গরবিনী মা জননী কবিতার বহুনির্বাচনি প্রশ্ন উত্তর : কবিতাটি ‘বাঙলা ছাড়ো’ কাব্যগ্রন্থের অন্তর্গত। উপর্যুক্ত কবিতাটিতে পুণ্যবতী ভাগ্যবতী দেশমাতার গর্বিত হয়ে ওঠার কারণ অন্বেষণ করা হয়েছে। বাংলাদেশের সাংস্কৃতিক জীবনের সঙ্গে পরিবেশ-প্রকৃতির সম্পর্ক অবিচ্ছেদ্য। শ্রমজীবী, কৃষিজীবী থেকে শুরু করে সব পেশাজীবী সন্তান এই মায়ের কোল জুড়ে থাকে।
এই মাকে রক্ষা করার জন্য এই সন্তানরা শত কষ্ট সহ্য করে, তবে কোনো অন্যায়, অত্যাচার, অবিচারকে তাঁরা মেনে নিতে পারে না। মাকে বাঁচানোর জন্য প্রয়োজনে তাঁরা বুকের তাজা রক্ত ঢেলে দিতেও দ্বিধা করে না। আবার এই মাকেও সন্তানের জন্য বিশেষ ভূমিকা রাখতে হয়। সন্তানকে সাহস ও শক্তি জোগাতে হয়।
গরবিনী মা জননী কবিতার বহুনির্বাচনি প্রশ্ন উত্তর
১. ‘ছোপানো’ বলতে কী বোঝানো হয়েছে?
ক. সাজানো
খ. জাগানো
গ. লুকানো
ঘ. রাঙানো
২. ‘সরোজ’ শব্দের স্ত্রীবাচক রূপ কোনটি?
ক. সরোজিনী
খ. সরোজী
গ. সরোজীন
ঘ. সরোজিনা
৩. ‘গরবিনী মা-জননী’ কবিতায় কোন পাখির নাম আছে?
ক. কোকিল
খ. ডাহুক
গ. বলাকা
ঘ. ঘুঘু
৪. ‘গরবিনী মা-জননী’ কবিতায় মা জননী হিসেবে কাকে সম্বোধন করা হয়েছে?
ক. জন্মভূমিকে
খ. পুণ্যবতী মাকে
গ. গর্ভধারণী মাকে
ঘ. মেয়েকে
৫. কবি জন্মভূমি বাংলাকে পুণ্যবতী বলেছেন কেন?
ক. সাহসের জন্য
খ. সংগ্রামের জন্য
গ. ঐতিহ্যের জন্য
ঘ. ভালো কাজের জন্য
৬. মার আঁচল বুকে কোনটি রয়েছে?
ক. সবুজ তৃণ
খ. সবুজ ভূমি
গ. সবুজ আশা
ঘ. সবুজ ভালোবাসা
৭. মার পায়ে সন্ধ্যা দুপুর কী বাজে?
ক. ঘাসের নূপুর
খ. ধুলোর নূপুর
গ. সুখের নূপুর
ঘ. দুঃখের নূপুর
৮. শিশির খোঁপায় মা কিসের গন্ধ মাখে?
ক. হাসনাহেনার
খ. তমাল তরুর
গ. রজনীগন্ধ্যার
ঘ. বকুল যূথীর
৯. দুপুরে কার বিলাপ শোনা যায়?
ক. ক্লান্ত ঈগলের
খ. ক্লান্ত কোকিলের
গ. ক্লান্ত ময়ূরের
ঘ. ক্লান্ত ঘুঘুর
১০. কোন কবিতায় পুণ্যবতী দেশমাতার গর্বিত হয়ে উঠার কারণ অন্বেষণ করা হয়েছে?
ক. শোন একটি মুজিবরের থেকে
খ. সাম্য
গ. নতুন দেশ
ঘ. গরবিনী মা-জননী
১১. মাকে রক্ষায় ভয়ঙ্করের দুর্বিপাকে কারা ঝাঁপিয়ে পড়ে?
ক. মুক্তিযোদ্ধারা
খ. পাগল ছেলেরা
গ. সাহসী সন্তানেরা
ঘ. গর্বিত-সন্তানেরা
১২. দুখের ধূপে কী পুড়িয়ে সন্তানেরা মার মুখ উজ্জ্বল করে?
ক. সুখ
খ. দুঃখ
গ. কষ্ট
ঘ. আনন্দ
১৩. ‘গরবিনী মা-জননী’ কবিতায় কবি ‘মা-জননী’ বলে সম্বোধন করেছেন কাকে?
ক. মাকে
খ. মেয়েকে
গ. জন্মভূমিকে
ঘ. বাংলা ভাষাকে
১৪. জন্মভূমির চোখে কবি কিসের কাজল দেখতে পান?
ক. নদীর
খ. বর্ষার
গ. দিঘির
ঘ. সন্ধ্যার
১৫. জন্মভূমির বুকে কবি কিসের আঁচল দেখতে পান?
ক. ক্লান্ত ঘুঘুর
খ. সবুজ তৃণের
গ. বিলাপ জলের
ঘ. মায়ের মমতার
গরবিনী মা জননী কবিতার mcq প্রশ্ন
১৬. সন্ধ্যা দুপুর জনাভূমির পায়ে কী বাজে?
ক. ঘুঙুর
খ. ঝুমুর
গ. নূপুর
ঘ. নদীর কাজল
১৭. রোজ ভোরে কবি জন্মভূমিকে কিসের খোঁপায় দেখেন?
ক. উষার
খ. আলোর
গ. শিশিরের
ঘ. অলকের
১৮. ‘গরবিনী মা-জননী’ কবিতায় দুপুরের তন্দ্রা ভাঙে কোন পাখির ডাকে?
ক. দোয়েল
খ. কোকিল
গ. ঘুঘু
ঘ. ময়না
১৯. ‘বাউল-মাঝি’ কে কবি কোন বিশেষণে বিশেষিত করেছেন?
ক. ঘর-উদাসী
খ. মন-বিরাগী
গ. স্বপ্ন-বিলাসী
ঘ. সুর-পিয়াসী
২০. কবি রক্ত-ধোওয়া সরোজিনী বলেছেন কাকে?
ক. জন্মভূমি বাংলাকে
খ. বাংলার প্রকৃতিকে
গ. পাগল ছেলেদের
ঘ. দুর্ভাগিনী মেয়েদের
২১. জন্মভূমি বাঙলা কিসের চিত্তভূমি?
ক. পুণ্য পাপের
খ. যুগ-চেতনার
গ. উদাস মনের
ঘ. স্বপ্ন-বেদনার
২২. কবি বাংলার মুক্তিকামী বিদ্রোহী তরুণ-যুবকদের কী বিশেষণ দিয়েছেন?
ক. নির্ভীক ছেলে
খ. দামাল ছেলে
গ. পাগল ছেলে
ঘ. খুনি ছেলে
২৩. জন্মভূমি বাংলাদেশকে ‘যুগ-চেতনার চিত্তভূমি’ – বলা হয়েছে কেন?
ক. যুগের আকাঙ্ক্ষাকে ধারণ করে আছে বলে
খ. যুগোপযোগী বাঙালি তৈরি করছে বলে
গ. যুগে যুগে নব নব রূপে আবির্ভূত হচ্ছে বলে
ঘ. যুগের পশ্চিমা হাওয়া বাঙলার চিত্তে লেগেছে বলে
২৪. ‘গরবিনী মা-জননী’ কবিতায় কবি কী অন্বেষণ করেছেন?
ক. বাংলাদেশের গর্বিত রূপের কারণ
খ. বাংলাদেশের পুণ্যবতী রূপের কারণ
গ. বাংলাদেশের কমনীয় রূপের কারণ
ঘ. বাংলাদেশের স্বাধীনতা যুদ্ধের কারণ
২৫. বাংলা মায়ের কোন বিশেষ ভূমিকার জন্য সন্তানেরা তার জন্য বুকের তাজা রক্ত ঢেলে দিতে প্রস্তুত থাকে?
ক. সন্তানকে সাহস জোগানো
খ. সন্তানকে জীবনীশক্তি দান
গ. সন্তানকে নিয়ে গর্বিত হওয়া
ঘ. সন্তানকে ভালোবাসা দেয়া
২৬. বাংলাদেশের সাংস্কৃতিক জীবনের সঙ্গে অবিচ্ছেদ্য সম্পর্ক রয়েছে কার?
ক. শ্রমজীবী মানুষের
খ. সংস্কৃতিমনা মানুষের
গ. পরিবেশ-প্রকৃতির
ঘ. নৈসর্গিক প্রকৃতির
২৭. কবি জন্মভূমি বাংলাকে কী বলে সম্বোধন করেছেন?
ক. গুণবতী ও ভাগ্যবতী বলে
খ. পণ্যবতী ও ভাগ্যবতী বলে
গ রূপবতী ও গুণবতী বলে
ঘ. রূপবতী ও পূণ্যবতী বলে
২৮. জন্মভূমি বাংলাকে কবি সম্বোধন করেছেন-
i. পুণ্যবতী বলে
ii. ভাগ্যবতী বলে
iii. মায়াবতী বলে
নিচের কোনটি সঠিক?
ক. i ও ii
খ. i ও iii
গ. ii ও iii
ঘ. i, ii ও iii
২৯. জন্মভূমির অস্তিত্বে রয়েছে-
i. নদীর কাজল
ii. সবুজ তৃণ
iii. ধুলোর নূপুর
নিচের কোনটি সঠিক?
ক. i ও ii
খ. i ও iii
গ. ii ও iii
ঘ. i, ii ও iii
৩০. ভয়ঙ্করের দুর্বিপাকে বলতে বোঝায়-
i. ভীতিকর পরিবেশ
ii. ভীতিকর দুর্যোগ ও দুর্ঘটনা
iii. ভয়াবহ ও রক্তক্ষয়ী যুদ্ধ
নিচের কোনটি সঠিক?
ক. i ও ii
খ. i ও iii
গ. ii ও iii
ঘ. i, ii ও iii
আরও দেখো—সপ্তম শ্রেণির বাংলা গল্প-কবিতার সমাধান
সপ্তম শ্রেণির প্রিয় শিক্ষার্থীরা, উপরে তোমাদের সপ্তবর্ণা বাংলা বই থেকে গরবিনী মা জননী কবিতার বহুনির্বাচনি প্রশ্ন উত্তর আলোচনা করা হয়েছে। এই অধ্যায় থেকে পরীক্ষা প্রস্তুতির জন্য ৩০টি প্রশ্ন উত্তরসহ দেওয়া হয়েছে। Answer Sheet অপশনে ক্লিক করে উত্তরগুলো সংগ্রহ করে নাও। এছাড়াও অধ্যায়ভিত্তিক অনুধাবনমূলক, জ্ঞানমূলক এবং সৃজনশীল প্রশ্নের সমাধান পেতে উপরে দেওয়া লিংকে ভিজিট করো।
Discussion about this post