ক্রন্দনরতা জননীর পাশে কবিতার প্রশ্ন উত্তর : বিংশ তথা একবিংশ শতাব্দীর যুগসন্ধিক্ষণের কবি মৃদুল দাশগুপ্ত ‘ক্রন্দনরতা জননীর পাশে’ কবিতায় বর্তমানের অবক্ষয়িত সমাজের চিত্রাঙ্কনের পাশাপাশি সাম্প্রতিক বাংলার এক কালিমালিপ্ত ঐতিহাসিক ঘটনাকে কবিতার প্রধান প্রেক্ষাপট হিসেবে তুলে ধরেছেন।
ক্রন্দনরতা জননীর পাশে কবিতার প্রশ্ন উত্তর
বহুবিকল্পভিত্তিক প্রশ্ন উত্তর
১. মুকুল দাশগুপ্ত পেশায় একজন-
ক. কবি
খ. শিক্ষক
গ. ডাক্তার
ঘ. সাংবাদিক
২. কবি মৃদুল দাশগুপ্তের একটি কাব্যগ্রন্থের নাম-
ক. সোনার তরী
খ. সোনার মাছি খুন করেছি
গ. ঝরাপালক
ঘ. জলপাই কাঠের এসরাজ
৩. “ক্রন্দনরতা জননীর পাশে” কবিতাটি কোন কাব্যগ্রন্থ থেকে গৃহীত?
ক. সর্ষে খেত
খ. ধানখেত
গ. জলপাই কাঠের এস্রাজ
ঘ. আমপাতা জামপাতা
৪. জননী কী অবস্থায় আছেন?
ক. ক্রন্দনরতা
খ. হাস্যময়ী
গ. প্রসন্না
ঘ. কৃপাময়ী
৫. ‘ক্রন্দনরতা’ শব্দটির অর্থ কী?
ক. যে কাঁদছে
খ. যে নারী কাঁদছে
গ. যে পুরুষ কাঁদছে
ঘ. ক্রন্দন থেকে
৬. “সে – ই কবিতার জাগে” – কবিতার জাগে –
ক. মন
খ. ভাষা
গ. বিবেক
ঘ. শব্দ
৭. কেন তবে লেখা, কেন গান গাওয়া / কেন তবে আঁকাআঁকি? কারণ –
ক. ক্রন্দনরতা জননীর পাশে কখনো যদি না থাকি
খ. ক্রন্দনরতা জননীর পাশে এখন যদি না থাকি
গ. ক্রন্দনরতা জননীর পাশে আদৌ যদি না থাকে
ঘ. ক্রন্দনরতা জননীর পাশে ভবিষ্যতে যদি না থাকি
৮. ছিন্নভিন্ন দেহ পাওয়া গেছে যে মেয়েটির, সে –
ক. পথ হারিয়েছিল
খ. নিখোঁজ ছিল
গ. খেলতে গিয়েছিল
ঘ. পালিয়ে গিয়েছিল
৯. ‘ক্রন্দনরতা জননীর পাশে ‘ কবিতাটি কোন কাব্যগ্রন্থ থেকে গৃহীত?
ক. আমপাতা জামপাতা
খ. সর্ষেখেত
গ. জলপাই কাঠের এসরাজ
ঘ. ধানখেত থেকে
১০. ‘নিহত ভাইয়ের শবদেহ দেখে / -না -ই যদি হয়’__
ক. ক্ষোভ
খ. রাগ
গ. রোষ
ঘ. ক্রোধ
১১. নিখোঁজ মেয়েটির দেহ ছিল ___
ক. ক্ষতবিক্ষত
খ. ছিন্নভিন্ন
গ. বিশৃঙ্খল
ঘ. এলোমেলো
১২. ‘আমি কি তাকাব আকাশের দিকে’ —
ক. প্রতিবাদী হয়ে
খ. বিধির-বিচার চেয়ে
গ. জনহিতকারী হয়ে
ঘ. বৃষ্টির পথ চেয়ে
১৩. ‘আমি তা পারিনা’ —কবি কি পারেন না?
ক. বাজনা বাজাতে
খ. ছবি আঁকতে
গ. ঈশরের দোহাই দিয়ে বসে থাকতে
ঘ. গান গাইতে বসে হাসতে
১৪. “…যা পারি কেবল সে-ই কবিতায় জাগে’ —কবিতায় কী জাগে?
ক. কবির বিবেক
খ. কবির হিংসা
গ. কবির ক্রোধ
ঘ. কবির ক্ষমতা
১৫. বিস্ফোরণের আগে কী জেগে উঠে?
ক. কবির বিবেক
খ. জনজাগরন
গ. কবির কল্পনা
ঘ. প্রতিবাদী আন্দোলন
১৬. কবি যে জননীর পাশে দাঁড়াতে চেয়েছেন তিনি
ক. ক্রন্দনরতা
খ. স্নেহময়ী
গ. সুজলা – সুফলা
ঘ. জরা জীনা
১৭. ক্রন্দনরতা জননীর পাশে না থাকলে কবির অর্থহীন মনে হয়েছে
ক. লেখা লেখিকে
খ. বেঁচে থাকাকে
গ. নাগরিক হওয়াকে
ঘ. রাজনীতিকে
১৮. নিহত ভাইয়ের শবদেহ কবির মনে জাগিয়েছিল
ক. বেদনা
খ. সহানুভূতি
গ. ক্রোধ
ঘ. আর্তগিলানি
১৯. কবিতায় নিখোঁজ ছিন্ন ভিন্ন মেয়েটিকে পাওয়া গিয়েছিল
ক. নিজের বাড়িতে
খ. রাস্তায়
গ. জঙ্গলে শত্রু শিবিরে
ঘ. জঙ্গলে
২০. আকাশের দিকে তাকিয়ে চাওয়া হয়
ক. বৃষ্টি
খ. বিধির বিচার
গ. ঈশ্বরের শুভেচ্ছা
ঘ. চাঁদের টিপ
২১. নিখোঁজ মেয়ে টিকে জঙ্গলে পাওয়া গিয়েছিল
ক. গুলিবিদ্ধ অবস্থায়
খ. রক্তাক্ত অবস্থায়
গ. ছিন্ন ভিন্ন অবস্থায়
ঘ. অচৈতন্য অবস্থায়
২২. কবিতায় জেগে উঠে
ক. কবির বিবেক
খ. কবির কল্পনা
গ. কবির প্রশ্ন
ঘ. কবির আকুতি
২৩. নিজের বিবেক কে কবি যার সঙ্গে তুলনা করেছেন , তা হল
ক. ঝড়
খ. বারুদ
গ. বিদ্যুৎ
ঘ. আলো
২৪. কবির বিবেক জেগে ওঠার পট ভূমি হল
ক. সমাজ
খ. পরিবার
গ. কবিতা
ঘ. রাজনীতি
২৫. ক্রন্দনরতা জননী হলেন
ক. কবির মা
খ. শহীদের মা
গ. কবির সর্ব দেশ
ঘ. যে – কোনো নারী
২৬. কবি যার পাশে থাকতে চেয়েছেন
ক. দরিদ্র মানুষের
খ. ক্রন্দনরতা জননীর
গ. শহরের পাশে
ঘ. সমস্ত পৃথিবীবাসীর
২৭. ” আমি তা পারিনা “। যা না পারার কথা বলা হয়েছে
ক. বিধির মুখাপেক্ষী হয়ে থাকা
খ. নিজের সুখ সন্ধান
গ. প্রতিবাদ বিমুখ হয়ে থাকা
ঘ. কবিতা লেখা
২৮. ছিন্নভিন্ন মেয়ে টিকে দেখে কবি তাকাতে চান না
ক. পৃথিবীর দিকে
খ. সমাজের দিকে
গ. জঙ্গলের দিকে
ঘ. আকাশের দিকে
২৯. ” বিবেক ” বলতে বোঝানো হয়েছে
ক. অন্তআত্মাকে
খ. চিন্তা ধারাকে
গ. বোধকে
ঘ. মানসিকতাকে
৩০. কবি মৃদুল দাশগুপ্তের একটি কাব্য গ্রন্থের নাম
ক. জল পাই কাঠের এশ্রাইজ
খ. ঝরা পালক
গ. সোনার তরী
ঘ. সোনার মাছি খুন করেছি
উত্তর: জলপাই কাঠের এশ্রাইজ
অতিসংক্ষিপ্ত প্রশ্নে উত্তর
১. ক্রন্দনরতা জননীর পাশে’ কবিতাটির উৎস লেখাে ।
উত্তর: কবি মৃদুল দাশগুপ্তের ধানক্ষেত থেকে নামক কবিতাগ্রন্থ থেকে ‘ক্রন্দনরতা জননীর পাশে ’ কবিতাটি নেওয়া হয়েছে ।
২. ক্রন্দনরতা জননীর পাশে ’ কবিতাটি কোন্ পটভূমিতে লেখা ?
উত্তর: ‘ক্রন্দনরতা জননীর পাশে ’ কবিতাটি ২০০৬ খ্রিস্টাব্দে পশ্চিমবঙ্গে সিঙ্গুরের জমি আন্দোলনের পটভূমিতে লেখা ।
৩. ক্রন্দনরতা জননীর পাশে ’ — এই কবিতায় কী ধ্বনিত হয়েছে ?
উত্তর: আলােচ্য কবিতাটি একটি প্রতিবাদী কবিতা । এখানে সামাজিক , অর্থনৈতিক ও রাজনৈতিক বঞনার বিরুদ্ধে মানুষের প্রতিবাদ ধ্বনিত হয়েছে ।
৪. “ এখন যদি নাথাকি ” বলতে কার পাশে কখন না থাকার কথা বলা হয়েছে ? অথবা , “ এখন যদি নাথাকি ” —কোথায় না থাকার কথা বলা হয়েছে ?
উত্তর: মৃদুল দাশগুপ্তের ক্রন্দনরতা জননীর পাশে ’ কবিতা থেকে নেওয়া প্রশ্নোধৃত অংশে ক্রন্দনরতা জননী বা বিপন্ন স্বদেশের পাশে না থাকার কথা বলা হয়েছে ।
৫. ক্রন্দনরতা জননীর পাশে থাকতে না পারলে কবির কী মনে হবে ? অথবা , “ এখন যদি না – থাকি ” – এখন না থাকার ফল কী হবে ? অথবা , ক্রন্দনরতা জননীর পাশে না থাকলে কবি কী কী ব্যর্থ বলে মনে করেছেন ?
উত্তর: দেশজননীর বিপন্নতার মুহূর্তে তাঁর পাশে না থাকলে লেখালেখি , গান গাওয়া , ছবি আঁকা সব মিথ্যা হয়ে যাবে বলে কবি মনে করেছেন ।
৬. “কেন তবে গান গাওয়া ” —এই দ্বিধার কারণ কী ?
উত্তর: দেশের মানুষ আক্রান্ত হলে কোনাে শিল্পী প্রতিবাদ করতে না পারলে নিজের শিল্পীসত্তা নিয়ে তার মনেই দ্বিধা সৃষ্টি হয় । কবির মনেও সেই দ্বিধাই সৃষ্টি হয়েছে ।
৭. “ নিহত ভাইয়ের শবদেহ দেখে ” -কে এই ‘ নিহত ভাই ’ ?
উত্তর: মৃদুল দাশগুপ্তের ক্রন্দনরতা জননীর পাশে ’ কবিতায় উল্লেখিত নিহত ভাই ’ হলেন গণ – আন্দোলনের শহিদ ও কবির সহনাগরিক ।
৮.‘ নিহত ভাইয়ের শবদেহ দেখে ’ কবির কী মনে হয় ?
উত্তর: নিহত ভাইয়ের শবদেহ দেখে কবির মনে হয় দেশমায়ের প্রতি ভালােবাসা , সমাজের প্রতি দায়বদ্ধতা বা মূল্যবােধের জন্যই ক্রোধের জন্ম হওয়া আবশ্যিক ।
৯. “ নাই যদি হয় ক্রোধ ” —কোন্ ক্রোধের কথা বলা হয়েছে ?
উত্তর: মৃদুল দাশগুপ্তের ক্রন্দনরতা জননীর পাশে ’ কবিতায় নিহত ভাইয়ের শবদেহ দেখে কবির মনে ক্রোধের সঞ্চার হওয়ার কথা বলা হয়েছে ।
১০. “ নাই যদি হয় ক্রোধ ” —তাহলে কী হবে ?
উত্তর: মৃদুল দাশগুপ্তের ক্রন্দনরতা জননীর পাশে ’ কবিতায় কবি বলেছেন নিহত ভাইয়ের শবদেহ দেখে ক্রোধ না জন্মালে দেশমায়ের প্রতি ভালােবাসা , সমাজ , মূল্যবােধ সবই অর্থহীন হয়ে যাবে ।
১১. “ কেন ভালােবাসা , কেনবা সমাজ / কীসের মূল্যবােধ ! ” — কোন্ মানসিক যন্ত্রণা থেকে কবি এ কথা বলেছেন ?
উত্তর: ‘ ক্রন্দনরতা জননীর পাশে’কবিতায় কবি মৃদুল দাশগুপ্ত নিহত দেশবাসী ভাইয়ের মৃতদেহ দেখে তীব্র ক্রোধ মানসিক যন্ত্রণা থেকে প্রশ্নোপ্ত মন্তব্যটি করেছেন ।
১২. যে – মেয়ে নিখোঁজ ’ তাকে কোথায় কীভাবে পাওয়া গিয়েছিল ?
উত্তর: মৃদুল দাশগুপ্তের ক্রন্দনরতা জননীর পাশে ’ কবিতায় নিখোঁজ মেয়েটিকে জঙ্গলে ছিন্নভিন্ন অবস্থায় পাওয়া গিয়েছিল ।
১৩., “ জঙ্গলে তাকে পেয়ে ” —এই অবস্থায় কী করা উচিত নয় বলে কবি মনে করেছেন ?
উত্তর: নিখোঁজ মেয়েটিকে জঙ্গলে ছিন্নভিন্ন অবস্থায় পেয়েও এই নৃশংতার প্রতিবাদ না জানিয়ে ঈশ্বরের বিচারের আশায় বসে থাকা উচিত নয় বলে কবি মনে করেছেন ।
১৪. “ আমি কি তাকাব আকাশের দিকে ” কবি কখন এই প্রশ্ন করেছেন ?
উত্তর: মৃদুল দাশগুপ্তের ক্রন্দনরতা জননীর পাশে ’ কবিতায় নিখোঁজ মেয়ের ছিন্নভিন্ন শরীর জঙ্গলে পেয়ে আকাশের দিকে বিধির বিচার চেয়ে তাকানাে উচিত কিনা সে বিষয়ে সংশয় প্রকাশ করতেই প্রশ্নটি করেছেন ।
১৫.“ আমি কি তাকাব আকাশের দিকে ” কবি কার কাছে এই প্রশ্ন করেছেন ?
উত্তর: মৃদুল দাশগুপ্তের ক্রন্দনরতা জননীর পাশে ’ কবিতা থেকে উদ্ধৃত অংশটিতে কবি প্রশ্নটি করেছেন নিজের কাছেই ।
ক্রন্দনরতা জননীর পাশে কবিতার বড় প্রশ্ন উত্তর
১. “আমি কি তাকাব আকাশের দিকে/বিধির বিচার চেয়?” কবির এই মন্তব্যের তাৎপর্য আলোচনা করো।
২. “ক্রন্দনরতা জননীর পাশে’ কবিতায় কবি জননীকে কেন ক্রন্দনরতা বলেছেন তা নিজের ভাষায় আলোচনা করো। কবি এখানে নিজেকে কোন্ ভূমিকায় দেখতে চেয়েছেন?
৩. “আমি তা পারি না।”—কবি কী পারেন না? “যা পারি কেবল”—কবি কী পারেন?
৪. “আমি তা পারি না।”—কে পারেন না? না পারার বেদনা কীভাবে কবিকে আলোড়িত করেছে তা কবিতাটি অবলম্বনে লেখো।
৫. “আমার বিবেক, আমার বারুদ/বিস্ফোরণের আগে।” -প্রসঙ্গ উল্লেখ করে উদ্ধৃত লাইনটির তাৎপর্য বিশ্লেষণ করো।
৬. ‘ক্রন্দনরতা জননীর পাশে’ কবিতায় কবি জননীকে ‘ক্রন্দনরতা’ বলেছেন কেন? এই পরিস্থিতিতে কবি কী করা উচিত বলে মনে করেছেন?
৭. “কেন ভালোবাসা, কেন-বা সমাজ / কীসের মূল্যবোধ!”—প্রসঙ্গ উল্লেখ করে তাৎপর্য ব্যাখ্যা করো।
৮. ‘ক্রন্দনরতা জননীর পাশে’ কবিতাটির নামকরণের সার্থকতা লেখ।
৯. “নিহত ভাইয়ের শবদেহ দেখে / না ই যদি হয় ক্রোধ..” – নিহত ভাইয়ের শবদেহ দেখে কবির মনে কি প্রতিক্রিয়া হয়েছিল তা কবিতা অবলম্বনে আলোচনা করো।
১০. ‘ক্রন্দনরতা জননীর পাশে’ কবিতায় জননীকে ‘ক্রন্দনরতা’ বলে উল্লেখ করা হল কেন? কবি তাঁর কী কর্তব্য এ কবিতায় নির্দিষ্ট করেছেন?
১১. “আমি তা পারি না।”—বক্তা কী পারেন না? বক্তা কীভাবে তার কর্তব্য পালন করতে চান ?
►► উচ্চ মাধ্যমিক: বাংলা সাজেশন সকল প্রশ্নের উত্তর
উপরে দেয়া ডাউনলোড বাটনে ক্লিক করে ক্রন্দনরতা জননীর পাশে কবিতার প্রশ্ন উত্তর ডাউনলোড করে নাও। ডাউনলোড করতে অসুবিধা হলে আমাদের ফেসবুক পেজে ইনবক্স করো। শিক্ষার্থীরা অন্যান্য বিষয়ের নোট ও সাজেশান্স পেতে আমাদের YouTube চ্যানেলটি SUBSCRIBE করতে পারো এই লিংক থেকে।
Discussion about this post