কে বাঁচায় কে বাঁচে প্রশ্ন উত্তর : প্রখ্যাত সাহিত্যিক মানিক বন্দ্যোপাধ্যায়ের ‘কে বাঁচায়, কে বাঁচে। গল্পের দুই চরিত্র মৃত্যুঞ্জয় ও নিখিল একই অফিসের সমপদস্থ কর্মচারী। মােটা মাইনের চাকুরে। তাদের মাইনের তারিখ এসে গেল। প্রতি মাসে নিখিলকে তিন জায়গায় কিছু কিছু টাকা পাঠাতে হয়।
টাকা পাঠানাের জন্য মানি অর্ডারের ফর্ম লিখতে গিয়ে ভাবল, এবার তিনটে সাহায্যেই পাঁচ টাকা করে কম পাঠাবে কি না। এমন সময় মৃত্যুঞ্জয় নিখিলের কুঠরিতে এসে বসল। ফুটপাথে লােকটাকে অনাহারে মরতে দেখার পর থেকে মৃত্যুঞ্জয় কেমন যেন বিষন্ন ও গম্ভীর। নিখিলের সঙ্গে বেশি কথা হয় না।
কে বাঁচায় কে বাঁচে প্রশ্ন উত্তর
১. মৃত্যুঞ্জয়ের প্রতি নজর রাখার জন্য কার কাছে কাতর অনুরোধ করেন?
ক. প্রতিবেশীর কাছে
খ. নিখিলের কাছে
গ. অফিসের বড় বাবুর কাছে
ঘ. ডাক্তারের কাছে
২. মৃত্যুঞ্জয় রোজ অফিসে যায় –
ক. বাসে করে
খ. ট্রামে করে
গ. পায়ে হেঁটে
ঘ. নিজের গাড়িতে
৩. “গা থেকে এইচি । খেতে পাই নে বাবা । আমায় খেতে দাও ।” কথাগুলো বলেছে –
ক. টুনুর মা
খ. মৃত্যুঞ্জয়
গ. মৃত্যুঞ্জয়ের ছেলে
ঘ. নিখিল
৪. গ্রুয়েল কথার অর্থ হলো –
ক. এক ধরনের টনিক
খ. ভাতের ফ্যান
গ. ফলের সরবত
ঘ. সুস্বাদু খাবার ।
৫. সেদিন কোথায় যাবার পথে মৃত্যুঞ্জয় প্রথম মৃত্যু দেখে?
ক. বাজার
খ. নিখিলের বাড়ি
গ. অফিস
ঘ. বাড়ি ফেরার পথে ।
৬. ফুটপাতে ব্যক্তিটির মৃত্যুর কারণ –
ক. রোগ
খ. দুর্ঘটনা
গ. খাদ্যে বিক্রিয়া
ঘ. অনাহার ।
৭. “ফুটপাতে হাঁটা তার বেশি প্রয়োজন হয় না” – কার প্রয়োজন হয় না?
ক. নিখিল
খ. টুনুর মা
গ. মৃত্যুঞ্জয়ের
ঘ. টুণুর
৮. মৃত্যুঞ্জয় অফিসে ঠিকমতো না এসে কোথায় যায় –
ক. বাজারে
খ. আত্মীয়ের বাড়িতে
গ. নিজের বাড়িতে
ঘ. শহরের ফুটপাতে ঘুরে বেড়ায় ।
৯. নিখিল অবসর জীবন কিভাবে কাটাতে চায়?
ক. দুস্থ মানুষের সেবা করে
খ. দেশ বিদেশ ভ্রমন করে
গ. গান শুনে ও নাটক দেখে
ঘ. বই পড়ে আর চিন্তা জগৎ গড়ে তুলে।
১০. নিখিল কার কাছে মাঝে মধ্যেই কাবু হয়ে যায়?
ক. মৃত্যুঞ্জয়ের কাছে
খ. অফিসের অন্যান্যের কাছে
গ. তার স্ত্রীর কাছে
ঘ. অফিসের বড় বাবুর কাছে ।
১১. মৃত্যুঞ্জয়ের বাড়িতে থাকে –
ক. দশ জন লোক
খ. পাঁচ জন লোক
গ. সাতজন লোক
ঘ. ন জন লোক ।
১২. মৃত্যুঞ্জয়ের প্রকৃত বন্ধু হল –
ক. কৈলাস
খ. মানিক
গ. নিখিল
ঘ. সুব্রত
১৩. নিখিল রোগা তীক্ষ্ণ বুদ্ধি এবং একটু –
ক. আলোসে প্রকৃতির লোক
খ. সাহসী প্রকৃতির লোক
গ. ভীরু প্রকৃতির লোক
ঘ. চালক প্রকৃতির লোক ।
১৪. মৃত্যুঞ্জয় ধূর্লিমলিন সিল্কের জমা এখন –
ক. পরিচ্ছন্ন হয়েছে
খ. ছিঁড়ে গেছে
গ. অদৃশ্য হয়েছে
ঘ. নতুন হয়েছে ।
১৫. “কয়েক মিনিট মৃত্যুঞ্জয়ের সুস্থ শরীরটা অসুস্থ হয়ে গেল” কারণ –
ক. অফিসে কাজের প্রবল চাপ ছিল
খ. প্রচণ্ড গরমের মধ্যে হেঁটে সে অফিসে এসেছিল
গ. প্রথমবার অনাহারে মৃত্যু দেখে সে প্রবল আঘাত পেয়েছিল
ঘ. বেশি খাবার খেয়ে ফেলায় তার বমি হচ্চিল ।
১৬. নিখিল কার কাছে মাঝে মধ্যেই কাবু হয়ে যায়?
ক. মৃত্যুঞ্জয়ের কাছে
খ. অফিসের অন্যান্যের কাছে
গ. তার স্ত্রীর কাছে
ঘ. অফিসের বড় বাবুর কাছে ।
১৭. নিখিল রোগা তীক্ষ্ণ বুদ্ধি এবং একটু –
ক. আলোসে প্রকৃতির লোক
খ. সাহসী প্রকৃতির লোক
গ. ভীরু প্রকৃতির লোক
ঘ. চালক প্রকৃতির লোক ।
১৮. মৃত্যুঞ্জয় ধূর্লিমলিন সিল্কের জমা এখন –
ক. পরিচ্ছন্ন হয়েছে
খ. ছিঁড়ে গেছে
গ. অদৃশ্য হয়েছে
ঘ. নতুন হয়েছে ।
১৯. “কয়েক মিনিট মৃত্যুঞ্জয়ের সুস্থ শরীরটা অসুস্থ হয়ে গেল” কারণ –
ক. অফিসে কাজের প্রবল চাপ ছিল
খ. প্রচণ্ড গরমের মধ্যে হেঁটে সে অফিসে এসেছিল
গ. প্রথমবার অনাহারে মৃত্যু দেখে সে প্রবল আঘাত পেয়েছিল
ঘ. বেশি খাবার খেয়ে ফেলায় তার বমি হচ্চিল ।
২০. মৃত্যুঞ্জয়ের প্রতি নজর রাখার জন্য কার কাছে কাতর অনুরোধ করেন?
ক. প্রতিবেশীর কাছে
খ. নিখিলের কাছে
গ. অফিসের বড় বাবুর কাছে
ঘ. ডাক্তারের কাছে ।
২১. মৃত্যুঞ্জয় রোজ অফিসে যায় –
ক. বাসে করে
খ. ট্রামে করে
গ. পায়ে হেঁটে
ঘ. নিজের গাড়িতে ।
২২. “গা থেকে এইচি । খেতে পাই নে বাবা । আমায় খেতে দাও ।” কথাগুলো বলেছে –
ক. টুনুর মা
খ. মৃত্যুঞ্জয়
গ. মৃত্যুঞ্জয়ের ছেলে
ঘ. নিখিল ।
২৩. গ্রুয়েল কথার অর্থ হলো –
ক. এক ধরনের টনিক
খ. ভাতের ফ্যান
গ. ফলের সরবত
ঘ. সুস্বাদু খাবার ।
২৪. ফুটপাতে ব্যক্তিটির মৃত্যুর কারণ –
ক. রোগ
খ. দুর্ঘটনা
গ. খাদ্যে বিক্রিয়া
ঘ. অনাহার ।
২৫. সেদিন কোথায় যাবার পথে মৃত্যুঞ্জয় প্রথম মৃত্যু দেখে?
ক. বাজার
খ. নিখিলের বাড়ি
গ. অফিস
ঘ. বাড়ি ফেরার পথে
অতিসংক্ষিপ্ত প্রশ্ন ও উত্তর
১. “ একেবারে মুষরে যাচ্ছেন দিনকে দিন । ” – উক্তিটি কার ?
উত্তর: ‘ কে বাঁচায় , কে বাঁচে ‘ গল্পে প্রশ্নোধৃত এই উক্তিটি মৃত্যুঞ্জয়ের স্ত্রীর ।
২. কে হল হে তোমার ? ” – কে , কাকে এ কথা বলেছিল ?
উত্তর: কে বাঁচায় , কে বাঁচে ’ গল্পে মৃত্যুঞ্জয়ের বমি করা ও শরীর খারাপ দেখে সহকর্মী নিখিল তাকে এ কথা বলেছিল ।
৩. “ শত ধিক্ আমাকে । ” – কে , কেন নিজেকে ধিক্কার দিয়েছিল ?
উত্তর: মৃত্যুঞ্জয় নিজেকে ধিক্কার দিয়েছিল কারণ দেশের লোকের অনাহার জনিত মৃত্যুর কথা জেনে শুনেও সে চারবেলা পেট পুরে খেয়েছে ।
৪. ‘ কে বাঁচায় , কে বাঁচে ‘ গল্পটি প্রথম কোথায় প্রকাশিত হয় ?
উত্তর: ‘ কে বাঁচায় , কে বাঁচে ’ গল্পটি প্রথম সারদাকুমার দাস সম্পাদিত ‘ ভৈরব ’ পত্রিকার প্রথম শারদ সংখ্যায় ১৩৫০ বঙ্গাব্দে প্রকাশিত হয় ।
৫. আনমনে অর্ধ – ভাষণে যেন আর্তনাদ করে উঠল মৃত্যুঞ্জয় । ” – আর্তনাদটা কী ছিল ?
উত্তর: আর্তনাদটা ছিল— “ মরে গেল । না খেয়ে মরে গেল । ”
৬.“ সকলে এক কথাই বলে । ” কী কথা বলে ?
উত্তর: সকল দুর্ভিক্ষ পীড়িতই বলে , ‘ গা থেকে এইছি । খেতে পাইনে বাবা । আমায় খেতে দাও ।
৭. “ এ অপরাধের প্রায়শ্চিত্ত কি ? ” অপরাধটা কী ?
উত্তর: মানিক বন্দ্যোপাধ্যায় রচিত ‘ কে বাঁচায় , কে বাঁচে ! ‘ গল্পে দেখা যায় , মানুষ অনাহারে ভুগছে আর মৃত্যুঞ্জয় এই দুরবস্থার সময়েও চারবেলা পেটভরে খেয়েছে । সে এটাকেই অপরাধ বলে গণ্য করেছে ।
৮. “ মরে গেল ! না খেয়ে মরে গেল ” — কার উক্তি এবং কে মরে গেল ?
উত্তর: উক্তিটি মৃত্যুঞ্জয়ের । একজন ফুটপাথবাসী বুভুক্ষু মানুষ অনাহারে মরে গেল ।
৯. “ তখন সে রীতিমতো কাবু হয়ে পড়েছে ” – সে কাবু হয়ে পড়েছিল কেন ?
উত্তর: পঞ্চাশের দুর্ভিক্ষের দিনে অফিসকর্মী মৃত্যুঞ্জয় প্রথম পথে এক অনাহারে মৃত্যুর দৃশ্য দেখে মানসিক আঘাত পেয়ে কাবু হয়ে পড়েছিল ।
১০. টুনুর মা বিছানায় পড়ে থেকে বাড়ির লোকদের কীভাবে মৃত্যুঞ্জয়ের খোঁজ নিতে পাঠান ?
উত্তর: টুনুর মা বিছানায় পড়ে থেকে বাড়ির ছেলে , বুড়ো সকলকে তাগাদা দিয়ে মৃত্যুঞ্জয়ের খোঁজ নিতে পাঠান ।
১১. “সেটা আশ্চর্য নয় । ” কোনটা আশ্চর্য নয় ?
উত্তর: ‘ কে বাঁচায় , কে বাঁচে ! ’ গল্পে অনাহারে ফুটপাতে মৃত্যুর ঘটনাটি আশ্চর্য নয় বলে উল্লেখ করা হয়েছে ।
১২. অনাহারক্লিষ্ট মানুষদের জন্য খাদ্যের সংস্থান করতে নিখিল কী ব্যবস্থা নিয়েছে ?
উত্তর: অনাহারক্লিষ্ট মানুষদের জন্য খাদ্যের সংস্থান করতে নিখিল তার পরিবারের রোজকার খাওয়াদাওয়ার বহর যতদূর সম্ভব কমিয়ে দিয়েছে । বেঁচে থাকার জন্য প্রয়োজনীয় খাদ্যই তারা খায় ।
১৩. নিখিলের সমপদস্থ মৃত্যুঞ্জয় নিখিলের তুলনায় কত টাকা মাইনে বেশি পায় এবং কেন ?
উত্তর: নিখিল ও মৃত্যুঞ্জয় সমপদস্থ হলেও মৃত্যুঞ্জয়ের বেতন পঞ্চাশ টাকা বেশি । কারণ সে একটা বাড়তি দায়িত্ব পালন করে ।
১৪.“ অন্য সকলের মতো মৃত্যুঞ্জয়কে সেও খুব পছন্দ করে । ” – কী কারণে ‘ সে ’ মৃত্যুঞ্জয়কে পছন্দ করে ?
উত্তর: মৃত্যুঞ্জয় আদর্শবাদের কল্পনা তাপস এক সরলচিত্ত যুবক বলে নিখিল উত্তর মৃত্যুঞ্জয়কে পছন্দ করে ।
১৫.“ নইলে দর্শনটা অনেক আগেই ঘটে যেত সন্দেহ নেই । ” – কীসের দর্শন?
উত্তর: দুর্ভিক্ষের পটভূমিতে মৃত্যুঞ্জয়ের ফুটপাথে অনাহার- মৃত্যুর দর্শনের কথা এখানে বলা হয়েছে ।
১৬. “ নিখিলকে বার বার আসতে হয় । ” – নিখিলকে কোথায় , কেন বারবার আসতে হয়?
উত্তর: পথে পথে ঘুরে বেড়ানো বন্ধু মৃত্যুঞ্জয়ের বাড়ির লোকেদের খোঁজ খবর নিতে নিখিলকে মৃত্যুঞ্জয়ের বাড়িতে বারবার আসতে হয় ।
১৭. নিখিলের সমপদস্থ মৃত্যুঞ্জয় নিখিলের তুলনায় কত টাকা মাইনে বেশি পায় এবং কেন?
উত্তর: নিখিল ও মৃত্যুঞ্জয় সমপদস্থ হলেও মৃত্যুঞ্জয়ের বেতন পঞ্চাশ টাকা বেশি । কারণ সে একটা বাড়তি দায়িত্ব পালন করে ।
১৮. “অন্য সকলের মতো মৃত্যুঞ্জয়কে সেও খুব পছন্দ করে । ” – কী কারণে ‘ সে ’ মৃত্যুঞ্জয়কে পছন্দ করে ?
উত্তর: মৃত্যুঞ্জয় আদর্শবাদের কল্পনা তাপস এক সরলচিত্ত যুবক বলে নিখিল উত্তর মৃত্যুঞ্জয়কে পছন্দ করে ।
১৯. “ নইলে দর্শনটা অনেক আগেই ঘটে যেত সন্দেহ নেই । ” – কীসের দর্শন?
উত্তর: দুর্ভিক্ষের পটভূমিতে মৃত্যুঞ্জয়ের ফুটপাথে অনাহার- মৃত্যুর দর্শনের কথা এখানে বলা হয়েছে ।
২০. “নিখিলকে বার বার আসতে হয় । ” – নিখিলকে কোথায় , কেন বারবার আসতে হয়?
উত্তর: পথে পথে ঘুরে বেড়ানো বন্ধু মৃত্যুঞ্জয়ের বাড়ির লোকেদের খোঁজ খবর নিতে নিখিলকে মৃত্যুঞ্জয়ের বাড়িতে বারবার আসতে হয় ।
সংক্ষিপ্ত প্রশ্নের উত্তর
১. তখন সে রীতিমতাে কাবু হয়ে পড়েছে।—“তখন বলতে কখন? রীতিমতাে কাবু হয়ে পড়ার কারণ কী? সে যে রীতিমতাে কাবু হয়েছে তার কী লক্ষণ দেখা গেল?
২. নইলে দর্শনের অনেক আগেই ঘটে যেত সন্দেহ নেই।—কার, কী দর্শনের কথা বলা হয়েছে? অনেক আগেই দর্শন ঘটে যাওয়া সম্ভব হয়নি কেন?
৩. কী ঘটনার ফলে মৃত্যুঞ্জয় শুন্যদৃষ্টিতে দেয়ালের দিকে তাকিয়ে রইল—আলােচনা করাে। ওই প্রসঙ্গে ‘শুন্যদৃষ্টিতে দেয়ালের দিকে তাকিয়ে থাকার তাৎপর্য বুঝিয়ে দাও।
৪. নিখিলেৱ মনে হল, মৃত্যুঞ্জয়ৱ ভিতৱটা সে পৱিষ্কার দেখতে পাচ্ছে —এই পৱিষ্কার দেখা প্রসঙ্গে নিখিল মৃত্যুঞ্জয়ের ধারণা সম্পর্কে যা ভেবেছে তা বিবৃত কৱা। নিখিলের ওই ধারণা যে ঠিক নয়, মৃত্যুঞ্জয়ের জবাবে কীভাবে তা প্রমাণিত হল লেখাে।
কে বাঁচায় কে বাঁচে বড় প্রশ্ন উত্তর
১. ”ওটা পাশবিক স্বার্থপরতা ” – কে , কাকে একথা বলেছে ? ‘পাশবিক স্বার্থপরতা ‘ শব্দবদ্ধ ব্যবহারের কারণ কী?
২. “ সেদিন অফিস যাবার পথে মৃত্যুঞ্জয় প্রথম মৃত্যু দেখল – অনাহারে মৃত্যু । ” এই ‘ দেখা’র ফলে মৃত্যুঞ্জয়ের প্রাথমিক প্রতিক্রিয়া কী হয়েছিল?
৩. “নিখিল ভাবছিল বন্ধুকে বুঝিয়ে বলবে,এভাবে দেশের লোককে বাঁচানো যায় না।”–কোন প্রসঙ্গে নিখিলের এই ভাবনা?এর মধ্যে দিয়ে নিখিল চরিত্রের কোন বৈশিষ্ট্য ধরা পড়েছে।
৪. “এভাবে দেশের লোককে বাঁচানো যায় না । ” এভাবে বলতে কী বোঝানো হয়েছে ? এভাবে দেশের লোককে বাঁচানো যায় না কেন?
৫. গল্পকার মানিক বন্দ্যোপাধ্যায়ের লেখা কে বাঁচায়, কে বাঁচে। গল্প আলােচনা প্রসঙ্গে নামকরণ কতখানি যথাযথ ও সার্থক হয়েছে আলােচনা করাে।
৬. “মৃত্যুঞ্জয়ের বাড়ির অবস্থা শোচনীয়।” – মৃত্যুঞ্জয় কে? তার বাড়ির অবস্থা শোচনীয় কেন?
৭. “সেদিন অফিস যাবার পথে মৃত্যুঞ্জয় প্রথম মৃত্যু দেখল — অনাহারে মৃত্যু । এই ‘ দেখার ফলে মৃত্যুঞ্জয়ের প্রাথমিক প্রতিক্রিয়া কী হয়েছিল?
৮. “ এভাবে দেশের লােককে বাঁচানাে যায় না । এভাবে বলতে কী বােঝানাে হয়েছে ? এভাবে দেশের লােককে বাঁচানাে যায় না কেন ?
৯. ‘কে বাঁচায়,কে বাঁচে’ গল্প অবলম্বনে টুনুর মা চরিত্রটির ভূমিকা আলোচনা কর।
১০. “কে বাঁচায় কে বাঁচে” গল্পের নিখিল চরিত্র সম্পর্কে আলোচনা করো।
►► উচ্চ মাধ্যমিক: বাংলা সাজেশন সকল প্রশ্নের উত্তর
উপরে দেয়া ডাউনলোড বাটনে ক্লিক করে কে বাঁচায় কে বাঁচে প্রশ্ন উত্তর pdf ডাউনলোড করে নাও। ডাউনলোড করতে অসুবিধা হলে আমাদের ফেসবুক পেজে ইনবক্স করো। শিক্ষার্থীরা অন্যান্য বিষয়ের নোট ও সাজেশান্স পেতে আমাদের YouTube চ্যানেলটি SUBSCRIBE করতে পারো এই লিংক থেকে।
Discussion about this post