পত্র কী?
উত্তর : পাবলিক লিঃ কোম্পানি নিবন্ধনপত্র পাওয়ার পর নিবন্ধকের নিকট থেকে প্রাপ্ত ফরম যথাযথভাবে পূরণ করে এবং এর সাথে প্রচারপত্র, ন্যূনতম চাঁদার ঘোষণাপত্র, যোগ্যতাসূচক শেয়ার ক্রয়ের ঘোষণাপত্র, পরিচালকদের ঘোষণাপত্র ইত্যাদি দলিলপত্র দাখিগ করে কার্যারম্ভের অনুমতি পত্রের জন্য আবেদন করেন। এ আবেদনের প্রেক্ষিতে উক্ত দলিলপত্র সন্তুষ্ট হলে কোম্পানি নিবন্ধক পাবলিক লিমিটেড কোম্পানিকে তার স্বাভাবিক ব্যবসায় কার্য আরম্ভ করার অনুমতি প্রদান করে যে সনদ প্রদান করে তাকে কার্যারম্ভের অনুমতিপত্র বলে।
১৩. কোম্পানির নিরীক্ষক কে হতে পারে?
উত্তর : যোগ্যতাসম্পন্ন সনদপ্রাপ্ত হিসাবরক্ষক।
১৪. বাংলাদেশের কোম্পানি আইনের কতটি ধারা ও তফসিল রয়েছে?
উত্তর : ৪০৪টি ধারা ও ১২টি তফসিল।
১৫. শেয়ার কী?
উত্তর : কোম্পানির মূলধকে সমান ক্ষুদ্র ক্ষুদ্র অংশে/এককে বিভক্ত করা হয়। এরূপ ক্ষুদ্র অংশ/একককে শেয়ার বলা হয়।
১৬. পাবিলিক লিমিটেডে কোম্পানির ৪টি বৈশিষ্ট্য লিখ।
উত্তর : (ক) সদস্য সংখ্যা অসীম, (খ) আইন সৃষ্ট প্রতিষ্ঠান, (গ) বিবরণপত্র প্রচার ও (ঘ) শেয়ার হস্তান্তরযোগ্যতা।
১৭. একটি কোম্পানির স্মারকলিপিতে কী কী উল্লেখ থাকে?
উত্তর : (ক) কোম্পানির নাম, (খ) কোম্পানির ঠিকানা, (গ) মূলধন, (ঘ) সদস্যদের নাম ও (ঙ) উদ্দেশ্য।
১৮. জিরো কুপন বন্ড কী?
উত্তর : যে ঋণপত্র সমমূল্যে বা কম মূল্যে (বাট্টায়) বিক্রয় করা হয় তাকে জিরো কুপন বন্ড বলে। এখানে কোন সুদের উল্লেখ করা হয় না, শুধু মেয়াদ শেষে কত টাকা পরিশোধ করে ঋণপত্র ফেরত নেয়া হবে তা উল্লেখ থাকে। এক্ষেত্রে ক্রয়মূল্য ও পরিশোধ মূল্যের পার্থক্যই হলো ঋণদাতার আয়।
১৯. অনাকাঙ্ক্ষিত মূল্য শেয়ার কী?
উত্তর : যে সব শেয়ারের কোন আংঙ্কিক মূল্য (Face value) থাকে না সে সব শেয়ারকে অনাঙ্কিক মূল্য শেয়ার বলে। আমাদের দেশে এ ধরনের শেয়ার ব্যবস্থা নেই।
২০. অনির্দিষ্ট জামিন কাকে বলে?
উত্তর : কোম্পানির বর্তমান ও ভবিষ্যতে অর্জিতব্য সকল বা কতিপয় সম্পত্তি জামিন রেখে যে ঋণপত্র ইস্যু করা হয় তাকে অনির্দিষ্ট/ভাসমান ঋণপত্র বলে।
২১. শেয়ার কখন স্টকে রূপান্তরিত হয়?
উত্তর : শেয়ারের সম্পূর্ণ মূল্য আদায়ের পর একে স্টকে রূপান্তর করা যায়।
২২. ঋণপত্রের তিনটি বৈশিষ্ট্য লিখ।
উত্তর : ঋণপত্রের তিনটি বৈশিষ্ট্য হলো- (ক) ঋণপত্রের আংশিক মূল্য থাকবে; (খ) লিখিত হতে হবে ও (গ) সুদের হার উল্লেখ থাকবে।
২৩. বিলম্বিত শেয়ার কী?
উত্তর : যে শেয়ার মালিকগণ লভ্যাংশ প্রাপ্তি ও মূলধন প্রত্যাবর্তনে সকলের শেষে অংশগ্রহণ করে তাকে বিলম্বিত শেয়ার বলে।
২৪. কার্যবিবরণী কাকে বলে?
উত্তর : কার্যবিবরণী একটি কোম্পানির গুরুত্বপূর্ণ দলিল।
খ-বিভাগ: সংক্ষিপ্ত প্রশ্ন
১. “কৃত্রিমব্যক্তি সত্তা” ধারণাটি ব্যাখ্যা কর।
২. বিবরণ পত্রের অসত্য তথ্য পরিবশেনের জন্য পরিচালনা পর্যদের দায় ফলাফল লিখ।
৩. শেয়ারের সাথে স্টকের বৈসাদৃশ লিখ।
৪. সমতা বহির্ভূত চুক্তির ফলাফল বর্ণনা কর।
৫. কোম্পানির মান গ্রহণের পদ্ধতিসমূহ বর্ণনা কর।
৬. কোম্পানির নিরীক্ষকের দায়িত্ব ও কর্তব্যসমূহ লিখ।
৭. মূলধনি লাভ থেকে লভ্যাংশ প্রদান করা যায় কী?
৮. কোম্পানির একত্রীকরণের উদ্দেশ্য লিখ।
৯. স্মারকলিপি ও পরিমেল নিয়মাবলির মধ্যে পার্থক্য লিখ।
১০. কোম্পানির শেয়ার হ্রাসের পদ্ধতি বর্ণনা কর।
১১. কখন ও কেন শেয়ার বাজেয়াপ্ত করা হয়?
১২. চুক্তির অপরিহার্য উপাদান ব্যাখ্যা কর।
১৩. বিবরণপত্রের গুরুত্ব বর্ণনা কর।
১৪. পরিচালকদের ক্ষমতার উপর কী কী বাঁধা নিষেধ আছে?
১৫. শেয়ার হস্তান্তর বলতে কী বুঝ?
গ-বিভাগ: রচনামূলক প্রশ্ন
১. (ক) পাবলিক লিমিটেড কোম্পানির বৈশিষ্ট্যসমূহ বর্ণনা কর।
(খ) হোল্ডিং কোম্পানি কী? সাবসিডিয়ারী কোম্পানির সাথে এর পার্থক্য নির্দেশ কর।
২. (ক) কোম্পানির নিবন্ধনের সুবিধাসমূহ লিখ।
(খ) প্রবর্তকের সংজ্ঞা দাও। প্রবর্তকের কার্যাবলি বর্ণনা কর
৩. (ক) শেয়ার হস্তান্তর প্রক্রিয়া বর্ণনা কর।
(খ) শেয়ার বাজেয়াপ্তকরণ ও শেয়ার সমর্পণ এর মধ্যে পার্থক্য নির্দেশ কর।
৪. (ক) ঋণপত্র কী? ঋণপত্রের শ্রেণি বিভাগ বর্ণনা কর।
(খ) শেয়ারের সাথে ঋণপত্রের পার্থক্য নির্দেশ কর।
৫. (ক) কোম্পানির পরিচালনা পর্ষদের সংজ্ঞা দাও। পরিচালকের কী কী যোগ্যতা থাকা জরুরি?
(খ) কোম্পানির পরিচালকদের অপসারণ পদ্ধতি লিখ।
৬. (ক) পরিচালনো পর্ষদের প্রতিবেদন কী? এর বিষয়বস্তু উল্লেখ কর।
(খ) ব্যালেন্স শীট যথাযথভাবে তৈরি না করলে দায়ী ব্যক্তিদের শাস্তিসমূহ লিখ।
৭. (ক) লভ্যাংশ কী? লভ্যাংশ সম্পর্কে নিরীক্ষকের কর্তব্য লিখ।
(খ) অন্তর্বর্তীকালীন লভ্যাংশ সম্পর্কে নিরীক্ষকের কর্তব্য লিখ।
৮. (ক) কোম্পানির পুনর্গঠন বলতে কী বুঝায়? অভ্যন্তরীণ পুনর্গঠন ও বাহ্যিক পুনর্গঠনের মধ্যে পার্থক্য নির্দেশ কর।
(খ) আদালত কর্তৃক কোম্পানির বিলোপ সাধনের পদ্ধতি বর্ণনা কর।
৯. (ক) কোম্পানির সংজ্ঞা দাও।
(খ) একটি পাবলিক লিমিটেড কোম্পানির গঠন প্রণালি বর্ণনা কর।
১০. (ক) তত্ত্বাবধায়ক ও তার নিয়োগ পদ্ধতি আলোচনা কর।
(খ) তত্ত্বাবধায়ক নিয়োগের ফলাফল আলোচনা কর।
১১. বিধিবদ্ধ সভা কাকে বলে? বিবিবদ্ধ সভা সম্পর্কে শেয়ারহোল্ডারদের অধিকারগুলো আলোচনা কর।
১২. প্রাইভেট লিমিটেড কোম্পানিকে কীভাবে পাবলিক লিমিটেড কোম্পানিতে রূপান্তর করা যায়।
১৩. শেয়ার সনদের বৈশিষ্ট্য আলোচনা কর।
১৪. বন্ধক ও দাবি নিবন্ধন না করার ফলাফল বর্ণনা কর।
১৫. শেয়ার বাজেয়াপ্ত সংক্রান্ত আইনের বিধানগুলো আলোচনা কর।
আরো দেখো : হিসাববিজ্ঞান ৪র্থ বর্ষের সকল বিষয়ের উত্তরসহ সাজেশন
অনার্স চতুর্থ বর্ষের পরীক্ষার্থীরা, কোর্সটিকায় তোমরা এ সাজেনটি উত্তরসহ সংগ্রহ করতে পারবে। ওপরে দেওয়া Answer Sheet অপশনে ক্লিক করে অনার্স ৪র্থ বর্ষের হিসাববিজ্ঞান কর্পোরেট আইন ও অনুশীলন সাজেশন সংগ্রহ করে নাও। ডাউনলোড করতে অসুবিধা হলে আমাদের ফেসবুক পেজে ইনবক্স করো। শিক্ষার্থীরা অন্যান্য বিষয়ের নোট ও সাজেশান্স পেতে আমাদের YouTube চ্যানেলটি SUBSCRIBE করতে পারো এই লিংক থেকে।
Discussion about this post