গার্হস্থ্য বিজ্ঞান ২য় পত্র ২য় অধ্যায় mcq : প্রকৃতিগতভাবেই প্রতিটি প্রাণি নিজের অনুরূপ বংশধর সৃষ্টি করতে পারে। প্রজনন, জীব জগতের অন্যতম বৈশিষ্ট্য। যার ফলে গরুর গর্ভ থেকে গরুর বাচ্চা, ছাগলের গর্ভ থেকে ছাগলের বাচ্চা এবং মানুষের গর্ভ থেকে মানুষের বাচ্চার জন্ম হয়।
এক প্রাণির গর্ভ থেকে নতুন আরেকটি প্রাণি সৃষ্টি হওয়াই প্রজনন প্রক্রিয়া। এ প্রক্রিয়ার মাধ্যমেই প্রাণি নিজ প্রজাতির সংখ্যা বৃদ্ধি করে থাকে এবং বংশের ধারাবাহিকতা বজায় রাখে। তা না হলে প্রাণির মৃত্যুর সাথে সাথে তার অস্তিত্ব বিলুপ্ত হয়ে যেত। যে প্রক্রিয়ায় প্রাণি নিজ সত্তা বজায় রেখে বংশধর সৃষ্টি করে ও অস্তিত্ব রক্ষা করে তাকে প্রজনন বলে।
গার্হস্থ্য বিজ্ঞান ২য় পত্র ২য় অধ্যায় mcq
১. ডান ও বাম ডিম্বাশয় হতে প্রতি মাসে একটি করে ডিম্বা নিষ্ক্রান্ত হয়ে কোথায় পতিত হয়?
ক. ডিম্বনালিতে
খ. জরায়ুতে
● ফেলোপিয়ান নালিতে
ঘ. ডিম্বাশয়ে
২. ডিম্বনালির সম্মুখ প্রান্তে যে ছিদ্র থাকে তাকে কী বলে?
ক. সারভিক্স
খ. সিলিয়া
● অস্টিয়া
ঘ. ফান্ডাস
৩. প্লাসেটা তৈরিতে অংশগ্রহণ করে কোনটি?
ক. যোনি
● জরায়ু
গ. ডিম্বনালি
ঘ. ডিম্বাশয়
৪. কিসের প্রভাবে ছেলে ও মেয়েদের দৈহিক ও মানসিক বৈশিষ্ট্যে অনেক পরিবর্তন লক্ষ করা যায়?
● হরমোন
খ. ফলিকল
গ. জাইগোট
ঘ. শুক্রাণু
৫. বয়ঃবৃদ্ধির সাথে সাথে কিসের ক্ষরণ বৃদ্ধি পায়?
ক. শুক্রাণুর
● হরমোনের
গ. পিটুইটারির
ঘ. অ্যান্ড্রেনাল গ্রন্থির
৬. বয়ঃপ্রাপ্তির ক্ষেত্রে ছেলেদের বয়সসীমা কত বছর?
ক. ১২-১৬
খ. ১০-১৪
গ. ১৫-২০
● ১৩-১৮
৭. বয়ঃপ্রাপ্তির ক্ষেত্রে মেয়েদের বয়সসীমা কত বছর?
ক. ১০-১৩
● ১১-১৮
গ. ১৩-১৮
ঘ. ৭-১০
৮. গোনাডোট্রপিক হরমোন কোথা হতে ক্ষরিত হয়?
ক. ডিম্বাশয়
খ. অ্যাড্রেনাল গ্রন্থি
● পিটুইটারি গ্রন্থি
ঘ. শুক্রাশয়
৯. প্রাইমারি যৌন বৈশিষ্ট্য হিসেবে ছেলেদের কী পরিবর্তন আসে?
ক. দেহ বলিষ্ঠ হয়
খ. কণ্ঠস্বর ভারি হয়
গ. দাড়ি, গোঁফ গজায়
● বীর্যপাত ঘটে
১০. মেয়েদের রজঃচক্র শুরুতে কোন হরমোন সহায়তা করে?
ক. অ্যান্ড্রোজেন
● ফলিকল স্টিমুলেটিং
গ. ল্যুটিনাইজিং
ঘ. গ্রোথ হরমোন
১১. নারীদের সেকেন্ডারি যৌন বৈশিষ্ট্য প্রকাশে সহায়তা করে কোন হরমোন?
ক. ল্যুটিনাইজিং
খ. অ্যান্ড্রোজেন
● ইস্ট্রোজেন
ঘ. গ্রোথ হরমোন
১২. পুরুষের চেয়ে স্ত্রীলোকের বয়ঃসন্ধি কত বছর আগে হয়?
● প্রায় ২ বছর
খ. প্রায় ৩ বছর
গ. প্রায় ৪ বছর
ঘ. প্রায় ১ বছর
১৩. কোনটির প্রভাবে টেস্টাস্টেরন হরমোন নিঃসরিত হয়?
● LH
খ. FSH
গ. ইস্ট্রোজেন
ঘ. অ্যান্ড্রোজেন
১৪. ডিম্বাশয়ের জার্মিনাল এপিথেনিয়মে হতে ডিম্বাণু উৎপাদন শুরু হয় কোন হরমোনের প্রভাবে?
● ইস্টোজেন
খ. FSH
গ. অ্যান্ড্রোজেন
ঘ. LH
১৫. ডিম্বাশয় হতে ডিম্বাণু স্খলিত করা কোন হরমোনের কাজ?
ক. ইস্ট্রোজেন
খ. FSH
● LH
ঘ. অ্যান্ড্রোজেন
১৬. জাইগোট ক্রোমোজোমের সংখ্যা কত?
● ২৩ জোড়া
খ. ২৩টি
গ. ২২ জোড়া
ঘ. ২২টি
১৭. ডিম্বাশয় থেকে পরিণত ডিম্বাণু কোথায় প্রবেশ করে?
ক. সার্ভিক্সে
খ. ভেজাইনাতে
গ. জরায়ুতে
● ফেলোপিয়ান নালিতে
১৮. একটি শুক্রাণুর নিষেক ক্ষমতা কত ঘণ্টা থাকে?
ক. ৪৭
● ৪৯
গ. ৪৮
ঘ. ৪৬
১৯. পুরুষের কতকগুলো শুক্রাণু একবারে স্ত্রী জরায়ুতে প্রবেশ করে?
ক. কয়েকটি
খ. কয়েক লক্ষ
● কয়েক মিলিয়ন
ঘ. কয়েক হাজার
২০. শুক্রাণুগুলো ডিম্বাণুর ভিতরে প্রবেশের জন্য কোন এনজাইম ক্ষরণ করে?
ক. করোনা রেডিয়েটা
খ. ইটায়লিন
● হায়ালুরোনিডেজ
ঘ. অ্যান্ড্রোজেন
২১. পুরুষ প্রোনিউক্লিয়াস ও স্ত্রী প্রোনিউক্লিয়াস একীভূত হয়ে ডিম্বাণুটি কিসে পরিণত হয়?
● ভ্ৰূণানুতে
খ. রাস্টুলায়
গ. নিউক্লিয়াসে
ঘ. মরুলায়
২২. নিষেক কোথায় সম্পন্ন হয়?
ক. যোনিতে
খ. ডিম্বাশয়ে
গ. জরায়ুতে
● ফেলোপিয়ান নালিতে
২৩. ফেলোপিয়ান নালিতে অবস্থানরত শুক্রাণু কী নিঃসৃত করে?
ক. ইস্ট্রোজেন
● অ্যান্টিফার্টিলাইজিন
গ. ফার্টিলাইজিন
ঘ. অ্যান্ড্রোজেন
২৪. শুক্রাণুর মস্তক ডিম্বাণুর অভ্যন্তরে প্রবেশ করলে লেজের ক্ষেত্রে কী ঘটে?
ক. দ্রবীভূত হয়ে যায়
খ. অন্য ডিম্বাণুর দিকে ধাবিত
গ. ডিম্বাণুর অভ্যন্তরে যায়
● ডিম্বানুর বাইরে খসে পড়ে
২৫. শুক্রাণুর নিষেক ক্ষমতা কত ঘণ্টা থাকে?
ক. ৩০ ঘণ্টা
খ. ৩৫ ঘণ্টা
গ. ৪৫ ঘন্টা
● ৪৯ ঘন্টা
২৬. ডিম্বাণুতে কতটি ক্রোমোসোম থাকে?
● ২৩টি
খ. ২৫টি
গ. ২৮টি
ঘ. ৩০টি
২৭. বন্ধনের ফলে উদ্দীপিত হয়ে শুক্রাণু মস্তক থেকে কী ক্ষরণ করে?
ক. হরমোন
খ. শুক্রাণু
● এনজাইম
ঘ. ভ্রূণ
২৮. নারীর গর্ভধারণকালে সকালবেলা কী ধরনের অনুভূতি হয়?
ক. পেট ব্যথা হয়
● দুর্বল অনুভব হয়
গ. বমি বমি ভাব হয়
ঘ. প্রস্রাবের বেগ হয়
২৯. মাসিকের সময় কতদিন অতিক্রম হলে গর্ভসঞ্চারের বিষয়ে নিশ্চিত হওয়া যায়?
ক. ১৫
● ৭
গ. ৫
ঘ. ৩
৩০. গর্ভফুল থেকে কোন হরমোন নিঃসৃত হয়?
● HCG হরমোন
খ. গ্রোথ হরমোন
গ. ফলিকল স্টিমুলেটিং হরমোন
ঘ. ল্যুটিনাইজিং হরমোন
৩১. একজন নারীর গর্ভাস্থায় মোট ওজন কত কেজি বৃদ্ধি পেতে পারে?
ক. ৭
খ. ৫
● ১১
ঘ. ৯
৩২. গর্ভসঞ্জারের প্রথম তিন মাসে নারীর ওজন কত কেজি বৃদ্ধি পাওয়া উচিত?
ক. ২
● ১
গ. ৪
ঘ. ৩
৩৩. গর্ভাবস্থার শেষ তিন মাসে মায়ের ওজন সাধারণত কত কেজি বৃদ্ধি পায়?
● ৫
খ. ৯
গ. ২
ঘ. ২.৫
৩৪. গর্ভধারণের পর থেকে কতদিন পর্যন্ত মাসিক বন্ধ থাকে?
● সন্তান ভূমিষ্ঠ হওয়া পর্যন্ত
খ. ফিটাস বিকাশের পর্যায় পর্যন্ত
গ. ৯ মাস
ঘ. ৩ মাস
৩৫. গর্ভসঞ্জারের পর থেকে সন্তান প্রসবের পূর্বক্ষণ পর্যন্ত সময়কে কী বলে?
ক. বিকাশকাল
খ. ভ্রূণকাল
গ. অংকুরিতকাল
● গর্ভকাল
৩৬. অংকুরিতকালের সময়সীমা কত সপ্তাহ?
● ২
খ. ১
গ. ৪
ঘ. ৩
৩৭. ভ্ৰূণকাল কত দিন স্থায়ী হয়?
ক. ১ মাস
খ. ২ সপ্তাহ
● ২ মাস
ঘ. দেড় মাস
৩৮. জাইগোটের কোষ বিভাজন প্রথমে কোন প্রক্রিয়ায় হয়?
ক. মিয়োসিস
খ. ম্যাক্রোমিয়ার
● মাইটোসিস
ঘ. মাইক্রোমিয়ার
৩৯. জাইগোট মরুলায় পরিণত হয় কীভাবে?
ক. নির্দিষ্ট সময় পরে
খ. দ্রুত বেড়ে উঠে
গ. পরিপক্ক হয়ে
● দ্রুত কোষ বিভক্ত হয়ে
৪০. ট্রফোব্লাস্ট কী?
ক. মরুলা স্তর
খ. ইমপ্লান্টেশন স্তর
গ. গ্যাস্টুলা স্তর
● ব্লাস্টোমিয়ার স্তর
৪১. প্রাথমিক দশায় কার সাহায্যে ব্লাস্টোসিস্ট কোষ এবং জরায়ুতে মাতৃরত্তের পুষ্টি, অক্সিজেন ও রেচন পদার্থের বিনিময় ঘটে?
ক. গ্লাইকোজেন
খ. এন্ডোমেট্রিয়াম
গ. কোরিওনিক স্তর
● কোরিওনিক ভিলাই
৪২. ভ্রুণস্তরের কোন স্তর থেকে পেশি ও প্রজননতন্ত্র গঠিত হয়?
● মেসোডার্ম
খ. এন্ডোডার্ম
গ. এক্টোডার্ম
ঘ. এন্ডোমেট্রিয়াম
৪৩. অমরা বা গর্ভফুল তৈরি হয় কোন কোষ থেকে?
● ট্রফোব্লাস্ট
খ. এন্ডোডার্ম
গ. এক্টোডার্ম
ঘ. এন্ডোমেট্রিয়াম
৪৪. মায়ের রক্তস্রোত থেকে ভ্রূণের দেহে পুষ্টি দ্রব্য সরবরাহ হয় কোনটির মাধ্যমে?
ক. এন্ডোডার্ম
খ. মেসোডার্ম
● অমরা
ঘ. নাভিরজ্জু
৪৫. ডিপথেরিয়া, হাম, বসন্ত প্রভৃতির জন্য উৎপন্ন এন্টিবডি মাতৃদেহ থেকে কিসের মাধ্যমে ভ্রূণের দেহে প্রবেশ করে?
● প্লাসেন্টা
খ. ট্রফোরাস্ট
গ. এক্টোডার্ম
ঘ. এন্ডোমেট্রিয়াম
৪৬. মানব ভ্রুণ কতটি ঝিল্লি দ্বারা বেষ্টিত থাকে?
ক. ৪
● ৩
গ. ২
ঘ. ১
৪৭. জাইগোট সৃষ্টি হওয়া থেকে জরায়ুতে স্থানান্তরিত হওয়া পর্যন্ত সময়কে কী বলে?
ক. ভ্রূণ বিকাশকাল
খ. ভ্ৰূণকাল
● অংকুরিতকাল
ঘ. ভ্রুণ সমাপ্তিকাল
৪৮. বিভাজনের মাধ্যমে নিষিক্ত ডিম্বাণু কিসে পরিণত হয়?
ক. ব্লাস্টুলা
খ. গ্যাস্টলা
গ. ভ্রূণ
● মরুলা
৪৯. ব্লাস্টোসিস্ট জরায়ুতে পৌঁছে কোন কোষের মাধ্যমে পুষ্টি গ্রহণ করে?
● ট্রফোব্লাস্টস্থিত কোষ
খ. এন্ডোমেট্রিয়ামের কোষ্
গ. ব্লাস্টোসিস্টের কোষ
ঘ. জরায়ুর কোষ
৫০. নিষিক্ত হওয়ার কতদিন পর ভ্রূণাণুটি জরায়ুর গায়ে সংশোধিত হয়ে গেঁথে যায়?
● ১০
খ. ৭
গ. ৫
ঘ. ৩
আরো দেখো: HSC গার্হস্থ্য বিজ্ঞান ১ম ও ২য় পত্রের সৃজনশীল প্রশ্ন উত্তর
শিক্ষার্থীরা, উপরে আমরা তোমাদের জন্য গার্হস্থ্য বিজ্ঞান ২য় পত্র ২য় অধ্যায় mcq প্রশ্ন উত্তর শেয়ার করেছি। তোমাদের পরীক্ষার যেমন হবে, এটি সেই আলোকেই তৈরি করা হয়েছে। উপরে দেওয়া Answer Sheet অপশনে ক্লিক করে মডেল টেস্টের উত্তর সংগ্রহ করে নাও।
ডাউনলোড করতে অসুবিধা হলে আমাদের ফেসবুক পেজে ইনবক্স করো। আমরা আছি ইউটিউবেও। আমাদের YouTube চ্যানেলটি SUBSCRIBE করতে পারো এই লিংক থেকে।
Discussion about this post