কৃষিশিক্ষা ১ম পত্র ১ম অধ্যায় অনুধাবনমূলক প্রশ্ন : ফসল চাষাবাদের মৌসুম শুরুর আগে অথবা মাঝে কৃষক সভা ও উঠোন বৈঠক করা হয়। এর লক্ষ্য ও উদ্দেশ্য হচ্ছে- নতুন প্রযুক্তি হস্তান্তরে উদ্বুদ্ধ করা, কৃষকদের বিভিন্ন সমস্যার সমাধান দেওয়া, মতবিনিময় করা। এই সভার মাধ্যমে কৃষকদের মধ্যে অভিজ্ঞতা, জ্ঞান ও তথ্য নিয়ে মতবিনিময় হয়।
কৃষি কর্মকর্তাদের অংশগ্রহণের ফলে কৃষকদের জ্ঞান ও তথ্যে দুর্বল কৃষকের জ্ঞান বাড়ে এবং কাজে স্পৃহা হয়। এই জ্ঞান মাঠ পর্যায়ে প্রয়োগ করে কৃষি উন্নয়নে ভূমিকা পালন করছে। কৃষক সভা ও উঠোন বৈঠকের মাধ্যমে কৃষকরা তথ্য সেবা পায়।
কৃষিশিক্ষা ১ম পত্র ১ম অধ্যায় অনুধাবনমূলক প্রশ্ন
১. টমেটো কেন উদ্যান ফসল? ব্যাখ্যা কর।
উত্তর : টমেটো উদ্যান ফসল কারণ টমেটো বাড়ির আশে পাশে এমনকি ছাদে বা টবের মাটিতে চাষ করা যায়। টমেটো উৎপাদন খরচ কম কিন্তু দাম বেশি। টমেটো গাছ থেকে সংগ্রহ করে সরাসরি খাওয়া যায় অন্যান্যা উদ্যান ফসলের মত টমেটো একবারে পরিপক্ক হয় না এবং ধাপে ধাপে সংগ্রহ করা যায় তাই টমেটোকে উদ্যান ফসল বলে।
২. আলু কেন উদ্যান ফসল- ব্যাখ্যা কর।
উত্তর : উদ্যান জাতীয় ফসল বাড়ির আশপাশে উর্বর জমিতে চাষ করা হয়। ব্যবসায়িক ভিত্তিতে আলু চাষ করা হলেও কম জমিতে স্বল্প পরিসরে বাড়ির আশপাশে চাষ করা হয়। আলু সারা বছর সবজি হিসেবে খাওয়া হয়। সবজি জাতীয় ফসল উদ্যান ফসলের অন্তর্ভুক্ত। আলু চাষের সময় ও পরিপক্বের পর উত্তোলনের সময় বিশেষ যত্নের প্রয়োজন হয়। যা উদ্যান ফসলের বৈশিষ্ট্য। এসব কারণে আলুকে উদ্যান ফসল বলা হয়।
৩. ব্রয়লার মুরগি পালন করা হয় কেন?
উত্তর : ব্রয়লার মুরগি দ্রুত বৃদ্ধি পায় এবং অধিক মাংস উৎপাদন করে। ফলে মাংসের ঘাটতি পূরণ হয়। দ্রুত বৃদ্ধি পাওয়ার কারণে ব্রয়লার মুরগি পালন করে অধিক লাভবান হওয়া যায়। তাই ব্রয়লার মুরগি পালন করা হয়।
৪. বাংলাদেশের ৭টি কৃষি গবেষণা ইনস্টিটিউটের নাম লেখ।
উত্তর : বাংলাদেশের ৭টি কৃষি গবেষণা ইনস্টিটিউটের নাম নিম্নরূপ:
১. বাংলাদেশ ধান গবেষণা ইনস্টিটিউট (BRRI)
২. বাংলাদেশ কৃষি গবেষণা ইনস্টিটিউট (BARI)
৩. বাংলাদেশ পরমাণু গবেষণা ইনস্টিটিউট (BINA)
৪. বাংলাদেশ পাট গবেষণা ইনস্টিটিউট
৫. বাংলাদেশ মৎস্য গবেষণা ইনস্টিটিউট
৬. বাংলাদেশ প্রাণিসম্পদ গবেষণা ইনস্টিটিউট
৭. মৃত্তিকা সম্পদ উন্নয়ন ইনস্টিটিউট
৫. বাংলাদেশের উন্নয়নে প্রাণিসম্পদ গুরুত্বপূর্ণ কেন?
উত্তর : বাংলাদেশের উন্নয়নে প্রাণিসম্পদ গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করে। খাদ্য নিরাপত্তা, সুষম পুষ্টি সরবরাহ, আত্মকর্মসংস্থান সৃষ্টি, বৈদেশিক মুদ্রা অর্জন, কৃষি জমির উর্বরতা বৃদ্ধি ও নারীর ক্ষমতায়নে প্রাণিসম্পদ বিশেষ ভূমিকা রাখে। বাংলাদেশের জনসংখ্যার প্রায় ২২% সরাসরি এবং ৫০% পরোক্ষভাবে প্রাণিসম্পদ খাতের উপর নির্ভরশীল।
৬. কৃষক সভা ও উঠোন বৈঠকের বৈশিষ্ট্য তুলনামূলক ব্যাখ্যা কর।
উত্তর : কৃষি সম্প্রসারণ অধিদপ্তরের উপজেলা কৃষি অফিসের কর্মকর্তারা প্রায় প্রতি মাসে অথবা প্রয়োজন অনুসারে মাঝে মাঝে কৃষকদের নিয়ে বিভিন্ন বিষয়ে যে সভা বা বৈঠক করে তাকে কৃষক সভা বলে। অন্যদিকে কৃষকের উঠানে কৃষি সম্প্রসারণ অধিদপ্তরের তত্ত্বাবধানে যে সভা বা বৈঠক করা হয়। তাকে উঠোন বৈঠক বলে।
৭. কৃষি তথ্য পেতে কৃষক বিদ্যালয়ের ভূমিকা ব্যাখ্যা কর।
উত্তর : কৃষক বিদ্যালয়ের মাধ্যমে কৃষকরা বিভিন্ন তথ্য সেবা পেয়ে থাকেন। সমন্বিত বালাই ব্যবস্থাপনা (আইপিএম), সমন্বিত ফসল ব্যবস্থাপনা (আইপিএম) ও সমন্বিত খামার ব্যবস্থাপনা (আইএফএম) বিদ্যালয় থেকে প্রশিক্ষণ ক্লাস করার মাধ্যমে কৃষকরা কৃষিবিষয়ক তথ্য ও সেবা পান। এ তথ্য সমৃদ্ধ জ্ঞান তারা কৃষি কাজে সরাসরি বাস্তব প্রয়োগ করতে পারেন।
৮. কৃষি শিক্ষার প্রয়োজনীয়তা ব্যাখ্যা কর।
উত্তর : বাংলাদেশ কৃষিপ্রধান দেশ। কৃষি উন্নয়নের উপর এদেশের উন্নতি নির্ভর করছে। কৃষি বিষয়ে শিক্ষা বা জ্ঞান অর্জন করে বাস্তবে প্রয়োগ করলে দেশে কৃষিপণ্যের উৎপাদন বাড়বে। দেশের খাদ্য, বস্ত্র, বাসস্থানসহ সকল মৌলিক চাহিদা পূরণ হবে। কৃষিশিক্ষা বিষয়ক জ্ঞান উন্নত চাষ পদ্ধতি, মাটির উর্বরতা বৃদ্ধি, সংরক্ষণের উপায়, জৈব ও অজৈব সার উৎপাদনে ব্যবহার করা যায়। হাঁস-মুরগি পালন, গবাদিপশু পালন, মাছ চাষ, বনায়ন ইত্যাদি বিষয়গুলো কৃষিশিক্ষার সঙ্গে জড়িত। তাই বলা যায়, কৃষিশিক্ষার প্রয়োজনীয়তা অপরিসীম।
৯. কৃষক সভা ও উঠোন বৈঠকের প্রয়োজনীয়তা ব্যাখ্যা কর।
উত্তর : ফসল চাষাবাদের মৌসুম শুরুর আগে অথবা মাঝে কৃষক সভা ও উঠোন বৈঠক করা হয়। এর লক্ষ্য ও উদ্দেশ্য হচ্ছে- নতুন প্রযুক্তি হস্তান্তরে উদ্বুদ্ধ করা, কৃষকদের বিভিন্ন সমস্যার সমাধান দেওয়া, মতবিনিময় করা। এই সভার মাধ্যমে কৃষকদের মধ্যে অভিজ্ঞতা, জ্ঞান ও তথ্য নিয়ে মতবিনিময় হয়। কৃষি কর্মকর্তাদের অংশগ্রহণের ফলে কৃষকদের জ্ঞান ও তথ্যে দুর্বল কৃষকের জ্ঞান বাড়ে এবং কাজে স্পৃহা হয়। এই জ্ঞান মাঠ পর্যায়ে প্রয়োগ করে কৃষি উন্নয়নে ভূমিকা পালন করছে। কৃষক সভা ও উঠোন বৈঠকের মাধ্যমে কৃষকরা তথ্য সেবা পায়।
১০. কৃষি কলসেন্টার বলতে কী বোঝ?
উত্তর : কৃষি তথ্য ও যোগাযোগ প্রযুক্তির যুগে কৃষি তথ্য সার্ভিসকেও যুগোপযোগী করার লক্ষ্যে আধুনিক মানসম্মত আইসিটি সেন্টারকে কৃষি কলসেন্টার বলে। কৃষি তথ্য সার্ভিসই প্রথম আইপিএম/আইসিএম ক্লাবের কৃষক ইন্টারনেট গ্রাম পর্যায়ে কৃষি তথ্য ও যোগাযোগ কেন্দ্র স্থাপন করে কৃষি তথ্য ও প্রযুক্তি হস্তান্তরের যুগোপযোগী, আধুনিক এবং সহজতর পদ্ধতি ব্যবহারের সূত্রপাত করেছে।
আরো দেখো: কৃষিশিক্ষা সৃজনশীল প্রশ্নের উত্তর
উপরে দেয়া Answer Sheet বাটনে ক্লিক করে কৃষিশিক্ষা ১ম পত্র ১ম অধ্যায় অনুধাবনমূলক প্রশ্ন উত্তর ডাউনলোড করে নাও। ডাউনলোড করতে অসুবিধা হলে আমাদের ফেসবুক পেজে ইনবক্স করো। শিক্ষার্থীরা অন্যান্য বিষয়ের নোট ও সাজেশান্স পেতে আমাদের YouTube চ্যানেলটি SUBSCRIBE করতে পারো এই লিংক থেকে।
Discussion about this post