ইসলামের পাঁচটি স্তম্ভ রয়েছে। তার মধ্যে অন্যতম একটি স্তম্ভ হচ্ছে নামাজ। প্রত্যেক নর ও নারীর জন্য নামাজ ফরজ। অনেকে এমনও আছেন কোন নামাজ কত রাকাত তা তিনি জানেন না। অনেকে এই বিষয়টি জানা সত্বেও দ্বিধাদ্বন্দে ভুগেন। তাদের জন্যই এই আর্টিকেলটি।
নামাজ কয়েক প্রকার রয়েছে যেমন: কসর নামাজ, তাহাজ্জুদ নামাজ, জানাজার নামাজ, সুন্নত নামাজ। প্রত্যেক নামাজ পড়ার ধরনে কিছু ভিন্নতা রয়েছে। এবং প্রত্যেক নামাজের রাকাত সংখ্যাও ভিন্ন।
নামাজ কয়েক ধরনের থাকলেও আমরা আজকে জানবো দৈনিক পাঁচ ওয়াক্ত নামাজের কোন ওয়াক্তে কত রাকাত নামাজ পড়তে হয়। তা পর্যায় ক্রমিকভাবে আপনাদের সাথে আলোচনা করবো।
কোন নামাজ কত রাকাত
দৈনিক পাঁচ ওয়াক্ত নামাজ পড়তে হয়। তা হচ্ছে ফরজ, যোহর, আছর, মাগরিব ও এশা। প্রত্যেক ওয়াক্তে যত রাকাত নামাজ পড়তে হবে তা হচ্ছে:
- ফজরের নামাজ ৪ রাকাত
- যোহরের নামাজ ১২ রাকাত
- আসরের নামাজ ৮ রাকাত
- মাগরিবের নামাজ ৭ রাকাত
- এশার নামাজ ১৭ রাকাত
ফজরের নামাজ: ফজরের নামাজ ২ রাকাত সুন্নত ও ২ রাকাত ফরজ। প্রথমে ২ রাকাত সুন্নত নামাজ শেষ করার পরে ২ রাকাত ফরজ নামাজ পড়তে হবে।।
যোহরের নামাজ: যোহরের নামাজে ক্রমান্বয়ে ৪ রাকাত সুন্নত, ৪ রাকাত ফরজ, ২ রাকআত সুন্নত পড়তে হবে। যোহরে এই ১০ রাকআত নামাজ পড়া উত্তম । অনেকে ২ রাকাত নফল নামাজ পড়ে থাকে। যোহরে মোট ১২ রাকআত নামাজ পড়তে হয়।
আসরের নামাজ: আসরে ৪ রাকআত ফরজ নামাজ পড়তে হয়। অনেকে ফরজ নামাজ পড়ার আগে ৪ রাকআত সুন্নত নামাজও পড়ে থাকে।
মাগরিবের নামাজ: মাগরিবের নামাজে ক্রমান্বয়ে ৩ রাকাত ফরজ নামাজ ও ২ রাকাত সুন্নত নামাজ পড়তে হবে। অনেকে সুন্নত নামাজের শেষে ২ রাকাত নফল নামাজও পড়ে থাকে।
এশার নামাজ: এশার নামাজে ৪ রাকাত ফরজ, ২ রাকাত সুন্নত, ৩ রাকাত বিতর নামাজ পড়া উত্তম। বিতর নামাজ ওয়াজিব। অনেকে এশার নামাজের শুরুতে ৪ রাকাত সুন্নত ও এশার নামাজের শেষে ২ রাকাত নফল নামাজও পড়ে থাকে।
শেষ কথা
কোরআন ও হাদিস অনুযায়ী কোন নামাজ কত রাকাত তা জানালাম আপনাদের। অজু করে সূরা ফাতিহা এর সহিত নামাজ পড়ার নিয়ম অনুযায়ী নামাজ পড়া প্রত্যেক মুসলিম এর জন্য ফরজ। যে ব্যক্তি নামাজ জানেন না, তার অবশ্যই নামাজের সূরা সমূহ জেনে যত দ্রুত সম্ভব নামাজ পড়া শুরু করা উচিত।
Discussion about this post