কুলি মজুর কবিতার জ্ঞানমূলক প্রশ্ন উত্তর : অন্যায়, শোষণ ও নির্যাতনের বিরুদ্ধে বিদ্রোহ, বিপ্লব ও দেশপ্রেমের উদ্দীপনাময় কবিতা লিখে বাংলার জনমনে যিনি বিদ্রোহী কবি হিসেবে নন্দিত আসন পেয়েছেন, তিনি কবি কাজী নজরুল ইসলাম।
বহু বিচিত্র ও বিস্ময়কর তাঁর জীবন। ছেলেবেলায় লেটোর দলে গান করেছেন, রুটির দোকানের কারিগর হয়েছেন, যুদ্ধে যোগ দিয়ে সেনাবাহিনীর হাবিলদার হয়েছেন। ব্রিটিশরাজের বিরুদ্ধে লেখালেখির কারণে রাজদ্রোহের অপরাধে কারাবরণ করেছেন। তিনি পত্রিকাও সম্পাদনা করেছেন। কবিতা, গল্প, উপন্যাস, নাটক, প্রবন্ধ, সংগীত প্রভৃতি ক্ষেত্রে তিনি উল্লেখযোগ্য অবদান রেখেছেন।
কুলি মজুর কবিতার জ্ঞানমূলক প্রশ্ন উত্তর
১. কাজী নজরুল ইসলামের জন্মস্থান কোথায়?
উত্তর: কাজী নজরুল ইসলামের জন্মস্থান বর্ধমান জেলার চুরুলিয়া গ্রামে।
২. কবি কাজী নজরুল ইসলাম কোথায় প্রাথমিক শিক্ষা লাভ করেন?
উত্তর: কবি কাজী নজরুল ইসলাম গ্রামের মক্তবে প্রাথমিক শিক্ষা লাভ করেন।
৩. মানবসভ্যতা কাদের হাতে গড়ে উঠেছে?
উত্তর: মানবসভ্যতা শ্রমজীবী মানুষের হাতে গড়ে উঠেছে।
৪. শ্রমজীবী মানুষদের শোষণ করে কারা?
উত্তর: শ্রমজীবী মানুষদের শোষণ করে ধনিকশ্রেণি।
৫. বিত্তসম্পদের মালিক কারা হয়েছে?
উত্তর: বিত্তসম্পদের মালিক ধনিকশ্রেণি হয়েছে।
৬. ধনিকশ্রেণি শ্রমজীবী মানুষকে কী করতে নারাজ?
উত্তর: ধনিকশ্রেণি শ্রমজীবী মানুষকে মানুষ হিসেবে গণ্য করতে নারাজ।
৭. কবি কাদের মানুষরূপী দেবতা বলেছেন?
উত্তর: কবি শ্রমজীবী মানুষদের মানুষরূপী দেবতা বলেছেন।
৮. দধীচি কে?
উত্তর: দধীচি হলেন পৌরাণিক কাহিনীতে বর্ণিত একজন মহামুনি অর্থাৎ সাধক।
১০. কাদের হাড় দিয়ে বাষ্প-শকট চলে?
উত্তর: দধীচিদের হাড় দিয়ে বাষ্প-শকট চলে।
১১. বাবু সাব এসে কীসে চড়ল?
উত্তর: বাবু সাব এসে বাষ্প-শকটে চড়ল।
১২. পথের কোন জিনিসটি শ্রমজীবী মানুষের অবদানের কথা জানে?
উত্তর: পথের প্রতিটি ধূলিকণা শ্রমজীবী মানুষের অবদানের কথা জানে।
১৩. ‘কুলি-মজুর’ কবিতায় হাতুড়ি শাবল গাঁইতি চালিয়ে কী ভাঙার কথা বলা হয়েছে?
উত্তর: ‘কুলি-মজুর’ কবিতায় হাতুড়ি শাবল গাঁইতি চালিয়ে পাহাড় ভাঙার কথা বলা হয়েছে।
১৪. কুলি-মজুর কবিতায় দেশ কীসে ছেয়ে গেছে?
উত্তর: ‘কুলি-মজুর’ কবিতায় দেশ কলে অর্থাৎ কলকারখানায় ছেয়ে গেছে।
১৫. ‘কুলি-মজুর’ কবিতায় রেলপথে কোনটি চলে?
উত্তর: ‘কুলি-মজুর’ কবিতায় রেলপথে বাষ্প-শকট চলে।
১৬. জগৎজুড়ে কারা মার খাচ্ছে?
উত্তর: জগৎজুড়ে দুর্বলরা মার খাচ্ছে।
কুলি মজুর কবিতার প্রশ্ন উত্তর class 7
১৭. কবি কাদের বেতন দেওয়ার কথা বলেছেন?
উত্তর: কবি কুলিদের বেতন দেওয়ার কথা বলেছেন।
১৮. ‘কুলি-মজুর’ কবিতায় কুলি-মজুরদের কার সঙ্গে তুলনা করা হয়েছে?
উত্তর: ‘কুলি-মজুর’ কবিতায় কুলি-মজুরদের দধীচি মুনির সঙ্গে তুলনা করা হয়েছে।
১৯. ‘কুলি-মজুর’ কবিতাটি কোন কাব্যের অন্তর্গত?
উত্তর: ‘কুলি-মজুর’ কবিতাটি কবি কাজী নজরুল ইসলামের ‘সাম্যবাদী’ কাব্যের অন্তর্ভুক্ত।
২০. ‘কুলি-মজুর’ কবিতার কবির নাম কী?
উত্তর: ‘কুলি-মজুর’ কবিতার কবির নাম কাজী নজরুল ইসলাম।
২১. ‘কুলি-মজুর’ কবিতায় কোন মুনির নাম উল্লেখ করা হয়েছে?
উত্তর: ‘কুলি-মজুর’ কবিতায় দধীচিমুনির নাম উল্লেখ করা হয়েছে।
২২. ‘কুলি-মজুর’ কবিতাটি কোন কাব্যগ্রন্থের অন্তর্গত?
উত্তর: ‘কুলি-মজুর’ কবিতাটি ‘সাম্যবাদী’ কাব্যগ্রন্থের অন্তর্গত।
২৩. ‘কুলি-মজুর’ কবিতাটির রচয়িতা কে?
উত্তর: ‘কুলি-মজুর’ কবিতাটির রচয়িতা কাজী নজরুল ইসলাম।
২৪. ‘কুলি-মজুর’ কবিতার রচয়িতা কে?
উত্তর: ‘কুলি-মজুর’ কবিতার রচয়িতা বিদ্রোহী কবি কাজী নজরুল ইসলাম।
২৫. রাজপথে কী চলে?
উত্তর: রাজপথে মোটর চলে।
২৬. ‘ঠুলি’ শব্দের অর্থ কী?
উত্তর: ‘ঠুলি’ শব্দের অর্থ চোখের ওপর ঢাকনি।
২৭. পাই কী?
উত্তর: পাই হলো মুদ্রার একক বিশেষ।
২৮. নবউত্থান কী?
উত্তর: নবউত্থান হলো নতুন করে উঠা।
আরও দেখো—সপ্তম শ্রেণির বাংলা গল্প-কবিতার সমাধান
সপ্তম শ্রেণির প্রিয় শিক্ষার্থীরা, উপরে তোমাদের সপ্তবর্ণা বাংলা বই থেকে কুলি মজুর কবিতার জ্ঞানমূলক প্রশ্ন উত্তর আলোচনা করা হয়েছে। এই অধ্যায় থেকে পরীক্ষা প্রস্তুতির জন্য ৩০টিরও অধিক প্রশ্ন উত্তরসহ দেওয়া হয়েছে। Answer Sheet অপশনে ক্লিক করে উত্তরগুলো সংগ্রহ করে নাও। এছাড়াও অধ্যায়ভিত্তিক অনুধাবনমূলক, সৃজনশীল এবং বহুনির্বাচনি প্রশ্নের সমাধান পেতে উপরে দেওয়া লিংকে ভিজিট করো।
Discussion about this post