গার্হস্থ্য বিজ্ঞান ২য় পত্র ৩য় অধ্যায় mcq : মায়ের দেহ থেকে পুষ্টি গ্রহণ করেই ভ্রূণ ধীরে ধীরে বৃদ্ধি লাভ করে ও মানব শিশুতে পরিণত হয়। একটি শিশু প্রায় ২৮০ দিন পর ৩-৩.৫ কেজি ওজন নিয়ে জন্মগ্রহণ করে। মাতৃগর্ভে ভ্রূণের বৃদ্ধিতে মায়ের শারীরিক ও মানসিক অবস্থার ইতিবাচক ও নেতিবাচক প্রভাব পড়ে।
কারণ, সকল গর্ভাবস্থায়ই কম-বেশি ঝুঁকিপূর্ণ। তাই গর্ভধারণের পর থেকেই গর্ভবতী মায়ের শারীরিক ও মানসিক বিশেষ পরিচর্যার প্রয়োজন হয়। এতে মা শারীরিক ও মানসিকভাবে সুস্থ থাকেন এবং নির্দিষ্ট সময়ে কোনো জটিলতা ছাড়া একটি সুস্থ শিশুর জন্ম দিতে পারেন। প্রতি বছর ২৮ মে নিরাপদ মাতৃত্ব দিবস পালন করা হয়।
গার্হস্থ্য বিজ্ঞান ২য় পত্র ৩য় অধ্যায় mcq
১. বিবাহোত্তর জীবনে নারীর লক্ষ্য কী?
ক. সংসার
● মাতৃত্ব
গ. চাকরি
ঘ. শিক্ষা
২. নারীর জীবনে পূর্ণ বিকাশ ঘটে কিসের মাধ্যমে?
ক. পরিবার গঠনে
● বিবাহের মাধ্যমে
গ. মাতৃত্বে
ঘ. পড়াশোনার মাধ্যমে
৩. গর্ভবতী মায়ের খাদ্য কেমন হওয়া উচিত?
ক. ফ্যাটি
খ. স্নেহ
গ. আমিষ
● সুষম
৪. মাছ, মাংস ও ডিম থেকে কী পাওয়া যায়?
● প্রোটিন
খ. শর্করা
গ. স্নেহ
ঘ. ফ্যাটি
৫. গর্ভাবস্থায় ৫ মাস পর থেকে দৈনিক কী পরিমাণ প্রোটিন প্রয়োজন?
ক. ৩৫ গ্রাম
খ. ৪৫ গ্রাম
গ. ৫৫ গ্রাম
● ৬৫ গ্রাম
৬. গর্ভধারণের ৩ মাস পর থেকে অতিরিক্ত কী পরিমাণ খাদ্য গ্রহণ আবশ্যক?
ক. ১০০ কিলো ক্যালরি
খ. ২০০ কিলো ক্যালরি
● ৩০০ কিলো ক্যালরি
ঘ. ৩৫০ কিলো ক্যালরি
৭. ভূণের হাড় গঠন ও দৃঢ়তার জন্য কী প্রয়োজন?
● ক্যালসিয়াম
খ. ফ্যাট
গ. প্রোটিন
ঘ. শর্করা
৮. গর্ভাবস্থায় দৈনিক কী পরিমাণ ক্যালসিয়াম পাওয়া উচিত?
● ১,০০০ মিলিগ্রাম
খ. ১,২০০ মিলিগ্রাম
গ. ১,৫০০ মিলিগ্রাম
ঘ. ১,৮০০ মিলিগ্রাম
৯. কিসের অভাবে দেহে রক্তশূন্যতা দেখা দেয়?
ক. ভিটামিনের
● লৌহের
গ. ফ্যাটির
ঘ. শর্করার
১০. গর্ভবতীকে দৈনিক কী পরিমাণ লৌহ গ্রহণ করা আবশ্যক?
ক. ১০-১৫ মিলিগ্রাম
খ. ১৫-২০ মিলিগ্রাম
গ. ২০-২৫ মিলিগ্রাম
● ২৫-৩৫ মিলিগ্রাম
১১. গর্ভবতীকে দৈনিক কী পরিমাণ আয়োডিন গ্রহণ করা আবশ্যক?
● ১২৫ মাইক্রোগ্রাম
খ. ১৩০ মাইক্রোগ্রাম
গ. ১৩৫ মাইক্রোগ্রাম
ঘ. ১৪০ মাইক্রোগ্রাম
১২. ক্যালসিয়াম ও ফসফরাসের চাহিদা পূরণের জন্য দৈনিক কয় গ্লাস দুধ খেতে হবে?
● ১ গ্লাস
খ. ২ গ্লাস
গ. ৩ গ্লাস
ঘ. ৪ গ্লাস
১৩. হাড়ের গঠনের জন্য কোন ভিটামিনের প্রয়োজন?
ক. ভিটামিন ‘এ’
খ. ভিটামিন ‘বি’
● ভিটামিন ‘ডি’
ঘ. ভিটামিন ‘কে’
১৪. নতুন কোষ সৃষ্টির জন্য অপরিহার্য—
● ফলিক এসিড
খ. গ্লুকোজ
গ. ভিটামিন ‘ডি’
ঘ. আয়োডিন
১৫. গর্ভাবস্থায় দৈনিক কী পরিমাণ শাকসবজি খাওয়া আবশ্যক?
ক. ১৫০ গ্রাম
খ. ২০০ গ্রাম
● ২৫০ গ্রাম
ঘ. ৩০০ গ্রাম
১৬. গর্ভাবস্থায় দৈনিক কী পরিমাণ ফল খাওয়া দরকার?
ক. ৩০ গ্রাম
খ. ৩৫ গ্রাম
গ. ৫০ গ্রাম
● ৫৫ গ্রাম
১৭. গর্ভাবস্থায় দৈনিক কী পরিমাণ পানি পান করা উচিত?
ক. ৫ গ্লাস
খ. ৬ গ্লাস
গ. ৭ গ্লস
● ৮ গ্লাস
১৮. গর্ভবতী মাকে কোন ধরনের পোশাক ব্যবহার করতে হবে?
● ঢিলেঢালা
খ. টাইট
গ. কালো
ঘ. সিল্কের
১৯. গর্ভবতী মাকে কোন ধরনের জুতা পরিহার করতে হবে?
ক. নিচু জুতা
খ. চামড়ার জুতা
● হিল জুতা
ঘ. কাপড়ের জুতা
২০. কোনটি কোষ্ঠ পরিষ্কারে সহায়ক?
● শাকসবজি
খ. চা
গ. কফি
ঘ. মাংস
২১. গর্ভবতীর দৈনিক কত ঘণ্টা ঘুম দরকার?
ক. ৫ ঘণ্টা
খ. ৬ ঘণ্টা
গ. ৭ ঘণ্টা
● ৮ ঘন্টা
২২. গর্ভাবস্থায় মাকে কোন টিকা দিতে হয়?
● টিটেনাস টাক্সয়েড
খ. হামের টিকা
গ. ম্যালেরিয়া টিকা
ঘ. বসন্ত টিকা
২৩. গর্ভবতী মায়ের মন ভালো রাখার জন্য প্রয়োজন—
ক. ভালো খাদ্য খাওয়া
খ. ভ্রমণ করা
● ভালো বই পড়া
ঘ. সকালে গোসল করা
২৪. ভূণের মস্তিষ্কের সর্বোচ্চ বৃদ্ধি লাভ হয়—
ক. ১০ থেকে ১৫ সপ্তাহের মধ্যে
খ. ১৬ থেকে ২০ সপ্তাহের মধ্যে
গ. ২০ থেকে ২৫ সপ্তাহের মধ্যে
● ২৬ থেকে ৩২ সপ্তাহের মধ্যে
২৫. পুষ্টির চাহিদা অনুযায়ী গর্ভাবস্থাকে কয় ভাগে ভাগ করা হয়েছে?
ক. ২ ভাগে
● ৩ ভাগে
গ. ৪ ভাগে
ঘ. ৫ ভাগে
২৬. কখন ভ্রূণের বৃদ্ধি দ্রুত হয়?
ক. ২-৪ মাস
খ. ৩-৫ মাস
● ৪-৬ মাস
ঘ. ৭-৮ মাস
২৭. একজন গর্ভবতী মাকে কোনটি সম্পর্কে সচেতন থকাতে হবে?
ক. পারিপার্শ্বিক পরিবেশ
খ. রাজনৈতিক পরিস্থিতি
গ. অর্থনৈতিক অবস্থা
● স্বাস্থ্য
২৮. কোন ধরনের শিশু দেশের ভবিষ্যৎ হিসেবে বিবেচিত হয়?
ক. সুন্দর গড়নের শিশু
● সুস্থ শিশু
গ. অধিক ওজনের শিশু
ঘ. স্বল্প ওজনের শিশু
২৯. জন্মমুহূর্ত হতে শুরু করে ভূমিষ্ঠ হওয়া পর্যন্ত শিশু কোথায় অবস্থান করে?
● মাতৃগর্ভে
খ. ল্যাবরেটরিতে
গ. ইনকিউবেটরে
ঘ. টেস্টটিউবের মধ্যে
৩০. গর্ভস্থ শিশুর বৃদ্ধি নির্ভর করে কীসের ওপর?
ক. মায়ের ওষুধ সেবনের ওপর
● মায়ের খাদ্যের ওপর
গ. পরিবারের সদস্যদের যত্নের ওপর
ঘ. মায়ের মানসিক প্রশান্তির ওপর
৩১. গর্ভস্থ ভ্রুণ শিশুর পুষ্টি কীসের ওপর নির্ভর করে?
ক. দামি খাবারের ওপর
খ. ওষুধের ওপর
গ. বাবার পুষ্টির ওপর
● মায়ের পুষ্টির ওপর
৩২. অসুস্থ শিশুর জন্মের পেছনে কোন কারণটি দায়ী?
● মায়ের অপুষ্টি
খ. অর্থনৈতিক দুরবস্থা
গ. মায়ের ওষুধ সেবন
ঘ. অপরিচ্ছন্ন পরিবেশ
৩৩. পুষ্টিহীনতায় আক্রান্ত মায়ের সন্তান কেমন প্রকৃতির হয়?
ক. প্রতিভাবান হয়
● রোগ প্রতিরোধ ক্ষমতা কম থাকে
গ. মানসিক ভারসাম্যহীন হয়
ঘ. স্মরণশক্তি কম থাকে
৩৪. গর্ভাবস্থায় প্রথম কয় মাস কোনো রকম ভারি কাজ করা উচিত নয়?
ক. ৪ থেকে ৫ মাস
খ. ৫ থেকে ৬ মাস
গ. ৬ থেকে ৮ মাস
● প্রথম তিন মাস
৩৫. সন্তানরা পরিবেশের সাথে খাপ খাওয়াতে পারে না কেন?
ক. মায়ের দৈহিক ত্রুটির কারণে
খ. পরিবারের সদস্যদের মানসিক অশান্তির কারণে
● মায়ের মানসিক অশান্তির কারণে
ঘ. উপযুক্ত পরিবেশের অভাবে
৩৬. গর্ভাবস্থায় কোন হরমোনের ক্ষরণ বৃদ্ধি পায়?
ক. এড্রিনাল
● থাইরয়েড
গ. টেস্টোস্টেরন
ঘ. গোনাডোট্রফিক
৩৭. একজন গর্ভবতী মায়ের দৈনিক কত মাইক্রোগ্রাম আয়োডিন গ্রহণ করা আবশ্যক?
ক. ১২০
● ১২৫
গ. ১৩০
ঘ. ১১৫
৩৮. গর্ভাবস্থায় দৈনিক কত মিলিগ্রাম ভিটামিন ‘সি’ গ্রহণ করা আবশ্যক?
● ৫৫
খ. ৫০
গ. ৭০
ঘ. ৬০
৩৯. গর্ভাবস্থায় ভিটামিন ‘ডি’ এর প্রয়োজনীয়তা বৃদ্ধি পায় কেন?
ক. ভূণের কোষের বৃদ্ধির জন্য
● ভ্রূণের হাড়ের গঠনের জন্য
গ. ভ্রূণের মস্তিষ্কের বৃদ্ধির জন্য
ঘ. ভ্রূণের হৃৎপিণ্ডের গঠনের জন্য
৪০. নতুন কোষ সৃষ্টির জন্য অপরিহার্য কোনটি?
ক. ভিটামিন ‘ডি’
● ফলিক এসিড
গ. ক্যালসিয়াম
ঘ. লৌহ
৪১. লৌহযুক্ত খাদ্য কোনটি?
ক. ডাল
খ. দুধ
গ. হলুদ ফল
● সবুজ শাক
৪২. গর্ভাবস্থায় দৈনিক কত গ্রাম শাকসবজি খাওয়া আবশ্যক?
ক. ৩০০
● ২৫০
গ. ৪০০
ঘ. ৩৫০
৪৩. গর্ভাবস্থায় দৈনিক কত গ্লাস পানি পান করা আবশ্যক?
● ৮
খ. ৭
গ. ৬
ঘ. ৫
৪৪. মিতা গর্ভবতী, তার রক্তস্বল্পতা দেখা দিয়েছে। এক্ষেত্রে তার কোনটি বেশি করে খেতে হবে?
● সবুজ শাক
খ. ছোট মাছ
গ. হলুদ ফল
ঘ. সামুদ্রিক মাছ
৪৫. গর্ভাবস্থায় মায়ের খাদ্য শিশুর দেহে প্রবেশ করে কীসের মাধ্যমে?
ক. অন্ননালি
খ. ডিম্বনালি
গ. পৌষ্টিকনালি
● প্লাসেন্টা
৪৬. কোনটি শিশুর জীবনচক্রের ভিত্তিকাল?
ক. নবজাতককাল
খ. জন্মমুহূর্তকাল
● জন্মপূর্বকাল
ঘ. কৈশোরকাল
৪৭. জন্মের পরপরই শাহিদার কন্যা সন্তানটি মারা যায়। শাহিদার কোন সমস্যার কারণে এটি হয়?
● অপুষ্টি
খ. অতিরিক্ত উদ্বেগ
গ. ক্লান্তি ও ক্লেশ
ঘ. উত্তেজনা
৪৮. Balanced diet বলতে কী ধরনের খাদ্য বোঝায়?
● সুষম
খ. শর্করা
গ. সাধারণ
ঘ. প্রোটিন
৪৯. ভ্রূণের বৃদ্ধি দ্রুত হয় কত মাস সময়ে?
ক. ৬-৮
● ৪-৬
গ. ২-৪
ঘ. ১-২
৫০. গর্ভস্থ শিশুর দেহের গঠন, রক্ষণাবেক্ষণ ও সুস্থতার জন্য কোনটি প্রয়োজন?
ক. ভিটামিন
● প্রোটিন
গ. ফসফরাস
ঘ ক্যালসিয়াম
আরো দেখো: HSC গার্হস্থ্য বিজ্ঞান ১ম ও ২য় পত্রের সৃজনশীল প্রশ্ন উত্তর
শিক্ষার্থীরা, উপরে আমরা তোমাদের জন্য গার্হস্থ্য বিজ্ঞান ২য় পত্র ৩য় অধ্যায় mcq প্রশ্ন উত্তর শেয়ার করেছি। তোমাদের পরীক্ষার যেমন হবে, এটি সেই আলোকেই তৈরি করা হয়েছে। উপরে দেওয়া Answer Sheet অপশনে ক্লিক করে মডেল টেস্টের উত্তর সংগ্রহ করে নাও।
ডাউনলোড করতে অসুবিধা হলে আমাদের ফেসবুক পেজে ইনবক্স করো। আমরা আছি ইউটিউবেও। আমাদের YouTube চ্যানেলটি SUBSCRIBE করতে পারো এই লিংক থেকে।
Discussion about this post