কোর্সটিকায় অনার্স ৩য় বর্ষের অর্থনীতি বিভাগের শিক্ষার্থীদের জন্য সাজেশন দেওয়া শুরু হয়েছে। আজকে কৃষি ও গ্রামীণ অর্থনীতি সাজেশন ২০২৫ নিয়ে আলোচনা করা হবে। বিগত বছরের প্রশ্ন বিশ্লেষণ করে ও গুরুত্বপূর্ণ টপিক হতে প্রশ্নগুলো সংগ্রহ করা হয়েছে। এই সাজেশন অনুসরণ করলে পরীক্ষায় শতভাগ কমন পাবে বলে আমরা আশাবাদী।
কোর্সটিকায় আজকে আলোচনাকৃত বিষয়ের নাম হচ্ছে কৃষি ও গ্রামীণ অর্থনীতি। কৃষি ও গ্রামীণ অর্থনীতি বিষয়ের বিষয় কোড হচ্ছে– ২৩২২১৫। এখানে, ক-বিভাগ এর প্রতিটি প্রশ্নের পাশাপাশি উত্তরগুলোও দেওয়া হয়েছে। এবং, খ-বিভাগ ও গ-বিভাগ এর গুরুত্বপূর্ণ প্রশ্নগুলো দেওয়া হয়েছে। বই খুঁজলেই এই প্রশ্নগুলোর উত্তর তোমার পেয়ে যাবে।
কৃষি ও গ্রামীণ অর্থনীতি সাজেশন ২০২৫
ক-বিভাগ: অতিসংক্ষিপ্ত প্রশ্ন ও উত্তর
১. কৃষি অর্থনীতি কী?
উত্তর: অর্থনীতির যে শাখায় কৃষিকাজে নিয়োজিত মানুষের সম্পদ আহরণ ও সম্পদের ব্যবহারসংক্রান্ত বিভিন্ন কার্যকলাপ আলোচনা করা হয় তাকে কৃষি অর্থনীতি বলে।
২. BRDB এর পূর্ণরূপ লখে।
উত্তর: BRDB এর পূর্ণরূপ হলো Bangladesh Rural Develop Board.
৩. কৃষির বস্তুগত উদ্বৃত্তের অপেক্ষকটি লেখ।
উত্তর: কৃষির মোট উৎপাদন এবং মোট ভোগের সম্পর্ক যে অপেক্ষকে প্রকাশ পায় তাকে কৃষির বস্তুগত উদ্বৃত্ত অপেক্ষক বলে। অপেক্ষকটি হলো: S=Q-C যেখানে, S = বস্তুগত কৃষি উদ্বৃত্ত, Q = মোট উৎপাদন, C = মোট ভোগ।
৪. শস্য বহুমুখীকরণ কী?
উত্তর: একই খামারে একাধিক ফসল উৎপন্ন হলে তাকে মিশ্র বা বহুমুখী খামার বলে।
৫. কৃষি প্রযুক্তি কাকে বলে?
উত্তর: কৃষিপণ্য উৎপাদন, ব্যবহার ও সংরক্ষণের জন্য আধুনিক বিজ্ঞানসম্মত পদ্ধতি ও যন্ত্রপাতি ব্যবহার করাকে কৃষি প্রযুক্তি বলে।
৬. বহুমুখী খামার ব্যবস্থা কাকে বলে?
উত্তর: একই খামারে একাধিক ফসল উৎপাদন করা হলে তাকে বহুমুখী খামার বলে।
৭. কৃষির অবদান কী?
উত্তর: অর্থনীতিতে কৃষির অবদান বলতে বুঝায় কোনো দেশের জাতীয় আয়ে কৃষি কতটুকু ভূমিকা রাখছে।
৮. মৌসুমি বেকারত্ব কী?
উত্তর: ঋতু পরিবর্তনের ফলে যে বেকারত্বের সৃষ্টি হয় তাকে মৌসুমি বেকারত্ব বলে।
৯. ছদ্মবেশী বেকারত্ব কাকে বলে?
উত্তর: যে শ্রমিকের প্রান্তিক উৎপাদন শূন্যতাকে ছদ্মবেশী বেকারত্ব বলে।
১০. দ্বৈত অর্থনীতি কাকে বলে?
উত্তর: যে অর্থনীতিতে পরস্পর বিপরীত বৈশিষ্ট্য সংবলিত দুটি খাত বিদ্যমান সে অর্থনীতিকে দ্বৈত অর্থনীতি বলে।
১১. বিশেষায়িত খামার কাকে বলে?
উত্তর: যে খামারে কেবলমাত্র একটি বিশেষ ফসল উৎপাদন করা হয় তাকে বিশেষায়িত খামার বলে।
১২. জীবন নির্বাহী খামার কী?
উত্তর: জীবননির্বাহী খামার ব্যবস্থায় একর প্রতি অর্জিত ফসল থেকে নিয়োজিত কৃষক ও তার পরিবার জীবন নির্বাহ করে।
১৩. আদর্শ অর্থনৈতিক জোত কী?
উত্তর: যে পরিমাণ জমি চাষাবাদ করার পর একটি কৃষি পরিবারের ন্যূনতম ভরণপোষণ দিতে সক্ষম হয় তাকে অর্থনৈতিক জোত বলে।
১৪. বর্গাপ্রথা কাকে বলে?
উত্তর: যে কৃষি উৎপাদন ব্যবস্থায় চাষি উৎপন্ন ফসলের একাংশ জমির মালিককে প্রদান করার প্রতিশ্রুতিতে অন্যের জমি চাষ করে তাকে বর্গাপ্রথা এবং এরূপ চাষিকে বর্গাদার বলে।
১৫. কৃষিঋণ কাকে বলে?
উত্তর: কৃষি উৎপাদন বৃদ্ধির জন্য কৃষি যন্ত্রপাতি, বীজ, সার, কীটনাশক ও অন্যান্য সাজসরঞ্জাম ক্রয়সহ অন্যান্য ব্যয় নির্বাহের জন্য কৃষকেরা যে ঋণের প্রয়োজন মনে করে তাকে কৃষিঋণ বলে।
১৬. তদারকি ঋণ কী?
উত্তর: যে ঋণ ব্যবস্থায় প্রদত্ত ঋণের সুষ্ঠু ব্যবহার হচ্ছে কিনা তা ঋণ প্রদানকারী সংস্থা তদারকি করে থাকে তাকে তদারকি ঋণ বলে।
১৭. প্রান্তিক চাষি কারা?
উত্তর: যে সমস্ত কৃষক নিজের জমি চাষাবাদ করে কোনোরকম ন্যূনতম জীবনধারণ করেন এবং বিপদ-আপদে পড়লে জমি বিক্রয় ছাড়া আর কোনো উপায় থাকে না তাদেরকে প্রান্তিক চাষি ব্য প্রান্তিক কৃষক বলে।
১৮. ভূমিসংস্কার কী?
উত্তর: ভূমি সংস্কার বলতে দেশের প্রচলিত ভূমিস্বত্ব ব্যবস্থার ত্রুটিপূর্ণ দিকগুলো বাদ দিয়ে কৃষি ও কৃষকের স্বার্থে আইন প্রণয়নের মাধ্যমে ভূমিস্বত্ব ব্যবস্থার সংস্কার সাধনকে বুঝায়।
১৯. কৃষি সংস্কার কী?
উত্তর: কৃষি সংস্কার হলো কৃষি উৎপাদন বৃদ্ধির লক্ষ্যে উপকরণ সরবরাহ, দামনীতি প্রণয়ন, বাজারজাতকরণ, গুদামজাতকরণ, ঋণ দান, গবেষণা এক কথায় কৃষি সংক্রান্ত সকল উন্নয়ন কার্যক্রম কৃষি সংস্কারের অন্তর্ভুক্ত।
২০. ভূমিহীন কৃষক কাকে বলে?
উত্তর: কৃষি কাজের সাথে প্রত্যক্ষভাবে সম্পর্কযুক্ত কিন্তু চাষাবাদের জন্য কোনো নিজস্ব জমি নেই এরূপ কৃষককে ভূমিহীন কৃষক বলে।
২১. কৃষিপণ্যের সমবায় বাজার সমিতি কাকে বলে?
উত্তর: কৃষিপণ্য ন্যায্যমূল্যে বিক্রয় এবং নিজেদের ব্যবহার্য পণ্য ন্যায্যমূল্যে ক্রয়ের জন্য গঠিত সংগঠনকে কৃষিপণ্যের সমবায় বাজার সমিতি বলে।
২২. কৃষিপণ্যের বিপণন ব্যয় বলতে কী বোঝায়?
উত্তর: কৃষিপণ্য উৎপাদক তার উৎপাদিত পণ্য বিক্রয় করে যে দাম পায় এবং প্রকৃত ভোক্তা দ্রব্যটি ক্রয়ের জন্য যে দাম দেয় এই দুই এর পার্থক্যই হলো কৃষিপণ্যের বিপণন ব্যয়।
২৩. কৃষিপণ্যের বিপণন ব্যবস্থায় মধ্যস্বত্বভোগী কারা?
উত্তর: কৃষিপণ্যের বিপণন ব্যবস্থায় মধ্যস্বত্বভোগী অস্তিত্ব দেখা দেয়। এরূপ ব্যবস্থা দূর করার জন্য কিছু ব্যক্তি বা প্রতিষ্ঠান বিপণন ব্যবস্থায় সংযোগ ঘটানোর কাজ করে এদেরকে মধ্যস্বত্বভোগকারী বলে।
২৪. বৃহদায়তন শিল্পের সংজ্ঞা দাও।
উত্তর: যে শিল্পে প্রচুর মূলধন সামগ্রী, ভারি যন্ত্রপাতি ও প্রচুর শ্রমিক নিয়োগ করে প্রচুর মুনাফা সৃষ্টি হয় তাকে বৃহদায়তন শিল্প বলে।
২৫. খাদ্য নিরাপত্তা কী?
উত্তর: দেশের সকল জনগণের জন্য খাদ্য প্রাপ্তি নিশ্চিত করাকেই বলা হয় খাদ্য নিরাপত্তা।
২৬. কবওয়েব তত্ত্ব কী?
উত্তর: পূর্ণপ্রতিযোগিতা বিরাজমান অবস্থায় কৃষিতে সময়ের ব্যবধানে দ্রব্যমূল্য ও উৎপাদনের পরিমাণের মধ্যে একটি চক্রাকার প্রবাহের সৃষ্টি হয়। এ চক্রাকার প্রবাহটি বিশ্লেষণ করা হয় কবওয়েব তত্ত্ব।
২৭. বাংলাদেশ সরকারের খাদ্যশস্য নীতির উদ্দেশ্যসমূহ কী কী?
উত্তর: বাংলাদেশ সরকারের খাদ্যশস্য নীতির উদ্দেশ্যসমূহ হলো, খাদ্যশস্যের মূল্য স্থিতিশীল রাখা, মূল্য উৎসাহ প্রদানের মাধ্যমে উৎপাদন বৃদ্ধি, চোরাচালান রোধ ও সরকারি সুসম বণ্টনের নিশ্চয়তা সৃষ্টি করা।
২৮. উপকরণ ভর্তুকি কী?
উত্তর: সরকার উপকরণের মূল্য হ্রাসকরণের লক্ষ্যে উপকরণের ওপর যে মূল্য সহায়তা বা প্রণোদনা দিয়ে থাকে তাকে উপকরণ ভর্তুকি বলে।
২৯. খাদ্য সমস্যা কাকে বলে।
উত্তর: জনসাধারণকে সুস্থ, সবল এবং কর্মক্ষম থাকার জন্য যে পরিমাণ খাদ্য আবশ্যক তা জনগণ পায় না: ফলস্বরূপ ক্ষুধা, অপুষ্টি ও স্বাস্থ্যহীনতা দেখা দেয়। যা খাদ্য সমস্যা হিসেবে পরিচিত।
৩০. HYV কী?
উত্তর: উচ্চ ফলনশীল জাতের বীজ ও অন্যান্য আধুনিক কৃষি উপকরণের সাহায্যে কৃষি কার্য পরিচালনা করাকে উচ্চ ফলনশীল প্রযুক্তি (HYV) বলে।
৩১. সবুজ বিপ্লব কী?
উত্তর: উফশী বীজ ব্যবহারের ফলে বর্তমানে কৃষি ক্ষেত্রে যে অভূতপূর্ব অগ্রগতি দেখা দিয়েছে তাকে অর্থনীতিবিদগণ সবুজ বিপ্লব নামে অভিহিত করেছেন।
৩২. বাংলাদেশ ন্যাশনাল হারবেরিয়াম কী?
উত্তর: বাংলাদেশ ন্যাশনাল হারবেরিয়াম একটি বৈজ্ঞানিক সংস্থা যেখানে দেশের বিভিন্ন অংশ থেকে সংগৃহীত উদ্ভিদ নমুনা নথিভুক্ত এবং সংরক্ষণ সামগ্রী হিসেবে সংরক্ষণ করা হয়।
খ-বিভাগ: সংক্ষিপ্ত প্রশ্ন
১. গ্রামীণ অর্থনীতি কী?
২. আধুনিক কৃষির মূল বৈশিষ্ট্যগুলো লেখ।
৩. সনাতনী কৃষি থেকে শিক্ষণীয় বিষয়গুলো আলোচনা কর।
অথবা, সনাতনী কৃষি থেকে কিছু শিক্ষণীয় আছে কি?
৪. সনাতন কৃষি ও আধুনিক কৃষির মধ্যে কী কী মূল পার্থক্য আছে?
৫. কৃষিতে ঝুঁকি বলতে কী বুঝ?
৬. “কৃষিতে অনিশ্চয়তার ধারণা” ব্যাখ্যা কর।
৭. উন্নয়নশীল দেশে কৃষির ওপর শিল্পের নির্ভরশীলতা দেখাও।
৮. বাংলাদেশের অর্থনৈতিক উন্নয়নে কৃষির অবদান ব্যাখ্যা কর।
৯. ক্লাসিক্যাল এবং নয়া ক্লাসিক্যাল মডেলের মধ্যে মিল দেখাও।
১০. সমবায় খামার বলতে কী বুঝ?
১১. জীবন নির্বাহী খামারের বৈশিষ্ট্য ব্যাখ্যা কর।
১২. জীবন নির্বাহী খামার ও বাণিজ্যিক খামারের পার্থক্যসমূহ কী কী?
১৩. গ্রামীণ অর্থ বাজার কী?
১৪. বাংলাদেশে কৃষিকেরা ঋণ গ্রহণ করে কেন?
অথবা, বাংলাদেশের কৃষকের কৃষিঋণের প্রয়োজন হয় কেন?
১৫. ভূমিসংস্কার বলতে কী বুঝ?
১৬. ভূমিসংস্কার ও কৃষি সংস্কারের মধ্যে পার্থক্য কী?
১৭. কৃষিপণ্যের বাজারজাতকরণ বলতে কী বুঝায়?
১৮. পল্লি উন্নয়ন বলতে কী বুঝ?
১৯. কৃষিপণ্যের দাম পরিবর্তনের সুপারিশমালা পেশ কর।
অথবা, কৃষিপণ্যের দাম পরিবর্তনের কারণগুলো উল্লেখ কর।
২০. কৃষি উন্নয়নে সরকারের গৃহীত পদক্ষেপসমূহ বর্ণনা কর।
২১. কৃষিপণ্যের মূল্য স্থিতিশীল রাখার ক্ষেত্রে বাফার স্টক কর্মসূচির ত্রুটি/সীমাবদ্ধতাগুলো আলোচনা কর।
২২. কৃষি খাত কী?
২৩. কৃষি খাতের বিক্রয়যোগ্য উদ্বৃত্ত বলতে কী বুঝায়?
গ-বিভাগ: রচনামূলক প্রশ্ন
১. কৃষি বিপ্লব শিল্পবিল্পবের পূর্বশর্ত ব্যাখ্যা কর।
২. কৃষি বিবর্তনের স্তরসমূহ আলোচনা কর। বাংলাদেশের কোন পর্যায়ে আছে বলে তুমি মনে কর? মন্তব্য কর।
৩. বাংলাদেশে কৃষি যান্ত্রিকীকরণের সমস্যা সমাধানের উপায়গুলো লেখ।
৪. বাংলাদেশে কৃষির স্বল্প উৎপাদন ক্ষমতার কারণসমূহ আলোচনা কর।
৫. অর্থনৈতিক উন্নয়নে কৃষির দ্রব্য অবদান ও বাজার অবদান আলোচনা কর।
৬. কৃষি ও শিল্পের পারস্পরিক নির্ভরশীলতা ব্যাখ্যা কর।
৭. লুইস মডেল ও ফি-রেনিস মডেলের মধ্যে পার্থক্য দেখাও।
৮. দ্বৈত অর্থনীতি সংক্রান্ত ফি-রেনিস মডেল ব্যাখ্যা কর।
৯. চিত্রের সাহায্যে উদ্বৃত্ত শ্রম ধারণাটি ব্যাখ্যা কর।
অথবা, কৃষিক্ষেত্রে উদ্বৃত্ত শ্রমের ধারণা ব্যাখ্যা কর।
১০. বাংলাদেশের মতো অনুন্নত/উন্নয়নশীল দেশে ফি-রেনিস মডেল কতটুকু প্রযোজ্য?
১১. বাক্তিগত, সমবায় ও যৌথ খামার ব্যবস্থার মধ্যে কোনটি বাংলাদেশের জন্য উপযুক্ত? ব্যাখ্যা কর।
অথবা, বাক্তিগত, সমবায় ও যৌথ খামারের ব্যবস্থার মধ্যে কোনটি বাংলাদেশের জন্য উপযোগী?
১৯. সমবায় খামারের সুবিধা ও অসুবিধাগুলো আলোচনা কর।
১৩. অপ্রাতিষ্ঠানিক কৃষিঋণের সুদের হার বেশি হওয়ার কারণ কী?
১৪. কৃষি ঋণ প্রাপ্তিতে কৃষকের সমস্যাসমূহ চিহ্নিত কর।
অথবা, গরিব চাষিরা কৃষিঋণ পাওয়ার ক্ষেত্রে কী ধরনের অসুবিধার সম্মুখীন হয়?
১৫. বাংলাদেশে কৃষিঋণ বিতরণে বিশেষায়িত ব্যাংকের ভূমিকা ব্যাখ্যা কর। তুমি কি মনে কর এটা কৃষকদের জন্য পর্যাপ্ত?
১৬. সুদের হার উচ্চ হওয়া সত্ত্বেও কৃষক কেন অপ্রাতিষ্ঠানিক উৎস থেকে ঋণ নিতে অধিক পছন্দ করে?
১৭. ১৯৮৪ সালের ভূমি সংস্কার আইনের প্রধান বৈশিষ্ট্যসমূহ ব্যাখ্যা কর।
অথবা, স্বাধীনতার পর ১৯৮৪ সালে ভূমিসংস্কার ব্যবস্থার অবস্থা সম্পর্কে লেখ।
১৮. বাংলাদেশের কৃষিপণ্যের বাজারজাতকরণের সমস্যা চিহ্নিত কর। এসব সমস্যা সমাধানে তোমার সুপারিশমালা পেশ কর।
১৯. বাংলাদেশের অর্থনীতিতে পল্লি উন্নয়ন কর্মসূচির উদ্দেশ্যসমূহ আলোচনা কর।
২০. কৃষিপণ্যের বাজারজাতকরণের সমস্যাবলি আলোচনা কর।
অথবা, বাংলাদেশের মত উন্নয়নশীল দেশে কৃষি পণ্য বিপণনের সমস্যাসমূহ লেখ।
২১. কেন কৃষিপণ্যের যোগান অস্থিতিস্থাপক হয়?
২২. একটি সরল কবওয়েবের মডেলের সাহায্যে কৃষিপণ্যের দামের ওঠানামা ব্যাখ্যা কর।
২৩. কৃষকদেরকে মূল্য সহায়তা না আয় সহায়তা প্রদান করা উচিত? তোমার উত্তরের সপক্ষে যুক্তি দাও।
অথবা, কৃষকদের জন্য মূল্য সহায়তা না আয় সহায়তা কোনটি প্রযোজ্য?
২৪. বাংলাদেশে কৃষি উপকরণের ওপর ভর্তুকি প্রদান করা উচিত, না পণ্যের মূল্য সহায়তা নীতি অনুসরণ করা উচিত?
২৫. অর্থনৈতিক উন্নয়নে বনজ সম্পদের গুরুত্ব আলোচনা কর।
২৬. স্ব-নির্ভর বাংলাদেশ কর্মসূচির উদ্দেশ্য কী কী?
২৭. বাংলাদেশে স্ব-নির্ভর অর্থনীতির ভিত্তি স্থাপনের জন্য তোমার কী কোনো সুপারিশ আছে?
উপরে ৩য় বর্ষের অর্থনীতি বিভাগের শিক্ষার্থীদের জন্য কৃষি ও গ্রামীণ অর্থনীতি সাজেশন ২০২৫ নিয়ে আলোচনা করা হলো। সাজেশনটিতে ক-বিভাগ এর সকল প্রশ্নের পাশাপাশি উত্তরও দেওয়া হয়েছে। খ-বিভাগ ও গ-বিভাগে শুধু গুরুত্বপূর্ণ প্রশ্নগুলো দেওয়া হয়েছে। বই খুঁজলেই তোমরা এই উত্তরগুলো পেয়ে যাবে।
কোর্সটিকার সাজেশন সংক্রান্ত কোনো প্রশ্ন, জিজ্ঞাসা বা মতামত থাকলে ফেসবুক পেজে যোগাযোগ করতে পারো। এছাড়াও আমাদের ইউটিউব চ্যনেলটি Subscribe করতে পারো এই লিংক থেকে।
Discussion about this post