ক্রীড়া প্রতিযোগিতা বিবরণমূলক রচনা : বার্ষিক ক্রীড়া প্রতিযোগিতার মোটামুটিভাবে একটি নির্দিষ্ট সময় থাকে। যখন পরীক্ষার প্রস্তুতির জন্য পড়াশনার বিশেষ চাপ থাকে তখন এ প্রতিযোগিতার ব্যবস্থা করা হয়। না। সাধারণত বার্ষিক পরীক্ষার শেষে ডিসেম্বর মাসের শেষভাগে ক্রীড়া প্রতিযোগিতার ব্যবস্থা হয়।
কোথাও বা নতুন বছরের শুরুতেই এ প্রতিযোগিতা হয়ে থাকে। ক্রীড়া প্রতিযোগিতা পরিচালনার প্রধান দায়িত্ব থাকে ক্রীড়া শিক্ষকের ওপর। অন্যান্য শিক্ষকদের ওপরও কমবেশি দায়িত্ব ন্যস্ত হয়। প্রধান শিক্ষকও এ বিষয়ে মূল্যবান উপদেশ দিয়ে থাকেন এবং অনুষ্ঠানটি সুচারুভাবে সম্পন্ন করার জন্য তারও যথেষ্ট ভূমিকা থাকে।
ক্রীড়া প্রতিযোগিতা বিবরণমূলক রচনা
ক্রীড়া প্রতিযোগিতা রচনা
ভূমিকা: দেহ ও মন উভয়ের সমন্বেেয় গঠিত হয় জীবন। মনের উন্নতির জন্য যেমন জ্ঞানচর্চার প্রয়োজন, তেমনি দেহের উন্নতির জন্য প্রয়োজন দেহ চালনা। খেলাধুলা শরীর সঞ্চালনের বিশেষ সহায়ক, এই জন্যই প্রত্যেক বিদ্যালেেয় বিদ্যাশিক্ষার সঙ্গে সঙ্গে খেলাধুলার ব্যবস্থা রাখা হয় এবং বার্ষিক ক্রীড়া প্রতিযোগিতার মাধ্যমে তার মূল্যায়ন করা হয়।
ক্রীড়া প্রতিযোগিতা
বার্ষিক ক্রীড়া প্রতিযোগিতার মোটামুটিভাবে একটি নির্দিষ্ট সময় থাকে। যখন পরীক্ষার প্রস্তুতির জন্য পড়াশনার বিশেষ চাপ থাকে তখন এ প্রতিযোগিতার ব্যবস্থা করা হয়। না। সাধারণত বার্ষিক পরীক্ষার শেষে ডিসেম্বর মাসের শেষভাগে ক্রীড়া প্রতিযোগিতার ব্যবস্থা হয়। কোথাও বা নতুন বছরের শুরুতেই এ প্রতিযোগিতা হেেয় থাকে। ক্রীড়া প্রতিযোগিতা পরিচালনার প্রধান দায়িত্ব থাকে ক্রীড়া শিক্ষকের ওপর। অন্যান্য শিক্ষকদের ওপরও কমবেশি দায়িত্ব ন্যস্ত হয়। প্রধান শিক্ষকও এ বিষয়ে মূল্যবান উপদেশ দিয়ে থাকেন এবং অনুষ্ঠানটি সুচারুভাবে সম্পন্ন করার জন্য তারও যথেষ্ট ভূমিকা থাকে।
ক্রীড়া প্রতিযোগিতার প্রস্তুতি
ক্রীড়া শিক্ষক প্রধান শিক্ষক ও অন্যান্য শিক্ষকদের নিয়ে একটি সভায় মিলিত হন। সেই সভায় প্রতিযোগিতার তারিখ ও সময় নির্দিষ্ট করা হয়, একটি কার্যসূচি তৈরি করা হয় এবং ক্রীড়া শিক্ষককে সাহায্য করার জন্য অন্যান্য শিক্ষকগণের ওপর কিছু দায়িত্ব অর্পণ করা হয়। প্রতিযোগিতার বেশ কয়েক দিন আগে থেকেই প্রাথমিক বাছাইয়ের কাজ চলতে থাকে। কে কোন প্রতিযোগিতায় অংশ গ্রহণ করতে পারবে তা এই বাছাইয়ের মাধ্যমে চূড়ান্তভাবে স্থির করা হয়।
প্রতিযোগিতার দিনের বর্ণনা
অবশেষে আসে বহু প্রতিক্ষিত ক্রীড়া প্রতিযোগিতার দিনটি। পত্রে পুষ্পে সুসজ্জিত করা হয় ক্রীড়া প্রাঙ্গন। ছাত্র-ছাত্রীরা উপস্থিত হয় সুসজ্জিত বেশে। এদের মধ্যে কেউবা প্রতিযোগী আর কেউবা দর্শক। আসেন শিক্ষকবৃন্দ, অভিভাবকম-লী এবং নিমন্ত্রিত অতিথিবৃন্দ। সাধারণত প্রধান শিক্ষকই থাকেন অনুষ্ঠানের সভাপতি। প্রশাসনের উচ্চপদসস্থ কর্মকর্তা, রাজনৈতিক বিশেষ ব্যক্তি অথবা একজন সম্মানিত ব্যক্তিকে নিমন্ত্রণ করা হয় প্রধান অতিথিরূপে। সভাপতি ও সম্মানিত অতিথি বিশেষ আসনে উপবেশন করেন।
মূল প্রতিযোগিতা
সকাল আটটা বা ন’টার দিকে অনুষ্ঠান শুরু হয়। জাতীয় পতাকা উত্তোলন ও জাতীয় সঙ্গীতের মাধ্যমে অনুষ্ঠানের শুভ সূচনা হয়। তারপরে প্রতিযোগিদের কুচকাওয়াজ শুরু হয়। কুচকাওয়াজ শেষে তাদেরকে শপথ বাক্য পাঠ করানো হয়। এরপর শুরু হয় ক্রীড়া প্রতিযোগিতা। উচ্চ লাফ, দীর্ঘ লাফ, বর্শা নিক্ষেপ, চাকতি নিক্ষেপ, তিন পায়ে দৌড়, মোরগ যুদ্ধ, বিভিন্ন দৈর্ঘ্যরে দৌড়, হাঁড়ি ভাঙ্গা প্রভৃতি ক্রীড়ায় প্রতিযোগী ছাত্রছাত্রীরা অংশগ্রহণ করে। এই অনুষ্ঠানের একটি আকর্ষণীয় দিক হচ্ছে ‘যেমন খুশি তেমন সাজ’ নামে বিশেষ প্রতিযোগিতা ।
বিচিত্ররূপে সজ্জিত হয়ে ছাত্রছাত্রীরা দর্শকদের মনে বেশ আনন্দের সঞ্চয় করে। শিক্ষক এবং অভিভাবকগণও দু’একটি খেলায় অংশগ্রহণ করেন। এদের মধ্যে উল্লেখযোগ্য ‘কাছি টানাটানি’ এবং ‘বালিশ নিক্ষেপণ’ খেলা। কখনো কখনো কার্যনির্বাহী কমিটি ও শিক্ষকদের মধ্যে এই প্রতিযোগিতা হয়ে থাকে। খেলা শেষে শুরু হয় পুরস্কার বিতরণী। প্রধান অতিথিই সাধারণত পুরস্কার বিতরণ করেন। করতালি ও হর্ষধ্বনিতে মুখর হয়ে ওঠে সমগ্র এলাকা। সবশেষে সভাপতি খেলাধুলার উপকারিতা সম্বন্ধে একটি সংক্ষিপ্ত অথচ সারগর্ভ বক্তৃতা দিয়ে অনুষ্ঠানের সমাপ্তি ঘোষণা করেন।
উপসংহার
ক্রীড়া প্রতিযোগিতা কেবল একটি প্রতিযোগিতার আসরই নয়, এটি ক্রীড়া মনোভাবেরও এক অসাধারণ প্রদর্শনী। খেলোয়াড়রা একে অপরের প্রতি শ্রদ্ধাশীল থাকে এবং ন্যায্য খেলার নীতি মেনে খেলায় অংশগ্রহণ করে। দর্শকরাও উদ্দীপনা ও উৎসাহের সাথে খেলা উপভোগ করেন। ক্রীড়া প্রতিযোগিতা সকলের জন্যই একটি অনুপ্রেরণাদায়ক অভিজ্ঞতা তৈরি করে। এটি প্রমাণ করে যে, ক্রীড়া শুধু খেলাধুলা নয়, বরং এটি একাত্মতা, বন্ধুত্ব এবং ন্যায্য প্রতিযোগিতারও একটি মাধ্যম। এই প্রতিযোগিতা থেকে আমরা শিখতে পারি, জয়ী হওয়া সবসময় গুরুত্বপূর্ণ নয়, বরং গুরুত্বপূর্ণ হলো সর্বোচ্চ চেষ্টা করা এবং ক্রীড়া মনোভাব বজায় রাখা।
আরও দেখো: নবম শ্রেণির সকল বাংলা রচনা PDF
নবম শ্রেণির শিক্ষার্থীরা, ক্রীড়া প্রতিযোগিতা বিবরণমূলক রচনা pdf উপরের ‘রচনা PDF’ অপশন থেকে সংগ্রহ করে নাও। এছাড়াও অন্যান্য বিষয়ের ওপর রচনার লিংক উপরে দেওয়া আছে। সেখান থেকে প্রয়োজনীয় রচনাটি সংগ্রহ করতে পারো।
আমাদের ওয়েবসাইটে তোমার প্রয়োজনীয় সাবজেক্টের প্রশ্নের উত্তর না পেলে কোর্সটিকা ফেসবুক পেজে ইনবক্স করতে পারো। আমরা আছি ইউটিউবেও। আমাদের YouTube চ্যানেলটি SUBSCRIBE করতে পারো এই লিংক থেকে।
Discussion about this post