অনার্স মার্কেটিং ২য় বর্ষের শিক্ষার্থীদের কৃষি বাজারজাতকরণ সাজেশন
কৃষি বাজারজাতকরণ সাজেশন
বিষয় কোড : ২২২৩১৩
ক-বিভাগ: অতিসংক্ষিপ্ত প্রশ্ন ও উত্তর
১. স্থানীয় বাজার কী?
উত্তর : স্থানীয় বাজার হলো ঐসকল ছোট ছোট বাজার যেখানে উৎপাদনকারী তার উৎপাদিত পণ্য বিক্রয় করে।
২. প্রান্তিক বাজার কী?
উত্তর : যে বাজারে অভ্যন্তরীণ ও রপ্তানি বাণিজ্য সংক্রান্ত কতিপয় কার্যাবলি সম্পাদন করা হয় তাকে প্রান্তিক বাজার বলে ।
৩. কৃষক কে?
উত্তর : যিনি কৃষির সাথে সংশ্লিষ্ট তাকে কৃষক বলা হয়।
৪. ঋতুগত উৎপাদন তারতম্য কি?
উত্তর : কতিপয় কৃষি পণ্যের উৎপাদন হয় মৌসুমভিত্তিক কিন্তু ভোগ হয় বছরব্যাপী। এসব পণ্যের ঋতুগত উৎপাদন ও ঋতুগত চাহিদার পার্থক্যকে ঋতুগত উৎপাদন তারতম্য বলা হয়।
৫. ভোগ্য কৃষিপণ্য কি?
উত্তর : যে সকল কৃষিপণ্য ভোক্তারা কোনো ধরনের বাণিজ্যিক উদ্দেশ্য ছাড়াই ব্যক্তিগত বা পারিবারিক ভোগের জন্য ক্রয় করে তাকে ভোগ্য কৃষিপণ্য বলে ।
৬. শিল্পীয় কৃষিপণ্য কি?
উত্তর : শিল্পীয় কৃষিপণ্য হলো ঐ সকল কৃষিপণ্য যেগুলো অন্য কোনো পণ্য উৎপাদনের উপকরণ হিসেবে ব্যবহৃত হয়।
৭. ৫টি খাদ্য শস্যের নাম লিখ।
উত্তর : ৫টি খাদ্য শস্যের নাম : বার্লি, গম, ভুট্টা, চাল, মসুর, মুগ ইত্যাদি।
৮. কৃষিপণ্যের প্রাথমিক বাজার কি?
উত্তর : কৃষিপণ্যের প্রাথমিক বাজার হলো গ্রাম্য বাজার যেখানে সাধারণত কৃষকগণ অল্প পরিমাণে জিনিস সংগ্রহ করে তা কেনা-বেচা করা থাকে।
৯. ব্যবস্থাপনাভিত্তিক এ্যাপ্রোচ কি?
উত্তর : ব্যবস্থাপনা বা ব্যবস্থাপকীয় দৃষ্টিকোণ থেকে বাজারজাতকরণ সিদ্ধান্ত বিচার-বিশ্লেষণপূর্বক অনুধাবন করা হলে তাকে ব্যবস্থাপনাভিত্তিক এ্যাপ্রোচ বলে।
১০. পণ্যভিক্তিক এ্যাপ্রোচ কি?
উত্তর : পণ্যভিক্তিক এ্যাপ্রোচ বলতে ঐ পদ্ধতিকে কিভাবে সম্ভাব্য ক্রেতাদের নিকট কৃষিপণ্য বণ্টন বোঝায় সেখানে কিভাবে পণ্য উৎপাদন করা হবে, কীভাবে সম্ভাব্য ক্রেতাদের নিকট কৃষিপণ্য বিতরণ করা হবে তা বিবেচনা করা হয়।
১১. কেন ভবিষ্যত বাজারের উৎপত্তি হয়েছে?
উত্তর : মূল্য পরিবর্তনজনিত ঝুঁকি হ্রাস করার জন্য অথবা ঝুঁকি একের নিকট থেকে অপরের নিকট স্থানান্তর করার জন্য ভবিষ্যত বাজারের উৎপত্তি হয়েছে।
১২ ফটকা ব্যবসায় কী?
উত্তর : ভোক্তা পণ্যের ভবিষ্যত চাহিদা ও যোগান এবং মূল্যের হ্রাস-বৃদ্ধি অনুমান করে মুনাফা অর্জনের উদ্দেশ্যে উক্ত পণ্যসামগ্রীর ক্রয়-বিক্রয় কাজকে ফটকা ব্যবসায় বলে।
১৩. বিনিময় প্রথা কি?
উত্তর : দুটি পণ্যের পারস্পরিক লেনাদেনকে বিনিময় প্রথা বলে বা Barter system বলা হয়।
১৪. ভবিষ্যত চুক্তি কী?
উত্তর : ভবিষ্যত বাজারে যে সকল খাদ্যদ্রব্য বা কৃষিপণ্য জন্য-বিক্ৰনা হবে, তা প্রকৃতপক্ষে পণ্য নয়, একটি ভবিষ্যত চুক্তি।
১৫. ছদ্মবেশী বেকারত্ব কী?
উত্তর : যে পরিমাণ অতিরিক্ত শ্রমিক উৎপাদন থেকে সরিয়ে ফেললে উৎপাদনে কোনো ব্যঘাত ঘটে না সেই পরিমাণ শ্রমিকের বেকারত্বকে ছদ্মবেশী বেকারত্ব বলে।
১৬. বাজার বলতে কী বোঝ?
উত্তর : বাজার বলতে কোনো পণ্য বা সেবার বর্তমান ও সম্ভাব্য ক্রেতার সমষ্টিকে বোঝায়।
১৭. নিলাম বিক্রয় কি?
উত্তর : যে প্রক্রিয়ায় দর কষাকষিতে ডাক ব্যবস্থার মাধ্যমে পণ্যদ্রব্য বিক্রয় করা হয় তাই নিলাম বিক্রয়।
১৮. খাদ্যশস্য বাজার কী?
উত্তর : খাদ্যশস্য যেমন- চাল, ডাল, গম, তৈলবীজ ইত্যাদি খাদ্যশস্য যে বাজারে ক্রয়-বিক্রয় করা হয়, সেই বাজারকে খাদ্যশস্য বাজার বলে।
১৯. টাটকা খাদ্য বলতে কী বোঝ?
উত্তর : টাটকা বা তাজা খাদ্য বলতে সেগুলোকে বোঝানো হয়- যা প্রক্রিয়াজাত করা হয় না। যেমন- শাকসবজি এবং ফল প্রক্রিয়াজাতবিহীন টাটকা খাদ্যের সর্বোৎকৃষ্ট উদাহরণ।
২০. BSTI – এর পূর্ণরূপ লেখ।
উত্তর : BSTI-এর পূর্ণরূপ হলো : Bangladesh Standards and Testing Institution.
২১. ভোক্তার খাদ্য অগ্রাধিকার বলতে কি বুঝায়?
উত্তর : ভোক্তার পছন্দের বিষয়গুলো যে সকল খাদ্য উৎপাদনকারী প্রতিষ্ঠান উৎপাদন ও বাজারজাতকরণ করে ও তাকে ভোক্তার খাদ্য অগ্রাধিকার বলে।
২২. BARC এর পূর্ণরূপ কী?
উত্তর : BARC-এর পূর্ণরূপ হলো : Bangladesh Agricultural Research Council বা বাংলাদেশ কৃষি গবেষণা কাউন্সিল ।
২৩. প্রক্রিয়াজাত খাদ্য বাজার কী?
উত্তর : যে সকল বাজারে, হিমায়িত শাকসবজি প্রস্তুতকৃত খাবার, ফাস্টফুড ইত্যাদি পাওয়া যায় বা ক্রয়-বিক্রয় করা হয় সেই সকল বাজারকে প্রক্রিয়াজাত খাদ্য বাজার বলে।
২৪. DAE এর পূর্ণরূপ কী?
উত্তর : DAE এর পূর্ণরূপ হলো : Department of Agricultural Extension বা কৃষি সম্প্রসারণ অধিদপ্তর।
২৫. আলিঙ্গন কি?
উত্তর : স্বল্প মেয়াদি পণ্যমূল্য উঠানামায় যে বিষয়গুলো একে অন্যের পরিপূরক হিসেবে প্রভাব বিস্তার করে তাদেরকে আলিঙ্গন বলা হয়।
২৬. মূল্যের ঋতুগত তারতম্য কাকে বলে?
উত্তর : বিভিন্ন মৌসুমে কৃষিপণ্যের মূল্যগত যে পার্থক্য দেখা যায় তাকে কৃষিপণ্যের মূল্যের ঋতুগত তারতম্য বলে।
২৭. মার্চেন্ট মধ্যস্থব্যবসায়ী কে?
উত্তর : যে সমস্ত মধ্যস্থ কারবারি বা ব্যবসায়ি কৃষি পণ্য হস্তান্তরকরণ প্রক্রিয়ায় সেই পণ্যের মালিকানা প্রাপ্ত হয় তাকে মার্চেন্ট মধ্যস্থব্যবসায়ি বলে।
২৮. মূল্যের মৌসুমিগত তারতম্য কী?
উত্তর : একটি নির্দিষ্ট সময় ধরে অথবা এক বছরে অথবা বহু বছরে কৃষিপণ্যের মূল্যের যে উঠানামা পরিলক্ষিত করা হয় তাকে মূল্যের মৌসুমিগত তারতম্য বলে।
২৯. Hedging শব্দের অর্থ কী?
উত্তর : Hedging অর্থ প্রতিবন্ধকতা সৃষ্টি করা।
৩০. নান্দনিক মূল্য কি?
উত্তর : খাদ্য দ্রব্যের রং, আকার, ডিজাইন, সৌন্দর্য, প্রকৃতির সাথে সম্পর্কিত কিছু খাদ্য দ্রব্য রয়েছে যেগুলোর সৌন্দর্য দেখেই ক্রেতারা আকৃষ্ট হয়ে যায় এবং এর মূল্যকে নান্দনিক মূল্য বলে।
খ-বিভাগ: সংক্ষিপ্ত প্রশ্ন
১. কৃষি বাজারজাতকরণ বলতে কী বোঝায়?
অথবা, কৃষি বাজারজাতকরণের সংজ্ঞা দাও।
২. কৃষি বাজারজাতকরণের বৈশিষ্ট্য বর্ণনা কর।
অথবা, কৃষি বাজারজাতকরণের প্রকৃতি উল্লেখ কর।
৩. কৃষিপণ্যের শ্রেণিবিভাগ আলোচনা কর।
অথবা, কৃষিপণ্য কত প্রকার ও কি কি?
অথবা, বাজারজাতকরণ দৃষ্টিকোণ থেকে কৃষিপণ্যের ধরনসমূহ বর্ণনা কর।
৪. বাংলাদেশে কৃষিজাতপণ্য বাজারজাতকরণ সমস্যার সমাধানের উপায় দেখাও।
অথবা, বাংলাদেশে কৃষিজাত পণ্য বাজারজাতকরণ সমস্যা সমাধানের প্রক্রিয়া আলোচনা কর।
৫. কৃষি বাজারজাতকরণ অধ্যয়নের উদ্দেশ্যাবলি বর্ণনা কর।
৬. কৃষি বাজারজাতকরণ অধ্যয়নের পদ্ধতিসমূহ আলোচনা কর।
অথবা, কৃষি বিপণন অধ্যয়নের প্রক্রিয়াসমূহ বর্ণনা কর।
৭. কৃষিপণ্য মার্কেটিং করার ক্ষেত্রে বাজার তথ্যের প্রয়োজনীয়তা বর্ণনা কর।
অথবা, কৃষি পণ্য বিপণন করার ক্ষেত্রে কি ধরনের বাজার তথ্যের প্রয়োজন হয়ে থাকে?
৮. ‘কৃষি মার্কেটিং জটিল ও ব্যয় বহুল’-ব্যাখ্যা দাও।
অথবা, “কৃষি পণ্য বাজারজাতকরণ প্রক্রিয়া জটিল ও ব্যয়বহুল” ব্যাখ্যা কর।
৯. বাংলাদেশের কৃষি পণ্যের বৈশিষ্ট্যসমূহ বর্ণনা কর।
অথবা, কৃষিপণ্যের বাজারজাতকরণের স্বরূপ আলোচনা কর।
১০. উৎপাদন ও দামের চক্রাকার আবর্তন কি?
অথবা, উৎপাদন ও দামের চক্র আবর্তন বলতে কি বুঝ?
১১. খাদ্যদ্রব্যের মূল্য চক্রটি দেখাও।
১২. হেজিং বলতে কি বুঝায়? ব্যাখ্যা কর।
১৩. কৃষিপণ্য উৎপাদনে মাকড়সার জাল তত্ত্বটি সংক্ষেপে লিখ।
অথবা, মাকড়সা জাল তত্ত্বটির অনুমিত শর্তগুলো লিখ।
অথবা, কৃষিপণ্য উৎপাদনে মাকড়সার জাল তত্ত্ব/কৃষিপণ্য উৎপাদন কবওয়ের তত্ত্ব কী?
১৪. যে সকল উপাদান কৃষিপণ্যের চাহিদা রেখাঁর পরিবর্তন ঘটায় তা ব্যাখ্যা কর।
১৫. মূল্যের ঋতুগত তারতম্য ব্যাখ্যা কর।
অথবা, মূল্যের ঋতুগত পরিবর্তন ব্যাখ্যা কর।
১৬. ভবিষ্যৎ চুক্তির উপর ফটকা ব্যবসায়ের প্রভাব বর্ণনা কর।
১৭. মূল্য সংক্রান্ত সরকারি কার্যক্রমসমূহ সংক্ষেপে বর্ণনা কর।
১৮. বাজার তথ্য ব্যবস্থা বলতে কী বোঝ?
অথবা, বাজার তথ্য ব্যবস্থার সংজ্ঞ দাও।
১৯. প্রমিতকরণ ও পর্যায়িতকরণের মধ্যে পার্থক্য দেখাও।
২০. বাজারজাতকরণ তথ্য ব্যবস্থার গুরুত্ব লেখ।
২১. কৃষিপণ্যের সংরক্ষণ/গুদামজাতকরণের গুরুত্ব কি?
২২. সমবায় বাজারজাতকরণের বৈশিষ্ট্য বর্ণনা কর।
২৩. বাংলাদেশে কৃষক সমবায় প্রতিষ্ঠার উদ্দেশ্য কী?
২৪. কৃষক সমবায় মার্কেটিং কিভাবে কৃষিপণ্যের উচ্চমূল্য নিশ্চিত করে?
অথবা, সমবায় বিপণন কিভাবে পণ্যের উচ্চমূল্য নিশ্চিত করে তার বর্ণনা কর।
২৫. কৃষিজাত পণ্য বাজারজাতকরণে সংরক্ষণ সংক্রান্ত সমস্যা চিহ্নিত কর।
অথবা, কৃষিপণ্য বাজারজাতকরণে গুদামজাতকরণ সংক্রান্ত সমস্যাসমূহ বর্ণনা কর।
২৬. কৃষিপণ্যের ন্যায্য মূল্য নিশ্চিতকরণে পরিবহণের ভূমিকা আলোচনা কর।
অথবা, কৃষিপণ্য বাজারজাতকরণে পরিবহণের গুরুত্ব ব্যাখ্যা কর।
২৭. বাংলাদেশের সমবায় বাজারজাতকরণের সমস্যাসমূহ আলোচনা কর।
অথবা, বাংলাদেশের সমবায় বাজারজাতকরণের অসুবিধাসমূহ বর্ণনা কর।
২৮. বাজার তথ্যের ধারণা দাও।
২৯. কৃষিপণ্য বাজারজাতকরণের পরিবহনের গুরুত্ব বর্ণনা কর।
৩০. সমবায় বাজারজাতকরণের সফলতা ও ব্যর্থতার প্রভাববিস্তারকারী উপাদানগুলো আলোচনা কর।
গ-বিভাগ: রচনামূলক প্রশ্ন
১. কৃষিপণ্যের স্বতন্ত্র বৈশিষ্ট্যের কারণে বিপণনে যে প্রভাব ফেলে তা উদাহরণসহ ব্যাখ্যা কর।
২. বাংলাদেশের বিভিন্ন ধরনের কৃষি বাজার সম্পর্কে বর্ণনা কর।
অথবা, বাংলাদেশে কত ধরনের কৃষি বাজার দেখা যায়?
৩. বাংলাদেশে কৃষিজাত পণ্য বিপণনের সমস্যাগুলো কি কি?
অথবা, বাংলাদেশে কৃষিজাতপণ্য বাজারজাতকরণের সমস্যাসমূহ আলোচনা কর
৪. বাংলাদেশে কৃষিজাত পণ্য বিপণনের সমস্যা সমাধানের উপায় বর্ণনা কর।
৫. কার্যভিত্তিক প্রক্রিয়াটি চিত্রের মাধ্যমে দেখাও।
৬. বাংলাদেশে কৃষিজাতপণ্য বাজারজাতকরণের সমস্যা ব্যাখ্যা কর।
৭. বাংলাদেশের অর্থনীতিতে কৃষির গুরুত্ব আলোচনা কর।
অথবা, বাংলাদেশের অর্থনীতিতে কৃষির গুরুত্ব আলোচনা/বর্ণনা কর।
অথবা, বাংলাদেশের অর্থনীতিতে কৃষির অবদান বর্ণনা কর।
৮. কৃষি বাজারজাতকরণ ব্যয় কী? কৃষি বাজারজাতকরণ ব্যয়ের উপাদানগুলো আলোচনা কর।
৯. ভারসাম্য মূল্য কীভাবে নির্ধারিত হয়? ব্যাখ্যা কর।
১০. কৃষিপণ্যের মূল্য নির্ধারণ কৌশলগুলো আলোচনা কর।
অথবা, কৃষিপণ্যের মূল্য নির্ধারণের পদ্ধতিসমূহ বর্ণনা কর।
১১. কৃষিপণ্যের চাহিদার বৈশিষ্ট্য ব্যাখ্যা কর।
১২. কৃষিপণ্যের চাহিদা ও যোগান আলোচনা কর।
১৩. অনুন্নত দেশের কৃষকদের আয় কিভাবে বৃদ্ধি করা যায়, তা বর্ণনা কর।
অথবা, অনুন্নত দেশের কৃষকদের আয় বৃদ্ধির উপায়সমূহ বর্ণনা কর।
১৪. অভ্যন্তরীণ খাদ্য উৎপাদন উৎসাহিত করার জন্য সরকারের নীতি কি হবে? আলোচনা কর।
১৫. বাংলাদেশের কৃষিপণ্য মার্কেটিং এর ক্ষেত্রে মধ্যস্বত্বভোগীদের ভূমিকা বর্ণনা কর।
১৬. কৃষিপণ্যের বিপণন ব্যয় ও মার্জিন বলতে কি বুঝ?
অথবা, কৃষিপণ্যের বিপণ ব্যয় ও মার্জিন কাকে বলে?
অথবা, কৃষিপণ্যের বিপণন ব্যয় ও মার্জিন উদাহরণসহ ব্যাখ্যা কর।
১৭. বাংলাদেশে খাদ্য প্রক্রিয়াকরণ শিল্পের উন্নয়ন ও প্রসারে কি ধরনের পদক্ষেপ গ্রহণ করা যেতে পারে?
১৮. বাজারের উপর মান নির্ধারণের প্রভাব দেখাও। খাদ্য গ্রেড ও মানের অসুবিধা কি?
১৯. বাংলাদেশের কৃষি ও খাদ্যজাত দ্রব্য ইন্সটিটিউট সম্পর্কে আলোচনা কর।
অথবা, বাংলাদেশের কৃষি ও খাদ্যজাত ইন্সটিটিউট সম্পর্কে ধারণা দাও।
২০. বাংলাদেশ স্ট্যান্ডার্ড এন্ড টেস্টিং ইনস্টিটিউটের কার্যাবলি বর্ণনা কর।
২১. ফুড মার্কেটিং এর কার্যভিত্তিক অ্যাপ্রোচের সুবিধাসমূহ আলোচনা কর।
২২. খাদ্য বাজারজাতকরণের সমস্যাবলি ব্যাখ্যা কর। কিভাবে এসব সমস্যা দূর করা যায়?
অথবা, বাংলাদেশে খাদ্যদ্রব্য বাজারজাতকরণের সমস্যা ও সমাধান আলোচনা কর।
অথবা, বাংলাদেশে খাদ্যদ্রব্য বাজারজাতকরণের সমস্যাবলি ও সমস্যা দূরীকরণের উপায় বর্ণনা কর।
২৩. খাদ্যভোগে প্রভাব বিস্তারকারী উপাদানসমূহ আলোচনা কর।
২৪. খাদ্য বাজারজাতকরণের জন্য খুচরা মূল্য নির্ধারণ প্রক্রিয়া ব্যাখ্যা কর।
অথবা, খাদ্য বাজারজাতকরণের জন্য খুচরা মূল্য নির্ধারণ পদ্ধতি বর্ণনা কর।
২৫. কৃষিপণ্যের ক্ষেত্রে ভোক্তার ভোগ সিদ্ধান্তে প্রভাব বিস্তারকারী উপাদানসমূহ আলোচনা কর।
অথবা, বাড়তি আয় কিভাবে খাদ্য ভোগকে প্রভাবিত করে? বর্ণনা কর।
অথবা, ভোক্তার ভোগ সিদ্ধান্তে প্রভাব বিস্তারকারী উপাদানসমূহ বর্ণনা কর।
২৬. কৃষিপণ্য বিপণন নিয়ন্ত্রণ আইনের উদ্দেশ্য কি?
অথবা, কৃষিপণ্য বাজারজাতকরণ নিয়ন্ত্রণ আইনের লক্ষ্য কী?
২৭. খুচরা ব্যবসায়ির বাজারজাতকরণ সিদ্ধান্ত ব্যাখ্যা কর।
২৮. সরকার কিভাবে কৃষিপণ্যের মূল্য নিয়ন্ত্রণ করে?
২৯. কৃষি উন্নয়নে সরকারের করণীয়গুলো তুলে ধর।
৩০. কৃষিপণ্য বাজারজাতকরণে সরকারের আইনগত পদক্ষেপসমূহ সংক্ষেপে বর্ণনা কর।
জাতীয় বিশ্ববিদ্যালয়ের মার্কেটিং অনার্স ৩য় বর্ষের প্রিয় শিক্ষার্থীরা, এই লিংকে ক্লিক করে কৃষি বাজারজাতকরণ সাজেশন pdf download করে নাও। কোর্সটিকায় আমরা মার্কেটিং বিভাগের সকল বিষয়ের সাজেশন প্রকাশ করেছি। যা তোমরা সম্পূর্ণ ফ্রিতে সংগ্রহ করতে পারবে।
এর বাইরে তোমাদের আর কোন নোট বা সাজেশন লাগলে আমাদের ফেসবুক পেজে ইনবক্স করো। আমরা আছি ইউটিউবেও। আমাদের YouTube চ্যানেলটি SUBSCRIBE করতে পারো এই লিংক থেকে।
Discussion about this post