প্রিয় এসএসসি পরীক্ষার্থীরা, কৃষিশিক্ষা ব্যবহারিক পরীক্ষার একটি গুরুত্বপূর্ণ অংশ হচ্ছে মৌখিক (Viva) অভীক্ষা। এ অভিক্ষায় শিক্ষার্থীদের কৃষি বিষয়ক বিভিন্ন প্রশ্ন করা হয়ে থাকে। আজ কোর্সটিকায় আমরা কৃষিশিক্ষা ৪র্থ অধ্যায় মৌখিক পরীক্ষার প্রশ্ন ও উত্তর শেয়ার করব। পাশাপাশি তোমরা এ পরীক্ষায় কীভাবে অংশগ্রহণ করবে, তাও আলোচনা করব।
মৌখিক পরীক্ষার প্রয়োজনীয় নির্দেশাবলি
১. মৌখিক পরীক্ষায় ভালো করার জন্য টেক্সট বইয়ের অধ্যায় মনোযোগ দিয়ে পড়তে হবে এবং সেখান থেকে যথাসম্ভব সর্বাধিক ছোট ছোট প্রশ্ন শিখে নিতে হবে।
২. মনে রাখতে হবে যে বিষয়টি প্রদর্শন করতে হবে পরীক্ষক মহোদয় শুধু তার ওপরই প্রশ্ন করেন না, সেজন্য সব অধ্যায়ের ওপর দক্ষতা রাখতে হবে।
৩. মৌখিক পরীক্ষার বোর্ডে প্রবেশের পূর্বে ড্রেস এবং চুল ঠিক করে নিতে হবে।
৪. রুমে ঢুকে শিক্ষকদের সালাম/আদাব দিয়ে দাঁড়াবে।
৫. শিক্ষক মহোদয় বসতে বললে বিনয়ের সঙ্গে বসবে।
৬. শিক্ষকদের সামনে কখনো দুর্বল হবে না, আবার কখনো বেশি স্মার্ট ভাব দেখানোর চেষ্টা করবে না।
৭. প্রশ্নগুলো ঠিকভাবে শুনে সংক্ষিপ্ত ও সঠিক উত্তর দিবে। উত্তর বেশি বড় করার চেষ্টা করবে না।
৮. কোনো প্রশ্নের উত্তর নিয়ে শিক্ষকদের সঙ্গে তর্ক বা চ্যালেঞ্জ করবে না।
৯. উত্তর জানা না থাকলে এলোমেলো উত্তর দেবে না। ‘সরি (Sorry) এ মুহূর্তে স্মরণ করতে পারছি না’ – এভাবে উত্তর দেওয়া ভালো।
১০. মৌখিক পরীক্ষা শেষ হলে উঠে আসার সময় পুনরায় বিনয়সহকারে সালাম/আদাব জানাবে।
কৃষিশিক্ষা ৪র্থ অধ্যায় মৌখিক পরীক্ষার প্রশ্ন
প্রশ্ন ॥ ২৫৫ ॥ ঘোড়া পোকা পাটের কোন অংশে আক্রমণ করে?
উত্তর : ঘোড়া পোকা পাটগাছের কচিডগা ও পাতায় আক্রমণ করে।
প্রশ্ন ॥ ২৫৬ ॥ পাট কাটার সময় নির্ধারণে কোন লক্ষণটি দেখা হয়?
উত্তর : পাট কাটার সময় নির্ধারণে গাছে ফুল এসেছে কিনা সে লক্ষণটি দেখা হয়।
প্রশ্ন ॥ ২৫৭ ॥ দেশি পাটের হেক্টর প্রতি ফলন কত?
উত্তর : দেশি পাটের হেক্টর প্রতি ফলন হলো : ৪.৫ ৫.৫ টন।
প্রশ্ন ॥ ২৫৮ ॥ সরিষার জমিতে কোন পরগাছা জন্মায়?
উত্তর : সরিষার জমিতে অরোবাংকি নামক পরগাছা জন্মায়।
প্রশ্ন ॥ ২৫৯ ॥ সরিষার প্রধান ক্ষতিকারক পোকার নাম কী?
উত্তর : সরিষার প্রধান ক্ষতিকারক পোকার নাম হলো জাবপোকা।
প্রশ্ন ॥ ২৬০ ॥ মধু উদ্ভিদ বলা হয় কোন ফসলকে?
উত্তর : সরিষাকে মধু উদ্ভিদ বলা হয়।
প্রশ্ন ॥ ২৬১ ॥ দেশীয় জাতের ছোট মাছের প্রজননকাল কখন?
উত্তর : দেশীয় জাতের ছোট মাছের প্রজননকাল এপ্রিল-মে মাস।
প্রশ্ন ॥ ২৬২ ॥ ভিটামিন সি -এর অভাবে কোন রোগ হয়?
উত্তর : ভিটামিন সি -এর অভাবে স্কার্ভি রোগ হয়।
প্রশ্ন ॥ ২৬৩ ॥ বেগুনের প্রধান শত্রু কোনটি?
উত্তর : বেগুনের প্রধান শত্রু হলো ডগা ও ফল ছিদ্রকারী পোকা।
প্রশ্ন ॥ ২৬৪ ॥ লাউয়ের দেশি জাতটির রং কেমন?
উত্তর : লাউয়ের দেশি জাতটির রং গাঢ় সবুজ থেকে হালকা সবুজ।
প্রশ্ন ॥ ২৬৫ ॥ ‘ঘৃতকাঞ্চন’ কোন ফসলের জাত?
উত্তর : ‘ঘৃতকাঞ্চন’ শিমের জাত।
প্রশ্ন ॥ ২৬৬ ॥ সাদা গোলাপের ১টি জাতের নাম লেখ।
উত্তর : সাদা গোলাপের ১টি জাতের নাম হলো সিন্ডেরেলা।
প্রশ্ন ॥ ২৬৭ ॥ গোলাপ চাষে কেয়ারির আকার কতটুকু হবে?
উত্তর : গোলাপ চাষে কেয়ারির আকার হবে ৩ মি. ১ মি.।
প্রশ্ন ॥ ২৬৮ ॥ কলার ১টি উন্নত জাতের নাম লেখ।
উত্তর : কলার ১টি উন্নত জাতের নাম হলো বারিকলা-০১।
প্রশ্ন ॥ ২৬৯ ॥ হানিকুইন কী?
উত্তর : হানিকুইন হলো আনারসের একটি জাতের নাম।
প্রশ্ন ॥ ২৭০ ॥ তাপমাত্রা সহনশীল মাছের নাম লিখ।
উত্তর : তাপমাত্রা সহনশীল মাছ হলো মাগুর, রুই, শিং ইত্যাদি।
প্রশ্ন ॥ ২৭১ ॥ পালংশাকের একটি জাতের নাম লিখ।
উত্তর : পালংশাকের একটি জাতের নাম হলো পুষা জয়ন্তী।
প্রশ্ন ॥ ২৭২ ॥ সমন্বিত চাষ কাকে বলে?
উত্তর : যখন একই সময় একই জমিতে একাধিক ফসল উৎপাদন করা হয়, তখন তাকে সমন্বিত চাষ বলে।
প্রশ্ন ॥ ২৭৩ ॥ পাটের জাত উন্নয়নকারী প্রতিষ্ঠানের নাম কী?
উত্তর : পাটের জাত উন্নয়নকারী প্রতিষ্ঠানের নাম হলো “বাংলাদেশ পাট গবেষণা ইনস্টিটিউট” (ইঔজও)।
প্রশ্ন ॥ ২৭৪ ॥ উফশী ধান বলতে কী বোঝ?
উত্তর : ‘উফশী’ অর্থ উচ্চ ফলনশীল। বাংলাদেশ ধান গবেষণা ইনস্টিটিউট ধানের কতিপয় উন্নত জাত এবং চাষ পদ্ধতি উদ্ভাবন করেছে। সে রকম একটি উচ্চ ফলনশীল জাত হচ্ছে উফশী।
প্রশ্ন ॥ ২৭৫ ॥ ইঔজও কর্তৃক উদ্ভাবিত পাটের দেশি জাত কয়টি?
উত্তর : ইঔজও কর্তৃক উদ্ভাবিত পাটের দেশি জাত ১৭টি।
প্রশ্ন ॥ ২৭৬ ॥ পাটের একটি দেশি জাতের নাম লেখ।
উত্তর : পাটের একটি দেশি জাতের নাম হলো : সিভিএল-১ (সবুজ পাট)।
প্রশ্ন ॥ ২৭৭ ॥ সরিষা কোন ধরনের ফসল?
উত্তর : সরিষায় তেল জাতীয় ফসল।
প্রশ্ন ॥ ২৭৮ ॥ দেশে মোট উৎপাদিত ডালের কতভাগ মাসকলাই থেকে আসে?
উত্তর : দেশে মোট উৎপাদিত ডালের ৯-১১% আসে মাসকলাই থেকে।
প্রশ্ন ॥ ২৭৯ ॥ শালদুধ কী?
উত্তর : গাভীর বাছুর প্রসবের পর থেকে গাভীর ওলানে যে ঘন আঠালো দুধ বের হয় তাকে শালদুধ বলে।
প্রশ্ন ॥ ২৮০ ॥ গর্ভকালীন অবস্থায় গাভীকে কোন ধরনের খাবার বেশি খাওয়াতে হয়?
উত্তর : গর্ভকালীন অবস্থায় গাভীকে দানাদার জাতীয় খাদ্য বেশি খাওয়াতে হয়।
প্রশ্ন ॥ ২৮১ ॥ একজন পূর্ণবয়স্ক ব্যক্তির দৈনিক কত গ্রাম শাক খাওয়া উচিত?
উত্তর : একজন পূর্ণবয়স্ক ব্যক্তির দৈনিক ১২০ গ্রাম শাক খাওয়া উচিত।
প্রশ্ন ॥ ২৮২ ॥ মিষ্টিকুমড়ায় কোন ভিটামিন বেশি থাকে?
উত্তর : মিষ্টিকুমড়ায় প্রচুর পরিমাণে ভিটামিন ‘এ’ থাকে।
প্রশ্ন ॥ ২৮৩ ॥ শিমের বীজ বপনের উপযুক্ত সময় কখন?
উত্তর : শিমের বীজ বপনের উপযুক্ত সময় হলো আষাঢ়-ভাদ্র মাস (মধ্য জুন-সেপ্টেম্বর)।
প্রশ্ন ॥ ২৮৪ ॥ একটি ঔষধি বাঁশের নাম লেখ।
উত্তর : একটি ঔষধি বাঁশের নাম হলো সোনালি বাঁশ।
প্রশ্ন ॥ ২৮৫ ॥ দুই রংবিশিষ্ট একটি গোলাপের জাতের নাম লেখ।
উত্তর : দুই রংবিশিষ্ট গোলাপের জাত হচ্ছে আইক্যাচার।
প্রশ্ন ॥ ২৮৬ ॥ কেয়ারী কী?
উত্তর : গোলাপচারা লাগানোর জন্য তৈরিকৃত বেডকেই কেয়ারী বলে।
প্রশ্ন ॥ ২৮৭ ॥ বেলিফুলের কয় ধরনের জাত আছে?
উত্তর : বেলিফুলের তিন ধরনের জাত দেখা যায়। যথা : ১. সিঙ্গল ও অধিক গন্ধযুক্ত, ২. মাঝারি ও ডবল এবং ৩. বৃহদাকার ডবল ধরনের।
প্রশ্ন ॥ ২৮৮ ॥ তেউড় কী?
উত্তর : কলার চারাকে তেউড় বলে।
প্রশ্ন ॥ ২৮৯ ॥ সাকার কী?
উত্তর : মাতৃগাছ বের হওয়া নতুন চারাগাছ, যা বৃদ্ধির প্রথম পর্যায়ে মাতৃগাছ থেকেই খাদ্য গ্রহণ করে তাকে সাকার বলে।
প্রশ্ন ॥ ২৯০ ॥ বাসক কোন ধরনের উদ্ভিদ?
উত্তর : বাসক গুল্ম জাতীয় উদ্ভিদ।
প্রশ্ন ॥ ২৯১ ॥ সর্পগন্ধার প্রতি পর্বে কয়টি পাতা থাকে?
উত্তর : সর্পগন্ধার প্রতি পর্বে ৩টি পাতা থাকে।
প্রশ্ন ॥ ২৯২ ॥ ডায়াবেটিস রোগের চিকিৎসায় কোন উদ্ভিদ ব্যবহৃত হয়?
উত্তর : ডায়াবেটিস রোগের চিকিৎসায় তেলাকুচা উদ্ভিদ ব্যবহৃত হয়।
প্রশ্ন ॥ ২৯৩ ॥ ঔষধি উদ্ভিদের জন্য উপযোগী মাটির নাম লেখ।
উত্তর : ঔষধি উদ্ভিদের জন্য উপযোগী মাটি হলো বেলে দোআঁশ মাটি।
প্রশ্ন ॥ ২৯৪ ॥ ধান চাষের মৌসুম কয়টি?
উত্তর : ধান চাষের মৌসুম তিনটি?
প্রশ্ন ॥ ২৯৫ ॥ সুফলা,ময়না কী ধরনের জাতের ধান?
উত্তর : সুফলা, ময়না উফশী জাত।
প্রশ্ন ॥ ২৯৬ ॥ আমন মৌসুমে চাষ করা হয় এরূপ জাত কয়টি?
উত্তর : আমন মৌসুমে চাষ করা হয় এরূপ জাত ২৫টি।
প্রশ্ন ॥ ২৯৭ ॥ বোরো মৌসুমে ধানের জীবনকাল কতদিন?
উত্তর : বোরো মেসৗমে ধানের জীবনকাল ১৫০ দিন।
প্রশ্ন ॥ ২৯৮ ॥ হাওর এলাকায় চাষ করা যায় এরূপ দুটি ধানের জাতের নাম লেখ।
উত্তর : হাওর এলাকায় চাষ করা যায় এরূপ দুটি ধানের জাত বি আর ১৭, বি আর ১৮।
প্রশ্ন ॥ ২৯৯ ॥ বীজ শোধনের উপযুক্ত তাপমাত্রা কত?
উত্তর : বীজ শোধনের উপযুক্ত তাপমাত্রা ৫২-৫৫ ডিগ্রি সেলসিয়াস।
প্রশ্ন ॥ ৩০০ ॥ চারা ওঠানোর কত দিন আগে বীজতলায় সেচ দিতে হয়?
উত্তর : চারা ওঠানোর ৫দিন আগে বীজতলায় সেচ দিতে হয়।
প্রশ্ন ॥ ৩০১ ॥ কীভাবে ধান ক্ষেত্রের পোকা দমন করা যায়?
উত্তর : জমিতে গাছের ডাল বা বাঁশের কঞ্চি পুঁতে প্রাকৃতিকভাবে ধান ক্ষেত্রের পোকা দমন করা যায়।
প্রশ্ন ॥ ৩০২ ॥ ধানক্ষেতে মাজরা পোকা আক্রমণের লক্ষণ কী?
উত্তর : ধানক্ষেতে মাজরা পোকা আক্রমণ করলে ধানের মাঝ ডগা সাদা হয়ে যায়।
প্রশ্ন ॥ ৩০৩ ॥ বিছা পোকা কয়টি পদ্ধতিতে দমন করা যায়?
উত্তর : বিছা পোকা ৫টি পদ্ধতিতে দমন করা যায়।
প্রশ্ন ॥ ৩০৪ ॥ চেলে পোকা দমন করার পদ্ধতি কয়টি?
উত্তর : চেলে পোকা দমন করার পদ্ধতি ৩টি।
প্রশ্ন ॥ ৩০৫ ॥ গরম আবহাওয়ায় পাট পচন হতে কত দিন সময় লাগে?
উত্তর : গরম আবহাওয়ায় পাট পচন হতে ১২-১৪ দিন সময় লাগে।
প্রশ্ন ॥ ৩০৬ ॥ সরিষার অনুমোদিতজাত কয়টি?
উত্তর : সরিষার অনুমোদিতজাত ১৪টি।
প্রশ্ন ॥ ৩০৭ ॥ সরিষার জমি পরিচর্যা করার শর্ত কয়টি?
উত্তর : সরিষার জমি পরিচর্যা করার শর্ত ৫টি।
প্রশ্ন ॥ ৩০৮ ॥ ভিটামিন-এ এর অভাবে কী ধরনের রোগ হয়?
উত্তর : ভিটামিন-এ এর অভাবে রাতকানা রোগ হয়।
প্রশ্ন ॥ ৩০৯ ॥ ভিটামিন-বি এর অভাবে কী ধরনের রোগ হয়?
উত্তর : ভিটামিন-বি এর অভাবে মুখের কিনারায় ঘা হয়।
প্রশ্ন ॥ ৩১০ ॥ সবজিতে আমিষের পরিমাণ শতকরা কত ভাগ?
উত্তর : সবজিতে আমিষের পরিমাণ শতকরা দুই ভাগ।
প্রশ্ন ॥ ৩১১ ॥ সবচেয়ে বেশি আমিষ পাওয়া যায় কোন জাতীয় সবজিতে?
উত্তর : সবেচেয়ে বেশি আমিষ পাওয়া যায় শিম জাতীয় সবজিতে।
প্রশ্ন ॥ ৩১২ ॥ টমেটোতে কী ধরনের এসিড আছে?
উত্তর : টমেটোতে ম্যালিক এসিড আছে।
প্রশ্ন ॥ ৩১৩ ॥ ঢেঁড়সে প্রচুর কী পাওয়া যায়?
উত্তর : ঢেঁড়সে প্রচুর পরিমাণ আয়োডিন পাওয়া যায়।
প্রশ্ন ॥ ৩১৪ ॥ সাইট্রিক এসিড পাওয়া যায় কোন ধরনের সবজিতে?
উত্তর : সাইট্রিক এসিড পাওয়া যায় লেটুস ও পালংশাকে।
প্রশ্ন ॥ ৩১৫ ॥ আয়োডিনের অভাবজনিত রোগের নাম কী?
উত্তর : আয়োডিনের অভাবজনিত রোগের নাম গলাফোলা রোগ।
প্রশ্ন ॥ ৩১৬ ॥ পিয়াজের কার্যকারিতা কী?
উত্তর : পিয়াজ মাথার খুশকি দূর করে।
প্রশ্ন ॥ ৩১৭ ॥ উৎপাদন মৌসুমের ওপর ভিত্তি করে শাকসবজি কত প্রকার?
উত্তর : উৎপাদন মৌসুমের ওপর ভিত্তি করে শাকসবজি তিন প্রকার।
প্রশ্ন ॥ ৩১৮ ॥ বাঁধাকপি কোন মৌসুমের সবজি?
উত্তর : বাঁধাকপি শীতকালীন সবজি।
প্রশ্ন ॥ ৩১৯ ॥ শাকসবজি উৎপাদনে বিবেচ্য বিষয় কয়টি?
উত্তর : শাকসবজি উৎপাদনে বিবেচ্য বিষয় ১০টি।
প্রশ্ন ॥ ৩২০ ॥ রিলে ফসল পদ্ধতি কী?
উত্তর : একটি সবজির পরিপক্বতার শেষ পর্যায়ে অন্য একটি সবজির বীজ বপন করাকেই রিলে ফসল পদ্ধতি বলে।
শিক্ষার্থীরা, ওপরে আমরা কৃষিশিক্ষা মৌখিক পরীক্ষায় অংশগ্রহণের নিয়মগুলো সুন্দরভাবে আলোচনা করেছি। তোমরা মৌখিক পরীক্ষায় অংশগ্রহণের সময় উপরোক্ত নিয়মগুলো মেনে শিক্ষকের সামনে উপস্থিত হবে। কোর্সটিকার আজকের এই পোস্টে আলোচিত কৃষিশিক্ষা ৪র্থ অধ্যায় মৌখিক পরীক্ষার প্রশ্ন ও উত্তর ওপরে দেওয়া ডাউনলোড বাটনে ক্লিক করে সংগ্রহ করতে পারবে।
এছাড়াও কৃষিশিক্ষা চিত্রসহ ব্যবহারিক রয়েছে কোর্সটিকায়। যা তোমরা বিনামূল্যে পিডিএফ ফাইলে ডাউনলোড করতে পারবে। ডাউনলোড করতে অসুবিধা হলে আমাদের ফেসবুক পেজে ইনবক্স করো। আমরা আছি ইউটিউবেও। আমাদের YouTube চ্যানেলটি SUBSCRIBE করতে পারো এই লিংক থেকে।
Discussion about this post