৭ম শ্রেণির গণিত ৮ম অধ্যায় সমাধান : দৈনন্দিন জীবনে আমাদের চারপাশে যা কিছু দেখি ও ব্যবহার করি এর কিছু চারকোণা, কিছু গোলাকার চারকোণা। এদের ধারগুলো সরলরেখা হিসেবে বিবেচনা করলে দেখা যায় যে, এরা সমদূরবর্তী বা সমান্তরাল।
অধ্যায় শেষে শিক্ষার্থীরা সমান্তরাল সরলরেখা ও ছেদক দ্বারা উৎপন্ন কোণের বৈশিষ্ট্য ব্যাখ্যা করতে পারবে। দুইটি সরলরেখা সমান্তরাল হওয়ার শর্ত বর্ণনা করতে পারবে। দুইটি সরলরেখা সমান্তরাল হওয়ার শর্ত প্রমাণ করতে পারবে।
৭ম শ্রেণির গণিত ৮ম অধ্যায় সমাধান
প্রতিজ্ঞা : জ্যামিতিতে যে সকল বিষয়ের আলোচনা করা হয়, সাধারণভাবে তাদের প্রতিজ্ঞা বলা হয়।
সম্পাদ্য : যে প্রতিজ্ঞায় কোনো জ্যামিতিক বিষয় অঙ্কন করে দেখানো হয় এবং যুক্তি দ্বারা অঙ্কনের নির্ভুলতা প্রমাণ করা যায়, একে সম্পাদ্য বলা হয়।
সম্পাদ্যের বিভিন্ন অংশ :
(ক) উপাত্ত : সম্পাদ্যে যা দেওয়া থাকে, তাই উপাত্ত।
(খ) অঙ্কন : সম্পাদ্যে যা করণীয়, তাই অঙ্কন।
(গ) প্রমাণ : যুক্তি দ্বারা অঙ্কনের নির্ভুলতা যাচাই হলো প্রমাণ।
উপপাদ্য : যে প্রতিজ্ঞায় কোনো জ্যামিতিক বিষয়কে যুক্তি দ্বারা প্রতিষ্ঠিত করা হয়, তাকে উপপাদ্য বলে।
উপপাদ্যের বিভিন্ন অংশ :
(ক) সাধারণ নির্বচন : এ অংশে প্রতিজ্ঞার বিষয়টি সরলভাবে বর্ণনা করা হয়।
(খ) বিশেষ নির্বচন : এ অংশে প্রতিজ্ঞার বিষয়টি চিত্র দ্বারা বিশেষভাবে দেখানো হয়।
(গ) অঙ্কন : এ অংশে প্রতিজ্ঞা সমাধানের বা প্রমাণের জন্য অতিরিক্ত অঙ্কন করতে হয়।
(ঘ) প্রমাণ : এ অংশে স্বতঃসিদ্ধগুলো এবং পূর্বে গঠিত জ্যামিতিক সত্য ব্যবহার করে উপযুক্ত যুক্তি দ্বারা প্রস্তাবিত বিষয়টিকে প্রতিষ্ঠিত করা হয়।
অনুসিদ্ধান্ত : কোনো জ্যামিতিক প্রতিজ্ঞা প্রতিষ্ঠিত করে এর সিদ্ধান্ত থেকে এক বা একাধিক যে নতুন সিদ্ধান্ত গ্রহণ করা যায়, এদেরকে অনুসিদ্ধান্ত বলা হয়।
১. জ্যামিতিতে যে সকল বিষয়ের আলোচনা করা হয়, সাধারণভাবে তাদের কী বলে?
ক. অঙ্কন
খ. প্রতিজ্ঞা
গ. প্রমাণ
ঘ. সাধারণ নির্বচন
২. যুক্তি দ্বারা অঙ্কনের নির্ভুলতা যাচাই হলো-
ক. উপপাদ্য
খ. প্রমাণ
গ. অঙ্কন
ঘ. প্রতিজ্ঞা
৩. যে প্রতিজ্ঞায় কোনো জ্যামিতিক বিষয়কে যুক্তি দ্বারা প্রতিষ্ঠিত করা হয়, তাকে কী বলে?
ক. উপাত্ত
খ. প্রমাণ
গ. উপপাদ্য
ঘ. সম্পাদ্য
৪. উপপাদ্যের যে অংশে প্রতিজ্ঞার বিষয়টি সরলভাবে বর্ণনা করা হয়, তাকে কী বলে?
ক. সাধারণ নির্বচন
খ. বিশেষ নির্বচন
গ. অঙ্কন
ঘ. প্রমাণ
৫. উপপাদ্য থেকে যে এক বা একাধিক নতুন সিদ্ধান্ত গ্রহণ করা যায়, তাদের কী বলে?
ক. সাধারণ নির্বচন
খ. বিশেষ নির্বচন
গ. অনুসিদ্ধান্ত
ঘ. সম্পাদ্য
৬. সম্পাদ্যে যা দেওয়া থাকে, তাকে কী বলে?
ক. অঙ্কন
খ. উপাত্ত
গ. বিশেষ নির্বচন
ঘ. প্রমাণ
৭. সম্পাদ্যে যা করণীয়, তাকে কী বলে?
ক. উপাত্ত
খ. অঙ্কন
গ. প্রমাণ
ঘ. বিশেষ নির্বচন
৮. সম্পাদ্যের কয়টি অংশ?
ক. একটি
খ. দুইটি
গ. তিনটি
ঘ. চারটি
উপরে দেয়া ডাউনলোড বাটনে ক্লিক করে ৭ম শ্রেণির গণিত ৮ম অধ্যায় সমাধান ডাউনলোড করে নাও। এছাড়াও সপ্তম শ্রেণির অন্যান্য বিষয়ের পূর্ণাঙ্গ সাজেশন রয়েছে কোর্সটিকায়। যা তোমরা বিনামূল্যে পিডিএফ ফাইলে ডাউনলোড করতে পারবে। ডাউনলোড করতে অসুবিধা হলে আমাদের ফেসবুক পেজে ইনবক্স করো।
Discussion about this post