৯ম শ্রেণি গার্হস্থ্য বিজ্ঞান ১ম অধ্যায় সৃজনশীল প্রশ্ন উত্তর : গৃহ হচ্ছে মানুষের সবচেয়ে নিরাপদ আশ্রয়স্থল। এই আশ্রয়স্থলকে সঠিকভাবে পরিচালনা করার জন্য প্রয়োজন গৃহ ব্যবস্থাপনা। গৃহ ব্যবস্থাপনা হলো এমন একটি ধারাবাহিক গতিশীল প্রক্রিয়া যার জন্য প্রয়োজন সঠিক সিদ্ধান্ত গ্রহণ এবং যা কোনো নির্দিষ্ট লক্ষ্য অর্জনের প্রচেষ্টাকে কেন্দ্র করে সম্পন্ন করা হয়। গৃহ ও কর্মক্ষেত্রে বাস্তব পরিস্থিতি ও সমস্যা অনুধাবন করে তার সাথে নিজেকে খাপ খাওয়াতে গৃহ ব্যবস্থাপনার জ্ঞান বিশেষভাবে সহায়তা করে।
৯ম শ্রেণি গার্হস্থ্য বিজ্ঞান ১ম অধ্যায় সৃজনশীল প্রশ্ন উত্তর
১. সায়হাম নবম শ্রেণির ছাত্র। ভবিষ্যতে সে একজন চিকিৎসক হতে চায়। বাবা-মা লক্ষ্য করছেন সায়হাম প্রায়ই স্কুলে যেতে চায় না। পড়াশোনায়ও তেমন একটা আগ্রহ নেই। বিষয়টি নিয়ে পারিবারিক আলোচনা শেষে সায়হামের মাকে এ ব্যাপারে বিশেষ দায়িত্ব পালনের ভার দেওয়া হয়।
ক. গৃহ ব্যবস্থাপনার মূল চাবিকাঠি কোনটি?
খ. কীভাবে লক্ষ্য অর্জন সহজতর হয় তা বুঝিয়ে লেখ।
গ. সায়হামের কার্যকলাপে কোন ধরনের লক্ষ্যের ঘাটতি রয়েছে তা ব্যাখ্যা কর।
ঘ. সায়হামের পরিবারের সদস্যদের পদক্ষেপ মূল্যায়ন কর।
২. আজ খাদিজা খাতুনের ছোট মেয়ের জন্মদিন। হঠাৎ করে এ উপলক্ষে অতিথিদের আপ্যায়ন করার সিদ্ধান্ত নেন। স্বামী অসুস্থ থাকায় তিনি স্কুলপড়ুয়া ছেলেকে বাজারের দায়িত্ব দেন। ঘরকুনো স্বভাবের বড় মেয়েকে তিনি অতিথিদের আপ্যায়ন করার দায়িত্ব দেন। অনুষ্ঠান চলাকালে তিনি নিজে সার্বক্ষণিক তদারকি করেন। অনুষ্ঠান শেষে তিনি আরও কৌশলী হওয়ার প্রয়োজনীয়তা অনুভব করেন।
ক. গৃহ ব্যবস্থাপনার প্রথম ধাপ কোনটি?
খ. গৃহ ব্যবস্থাপনা বলতে কী বোঝায়?
গ. খাদিজা খাতুনের ত্রুটি ব্যাখ্যা কর।
ঘ. আয়োজক হিসেবে খাদিজা খাতুনের কাজের ধাপগুলোর যৌক্তিকতা বিশ্লেষণ কর।
৩. সুমনদের পরিবারের সকল সময়ই গুরুত্বপূর্ণ কোনো কাজ করার পূর্বে রাতে বসে পরামর্শ গ্রহণ করে। কাজটির ভালোমন্দ সকল বিষয় এবং কীভাবে কাজটি শেষ করে লক্ষ্য অর্জন সহজ হবে ইত্যাদি বিষয়ে সবার মতামত গ্রহণ করে কাজ আরম্ভ করা হয়। এতে দেখা যায় প্রতিটি কাজই নির্দিষ্ট সময়ের মধ্যে সফলতার সাথে তারা সমাপ্ত করছে।
ক. সাধারণত কিসের ওপর ভিত্তি করে আমাদের লক্ষ্য স্থির হয়?
খ. দীর্ঘমেয়াদি লক্ষ্য বলতে কী বোঝ?
গ. সুমনদের পরিবারে যে ধারণার প্রতিচ্ছবি প্রকাশিত হয়েছে তার ব্যাখ্যা দাও।
ঘ. তুমি কি মনে কর সুমনদের পরিবারের কাজের সফলতার পেছনে রয়েছে এক ধরনের ব্যবস্থাপনার গুরুত্বপূর্ণ ভূমিকা- উত্তরের পক্ষে যুক্তি দাও।
৪. নবম শ্রেণিতে ওঠার পর আজ সীমাদের প্রথম ক্লাস। পঞ্চম পিরিয়ডে সোহানা বেগম গার্হস্থ্যবিজ্ঞান পড়াচ্ছেন। তিনি প্রথম ছাত্রীদের গৃহ ব্যবস্থাপনার সংজ্ঞা এবং এরূপ জ্ঞান অর্জনের প্রয়োজনীয়তা আলোচনা করলেন। তারপর গৃহ ব্যবস্থাপনার ধারণা ছাত্রীদের কাছে আরও স্পষ্ট করার জন্য ব্লাকবোর্ডে গৃহ ব্যবস্থাপনার ধারণা কাঠামোটি অঙ্কন করলেন এবং এর প্রতিটি ধাপ ব্যাখ্যা করে বুঝিয়ে দিলেন।
ক. সংগঠন কী?
খ. নিয়ন্ত্রণ ধাপের দ্বিতীয় স্তরটি ব্যাখ্যা কর।
গ. সোহানা বেগমের অঙ্কিত কাঠামোটি অঙ্কন কর।
ঘ. সোহানা বেগমের অঙ্কিত কাঠামোর সর্বশেষ ধাপটি অর্জনের উপায় আলোচনা কর।
৫. যৌথ পরিবারের সুদক্ষ গৃহিণী পারুল। স্বামী, দুই সন্তান, শ্বশুর-শাশুড়ি ও দেবর-ননদ নিয়ে তার সুখের সংসার। সুষ্ঠু গৃহ ব্যবস্থাপনার মাধ্যমে তিনি তার স্বামীর একার উপার্জন দ্বারা পরিবারের সকল চাহিদা পূরণ করেন। অসুস্থ শ্বশুরের পথ্য ও ওষুধের ব্যবস্থা, দেবর-ননদের বিশ্ববিদ্যালয়ে অধ্যয়ন, ছেলেমেয়ের পড়াশোনা ইত্যাদি খরচ তিনি সুদক্ষ হাতে সমন্বয় করেন। এছাড়া পরিবারের যেকোনো সদস্যের সমস্যার কথা তিনি মনোযোগ দিয়ে শোনেন এবং সমাধানের চেষ্টা করেন।
ক. নিকেল ও ডরসির মতে গৃহ ব্যবস্থাপনা কী?
খ. মূল্যায়ন বলতে কী বোঝ? ব্যাখ্যা কর।
গ. গৃহ ব্যবস্থাপনায় পারুলের সুনির্দিষ্ট উদ্দেশ্যগুলো বর্ণনা কর।
ঘ. পারুলের ভূমিকা কি গৃহ ব্যবস্থাপনার জন্য যথার্থ? তোমার উত্তর বিশ্লেষণ কর।
৬. নবম শ্রেণির ছাত্র লিমন ভবিষ্যতে একজন ব্যাংকার হতে চায়। তার মা বাবা তার এই দীর্ঘমেয়াদি লক্ষ্য বাস্তবায়নে তাকে সহায়তা করার জন্য তার মধ্যবর্তীকালীন ও তাৎক্ষণিক লক্ষ্য স্থির করে দিলেন। এক্ষেত্রে তার মধ্যবর্তীকালীন লক্ষ্যগুলো হলো- মাধ্যমিক ও উচ্চ মাধ্যমিক পরীক্ষায় কৃতিত্বের সাথে উত্তীর্ণ হয়ে বিশ্ববিদ্যালয়ে বিবিএ পড়ার দক্ষতা অর্জন করা এবং তাৎক্ষণিক লক্ষ্য হলো- নিয়মিত স্কুলে যাওয়া, মনোযোগসহকারে পড়াশোনা করা, শ্রেণির কাজ ঠিকমতো সম্পন্ন করা ইত্যাদি।
ক. নিয়ন্ত্রণ কী?
খ. পরিকল্পনা বাস্তবায়নে সমস্যা দেখা দিলে কী করতে হবে?
গ. লিমন তার পরিবারের পক্ষ থেকে আর কী কী সহযোগিতা পেলে তার লক্ষ্য পূরণ সহজ হবে? বর্ণনা কর।
ঘ. মধ্যবর্তীকালীন ও তাৎক্ষণিক লক্ষ্য ছাড়া লিমনের পক্ষে দীর্ঘমেয়াদি লক্ষ্য অর্জন করা অসম্ভব- এ ব্যাপারে তোমার মতামত দাও।
৭. সেতুরা দুই বোন। তার বড় বোন সোহানা একটি মাল্টিন্যাশনাল কোম্পানিতে সফটওয়্যার ইঞ্জিনিয়ার হিসেবে কাজ করে। বিভিন্ন পত্রপত্রিকায় প্রায়ই তার তৈরি করা সফটওয়্যার নিয়ে লেখালেখি হয়। এ কারণে যারা নিয়মিত পত্রপত্রিকা পড়ে তাদের সবার কাছে সোহানার নামটি বেশ পরিচিত। সোহানা চায় বড় হয়ে সেতুও তার মতো জনপ্রিয় হোক। সে সবসময় সেতুেেক পারিবারিক সম্পদ ব্যবহারে পারদর্শী হতে বলে। কারণ সে মনে করে সেতু যদি তার মানবীয় ও বস্তুগত সম্পদ ব্যবহারে পারদর্শী হয় তাহলে ভবিষ্যতে সে সঠিক সিদ্ধান্ত গ্রহণ, অধিকার ও কর্তব্য সম্পর্কে সজাগ, সমস্যা সমাধান, আর্থিক সচ্ছলতা, পেশাগতক্ষেত্রে উন্নতির পাশাপাশি আধুনিক জীবনযাত্রার সাথে তাল মিলিয়ে জাতীয় অর্থনীতিতে বিশেষ ভূমিকা রাখতে সক্ষম হবে।
ক. সিদ্ধান্ত গ্রহণের কোন স্তরটি খুবই প্রভাবশালী?
খ. কোন বিষয়গুলো অনুসরণ করে সিদ্ধান্ত গ্রহণ করতে হয়?
গ. সেতু কীভাবে জাতীয় অর্থনীতিতে ভূমিকা রাখতে পারবে? বর্ণনা কর।
ঘ. সেতুর গৃহ ব্যবস্থাপনার জ্ঞান থাকা আবশ্যকÑ উক্তিটি বিশ্লেষণ কর।
৮. আবদুল্লাহ ও সায়েম ভালো বন্ধু। গ্রামের বাজারে আব্দুল্লাহর বড় একটা মুদি দোকান আছে আর সায়েম একজন কৃষক। তাদের দুজনের দুটি করে সন্তান আছে। আব্দুল্লাহর আয় সায়েমের চেয়ে বেশি। তা সত্ত্বেও তার সংসারে সব সময় আর্থিক টানাটানি লেগে থাকে। অন্যদিকে সায়েম তার স্বল্প আয় দিয়ে সুশৃঙ্খলভাবে পর্যায়ক্রমে পরিবারের সব চাহিদা পূরণ করেন। এ কারণে তার সংসারে সবসময় সুখ-শান্তি বিরাজ করে।
ক. সিদ্ধান্ত গ্রহণের সর্বশেষ পর্যায় কোনটি?
খ. দীর্ঘমেয়াদি লক্ষ্য বলতে কী বোঝায়?
গ. আব্দুল্লাহর পরিবারে আর্থিক অনটন লেগে থাকার মূল কারণ ব্যাখ্যা কর।
ঘ. সুনির্দিষ্ট উদ্দেশ্যই সায়েমের পরিবারটি শান্তিপূর্ণ হওয়ার মূল কারণ- উক্তিটির যথার্থতা মূল্যায়ন কর।
৯. বার্ষিক পরীক্ষা শেষে ফারহানা ও তার বান্ধবীরা ক্লাসের সবাইকে নিয়ে পিকনিকে যাওয়ার সিদ্ধান্ত নেয়। এই উদ্দেশ্যে তারা ক্লাসের সবার সাথে আলোচনা করে সবার মতামত নিয়ে একটি গ্রহণযোগ্য পিকনিক পরিকল্পনা করে। তারপর সেই পরিকল্পনা অনুযায়ী প্রত্যেকের মধ্যে চাঁদা তোলা, বাজার করা, রান্নাবান্না করা, গাড়ির ব্যবস্থা করা, বিনোদনের আয়োজন করা ইত্যাদি কাজগুলো ভাগ করে দেয় এবং কাজগুলো যথাযথভাবে সম্পাদিত হচ্ছে কিনা তা পর্যবেক্ষণের জন্য তিন সদস্যের একটি দল তৈরি করে। পিকনিক থেকে ফিরে পরের দিন তারা নিজেদের কাজগুলো মূল্যায়ন করে।
ক. গৃহ ব্যবস্থাপনা কী ধরনের প্রক্রিয়া?
খ. সিদ্ধান্ত গ্রহণ বলতে কী বোঝায়?
গ. ফারহানাদের পিকনিক আয়োজনের ধাপসমূহের গৃহ ব্যবস্থাপনার সাদৃশ্য বর্ণনা কর।
ঘ. তুমি কি মনে কর ফারহানাদের পিকনিক পরিকল্পনা সফলতার সাথে সম্পন্ন হয়েছিল? উত্তরের পক্ষে যুক্তি দাও।
১০. আফজাল সাহেবের পরিবারে সদস্য সংখ্যা দশ জন। পরিবার প্রধান হিসেবে তাদের যাবতীয় কার্যক্রম তদারকি করেন আফজাল সাহেব নিজে। তাই পারিবারিক কার্যক্রম পরিচালনা করতে গিয়ে তাকে অনেক সময় নানা সমস্যায়
সম্মুখীন হতে হয়। ছোটখাটো ধরনের সমস্যার ক্ষেত্রে তিনি নিজেই সমস্যা সমাধানের একাধিক কার্যক্রম থেকে একটি উত্তম পন্থা বেছে নেন। আর যদি বিশেষ কোনো জটিল সমস্যায় সম্মুখীন হন তবে সকল সদস্যের মতামতের ভিত্তিতে একটা সঠিক পন্থা খুঁজে নিয়ে সমস্যা সমাধানের চেষ্টা করেন।
ক. গৃহ ব্যবস্থাপনার সর্বশেষ পর্যায় কোনটি?
খ. অভিযোজন বলতে কী বোঝায়? ব্যাখ্যা কর।
গ. আফজাল সাহেবের কার্যক্রমে গৃহ ব্যবস্থাপনার কোন বিষয়টির প্রতিফলন ঘটেছে? বর্ণনা কর।
ঘ. আফজাল সাহেবকে সঠিক পন্থা খুঁজে নিয়ে সমস্যা সমাধান করতে কয়েকটি ধারাবাহিক পর্যায় অতিক্রম করতে হয়- উক্তিটি বিশ্লেষণ কর।
১১. গার্হস্থ্য বিজ্ঞান ক্লাসে তামান্না ম্যাডাম বললেন আমরা জন্মলগ্ন থেকেই কোনো না কোনো পরিবারের সদস্য। আর প্রত্যেক পরিবারেই একাধিক সদস্য থাকে। তাই পরিবারের সদস্যদের প্রয়োজনে আমাদের বিভিন্ন সময় বিভিন্ন ধরনের সিদ্ধান্ত গ্রহণ করতে হয়। এ ধরনের সিদ্ধান্ত কখনো একক আবার কখনো দলীয়ভাবে গ্রহণ করা হয়। একক সিদ্ধান্ত দ্রুত গ্রহণ করা গেলেও সবসময় তা কার্যকর হয় না। আবার দলীয় সিদ্ধান্ত জটিল সমস্যা সমাধানে সক্ষম হলেও তা গ্রহণ করা সময় সাপেক্ষ ব্যাপার। তবে সিদ্ধান্তের ধরন যেমনই হোক না কেন তা বাস্তবায়নে সিদ্ধান্ত গ্রহণকারীকে কতগুলো ধারাবাহিক পর্যায়ে অনুসরণ করতে হয়।
ক. লক্ষ্য কোথায় অবস্থান করে?
খ. কীভাবে গৃহ ব্যবস্থাপনার প্রতিফলন ঘটে?
গ. তামান্না ম্যাডামের বর্ণিত সিদ্ধান্তসমূহের মধ্যে পার্থক্য লেখ।
ঘ. উদ্দীপকে উল্লিখিত ব্যবস্থাপনাসংক্রান্ত কাজটির ধারাবাহিক পর্যায়সমূহ – বিশ্লেষণ কর।
►► আরো দেখো: নবম-দশম শ্রেণির গার্হস্থ্য বিজ্ঞান (সবগুলো অধ্যায়)
নবম-দশম শ্রেণির শিক্ষার্থীরা, উপরে দেয়া ডাউনলোড বাটনে ক্লিক করে ৯ম শ্রেণি গার্হস্থ্য বিজ্ঞান ১ম অধ্যায় সৃজনশীল প্রশ্ন উত্তর PDF ডাউনলোড করে নাও। ডাউনলোড করতে অসুবিধা হলে আমাদের ফেসবুক পেজে ইনবক্স করো। শিক্ষার্থীরা অন্যান্য বিষয়ের নোট ও সাজেশান্স পেতে আমাদের YouTube চ্যানেলটি SUBSCRIBE করতে পারো এই লিংক থেকে।
Discussion about this post