গরবিনী মা জননী কবিতার জ্ঞানমূলক প্রশ্ন উত্তর : সিকান্দার আবু জাফর বাংলাদেশের একজন বিশিষ্ট কবি, নাট্যকার ও সাংবাদিক। জন্মেছেন সাতক্ষীরা জেলায়। জন্মসাল ১৯১৯ খ্রিষ্টাব্দ। পাকিস্তানি শাসন ও শোষণের বিরুদ্ধে তিনি সক্রিয় ভূমিকা পালন করেছেন। ‘প্রসন্ন প্রহর’, ‘তিমিরাস্তিক’, ‘বাঙলা ছাড়ো’ প্রভৃতি তাঁর কাব্যগ্রন্থ। ‘সিরাজ-উদ্দৌলা’ তাঁর বিখ্যাত নাটক। তিনি মৃত্যুবরণ করেন ১৯৭৫ সালে।
গরবিনী মা জননী কবিতার জ্ঞানমূলক প্রশ্ন উত্তর
১. কবি কাকে পুণ্যবতী ও ভাগ্যবতী বলেছেন?
উত্তর: কবি জননী বাংলা মাকে পুণ্যবতী ও ভাগ্যবতী বলেছেন।
২. বাংলা মায়ের বুকের আঁচল কী রঙের?
উত্তর: বাংলা মায়ের বুকের আঁচল সবুজ রঙের।
৩. কার চোখের জল নদীর কাজল?
উত্তর: মায়ের চোখের জল নদীর কাজল।
৪. বাংলা মা রোজ ভোরে তার খোঁপায় কী গোঁজে?
উত্তর: বাংলা মা রোজ ভোরে তার খোঁপায় ভোরের শিশির গোঁজে।
৫. বাংলা মায়ের পায়ের নূপুরে কী মাখা?
উত্তর: বাংলা মায়ের পায়ের নূপুরে ধুলা মাখা।
৬. বাংলা মা কী ফুলের গন্ধ মাখে?
উত্তর: বাংলা মা বকুল এবং যুঁথী ফুলের গন্ধ মাখে।
৭. মরণ মারের দণ্ড গোণে কারা?
উত্তর: বাংলা মায়ের সাহসী ছেলেরা মরণ মারের দণ্ড গোনে।
৮. কান্না ফুলের নকশা বোনে কারা?
উত্তর: বাংলা মায়ের দুর্ভাগিনী মেয়েরা কান্না ফুলের নকশা বোনে।
৯. কারা ভয়ঙ্করের দুর্বিপাকে ঝাঁপিয়ে পড়ে?
উত্তর: মা নাম ডাকা পাগল ছেলেরা ভয়ঙ্করের দুর্বিপাকে ঝাঁপিয়ে পড়ে।
১০. বাংলা মায়ের ছেলেরা কী উপড়ে ফেলে?
উত্তর: বাংলা মায়ের ছেলেরা বুলেট ফাঁসির শাসন কারা উপড়ে ফেলে।
১১. দুখের ধূপে সুখ পোড়ায় কারা?
উত্তর: দুখের ধূপে সুখ পোড়ায় বাংলা মায়ের দামাল ছেলেরা।
১২. কবি কাকে রক্তে ধোওয়া সরোজিনী বলে অভিহিত করেছেন?
উত্তর: কবি বাংলা মাকে রক্তে ধোওয়া সরোজিনী বলে অভিহিত করেছেন।
১৩. বাংলাদেশ কাদের জন্য গর্বিত?
উত্তর: যে সন্তানরা সাহসের সাথে সংগ্রামের পথ বেছে নেয় বাংলাদেশ তাদের জন্য গর্বিত।
১৪. ‘গরবিনী মা-জননী’ কবিতাটি কোন কাব্যগ্রন্থের অন্তর্গত?
উত্তর: ‘গরবিনী মা-জননী’ কবিতাটি ‘বাঙলা ছাড়ো’ কাব্যগ্রন্থের অন্তর্গত।
১৫. ‘প্রসন্ন প্রহর’ ও ‘তিমিরান্তিক’ কাব্যগ্রন্থদ্বয়ের রচয়িতা কে?
উত্তর: সিকান্দার আবু জাফর ‘প্রসন্ন প্রহর’ ও ‘তিমিরান্তিক’ কাব্যগ্রন্থদ্বয়ের রচয়িতা।
১৬. সিকান্দার আবু জাফর মৃত্যুবরণ করেন কত খ্রিষ্টাব্দে?
উত্তর: সিকান্দার আবু জাফর মৃত্যুবরণ করেন ১৯৭৫ খ্রিষ্টাব্দে।
১৭. সন্ধ্যা দুপুর মার পায়ে কী বাজে?
উত্তর: সন্ধ্যা দুপুর মার পায়ে ধুলোর নূপুর বাজে।
১৮. মা-নাম জানা পাগল ছেলে কারা?
উত্তর: মা নাম জানা পাগল ছেলে হচ্ছে- মুক্তিকামী, বিদ্রোহী তরুণ যুবকেরা।
১৯. উজল কোন শব্দের কোমল রূপ?
উত্তর: উজল ‘উজ্জ্বল’ শব্দের কোমল রূপ।
২০. কীসের বিলাপে বাংলা মায়ের তন্দ্রা ভেজে?
উত্তর: ক্লান্ত ঘুঘুর বিলাপে বাংলা মায়ের তন্দ্রা ভেজে।
২১. বাংলা মায়ের আঁচল কেমন?
উত্তর: বাংলা মায়ের আঁচল সবুজ তৃণের।
২২. ‘সরোজ’ মানে কী?
উত্তর: ‘সরোজ’ মানে হচ্ছে পদ্ম।
২৩. দুর্ভাগিনী মেয়েরা কিসের নকশা বোনে?
উত্তর: দুর্ভাগিনী মেয়েরা কান্নাফুলের নকশা বোনে।
২৪. পুণ্যবতী বলা হয়েছে কাকে?
উত্তর: পুণ্যবতী বলা হয়েছে বাংলাকে।
২৫. জননীর আঁচল-কোণ কার খুনে রাঙানো?
উত্তর: জননীর আঁচল-কোণ ছেলের খুনে রাঙানো।
২৬. ‘আমাদের যুগ-চেতনার চিত্তভূমির নাম কী?
উত্তর: আমাদের যুগ-চেতনার চিত্তভূমির নাম হলো বাংলা।
২৭. চোখে নদীর কাজল পরে আছে কে?
উত্তর: বাংলা মা চোখে নদীর কাজল পরে আছে।
২৮. ‘পুণ্যবতী’ শব্দের অর্থ কী?
উত্তর: ‘পুণ্যবতী’ শব্দের অর্থ পুণ্য বা ভালো কাজ করেন এমন নারী।
২৯. ‘গরবিনী মা-জননী’ কবিতাটি কোন কাব্যগ্রন্থ থেকে নেয়া হয়েছে?
উত্তর: ‘গরবিনী মা-জননী’ কবিতাটি সিকান্দার আবু জাফরের ‘বাঙলা ছাড়ো’ কাব্যগ্রন্থ থেকে নেয়া হয়েছে।
৩০. ‘তিমিরান্তিক’ কার লেখা কাব্যগ্রন্থ?
উত্তর: ‘তিমিরান্তিক’ সিকান্দার আবু জাফরের লেখা একটি কাব্যগ্রন্থ।
আরও দেখো—সপ্তম শ্রেণির বাংলা গল্প-কবিতার সমাধান
সপ্তম শ্রেণির প্রিয় শিক্ষার্থীরা, উপরে তোমাদের সপ্তবর্ণা বাংলা বই থেকে গরবিনী মা জননী কবিতার জ্ঞানমূলক প্রশ্ন উত্তর আলোচনা করা হয়েছে। এই অধ্যায় থেকে পরীক্ষা প্রস্তুতির জন্য ৩০টিরও অধিক প্রশ্ন উত্তরসহ দেওয়া হয়েছে। Answer Sheet অপশনে ক্লিক করে উত্তরগুলো সংগ্রহ করে নাও। এছাড়াও অধ্যায়ভিত্তিক অনুধাবনমূলক, সৃজনশীল এবং বহুনির্বাচনি প্রশ্নের সমাধান পেতে উপরে দেওয়া লিংকে ভিজিট করো।
Discussion about this post