সপ্তম শ্রেণির ইতিহাস ও সামাজিক বিজ্ঞান বইয়ের ৫ম অধ্যায়ের একটি প্রশ্ন। এই প্রশ্নে কীভাবে সামাজিক রীতিনীতি পরিবর্তিত হয় তা আলোচনা করতে বলা হয়েছে। কোর্সটিকায় আজকের এই ক্লাসে আমরা সম্পূর্ণ বিষয়টি নিয়ে আলোচনা করব। তোমরা বেশকিছু উদাহরণের মধ্য দিয়ে প্রশ্নটি খুব সহজভাবে বুঝে নিতে পারবে।
আমাদের প্রশ্নটি ছিল, সামাজিক রীতি-নীতি কীভাবে পরিবর্তন হলো, তার প্রক্রিয়াটি নিজের ভাষায় লেখো (মূল বইয়ের ১০৮ নম্বর পৃষ্ঠা)। শিক্ষার্থীরা, সমাজে মানুষ দীর্ঘদিন ধরে বসবাসের ফলে উক্ত সমাজে বিভিন্ন প্রকার রীতিনীতি ও নিয়ম-কানুন সৃষ্টি হয়। এসব নিয়মগুলো সমাজের ভারসাম্য রক্ষার্থে সমাজে বসবাসকারী মানুষেরা পালন করে থাকে।
কীভাবে সামাজিক রীতিনীতি পরিবর্তিত হয় class 7
সমাজে মানুষ দীর্ঘদিন ধরে বসবাসের ফলে উক্ত সমাজে বিভিন্ন প্রকার রীতিনীতি ও নিয়ম-কানুন সৃষ্টি হয়। এসব রীতিনীতি সমাজে বসবাসকারী সকলকে মেনে চলতে হয়। তবে একই রীতিনীতি যে বছরের পর বছর ধরে চলতে থাকবে, এমনটি নয়। সময়ের বিবর্তনে সমাজের স্বার্থেইঞ্জীসব রীতিনীতি পরিবর্তন হয়, কখনো কখনো সংস্কার হয়।
যেমন, আরব সমাজে কন্যাশিশুদের খুবই নীচু চোখে দেখা হত। কোনো কন্যাশিশু জন্মগ্রহণ করলে তাকে জীবন্ত কবর দেওয়া হত। ইসলামের নবী হযরত মোহাম্মদ (সা:) এই কু-প্রথার বিরুদ্ধে রুখে দাঁড়ান। তাঁর একান্ত প্রষ্টোয় আরব সমাজ থেকে এই নির্মম প্রথা নির্মূল হয়ে যায়।
ভারতীয় হিন্দু সমাজে সতীদাহ নামে একটি কু-প্রথা চালু ছিল। এই প্রথা অনুযায়ী কোনো নারীর স্বামী মারা গেলে তাকে তার স্বামীর সাথে একই চিতায় পুড়িয়ে হত্যা করা হত। রাজা রামমোহন রায় এর তীব্র বিরোধিতা করেন এবং তাঁর বিভিন্ন উদ্যোগের ফলে একটা সময়ে ভারতীয় সমাজ থেকে এই রীতির সমাপ্তি ঘটে।
ঈশ্বরচন্দ্র বিদ্যাসাগর বিধবা বিবাহের পক্ষে ছিলেন। তিনি তার নিজ পুত্রের সাথে এক বিধবা নারীর বিবাহ দিয়ে সমাজে বিধবা বিবাহের সূত্রপাত করেন।
আঠারো শতকের দিকে নারীদের পড়ালেখা ছিল গৃহকেন্দ্রিক। তারা উচ্চ শিক্ষায় শিক্ষিত হওয়ার সুযোগ পেত না। তারা বাড়ি থেকে বের হওয়ার অনুমতিও পেত না। এটাই ছিল তৎকালীন সমাজের রীতি। কিন্তু বেগম রোকেয়া এ রীতির বিরোধিতা করেন। তিনি নারী শিক্ষার প্রয়োজনীয়তা সম্পর্কে সবাইকে সচেতন করেন। ফলশ্রুতিতে নারীরা শিক্ষার্জনের পথে আরো অগ্রগামী হয়।
ঠিক এভাবেই অসংখ্য মহাপুরুষ এবং সমাজ সংস্কারকগণ তাঁদের ঐকান্তিক প্রচেষ্টায় সমাজ থেকে বাজে রীতিনীতির পরিবর্তন করেন। তাই বলা যায় যে, হঠাৎ করেই বা একক কোনো কারণে সামাজিক রীতিনীতির পরিবর্তন হয় না। কালের বিবর্তনে বিভিন্ন সময়ে বিভিন্ন প্রয়োজনের তাগিদে সামাজিক রীতিনীতির পরিবর্তন সাধিত হয়।
ওপরে আমরা আলোচনা করলাম, কীভাবে সামাজিক রীতিনীতি পরিবর্তিত হয় class 7। শিক্ষার্থীরা, এটি তোমাদের মূল বইয়ের ৫ম অধ্যায়ের একটি প্রশ্ন ছিল। ৫ম অধ্যায়ের অন্যান্য গুরুত্বপূর্ণ প্রশ্নের উত্তর পেতে উপরে দেওয়া লিংকটি অনুসরণ করতে পারো।
ডাউনলোড করতে অসুবিধা হলে আমাদের ফেসবুক পেজে ইনবক্স করো। শিক্ষার্থীরা অন্যান্য বিষয়ের নোট ও সাজেশান্স পেতে আমাদের YouTube চ্যানেলটি SUBSCRIBE করতে পারো এই লিংক থেকে।
Discussion about this post