কাজের মাঝে আনন্দ ৭ম শ্রেণির জীবন ও জীবিকা ৩য় অধ্যায় : একটি পরিবারকে সুন্দর ও ভালোভাবে পরিচালনার জন্য সঠিক আয়-ব্যয়ের খাত নির্বাচন এবং যথাযথভাবে হিসাব রাখার গুরুত্ব অপরিসীম। সামাজিক ও পারিবারিক জীবনযাপনে আমাদের আয় বুঝে ব্যয় করা উচিত।
পরিবারের আয়-ব্যয়ের হিসাব সংরক্ষণ না করলে আয় বুঝে ব্যয় করা সম্ভব নয়। তাছাড়া আয়-ব্যয়ের কোনো পূর্ব পরিকল্পনা তথা বাজেট প্রণয়ন করা না হলে সুষ্ঠুভাবে পরিবার পরিচালনা করা সম্ভব নয়। এছাড়াও একটি পরিবারে যেকোনো সময় জরুরি অবস্থা বা বিপদ চলে আসতে পারে।
কাজের মাঝে আনন্দ ৭ম শ্রেণির জীবন ও জীবিকা ৩য় অধ্যায়
এই জরুরি অবস্থা বা বিপদ মোকাবিলার জন্য প্রয়োজন হয় সঞ্চয়ের। ভালো বাজেট ছাড়া সঞ্চয় করা কষ্টকর হয়ে পড়ে। তাই শিক্ষার্থীদের সুন্দরভাবে জীবনযাপন করার জন্য এই অধ্যায়ে পারিবারিক আয়-ব্যয়, বাজেট, সঞ্চয়, পারিবারিক আর্থিক কাজ সম্পর্কে আলোচনা করা হয়েছে।
অভিজ্ঞতা-১ (মূল বই: পৃষ্ঠা ৩ ও ৪)
তোমরা তোমাদের বিগত ছয় মাসের কাজগুলো ফিরে দেখবে এবং বাবা-মা কিংবা পরিবারের অন্যান্য সদস্যদের সঙ্গে কথা বলে নিচের ছকটি পূরণ করবে। যদি এমন হয় যে- মাসের বেশিরভাগ সময় কাজটি করেছ তাহলে স্কোর দিবে-৩। ঐ মাসে মাঝে মাঝে কাজটি করেছ তাহলে স্কোর দিবে ১ মাসের খুব অল্প কয়েকদিন কাজটি করেছ তাহলে স্কোর দিবে-১। আর যদি একেবারেই না করে থাক তাহলে স্কোর দিবে-০। (জীবন ও জীবিকা বই: পৃষ্ঠা ৩ ও ৪)
উত্তর : বাবা-মা এবং পরিবারের অন্যান্য সদস্যদের সঙ্গে কথা বলে আমি আমার বিগত ছয় মাসের কাজগুলোর মূল্যায়ন করেছি- (বিশেষ দ্রষ্টব্য: ছকটি পিডিএফ উত্তরমালায় দেখানো হয়েছে)
অভিভাবকের মতামত: আমার সন্তান তার বিগত ছয় মাসের যে কর্ম বিবৃতি দিয়েছে তা সঠিক। আমি আমার সন্তানে কাজে খুশি।
শিক্ষকের মন্তব্য: অভিভাবকের মতামতের ভিত্তিতে শিক্ষার্থীর সামগ্রিক কার্যক্রম সন্তোজনক। আমি তার উজ্জ্বল ভবিষ্যৎ কামনা করছি।
অভিজ্ঞতা-২ (মূল বই: পৃষ্ঠা ৫)
তোমার নিজের সম্পর্কে লিখ। (জীবন ও জীবিকা বই: পৃষ্ঠা ৫)
আমার কথা : আমি রিফাত। ৭ম শ্রেণিতে পড়ি। আমি প্রতিদিন ভোর বেলা ঘুম থেকে উঠে বিছানা গুছিয়ে দাঁত ব্রাশ করি এবং প্রার্থনা করি। তারপর স্কুলের পড়া শেষ করে মাকে যথাসম্ভব রান্নার কাজে সাহায্য করি। আমার পড়ার টেবিল, কাপড়-চোপড় আমি নিজেই গুছিয়ে রাখি আমাদের একটি সবজি বাগান আছে। মাঝে মাঝে তা পরিচর্যা করি। বাবার সাথে সুযোগ পেলেই বাজারে যাই। বাড়িতে মেহমান এলে যথাসম্ভব সমাদর করি। এক কথায় আমি আমার পড়ার পাশাপাশি বাড়ির কাজেও যথেষ্ট মনোযোগী।
অভিজ্ঞতা-৩ (একক কাজ) মূল বই: পৃষ্ঠা ৭
তোমার পরিবারের সদস্যদের সঙ্গে আলোচনা করে তোমার পরিবারের আগামী এক সপ্তাহের সম্ভাব্য ব্যয়ের হিসাব লিপিবদ্ধ কর। ব্যয়ের তালিকা করার জন্য নিচের ছকটি ব্যবহার করতে পার। (জীবন ও জীবিকা বই: পৃষ্ঠা ৭)
উত্তর : পরিবারের সদস্যদের সঙ্গে আলোচনা করে আমার পরিবারের আগামী এক সপ্তাহের সম্ভাব্য ব্যয়ের তালিকা লিপিবদ্ধ করা হলো- (বিশেষ দ্রষ্টব্য: ছকটি পিডিএফ উত্তরমালায় দেখানো হয়েছে)
অভিজ্ঞতা-৪ (দলগত কাজ) মূল বই: পৃষ্ঠা ৯ ও ১০
এবার তোমরা বাজেট প্রণয়নের অনুশীলন কর-
শিল্পী বেগম একটি টেইলরিং হাউসের মালিক। বৃদ্ধ বাবা-মা, দুই ছেলে-মেয়ে, স্বামীসহ তাদের ছয়জনের পরিবার। শিল্পী বেগমের স্বামীও টেইলরিং হাউসে তার সঙ্গে কাজ করেন এবং তাদের বাড়ির পুকুরে মাছ চাষ করেন। প্রতি মাসে গড়ে শিল্পী প্রায় ২০,০০০ টাকা উপার্জন করেন, আবার তার স্বামীও প্রায় ২০,০০০ টাকা উপার্জন করেন।
তারা প্রতি মাসে প্রায় ৫,০০০ টাকার মতো মাছ বিক্রয় করেন। মেয়ে রামিয়া ৭ম শ্রেণিতে পড়ে এবং তার ভাই টুকু চতুর্থ শ্রেণিতে পড়ে। রামিয়া তার পরিবারের জন্য পারিবারিক বাজেট প্রণয়ন করতে চায়। তোমরা রামিয়াকে তার পরিবারের একটি সম্ভাব্য বাজেট প্রণয়ন করতে সহায়তা করবে। সম্ভাব্য যতরকম ব্যয়ের খাত আছে সবগুলো ছকে তালিকা করার চেষ্টা কর। (জীবন ও জীবিকা বই: পৃষ্ঠা ৯ ও ১০)
উত্তর : রামিয়ার পরিবারের জন্য সম্ভাব্য বাজেট প্রস্তুত করা হলো- (বিশেষ দ্রষ্টব্য: ছকটি পিডিএফ উত্তরমালায় দেখানো হয়েছে)
অভিজ্ঞতা-৫ (একক কাজ) মূল বই: পৃষ্ঠা ১১
পরিবারের সকল সদস্যদের সঙ্গে আলোচনা করে তোমার পরিবারের আগামী মাসের পারিবারিক বাজেট প্রণয়ন কর। বাজেট প্রণয়নে নিচের ছক ব্যবহার কর। প্রয়োজন অনুযায়ী ছকে আরও লাইন যোগ করতে পার। (জীবন ও জীবিকা বই: পৃষ্ঠা ১১)
উত্তর : পরিবারের সকল সদস্যদের সঙ্গে আলোচনা করে আমার পরিবারের আগামী মাসের পারিবারিক বাজেট প্রণয়ন করা হলো- (বিশেষ দ্রষ্টব্য: ছকটি পিডিএফ উত্তরমালায় দেখানো হয়েছে)
কাজের মাঝে আনন্দ ৭ম শ্রেণির জীবন ও জীবিকা ৩য় অধ্যায়
অভিজ্ঞতা-৬ মূল বই: পৃষ্ঠা ২১
পরিবারের সদস্যদের সঙ্গে আলোচনা করে নিচের অনুশীলনগুলো কর-
মাসিক সম্ভাব্য মোট আয়ের সঙ্গে মোট পরিকল্পিত ব্যয় তুলনা কর। আয়ের চাইতে ব্যয় বেশি, কম বা সম্মান কিনা, তা যাচাই কর। কোন খাতে সবচেয়ে বেশি ব্যয় ধরা হয়েছে? এই বায় মোট ব্যয়ের শতকরা কত তা বের কর। কোন কোন খাত থেকে ব্যয় কমানো যেতে পারে এবং কীভাবে? ব্যয় কমানোর একটি পরিকল্পনা তৈরি কর। (জীবন ও জীবিকা বই: পৃষ্ঠা ২১)
উত্তর : মাসিক সম্ভাব্য মোট আয়ের সঙ্গে মোট ব্যয়ের তুলনা করে দেখা যায়, মাসিক আয়ের তুলনায় মাসিক ব্যয় কম হয়েছে। বিনোদন, মোবাইল ফোন/ইন্টারনেট, অন্যান্য (খেলাসামগ্রী) খাত থেকে বায় কমানো যেতে পারে। এই খাতগুলো পরিবারের জন্য বেশি গুরুত্বপূর্ণ নয়, মূলত এই খাতগুলো ঐচ্ছিক খাত। পারিবারিক ব্যয় কমানোর জন্য মোবাইল ফোন ও ইন্টারনেটের ব্যবহার কমিয়ে দিব। অপ্রয়োজনে বাসার লাইট, ফ্যান, চুলা জ্বালিয়ে রাখব না। এছাড়া একান্ত প্রয়োজনীয় জিনিস ছাড়া অযথা কেনাকাটা থেকে বিরত থাকব।
কাজের মাঝে আনন্দ ৭ম শ্রেণির জীবন ও জীবিকা ৩য় অধ্যায়
অভিজ্ঞতা-৮ মূল বই: পৃষ্ঠা ২২
পরিবারের সকল সদস্যের সঙ্গে আলোচনা করে প্রতিদিনের আয়-ব্যয়ের হিসাব রাখার জন্য একটি আর্থিক ডায়েরি প্রস্তুত কর। (জীবন ও জীবিকা বই: পৃষ্ঠা ১২)
উত্তর : আমার পরিবারের আর্থিক ডায়েরি (বিশেষ দ্রষ্টব্য: ছকটি পিডিএফ উত্তরমালায় দেখানো হয়েছে)
অভিজ্ঞতা-৯ মূল বই: পৃষ্ঠা ১২ ও ১৩
মাস শেষে আর্থিক ডায়েরি থেকে কোন খাতে মোট কত টাকা ব্যয় হয়েছে তা বের কর। আবার বিভিন্ন উৎস থেকে প্রাপ্ত মোট আয় নিরূপণ কর। এবার পরিকল্পিত আয়-ব্যয়ের সঙ্গে প্রকৃত আয়-ব্যয়ের তুলনা করে ছকটি পূরণ কর। (জীবন ও জীবিকা বই: পৃষ্ঠা ১২ ও ১৩)
উত্তর : মাস শেষে আর্থিক ডায়েরি থেকে কোন খাতে কত ব্যয় হয়েছে তা নির্ণয়পূর্বক পরিকল্পিত আয়-ব্যয়ের সঙ্গে প্রকৃত আয় ব্যয়ের তুলনা করে ছকটি পূরণ করা হলো- (বিশেষ দ্রষ্টব্য: ছকটি পিডিএফ উত্তরমালায় দেখানো হয়েছে)
অভিজ্ঞতা-১৩ মূল বই: পৃষ্ঠা ১৩
পরিবারের সদস্যদের সঙ্গে আলোচনা করে নিচের অনুশীলনগুলো কর-
সম্ভাব্য আয়ের সঙ্গে প্রকৃত আয়ের তুলনা কর, কোনো পার্থক্য থাকলে তার কারণ খুঁজে বের কর।
কোন কোন খাতে পরিকল্পিত ব্যয়ের সঙ্গে প্রকৃত ব্যয়ের পার্থক্য অনেক বেশি, কারণ খুঁজে বের কর।
ব্যয় কমিয়ে কীভাবে সঞ্চয় বৃদ্ধি করা যায় তার উপায় খুঁজে বের কর।
ব্যয় কমানোর একটি পরিকল্পনা তৈরি কর। (জীবন ও জীবিকা বই: পৃষ্ঠা ১৩)
৭ম শ্রেণির জীবন ও জীবিকা ৩য় অধ্যায়
উত্তর :
সম্ভাব্য আয়ের সঙ্গে প্রকৃত আয়ের তুলনা করে দেখা গেল যে প্রকৃত আয় ৪০০ টাকা কম হয়েছে। সবজির চাষ আশানুরূপ না হওয়ার কারণে সবজি বাবদ প্রকৃত আয়, সম্ভাব্য আয়ের তুলনায় কম হয়েছে। খাদ্য, পরিবারের বিলসমূহ, মোবাইল ফোন/ইন্টারনেট ও বিনোদন খাতে পরিকল্পিত ব্যয়ের তুলনায় প্রকৃত ব্যয়ের পরিমাণ বেশি হয়েছে।
খাদ্যের মূল্য বৃদ্ধি, গ্যাস, লাইট, ফ্যান অতিরিক্ত ব্যবহার, মোবাইল ফোন/ইন্টারনেট বিনা প্রয়োজনে ব্যবহারের কারণে এই খাতগুলোতে ব্যয় বেশি হয়েছে। যেসব খাতে পরিকল্পিত ব্যয়ের তুলনায় প্রকৃত ব্যয় বেশি হয়েছে, ঐসব খাতগুলোর ব্যয় কমাতে হবে। ব্যয় কমানোর জন্য মোবাইল ফোন ও ইন্টারনেটের ব্যবহার কমিয়ে দিব। অপ্রয়োজনে বাসার লাইট, ফ্যান, চুলা জ্বালিয়ে রাখব না। এছাড়া একান্ত প্রয়োজনীয় জিনিস ছাড়া অযথা কেনাকাটা থেকে বিরত থাকব।
ব্যয় কমানোর জন্য আমার পরিকল্পনা হলো:
যে কাজগুলো করতে আমার পরিবারের ব্যয় হয় সেই কাজগুলো আমি নিজে করব মানে এই কাজের জন্য আমার পরিবার যে খরচ করবে তা বাঁচাতে পারব। এছাড়া রিকশার পরিবর্তে হেঁটে স্কুলে যাব এবং স্কুল থেকে হেঁটে বাসায় চলে আসব। রান্না শেষে চুলা বন্ধ করে রাখব। কক্ষ ত্যাগের সময় বাতি, ফ্যান, এসি বন্ধ করে রাখব। ইস্ত্রি অন করে রেখে অন্য কাজ করব না। পানির কল অপ্রয়োজনে ছেড়ে রাখব না।
আরো দেখো: ৭ম শ্রেণির জীবন ও জীবিকা সব অধ্যায়ের সমাধান
উপরে দেওয়া ‘উত্তরমালা’ অপশনে ক্লিক করে কাজের মাঝে আনন্দ ৭ম শ্রেণির জীবন ও জীবিকা ৩য় অধ্যায় সমাধান সংগ্রহ করে নাও। ডাউনলোড করতে অসুবিধা হলে আমাদের ফেসবুক পেজে ইনবক্স করো। শিক্ষার্থীরা অন্যান্য বিষয়ের নোট ও সাজেশান্স পেতে আমাদের YouTube চ্যানেলটি SUBSCRIBE করতে পারো এই লিংক থেকে।
Discussion about this post