ক্যারিয়ার হিসেবে PHP ল্যাংগুয়েজ | বর্তমান বিশ্বে Web Development এর জন্য অত্যন্ত জনপ্রিয় একটি ল্যাংগুয়েজ হচ্ছে PHP। সারাবিশ্বে এর রয়েছে ব্যাপক জব চাহিদা এবং অনেক বেশি আকর্ষণীয় বেতন। অনলাইনেও রয়েছে এর ব্যাপক চাহিদা। মানুষ আজ প্রোগ্রামিং শিখে ঘরে বসেই হাজার হাজার ডলার ইনকাম করছে।
কেউ যদি PHP ল্যাংগুয়েজে অনেক ভালো হয়, তাহলে অন্যান্য ল্যাংগুয়েজগুলো তার জন্য বোঝা অনেক সহজ হয়ে যায়। PHP দিয়ে ডেটাবেজ (MySQL, MsSQL, Oracle ইত্যাদি) সংযুক্ত যে কোন Application তৈরি করা সম্ভব।
PHP প্রোগ্রামার তাদের অভিজ্ঞতার মাধ্যমে খুব সহজে Software Engineer হতে পারে। আবার কিছু কিছু ফার্ম PHP প্রোগ্রামারদেরকে শুরূ থেকেই Software Engineer হিসেবে নিয়োগ দিয়ে থাকে।
►► আরো দেখুন: ক্যারিয়ার হিসেবে জাভাস্ক্রিপ্ট কেন গ্রহণ করবেন?
►► আরো দেখুন: CSS এ গুরু হওয়ার ৭ টি পাওয়ারফুল টিপস
►► আরো দেখুন: ওয়েব ডিজাইনারদের প্রয়োজনীয় ৭ টি ওয়েবসাইট
►► আরো দেখুন: PSD to HTML Bangla PDF and Tips
►► আরো দেখুন: ওয়েব ডিজাইনে কোন ফন্ট ব্যবহার করবেন?
►► আরো দেখুন: ওয়েব ডিজাইন শেখার জন্য কোর্স করা কি খুব বেশি জরুরী?
►► আরো দেখুন: লক্ষ্য যদি হয় ওয়েব ডিজাইন, জানতে হবে যেগুলো
ক্যারিয়ার হিসেবে PHP গ্রহণ করার ১০ টি কারণ
১. বিশ্বের ১০০০ (এক হাজার) এরও বেশি Communities থেকে সাহায্য অর্থাৎ অনলাইন হেল্প পাওয়া যায়। PHP সম্পর্কিত কোন প্রশ্ন থাকলে সেটি PHP কমিউনিটি থেকে উত্তর পাওয়া যায়।
২. PHP যেহেতু একটি ওপেন সোর্স ল্যাংগুয়েজ, সুতরাং এটির কোন খরচ নেই। শুধুমাত্র Development খরচ।
৩. সারা বিশ্ব যেখানে ওয়েবসাইট সিকিউরিটি নিয়ে উদ্বিগ্ন, সেখানে PHP ই একমাত্র ল্যাংগুয়েজ যেটির Security নিশ্চয়তা সন্তোষজনক।
৪. অনেকগুলো dedicate সাইট রয়েছে, যেখানে বর্ণনাসহ অনেক PHP কোড রয়েছে। যার মাধ্যমেও আপনি খুব সহজে PHP শিখতে পারবেন।
৫. বর্তমানে PHP এর অনেক ফ্রেমওয়ার্ক রয়েছে, যেগুলোর মাধ্যমে ওয়েবসাইট তৈরি এবং বিভিন্ন সমস্যা সমাধান সহজ হয়ে এসেছে।
৬. PHP হচ্ছে খুবই শক্তিশালী একটি টুলস, যেটির মাধ্যমে যে কোন ডাইনামিক ওয়েব সাইট তৈরি করা সম্ভব এবং এটি web 2.0 ফ্রেন্ডলি।
৭. সারা বিশ্ব এখন CMS নির্ভর হচ্ছে এবং CMS গুলো খুব বেশি জনপ্রিয় হয়ে উঠছে দিন দিন। আর সবচেয়ে জনপ্রিয় CMS যেমন:- (Joomla, Drupal, WordPress) ইত্যাদি সব PHP দিয়ে তৈরি করা।
৮. একটি সফটওয়্যার/ওয়েবপেইজ একবার ডেভেলপ করার পর বিভিন্ন সময় পরিবর্তন করতে হয়। আর PHP দিয়ে তৈরি করা সফটওয়্যারগুলো খুব সহজেই পরিবর্তন করা যায়।
৯. বেশির ভাগ কোম্পানি PHP নিয়ে কাজ করে, আর এজন্য PHP ডেভেলপারদের চাহিদা দিন দিন বেড়েই চলছে।
১০. PHP প্রোগ্রামিং কোডকে অনেক সহজ করে দিয়েছে। বলা যায়, এটি একটি Painless প্রোগ্রামিং ল্যাংগুয়েজ।
PHP ল্যাঙ্গুয়েজের সুবিধা
১। PHP একটি Accessible Language।
২। এটি বিনামূল্যে পাওয়া যায়।
৩। PHP সর্ম্পকিত অনেক তথ্য ইন্টারনেটে পাওয়া যায়।
৪। PHP এর মাধ্যমে অনেক দ্রূত অ্যাপিকেশন তৈরি করা যায়।
৫। এটিকে সব ধরনের অপারেটিং সিস্টেম এ রান (execute) করা যায়।
৬। PHP ল্যাংগুয়েজের Syntax গুলো শিখা অনেক সহজ।
৭। অনেক সহজে Apache এবং MySQL- এর সাথে ইন্টারফেসিং করা যায়।
৮। অনেক হোস্টিং কোম্পানি রয়েছে, যারা PHP এর জন্য খুব কম দামে হোস্টিং দিচ্ছে।
৯। PHP এর মাধ্যমে অন্যান্য web based tools এ access করা সহজ।
১০। PHP আপনার সিস্টেমকে slow করবে না।
১১। এটি খুব দ্রুত লোড হয়।
১২। এটি অন্যান্য ল্যাংগুয়েজের সাথে খুব ভালো ভাবে কাজ করে।
১৩। PHP অবজেক্ট অরিয়েন্টেড প্রোগ্রামিং সার্পোট করে।
১৪। HTML ফাইলে PHP কে অন্তর্ভুক্ত করা যায়।
১৫। Text editor এবং Notepad এ PHP কোড লিখা এবং এডিট করা যায়।
১৬। বিগিনারদের জন্য PHP এর মাধ্যমে প্রোগ্রামিং শেখা সহজ।
১৭। এটি চালনা করাও অনেক সহজ।
১৮। PHP তে তৈরি কতগুলো কনটেন্ট ম্যানেজমেন্ট সিস্টেম রয়েছে যেমন: জুমলা, দ্রূপাল, ওয়ার্ডপ্রেস ইত্যাদি।
১৯। খুব দ্রূত ডাইনামিক ওয়েব সাইট তৈরি করা যায়।
২০। Web Application তৈরি করার জন্য PHP ব্যবহার করা হয়।
২১। বর্তমান টেকনোলজির মধ্যে সবচেয়ে standard স্ক্রিপ্টিং ল্যাংগুয়েজ।
২২। ওয়েব ডেভেলপমেন্ট এর front-end এবং back-end উভয় ক্ষেত্রে PHP ব্যবহার করা হয়।
২৩। এটি খুবই User friendly এবং সহজে বুঝা যায়।
২৪। এটি একটি Secured ল্যাংগুয়েজ।
২৫। অন্যান্য ল্যাংগুয়েজের তুলনায় এটির performance, versatility, reliability, efficiency এবং speed অনেক ভালো।
২৬। এটি Apache এবং IIS উভয় ওয়েব সার্ভার সার্পোট করে।
২৭। PHP এর dedugger engine দ্বারা খুব সহজে error ডিটেক্ট করা যায়।
২৮। বেশির ভাগ সফটওয়্যার কোম্পানি PHP ল্যাংগুয়েজ Preferred করে।
২৯। PHP প্রায় সব ধরনের ডেটাবেজকে ম্যানেজ করতে পারে।
►► আরো দেখুন: ক্যারিয়ার হিসেবে জাভাস্ক্রিপ্ট কেন গ্রহণ করবেন?
►► আরো দেখুন: CSS এ গুরু হওয়ার ৭ টি পাওয়ারফুল টিপস
►► আরো দেখুন: ওয়েব ডিজাইনারদের প্রয়োজনীয় ৭ টি ওয়েবসাইট
►► আরো দেখুন: PSD to HTML Bangla PDF and Tips
►► আরো দেখুন: ওয়েব ডিজাইনে কোন ফন্ট ব্যবহার করবেন?
►► আরো দেখুন: ওয়েব ডিজাইন শেখার জন্য কোর্স করা কি খুব বেশি জরুরী?
►► আরো দেখুন: লক্ষ্য যদি হয় ওয়েব ডিজাইন, জানতে হবে যেগুলো
ওয়েব ডিজাইনও ডেভেলমেন্ট শিখতে আমাদের অফিসিয়াল ফেসবুক গ্রুপে জয়েন করুন। আমরা আছি ইউটিউবেও। আমাদের YouTube চ্যানেলটি SUBSCRIBE করতে পারো এই লিংক থেকে।
Discussion about this post