Courstika

ইংরেজি সংস্করণ

পশ্চিমবঙ্গ সংস্করণ

সাবস্ক্রাইব করুন

কোর্সটিকায় লিখুন

  • একাডেমিক
    • ষষ্ঠ শ্রেণি
    • সপ্তম শ্রেণি
    • অষ্টম শ্রেণি
    • নবম ও দশম শ্রেণি
    • একাদশ ও দ্বাদশ শ্রেণি
    • ডিগ্রি
    • অনার্স
    • মাস্টার্স
    • ইঞ্জিনিয়ারিং
    • মেডিকেল
    • ভর্তি ও পরীক্ষা
    • উচ্চ শিক্ষা
  • ভিডিও ক্লাসYouTube
  • ক্যারিয়ার
  • ফ্রিল্যান্সিং
  • স্বাস্থ্যপাতা
  • অনলাইন ইনকাম
  • ইংরেজী শিখুন
  • চাকরী-বাকরী
  • স্কিল ডেভেলপমেন্ট
  • নাগরিক সেবা
  • ডাউনলোড
  • অন্যান্য
    • গুগল এ্যাডসেন্স
    • সাধারণ জ্ঞান
    • ব‌্যাংকিং
    • নাগরিক সেবা
    • টিপস এন্ড ট্রিক্স
    • গেস্ট ব্লগিং
    • জমিজমা
    • ধর্মকথা
    • প্রবাস জীবন
    • ইচ্ছেঘুড়ি
    • প্রোডাক্ট রিভিউ
    • বায়োগ্রাফি
    • স্কলারশিপ
কোন ফলাফল নেই
View All Result
  • একাডেমিক
    • ষষ্ঠ শ্রেণি
    • সপ্তম শ্রেণি
    • অষ্টম শ্রেণি
    • নবম ও দশম শ্রেণি
    • একাদশ ও দ্বাদশ শ্রেণি
    • ডিগ্রি
    • অনার্স
    • মাস্টার্স
    • ইঞ্জিনিয়ারিং
    • মেডিকেল
    • ভর্তি ও পরীক্ষা
    • উচ্চ শিক্ষা
  • ভিডিও ক্লাসYouTube
  • ক্যারিয়ার
  • ফ্রিল্যান্সিং
  • স্বাস্থ্যপাতা
  • অনলাইন ইনকাম
  • ইংরেজী শিখুন
  • চাকরী-বাকরী
  • স্কিল ডেভেলপমেন্ট
  • নাগরিক সেবা
  • ডাউনলোড
  • অন্যান্য
    • গুগল এ্যাডসেন্স
    • সাধারণ জ্ঞান
    • ব‌্যাংকিং
    • নাগরিক সেবা
    • টিপস এন্ড ট্রিক্স
    • গেস্ট ব্লগিং
    • জমিজমা
    • ধর্মকথা
    • প্রবাস জীবন
    • ইচ্ছেঘুড়ি
    • প্রোডাক্ট রিভিউ
    • বায়োগ্রাফি
    • স্কলারশিপ
কোন ফলাফল নেই
View All Result
Courstika
কোন ফলাফল নেই
View All Result
  • HSC Model Test 2023
  • HSC 2023 সাজেশন
  • ষষ্ঠ শ্রেণি
  • সপ্তম শ্রেণি
  • অষ্টম শ্রেণি
  • নবম ও দশম শ্রেণি
  • একাদশ ও দ্বাদশ শ্রেণি
  • ভর্তি ও পরীক্ষা
  • ডিগ্রি
  • অনার্স
  • মাস্টার্স
  • ইঞ্জিনিয়ারিং
  • মেডিকেল
  • উচ্চ শিক্ষা
  • স্কলারশিপ

কৃষি শিক্ষা ১ম পত্র : ১ম অধ্যায় MCQ

কোর্সটিকা প্রকাশক কোর্সটিকা
in HSC - কৃষিশিক্ষা
A A
0
ফেসবুকে শেয়ার করুনপিন্টারেস্টে পিন করুনলিংডইনে শেয়ার করুন

কৃষি শিক্ষা ১ম পত্র ১ম অধ্যায় mcq : বাংলাদেশ একটি কৃষি প্রধান দেশ। কৃষি বাংলাদেশের অর্থনীতির প্রধান কর্মকান্ড এবং চালিকাশক্তি। উৎপাদনশীলতা ও আয় বৃদ্ধি এবং গ্রামীণ এলাকায় কর্মসংস্থান সৃষ্টির মাধ্যমে বিশাল জনগোষ্ঠীর সমৃদ্ধির জন্য কৃষির গুরুত্বপূর্ণ ভূমিকা রয়েছে। দেশের জিডিপিতে কৃষি খাত (ফসল,মৎস্য, প্রাণিসম্পদ এবং বন) গুরুত্বপূর্ণ অবদান রাখে। শ্রম শক্তির প্রায় অর্ধেক কর্মসংস্থান যোগান দেয় এবং কৃষি ভিত্তিক শিল্প প্রতিষ্ঠানের প্রধান কাঁচামাল সরবরাহ করে।

কৃষি সামাজিক কর্মকান্ডের এক বিশেষ ক্ষেত্রে যা জনগনের খাদ্য ও পুষ্টির নিশ্চয়তা, আয়ের সুযোগ সৃষ্টি এবং দারিদ্র্য হ্রাসকরণের মত গুরুত্বপূর্ণ বিষয়গুলোর সাথে ওতোপ্রোতভাবে জড়িত। এছাড়া, কৃষি বিভিন্ন ধরনের ভোগ্যপণ্যের বিশেষ করে গ্রামীণ এলাকায় ভোক্তাদের চাহিদাভিত্তিক মালামালের উৎস। তাই গ্রামীণ দারিদ্র্য হ্রাসকরণে কৃষিক্ষেত্রের উন্নয়ন এবং এর প্রবৃদ্ধি ত্বরান্বিত করা অপরিহার্য।

কৃষি শিক্ষা ১ম পত্র ১ম অধ্যায় mcq

১. কৃষি তথ্য সার্ভিসের সদর দপ্তর কোথায় অবস্থিত?
ক. জয়দেবপুর
খ. মহাখালী
গ. ধানমণ্ডি
● খামারবাড়ি

২. বাংলাদেশ কৃষি বিশ্ববিদ্যালয় কত সালে প্রতিষ্ঠিত হয়?
ক. ১৯৫৭
● ১৯৬১
গ. ১৯৬৫
ঘ. ১৯৯৯

৩. BARI-এর প্রধান কার্যালয় কোথায়?
ক. জয়দেবপুর
খ. মহাখালী
গ. ধানমণ্ডি
● গাজীপুর

৪. নিচের কোনটি দানাজাতীয় ফসল?
ক. সূর্যমুখী
● কাউন
গ. শনপাট
ঘ. মেস্তা

৫. ফসলের নতুন নতুন জাত উদ্ভাবন ও উন্নয়ন সাধনের কাজ করে নিচের কোন প্রতিষ্ঠানটি?
● RARI
খ. BINA
গ. BARC
ঘ. BRRI

৬. নিচের কোন প্রতিষ্ঠান কৃষক সভার আয়োজন করে?
● কৃষি সম্প্রসারণ অধিদপ্তর
খ. বাংলাদেশ কৃষি উন্নয়ন করপোরেশন
গ. বাংলাদেশ কৃষি গবেষণা কাউন্সিল
ঘ. বাংলাদেশ কৃষি গবেষণা ইনস্টিটিউট

নিচের ছকটি লক্ষ কর এবং ৭ ও ৮ নং প্রশ্নের উত্তর দাও :
(চিত্রটি পিডিএফ উত্তরমালায় দেখানো হয়েছে)

৭. উদ্দীপকে ‘?’ চিহ্ন দ্বারা কোন ফসলকে বুঝানো হয়েছে?
ক. তুলা
খ. আখ
● বেগুন
ঘ. পাট

৮. উদ্দীপকে উল্লিখিত ফসলটির বৈশিষ্ট্য—
i. নিচু ও মাঝারি নিচু জমিতে চাষ করা হয়
ii. প্রতিটি গাছের নিবিড় যত্নের প্রয়োজন
iii. সমস্ত ফসল একত্রে সংগ্রহ করা হয়

নিচের কোনটি সঠিক?
ক. i ও ii
● i ও iii
গ. ii ও iii
ঘ. i, ii ও iii

৯.পাটকে মাঠ ফসল বলার কারণ-
ক. ফসলের নিবিড় যত্নের প্রয়োজন হয়
খ. ফসলের লাভ ও ব্যয়ের অনুপাত বেশি হয়
● সমস্ত ফসল একত্রে পরিপক্ব ও সংগ্রহ করা হয়
ঘ. ফসলের মূল্য মৌসুমের শুরুতে বেশি হয়

১০. ফসল ও অন্যান্য কৃষিজ সম্পদ উৎপাদনের বিজ্ঞানসম্মত পদ্ধতিকে কী বলে?
● কৃষি
খ. কৃষি সেবা
গ. কৃষি প্রযুক্তি
ঘ. গবেষণা

১১. বিশ্বের সবচেয়ে পুরনো ও বৃহত্তম শিল্প কোনটি?
ক. কুটির শিল্প
খ. চামড়া শিল্প
● কৃষিশিল্প
ঘ. খনিজ শিল্প

১২. খাদ্য নিরাপত্তা বিষয়টি সরাসরি কিসের সঙ্গে সম্পর্কযুক্ত?
ক. কৃষি অর্থনীতি
● কৃষি উন্নয়ন
গ. কৃষি অবকাঠামো
ঘ. কৃষি ব্যবস্থাপনা

১৩. মাঠ ফসলের বৈশিষ্ট্য হলো-
i. একবর্ষজীবী ফসল
ii. সেচ ছাড়াই অনেক ফসল চাষ করা যায়
iii. নিচু ও মাঝারি নিচু জমিতে চাষ করা হয়

নিচের কোনটি সঠিক?
ক. i ও ii
খ. i ও iii
গ. ii ও iii
● i, ii ও iii

নিচের উদ্দীপকটি পড় এবং ১৪ ও ১৫ নং প্রশ্নের উত্তর দাও :
জব্বার হাওলাদার একজন সবজি চাষি। তিনি তার বাড়ির পাশের জমিতে ফুলকপি, পালংশাক ও টমেটোর চাষ করেন। এতে তিনি লাভবান হন।

১৪. উদ্দীপকের ফসলগুলোর ধরন কেমন?
ক. মাঠ ফসল
● উদ্যান ফসল
গ. মূল জাতীয় ফসল
ঘ. কন্দ জাতীয় ফসল

১৫. উদ্দীপকের ফসলগুলোর বৈশিষ্ট্য হলো—
i. সাধারণত এরা বহুবর্ষজীবী
ii. উৎপাদন খরচ বেশি
iii. বীজ সারিবদ্ধভাবে বপন করা হয়

নিচের কোনটি সঠিক?
ক. i ও ii
● i ও iii
গ. ii ও iii
ঘ. i, ii ও iii

১৬. বাংলাদেশের শতকরা কতভাগ মানুষ কৃষির উপর নির্ভরশীল?
ক. ৬০
খ. ৭০
● ৮০
ঘ. ৯০

১৭. কৃষক সভার মূল উদ্দেশ্য কী?
● কৃষি উৎপাদন বৃদ্ধি
খ. কৃষি জমির পরিমাণ বৃদ্ধি
গ. কৃষকের সংখ্যা বৃদ্ধি
ঘ. কৃষকদের অভিজ্ঞতা বৃদ্ধি

১৮. বাংলাদেশ কৃষি বিশ্ববিদ্যালয়ের অনুষদ কতটি?
ক. ৫টি
খ. ৭টি
● ৬টি
ঘ. ৮টি

১৯. বাংলাদেশে কৃষি গবেষণা প্রতিষ্ঠান হলো-
i. BARC
ii. BRRI
iii. CRRI

নিচের কোনটি সঠিক?
● i ও ii
খ. i ও iii
গ. ii ও iii
ঘ. i, ii ও iii

নিচের উদ্দীপকটি পড় এবং ২০ ও ২১ নং প্রশ্নের উত্তর দাও :
ওহি গাজীপুরের জয়দেবপুর এলাকায় একটি গবেষণা প্রতিষ্ঠানে যায়। সেখানে জাতীয় কৃষি গবেষণা সিস্টেমের অন্যতম প্রধান অংশ হিসেবে ধান উৎপাদন সংশ্লিষ্ট গবেষণা ও উন্নয়ন কাজ হয়ে থাকে।

২০. উদ্দীপকের প্রতিষ্ঠানটির নাম কী?
ক. RARI
খ. BINA
গ. BARC
● BRRI

২১. উদ্দীপকের প্রতিষ্ঠানটির কাজ হলো-
i. মৌসুম ভিত্তিক ধানের স্বল্পমেয়াদি জাত উদ্ভাবন করা
ii. লবণাক্ততা সহনশীল জাত কৃষকদের মাঝে সম্প্রসারণ
iii. উন্নত প্রযুক্তি কৃষকদের মাঝে সম্প্রসারণ

নিচের কোনটি সঠিক?
ক. i ও ii
খ. i ও iii
গ. ii ও iii
● i, ii ও iii

২২. বাংলাদেশের মোট জনসংখ্যার শতকরা কত ভাগ প্রত্যক্ষ বা পরোক্ষভাবে কৃষির সঙ্গে জড়িত?
● ৬২
খ. ৫৫
গ. ৬৬
ঘ. ৮৬

২৩. বাংলাদেশে কৃষির উপখাতগুলো হচ্ছে-
i. প্রাণিসম্পদ
ii. শস্য
iii. বন

নিচের কোনটি সঠিক?
ক. i ও ii
খ. i ও iii
গ. ii ও iii
● i, ii ও iii

২৪. মাঠ ফসলের বৈশিষ্ট্য হলো-
i. একটি গাছ থেকে দীর্ঘদিন ধরে ফসল পাওয়া যায়
ii. বেড়া নির্মাণের প্রয়োজন হয় না
iii. মাঠে সমষ্টিগতভাবে যত্ন নেওয়া হয়।

নিচের কোনটি সঠিক?
ক. i ও ii
খ. i ও iii
● ii ও iii
ঘ. i, ii ও iii

২৫. উদ্যান ফসলের উদাহরণ কোনটি?
ক. পাট ও সরিষা
খ. গম ও ধান
● টমেটো ও কাঁঠাল
ঘ. মসুর ও ধান

২৬. ২০১৬ অর্থবছরে বাংলাদেশের জিডিপিতে প্রাণিসম্পদ খাতের অবদান শতকরা কত?
ক. ৩৩.৫৫%
● ১.৬৬%
গ. ৩.৫৩%
ঘ. ১.৪৪%

২৭. আমাদের দেশে প্রাণিজ আমিষের প্রধান উৎস কোনটি?
ক. ডাল
● মাছ
গ. গরু
ঘ. পোল্ট্রি

২৮. নিচের কোন প্রাণীটি গবাদিপশুর আওতায় পড়ে?
ক. ডাল
● ঘোড়া
গ. গরু
ঘ. পোল্ট্রি

২৯. পোল্ট্রি পালনের মূল উদ্দেশ্য হচ্ছে—
ক. মাংস ও দুধ উৎপাদন
● মাংস ও ডিম উৎপাদন
গ. মাংস ও বাচ্চা উৎপাদন
ঘ. ডিম ও জৈব সার উৎপাদন

৩০. বাংলাদেশে মোট জনগোষ্ঠীর কত শতাংশের অধিক লোক মৎস্য খাতের উপর নির্ভরশীল?
ক. ৬০
খ. ৭০
● ১০
ঘ. ৯০

৩১. মোহনা থেকে আহরিত মাছকে কোন পানির মাছ বলা হয়?
ক. মিঠা পানির মাছ
● লোনা পানির মাছ
গ. মুক্ত জলাশয়ের মাছ
ঘ. ঘোলা পানির মাছ

৩২. তেলাপিয়া কোন জলাশয়ের মাছ?
ক. মোহনার অঞ্চলের মাছ
● বদ্ধ জলাশয়ের মাছ
গ. মুক্ত জলাশয়ের মাছ
ঘ. ঘোলা পানির মাছ

৩৩. অভ্যন্তরীণ জলাশয়কে কয় ভাগে ভাগ করা যায়?
● দুই ভাগে
খ. তিন ভাগে
গ. চার ভাগে
ঘ. পাঁচ ভাগে

৩৪. বাংলাদেশে মাথাপিছু বনভূমির পরিমাণ কত?
ক ০.০১৫ হেক্টর
খ. ০.২০০ হেক্টর
গ. ০.০১০ হেক্টর
● ০.০১৮ হেক্টর

৩৫. বাংলাদেশের কত ভাগ বন সরকার কর্তৃক সংরক্ষিত?
ক. ৬০
খ. ৭৯
● ৮৯
ঘ. ৯০

৩৬. বাংলাদেশের বন এলাকাকে কয়টি অঞ্চলে বিভক্ত?
● ৪টি
খ. ৫টি
গ. ৬টি
ঘ. ৭টি

৩৭. বাংলাদেশের মোট আয়তনের কত শতাংশ বনাঞ্চল রয়েছে?
ক. ২২
খ. ২৩
● ১৭
ঘ. ৯০

৩৮. কয়টি জেলায় উপকূলীয় সবুজ বেষ্টনীয় বনাঞ্চল সৃষ্টি করা হয়েছে?
ক. ৬৪টি জেলায়
খ. ২০টি জেলায়
● ১০টি জেলায়
ঘ. ১৫টি জেলায়

৩৯. কোনো দেশের পরিবেশের ভারসাম্য রক্ষার জন্য মোট ভূমির কত ভাগে বনাঞ্চল থাকা প্রয়োজন?
ক. ১৭ ভাগ
খ. ২০ ভাগ
● ২৫ ভাগ
ঘ. ৩০ ভাগ

৪০. উঠোন বৈঠকের মাধ্যমে কৃষকদের মধ্যে কী পৌঁছে দেওয়া হয়?
ক. কৃষি ঋণ
● কৃষি তথ্য ও সেবা
গ. সার ও কীটনাশক
ঘ. স্বাস্থ্য বিষয়ক তথ্য

৪১. কৃষক মাঠ স্কুলের প্রশিক্ষণ কেন্দ্র হিসেবে ব্যবহার করা হয় কোন স্থান?
ক. মাঠের কোনা
খ. ক্লাব ঘর
● বনে
ঘ. বাড়ির উঠান

৪২. একটি কৃষক সভায় অংশগ্রহণকারী কৃষক সদস্যের সংখ্যা সাধারণত কত হয়।
● ২০-৩৯ জন
খ. ৫০-৬০ জন
গ. ১০০ জন
ঘ. ৩৩৩ জন

৪৩. কৃষি বিশ্ববিদ্যালয়ের অনুষদগুলো হলো-
i. কৃষি প্রকৌশল ও কারিগরি বিজ্ঞান অনুষ
ii. জীবন অনু
iii. কৃষি অর্থনীতি ও গ্রামীণ সমাজবিদ্যা অনুষদ

নিচের কোনটি সঠিক?
ক. i ও ii
● i ও iii
গ. ii ও iii
ঘ. i, ii ও iii

৪৪. সবচেয়ে বেশি সংখ্যক কৃষি যন্ত্রপাতি উদ্ভাবনকারী বড় প্রতিষ্ঠান কোনটি?
ক. বাংলাদেশ কৃষি বিশ্ববিদ্যালয়
খ. শেরেবাংলা নগর কৃষি বিশ্ববিদ্যালয়
● বাংলাদেশ কৃষি গবেষণা ইনস্টিটিউট
ঘ মেসার্স রহমান ইঞ্জিনিয়ারিং ওয়ার্কস

৪৫. বাংলাদেশের কৃষি গবেষণা প্রতিষ্ঠানগুলো হলো-
i. বাংলাদেশ কৃষি গবেষণা ইনস্টিটিউট (বারি)
ii. বাংলাদেশ চা গবেষণা ইনস্টিটিউট (বিটিআরআই)
iii. আন্তর্জাতিক ধান গবেষণা ইনস্টিটিউট (ইবি)

নিচের কোনটি সঠিক?
● i ও ii
খ. i ও iii
গ. ii ও iii
ঘ. i, ii ও iii

নিচের উদ্দীপকটি পড়ে ৪৬ ও ৪৭ নং প্রশ্নের উত্তর দাও :
অভি একদিন সন্ধ্যায় তাদের টিভিতে একটি চ্যানেলে ‘কৃষি দিবানিশি’ অনুষ্ঠান দেখছিল। অনুষ্ঠানে কৃষিবিষয়ক বিভিন্ন সফল কাহিনী, তথ্য, সমস্যা সমাধান দেখানো হচ্ছিল। সে তার বাবার কাছে এমন কৃষিবিষয়ক আরও অনুষ্ঠান সম্পর্কে জানল।

৪৬. অভি কোন টিভি চ্যানেলে অনুষ্ঠানটি দেখছিল?
● বিটিভি
খ. ইটিভি
গ. এটিএন
ঘ. চ্যানেল আই

৪৭. অভির বাবা তাকে আরও যে অনুষ্ঠান সম্পর্কে জানালো-
i. কৃষি ও জীবন সম্পর্কে
ii. BARC সম্পর্কে
iii. সবুজ বাংলা সম্পর্কে

নিচের কোনটি সঠিক?
ক. i ও ii
● i ও iii
গ. ii ও iii
ঘ. i, ii ও iii

৪৮. মাঠ ফসল কোনটি?
ক. আলু
খ. পিঁয়াজ
● ভুট্টা
ঘ. আদা

৪৯. পোল্ট্রি কোনটি?
ক. ময়না
খ. টিয়া
● টার্কি
ঘ. ঘুঘু

৫০. উদ্যান ফসলের উদাহরণ-
i. আলু
ii. পেঁয়াজ
iii. ছোলা

নিচের কোনটি সঠিক?
● i ও ii
খ. i ও iii
গ. ii ও iii
ঘ. i, ii ও iii

Answer Sheet


আরো দেখো: কৃষিশিক্ষা সকল অধ্যায়ের MCQ


শিক্ষার্থীরা, এখানে আমরা ৫০টি বহুনির্বাচনী প্রশ্ন আলোচনা করেছি। তবে তোমরা পিডিএফ ফাইলে কৃষি শিক্ষা ১ম পত্র ১ম অধ্যায় mcq থেকে ১০০টি উত্তরসহ বহুনির্বাচনী প্রশ্ন সংগ্রহ করতে পারবে। ওপরে দেওয়া Answer Sheet অপশনে ক্লিক করে উত্তরগুলো ডাউনলোড করে নাও। ডাউনলোড করতে অসুবিধা হলে আমাদের ফেসবুক পেজে ইনবক্স করো। শিক্ষার্থীরা অন্যান্য বিষয়ের নোট ও সাজেশান্স পেতে আমাদের YouTube চ্যানেলটি SUBSCRIBE করতে পারো এই লিংক থেকে।

আরো দেখুন

কৃষিশিক্ষা ১ম পত্র অনুধাবনমূলক প্রশ্ন
HSC - কৃষিশিক্ষা

কৃষিশিক্ষা ২য় পত্র: ৫ম অধ্যায় অনুধাবনমূলক প্রশ্ন উত্তর (PDF)

কৃষিশিক্ষা ১ম পত্র অনুধাবনমূলক প্রশ্ন
HSC - কৃষিশিক্ষা

কৃষিশিক্ষা ২য় পত্র: ৪র্থ অধ্যায় অনুধাবনমূলক প্রশ্ন উত্তর (PDF)

কৃষিশিক্ষা ১ম পত্র অনুধাবনমূলক প্রশ্ন
HSC - কৃষিশিক্ষা

কৃষিশিক্ষা ২য় পত্র: ৩য় অধ্যায় অনুধাবনমূলক প্রশ্ন উত্তর (PDF)

কৃষিশিক্ষা ১ম পত্র অনুধাবনমূলক প্রশ্ন
HSC - কৃষিশিক্ষা

কৃষিশিক্ষা ২য় পত্র: ২য় অধ্যায় অনুধাবনমূলক প্রশ্ন উত্তর (PDF)

কৃষিশিক্ষা ১ম পত্র অনুধাবনমূলক প্রশ্ন
HSC - কৃষিশিক্ষা

কৃষিশিক্ষা ২য় পত্র: ১ম অধ্যায় অনুধাবনমূলক প্রশ্ন উত্তর (PDF)

কৃষিশিক্ষা ১ম পত্র অনুধাবনমূলক প্রশ্ন
HSC - কৃষিশিক্ষা

কৃষিশিক্ষা ১ম পত্র: ৬ষ্ঠ অধ্যায় অনুধাবনমূলক প্রশ্ন উত্তর (PDF)

কৃষিশিক্ষা ১ম পত্র অনুধাবনমূলক প্রশ্ন
HSC - কৃষিশিক্ষা

কৃষিশিক্ষা ১ম পত্র: ৫ম অধ্যায় অনুধাবনমূলক প্রশ্ন উত্তর (PDF)

কৃষিশিক্ষা ১ম পত্র অনুধাবনমূলক প্রশ্ন
HSC - কৃষিশিক্ষা

কৃষিশিক্ষা ১ম পত্র: ৪র্থ অধ্যায় অনুধাবনমূলক প্রশ্ন উত্তর (PDF)

কৃষিশিক্ষা ১ম পত্র অনুধাবনমূলক প্রশ্ন
HSC - কৃষিশিক্ষা

কৃষিশিক্ষা ১ম পত্র: ৩য় অধ্যায় অনুধাবনমূলক প্রশ্ন উত্তর (PDF)

Discussion about this post

Paragraph

বাংলা অর্থসহ প্যারাগ্রাফ

Composition or Essay

বাংলা অর্থসহ রচনা

Email or Letter Writing

বাংলা অর্থসহ ইমেইল অথবা চিঠি

Dialogue Writing

বাংলা অর্থসহ ডায়লগ

Completing Story

বাংলা অর্থসহ স্টোরি রাইটিং

Application

বাংলা অর্থসহ আবেদন পত্র

Flow Chart (HSC)

https://courstika.com/flow-chart/

Graph and Chart Writing

গ্রাফ এবং চার্টসমূহ

অনুেচ্ছদ রচনা

পিডিএফ ফাইল সংগ্রহ করে নাও

আবেদন পত্র

পিডিএফ ফাইল সংগ্রহ করে নাও

ভাষণ লিখন

পিডিএফ ফাইল সংগ্রহ করে নাও

প্রবন্ধ রচনাসমূহ

পিডিএফ ফাইল সংগ্রহ করে নাও

প্রতিবেদন রচনা

পিডিএফ ফাইল সংগ্রহ করে নাও

কুইক লিংক

ষষ্ঠ শ্রেণির সাজেশন
সপ্তম শ্রেণির সাজেশন
অষ্টম শ্রেণির সাজেশন
এসএসসি – ২০২৩ পরীক্ষা প্রস্তুতি
এইচএসসি – ২০২৩ পরীক্ষা প্রস্তুতি
ডিগ্রি সকল বর্ষের সাজেশন
অনার্স সকল বর্ষের সাজেশন
মাস্টার্স ফাইনাল সাজেশন
  • Charity Help
  • Guest Blogging
  • About Us
  • Contact Us
  • Privacy Policy
  • Terms and Conditions

Copyright © 2023 Courstika. All Rights Reserved.

কোন ফলাফল নেই
View All Result
  • একাডেমিক
    • ষষ্ঠ শ্রেণি
    • সপ্তম শ্রেণি
    • অষ্টম শ্রেণি
    • নবম ও দশম শ্রেণি
    • একাদশ ও দ্বাদশ শ্রেণি
    • ডিগ্রি
    • অনার্স
    • মাস্টার্স
    • ইঞ্জিনিয়ারিং
    • মেডিকেল
    • ভর্তি ও পরীক্ষা
    • উচ্চ শিক্ষা
  • ভিডিও ক্লাস
  • ক্যারিয়ার
  • ফ্রিল্যান্সিং
  • স্বাস্থ্যপাতা
  • অনলাইন ইনকাম
  • ইংরেজী শিখুন
  • চাকরী-বাকরী
  • স্কিল ডেভেলপমেন্ট
  • নাগরিক সেবা
  • ডাউনলোড
  • অন্যান্য
    • গুগল এ্যাডসেন্স
    • সাধারণ জ্ঞান
    • ব‌্যাংকিং
    • নাগরিক সেবা
    • টিপস এন্ড ট্রিক্স
    • গেস্ট ব্লগিং
    • জমিজমা
    • ধর্মকথা
    • প্রবাস জীবন
    • ইচ্ছেঘুড়ি
    • প্রোডাক্ট রিভিউ
    • বায়োগ্রাফি
    • স্কলারশিপ

Copyright © 2023 Courstika. All Rights Reserved.