গণঅভ্যুত্থানের কথা বহুনির্বাচনি প্রশ্ন উত্তর : শাসকশ্রেণি যখন সুশাসন বাদ দিয়ে অত্যাচারী হয়ে ওঠে, তখন নির্যাতিত-নিপীড়িত জনতা বিদ্রোহ করে; শাসক এবং শাসন পদ্ধতির বিরুদ্ধে শুরু করে আন্দোলন-সংগ্রাম। সর্বস্তরের মানুষের আন্দোলনের মুখে স্বৈরশাসক যখন গণদাবি মেনে নেয় বা ক্ষমতা থেকে সরে যেতে বাধ্য হয়, তখন আমরা সে আন্দোলনকে বলি। গণঅভ্যুত্থান।
গণঅভ্যুত্থানের কথা বহুনির্বাচনি প্রশ্ন উত্তর
১. শাসকশ্রেণি কী বাদ দিয়ে অত্যাচারী হয়ে ওঠে?
ক. সুশাসন
খ. জনকল্যাণ
গ. গণদাবি
ঘ. গণপ্রত্যাশা
২. যে-কোনো সমাজের শাসনকাজ পরিচালনা করেন কে?
ক. সমাজপতি
খ. গোত্রপ্রধান
গ. শাসক
ঘ. রাজা-রানি
৩. ১৯৬৯ সালে গণঅভ্যুত্থান সংঘটিত হয়েছিল কার বিরুদ্ধে?
ক. আইয়ুব খান
খ. জেনারেল হুসেইন মুহম্মদ এরশাদ
গ. শেখ হাসিনা
ঘ. খালেদা জিয়া
৪. বাংলাদেশে নিকট ইতিহাসে কয়টি বড়ো বড়ো গণঅভ্যুত্থান হয়েছে?
ক. দুইটি
খ. তিনটি
গ. চারটি
ঘ. পাঁচটি
৫. জেনারেল আইয়ুব খান পাকিস্তানের ক্ষমতা দখল করেছিলেন কত সালে?
ক. ১৯৫০
খ. ১৯৫২
গ. ১৯৫৮
ঘ. ১৯৭০
৬. যেখানে সকলের অন্তর্ভুক্তি নিশ্চিত করা হয় তাকে কী বলে?
ক. অন্তর্ভুক্তি
খ. অন্তর্ভুক্তিমূলক
গ. সমবেত
ঘ. নিশ্চিতকরণ
৭. স্বাধীনতার পর কী থেকে মুক্ত হবে এদেশের মানুষ?
ক. সামাজিক অন্যায়
খ. সামাজিক অবিচার
গ. সামাজিক বৈষম্য
ঘ. সামাজিক অনাচার
৮. শেখ হাসিনার শাসনামলে উন্নয়নের নামে কী চলে?
ক. লুটপাট
খ. শোষণ
গ. নির্যাতন
ঘ. বৈষম্য
৯. বাংলাদেশে কত সালে বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলন সংঘটিত হয়?
ক. ১৯৬৯
খ. ১৯৯০
গ. ২০১৮
ঘ. ২০২৪
১০. শাসকের বিরুদ্ধে মানুষ বিদ্রোহ করে—
i. শাসক অত্যাচারী হলে
ii. শাসক মানুষ হত্যায় লিপ্ত হলে
iii. শাসক লুটতরাজ করলে
নিচের কোনটি সঠিক?
ক. i ও ii
খ. i ও iii
গ. ii ও iiii
ঘ. i, ii ও iiii
১১. ডাক্তার মিলন শহিদ হন কখন?
ক. ১৯৬৯
খ. ১৯৮২
গ. ১৯৮৭
ঘ. ১৯৯০
১২. নির্ধারিত সময়ে বাড়ির বাইরে বা রাস্তায় না যাওয়ার সামরিক নির্দেশকে কী বলে?
i. সান্ধ্য আইন
ii. কারফিউ
iii. বিশেষ আইন
নিচের কোনটি সঠিক?
ক. i ও ii
খ. i ও iii
গ. ii ও iii
ঘ. i, ii ও iii
১৩. ছাত্রনেতা আসাদ শহিদ হন কত সালে?
ক. ১৯৬৯
খ. ১৯৭০
গ. ১৯৯০
ঘ. ২০২৪
১৪. শান্তি-শৃঙ্খলা বজায় রেখে দেশের উন্নতি সাধন করা কার কাজ?
ক. জনগণের
খ. সম্রাটের
গ. রাজার
ঘ. শাসকের
১৫. উনসত্তরের গণঅভ্যুত্থানের প্রধান দাবি ছিল কয়টি?
ক. তিনটি
খ. চারটি
গ. পাঁচটি
ঘ. ছয়টি
গণঅভ্যুত্থানের কথা mcq প্রশ্নের উত্তর
১৬. কোন আন্দোলনের নেতৃত্ব দিয়েছে শিক্ষার্থীরা?
ক. ১৯৬৯
খ. ১৯৯০
গ. ২০০০
ঘ. ২০২৪
১৭. এরশাদ কত বছরের শাসনে এদেশের মানুষের সকল গণতান্ত্রিক অধিকার হরণ করেন?
ক. সাত বছর
খ. আট বছর
গ. নয় বছর
ঘ. দশ বছর
১৮. শাসকের অত্যাচার সীমা ছাড়িয়ে গেলে মানুষ তখন কী করে?
ক. বিদ্রোহ করে
খ. মেনে নেয়
গ. সহ্য করে
ঘ. আন্দোলন করে
১৯. ২০২৪ সালের আন্দোলনে সহস্র মানুষের জীবনের বিনিময়ে কি অর্জিত হয়েছে?
ক. জয়
খ. জনতার বিজয়
গ. সাফল্য
ঘ. সফলতা
২০. আন্দোলনে যখন সর্বস্তরের মানুষ অংশগ্রহণ করে শাসককে তাদের দাবি মেনে নিতে বা ক্ষমতা থেকে সরে যেতে বাধ্য করে, তখন আমরা তাকে বলি—
ক. বিদ্রোহ
খ. আন্দোলন
গ. সংগ্রাম
ঘ. গণঅভ্যুত্থান
২১. বাংলাদেশে নিকট ইতিহাসে কয়টি বড়ো বড়ো গণঅভ্যুত্থান হয়েছে?
ক. দুইটি
খ. তিনটি
গ. চারটি
ঘ. পাঁচটি
২২. প্রথম গণঅভ্যুত্থানটি কী নামে পরিচিত?
ক. বাষট্টির গণঅভ্যুত্থান
খ. ঊনসত্তরের গণঅভ্যুত্থান
গ. নব্বইয়ের গণঅভ্যুত্থান
ঘ. দুই হাজার আটের গণঅভ্যুত্থান
২৩. দ্বিতীয় গণঅভ্যুত্থানটি কী নামে পরিচিত?
ক. বাষট্টির গণঅভ্যুত্থান
খ. ঊনসত্তরের গণঅভ্যুত্থান
গ. নব্বইয়ের গণঅভ্যুত্থান
ঘ. দুই হাজার আটের গণঅভ্যুত্থান
২৪. তৃতীয় গণঅভ্যুত্থানটি পরিচিত—
i. ২০২৪-এর গণঅভ্যুত্থান
ii. জুলাই গণঅভ্যুত্থান
iii. ছাত্র-জনতার অভ্যুত্থান
নিচের কোনটি সঠিক?
ক. i ও ii
খ. i ও iii
গ. ii ও iii
ঘ. i, ii ও iii
২৫. উনসত্তরের গণঅভ্যুত্থানের প্রধান দাবি ছিল কয়টি?
ক. তিনটি
খ. চারটি
গ. পাঁচটি
ঘ. ছয়টি
২৬. জেনারেল আইয়ুব খান পাকিস্তানের ক্ষমতা দখল করেছিলেন কত সালে?
ক. ১৯৫০
খ. ১৯৫২
গ. ১৯৫৮
ঘ. ১৯৭০
২৭. আওয়ামী লীগের ছয় দফার সাথে ছাত্রসমাজ কত দফা ঘোষণা করে?
ক. সাত দফা
খ. নয় দফা
গ. দশ দফা
ঘ. এগারো দফা
২৮. সন্তান কোলে ঘরের মধ্যে বসে থাকা মা আনোয়ারা বেগম শহিদ হন কত সালে?
ক. ১৯৫৮
খ. ১৯৬৮
গ. ১৯৬৯
ঘ. ২০২৪
২৯. ছাত্রনেতা আসাদ শহিদ হন কত সালে?
ক. ১৯৬৯
খ. ১৯৭০
গ. ১৯৯০
ঘ. ২০২৪
৩০. কখন আশা করা হয়েছিল, বাংলাদেশ হবে সাম্য, মানবিক মর্যাদা ও সামাজিক সুবিচারের দেশ?
ক. ১৯৬৯-এর পর
খ. ১৯৭১-এর পর
গ. ১৯৯০-এর পর
ঘ. ২০২৪-এর পর
আরও দেখো—অষ্টম শ্রেণির বাংলা গল্প-কবিতার সৃজনশীল প্রশ্ন উত্তর
শিক্ষার্থীরা, উপরে তোমাদের বাংলা বই থেকে গণঅভ্যুত্থানের কথা বহুনির্বাচনি প্রশ্ন উত্তর নিয়ে আলোচনা করা হয়েছে। তোমাদের পরীক্ষা প্রস্তুতির জন্য ৩০টি গুরুত্বপূর্ণ প্রশ্ন এখানে দেওয়া হয়েছে। এ প্রশ্নগুলো খুব ভালোভাবে অনুশীলন করার পরামর্শ থাকবে। পিডিএফ ফরমেটে উত্তরমালা সংগ্রহের জন্য ‘Answer Sheet’ অপশনে ক্লিক করো। এছাড়াও বাংলা বইয়ের গল্প-কবিতার সৃজনশীল, জ্ঞানমূলক এবং বর্ণনামূলক সমাধানের জন্য উপরের লিংকটি অনুসরণ করো।
Discussion about this post