নবম শ্রেণির কৃষিশিক্ষা ৬ষ্ঠ অধ্যায় সৃজনশীল প্রশ্ন ও উত্তর | একই উদ্দেশ্যে এক জোট হয়ে কোনো কাজ করাই সমবায় । কৃষিকাজের জন্য প্রয়োজনীয় মূলধন সংগ্রহ, কৃষি যান্ত্রীকীকরণ, ফসল উৎপাদন, সংগ্রহ, সংগ্রহ উত্তর ফসল পরিচর্যা, গুদামজীতকরণ, পরিবহন এবং বাজারজাতকরণ সকল কাজ সমবায়ের সদস্যরা সুচারুরূপে সম্পন্ন করার জন্য সীমিত সংখ্যক কৃষক একমত হয়ে নিজেদের পারস্পরিক সম্মতির ভিত্তিতে একটি কৃষি সমবায় গড়ে তুলতে পারেন ।
সমবায় কৃষকদের নিজস্ব পেশাগত সংগঠন । এইরূপ সংগঠনকে রাষ্ট্র স্বীকৃতি দেয় এবং সহযোগিতা করে । এইরূপ সমবায় দেশে প্রচলিত সমবায় আইন অনুসারে গঠিত হলে সমবায় আইনের আওতায় নিবন্ধন লাভ করতে পারে। কৃষিশিক্ষা ষষ্ঠ অধ্যায়ে আমরা কৃষি সমবায় সম্পর্কে আলোচনা করব ।
নবম শ্রেণির কৃষিশিক্ষা ৬ষ্ঠ অধ্যায় সৃজনশীল প্রশ্ন ও উত্তর
সৃজনশীল প্রশ্ন ১ : ‘দশের লাঠি একের বোঝা’ এই স্লোগানটিকে আদর্শ ধরে লোহাগাছ গ্রামের কৃষকরা একটি সংগঠন গড়ে তোলেন। কৃষক আলীর গবাদিপশুর খামারের স্বাস্থ্যবিষয়ক উৎপাদিত পণ্য | বাজারজাতকরণের সমস্যা সমাধানের জন্য এ সংগঠন তাকে সাহায্য করে ফলে সে অর্থনৈতিকভাবে লাভবান হয়। সংগঠনটির বার্ষিক সাধারণ এক সভায় কৃষকদের সমন্বিত চাষে উদ্বুদ্ধ করা হয়।
ক. প্রতি শতাংশ পুকুরের জন্য কয়টি হাঁস পালন করা যায়?
খ. ধানক্ষেতে মাছ ও গলদা চিংড়ির চাষ করা হয় কেন?
গ. লোহাগাছ গ্রামের সংগঠনটি আলীর সমস্যা সমাধানে কীভাবে সাহায্য করেছিল? ব্যাখ্যা কর।
ঘ. উল্লিখিত চাষ পদ্ধতির মূল্যায়ন কর।
সৃজনশীল প্রশ্ন ২ : সুমন সাহেব কৃষি সমবায়ের উপর প্রশিক্ষণ গ্রহণ করে এলাকার কৃষকদের নিয়ে রূপসী বাংলা নামে একটি কৃষি সমবায় সমিতি গড়ে তোলেন। সমিতির নিয়মিত সভায় সদস্য আমেনা বেগম বলেন, রূপসী বাংলা সমিতি আমাদের ভাগ্য বদলে দিয়েছে।
ক. কৃষির আধুনিকায়নের জন্য কী প্রয়োজন?
খ. কৃষি ঋণ প্রাপ্তিতে কৃষি সমবায়ের ভূমিকা লেখো।
গ. সুমন সাহে উত্ত সংগঠনটি কীভাবে গড়ে তুলেছিলেন?
ঘ. আমেনা বেগমের উক্তিটি বিশ্লেষণ করো।
সৃজনশীল প্রশ্ন ৩ : রসুলপুর গ্রামের কৃষকেরা ফসল উৎপাদন করতে গিয়ে এবং তা বিপনন করতে গিয়ে বিভিন্ন বাঁধার সম্মুখীন হয়। গ্রামের শিক্ষিত কৃষক বাহার উদ্দিন সমবায় প্রশিক্ষণ গ্রহণ করেছেন। তিনি তার গ্রামের কৃষকের মাঝে সমবায়ের গুরুত্ব ব্যাখ্যা করতে গিয়ে বলেন, কৃষিতে অধিক মুনাফা অর্জনে কৃষি সমবায় সহায়ক ভূমিকা পালন করে।
ক. কৃষি পণ্য কী?
খ. নির্দিষ্ট বিপনন সংস্থার সাথে আগে থেকেই চুক্তি করা প্রয়োজন কেন?
গ. উদ্দীপকের বিষয়টি কীভাবে কৃষকের কৃষি উৎপাদনে সহায়ক ব্যাখ্যা কর।
ঘ. রসুলপুর গ্রামের কৃষকদের জন্য বাহার উদ্দিনের বক্তব্যটি মূল্যায়ন কর।
সৃজনশীল প্রশ্ন ৪ : বাবলু সাহেব একজন বিখ্যাত কৃষি গবেষক। সম্প্রতি তিনি কৃষি উৎপাদন ও বিপণনের উপর একটি দীর্ঘ প্রতিবেদন তৈরি করেন। উক্ত প্রতিবেদনে তিনি উল্লেখ করেন, আর্থ-সামাজিক উন্নয়নে কৃষি বিপণন একটি গুরুত্বপূর্ণ বিষয়। একটি কৃষি খামারের মুনাফা নির্ভর করে মূলত উৎপাদন, সংরক্ষণ ও বিপণনের উপর।
ক. সমবায়ের ভিত্তি কী?
খ. বর্তমানে কৃষি ব্যয়বহুল কেন?
গ. একটি কৃষি খামারের বিপণন কর্মটি কীভাবে সম্পন্ন করা লাভজনক ব্যাখ্যা কর।
ঘ. ‘উৎপাদন, সংরক্ষণ ও বিপণন এ তিনটি বিষয় সুচারুরূপে সম্পন্ন করার জন্য প্রয়োজন কৃষি সমবায়’ -উত্তিটির স্বপক্ষে মতামত দাও।
সৃজনশীল প্রশ্ন ৫ : কৃষক সবুজের বসতবাড়ি ব্যতীত অল্প বিস্তর আবাদি জমি রয়েছে। তার এলাকার অন্যান্য কৃষকদেরও একই অবস্থা। তাই তারা লাভজনক কোনো কৃষি খামার করতে পারছিল না। সেজন্য তারা কৃষি কর্মকর্তার পরামর্শে তাদের এলাকায় একটি কৃষি সমবায় গঠন করেন। কৃষি কর্মকর্তা কৃষকদের সমবায়ের প্রয়োজনীয়তার কথা বলতে গিয়ে আরো বলেন- “দশের লাঠি একের বোঝা”।
ক. কৃষি সমবায় কাকে বলে?
খ. কৃষি সমবায় কৃষি ঋণ প্রাপ্তির জন্য কীভাবে সহায়ক? ব্যাখ্যা করো।
গ. সবুজ ও তার এলাকার কৃষকদের লাভজনক কৃষি খামার করতে না পারার কারণ ব্যাখ্যা করো।
ঘ. কৃষি কর্মকর্তার শেষোক্ত উত্তির তাৎপর্য বিশ্লেষণ করো।
সৃজনশীল প্রশ্ন ৬ : রাহাত একজন পাশ করা কৃষিবিদ গ্রামের অনেক দরিদ্র কৃষকের দুরাবস্থা দেখে সে চিন্তিত। তাই দরিদ্র কৃষকদের নিয়ে তিনি একটি সমবায় সমিতি গড়ে তোলার ব্যবস্থা নিলেন।
ক. কৃষি সমবায় কী?
খ. কৃষি সমবায়ের প্রকারভেদ বর্ণনা কর।
গ. রাহাত কীভাবে তার এলাকার কৃষকদের নিয়ে কৃষি সমবায় গড়ে তুলতে পারেন ব্যাখ্যা কর।
ঘ. গ্রামের দরিদ্র কৃষকদের অবস্থার উন্নতিতে রাহাতের উদ্যোগটির মূল্যায়ন কর।
সৃজনশীল প্রশ্ন ৭ : বাংলাদেশে কৃষি সমবায় কৃষিতে আধুনিক প্রযুক্তির ব্যবহার নিশ্চিত করেছে। এছাড়া গ্রামের কৃষকদের সমন্বিত করে কৃষি পণ্য উৎপাদনে উদ্বুদ্ধ করেছে। কৃষি জমি, পানি ও অন্যান্য প্রয়োজনীয় দ্রব্যাদির সঠিক ব্যবহার করেছে এবং কৃষি ক্ষেত্রে কৃষি সমবায়ের প্রয়োজনীয়তা বেড়েই চলেছে।
ক. একটি লাভজনক কৃষি খামার পরিচালনায় সর্বনিম্ন কতটুকু জমির প্রয়োজন?
খ. নির্দিষ্ট বিপণন সংস্থার সাথে আগে চুক্তি করা প্রয়োজন কেন?
গ. কৃষি সমবায় সংগঠনের কাজ বর্ণনা কর।
ঘ. “কৃষি সমবায় একটি সমন্বিত কার্যক্রম” বক্তব্যটির সার্থকতা যাচাই কর।
সৃজনশীল প্রশ্ন ৮ : হরিপদ উত্তরবঙ্গের ঈশ্বরগঞ্জ এলাকার একজন কৃষক। সে সমবায়ের ভিত্তিতে কৃষিকাজ করে সমবায়ের প্রশিক্ষণে সে জেনেছে কৃষি ঋণ পাওয়া যায়। এখন সে উত্ত ঋণ পেতে চায়। যার মাধ্যমে সমবায় পরিচালনা করে গ্রামে উন্নয়নের সাড়া ফেলতে চায়।
ক. কীসের অভাবে সমবায়ের মৃত্যু ঘটে?
খ. কোন কোন আর্থিক প্রতিষ্ঠান থেকে কৃষি ঋণ পাওয়া যায়?
গ. উল্লিখিত ঋণ কীভাবে কৃষিকাজে ভূমিকা রাখে? ব্যাখ্যা করো।
ঘ. হরিপদের কৃষি ঋণ প্রাপ্তি অন্য যে কোনো ঋণের চেয়ে সহজে পাওয়া যায় বিশ্লেষণ করো।
সৃজনশীল প্রশ্ন ৯ : চিত্রার বাবা কৃষক। তিনি অতি সম্প্রতি কৃষি সমবায়ের প্রশিক্ষণ গ্রহণ করেছেন। এলাকার সাধারণ কৃষকের মাঝে সমবায়ের কথাটা বলেন যাতে করে কৃষকগণ তার উৎপাদিত পণ্যের দাম পায়। এবং সমন্বিত কৃষি সমবায় গড়ে তোলে। বক্তব্যের শেষ পর্যায়ে তিনি বলেন, কৃষিতে অধিক মুনাফা অর্জনে কৃষি সমবায় সহায়ক ভূমিকা পালন করে।
ক. কৃষি সমবায়ের ভিত্তি কী?
খ. কৃষি সমবায়ের উদ্দেশ্য কী?
গ. চিত্রার বাবার গ্রহণকৃত প্রশিক্ষণটির নাম লিখ এবং এটি কীভাবে কৃষকের কৃষি উৎপাদনে সহায়ক – ব্যাখ্যা কর।
ঘ. উপর্যুক্ত উদ্দীপকে চিত্রার বাবার শেষোক্ত বক্তব্যটি বিশ্লেষণ করো।
সৃজনশীল প্রশ্ন ১০ : নিয়ামতি গ্রামের কৃষকদের নিজস্ব জমির পরিমাণ কম। তাই তারা সামান্য জমি কাজে লাগিয়ে তেমন লাভবান হতে না পেরে কৃষি কর্মকর্তার পরামর্শে কৃষি সমবায় গঠনের উদ্যোগ গ্রহণ করেন।
ক. কৃষি সমবায় কী?
খ. কৃষি সমবায়ের উদ্দেশ্যে কী?
গ. নিয়ামতি গ্রামের কৃষকরা কীভাবে তাদের ভাগ্য পরিবর্তন করতে পারে? ব্যাখ্যা করো।
ঘ. নিয়ামতি গ্রামের কৃষকদের উদ্যোগটির যৌক্তিকতা মূল্যায়ন করো।
সকল অধ্যায়ের উত্তর ডাউনলোড করে নাও এখান থেকে
►► অধ্যায় ১ : কৃষি প্রযুক্তি
►► অধ্যায় ২ : কৃষি উপকরণ
►► অধ্যায় ৩ : কৃষি জলবায়ু
►► অধ্যায় ৪ : কৃষিজ উৎপাদন
►► অধ্যায় ৫ : বনায়ন
►► অধ্যায় ৬ : কৃষি সমবায়
►► অধ্যায় ৭ : পারিবারিক খামার
SSC শিক্ষার্থীরা নতুন নতুন সাজেশান্স ও নোট পেতে আমাদের Facebook Page এ Like দিয়ে রাখো। আমরা আছি ইউটিউবেও। আমাদের YouTube চ্যানেলটি SUBSCRIBE করতে পারো এই লিংক থেকে।
Discussion about this post