গার্হস্থ্য বিজ্ঞান ২য় পত্র ৭ম অধ্যায় mcq : একটি সুস্থ সবল শিশু সকলেরই কাম্য। কিন্তু এমন কিছু শিশু আছে যারা স্বাভাবিক শিশুদের চেয়ে আলাদা। কেউ কানে শুনতে পারে না, কথা বলতে পারে না, আবার কেউ কেউ চোখেও দেখে না বা কম দেখে, বুদ্ধি কম থাকে, কেউ আবার অনেক বেশি মেধাবী বা প্রতিভাবান।
এরা সকলেই বিশেষ চাহিদাসম্পন্ন শিশু। এদের আচরণ ও ভাব বিনিময় স্বাভাবিকের থেকে আলাদা হয়। এদের গড়ে তুলতে হলে তাদের উপযোগী বিশেষ ব্যবস্থা বা সেবার প্রয়োজন। এরা আমাদেরই একজন। বাবা-মা ও পরিবারের অন্যান্য সদস্যরা সবাই এদের নিজ নিজ বৈশিষ্ট্যের চাহিদাগুলো ঠিকমত পূরণ করে সমাজে প্রতিষ্ঠিত করতে হবে।
গার্হস্থ্য বিজ্ঞান ২য় পত্র ৭ম অধ্যায় mcq
১. কোন বয়সে ছেলেমেয়েরা মা-বাবার ভালোবাসার বন্ধনযুক্ত হতে চায়?
ক. শিশু বয়সে
খ. কৈশোর বয়সে
গ. শৈশব বয়সে
● তরুণ বয়সে
২. মানুষের চালিকাশক্তি কোনটি?
● ব্যক্তিত্ব
খ. বয়স
গ. টাকা
ঘ. শিক্ষা
৩. কোন বয়সে মানুষের ব্যক্তিত্বের বীজ রোপিত হয়?
ক. শিশু বয়স
খ. বৃদ্ধ বয়স
● তরুণ বয়স
ঘ. শৈশব বয়স
৪. কোন পরিবেশের মধ্যে ব্যক্তিত্বের আত্মপ্রকাশ ঘটে?
● সামাজিক পরিবেশ
খ. পারিবারিক পরিবেশ
গ. রাষ্ট্রীয় পরিবেশ
ঘ. অর্থনৈতিক পরিবেশ
৫. ব্যক্তিত্বের প্রতি অনুকূপ মনোভাব সৃষ্টি করে—
● দৈহিক আকর্ষণ
খ. অর্থ
গ. শিক্ষা
ঘ. বয়স
৬. তরুণ-তরুণীরা কোন ধরনের ব্যক্তিদের পছন্দ করে?
ক. যারা তাদের ভালোবাসে
খ. যারা তাদের প্রশংসা করে
গ. যারা তাদের উপদেশ দেয়
● যারা তাদের আচরণ বোঝে
৭. কোনটি তরুণ বয়সের ঐশ্বর্য?
● দৈহিক সৌন্দর্য
খ. আত্মসন্তুষ্টি
গ. আত্মবিশ্বাস
ঘ. মানসিক সৌন্দর্য
৮. চুরি করা, মিথ্যা বলা ইত্যাদি আচরণ তরুণদের মধ্যে কোন ধরনের বিপত্তির কারণে হয়ে থাকে?
ক. পারিবারিক
খ. নৈতিক
● মানসিক
ঘ. সামাজিক
৯. কোন ধরনের আচরণ সম্পর্কে অনভিজ্ঞ তারুণ্যে সবচেয়ে বেশি প্রকট হয়ে ওঠে?
ক. নৈতিক আচরণ
খ. সামাজিক আচরণ
গ. পারিবারিক আচরণ
● যৌন আচরণ
১০. সুন্দর চেহারা ও দৈহিক কাঠামো কিসের জন্ম দেয়?
● দাম্ভিকতার
খ. সরলতার
গ. পরিপক্কতার
ঘ. নৈতিকতার
১১. আবেগের সুষ্ঠু বিকাশ হয়—
ক. প্রতিকূল পরিবেশে
● অনুকূল পরিবেশে
গ. পারিবারিক পরিবেশে
ঘ. সামাজিক পরিবেশে
১২. কত বছর বয়সের ছেলেমেয়েরা খিটখিটে মেজাজের হয়?
ক. ১০ বছর
খ. ১১ বছর
গ. ১২ বছর
● ১৪ বছর
১৩. কী ধরনের পরিবেশ আবেগের সুষ্ঠু বিকাশ হয়?
ক. পারিবারিক
খ. সামাজিক
গ. প্রতিকূল
● অনুকূল
১৪. তরুণ বয়সের ছেলেমেয়েরা দিনের অধিকাংশ সময় গৃহের বাইরে কাটায় কেন?
ক. অর্থ উপার্জনের জন্য
● প্রাতিষ্ঠানিক শিক্ষা লাভের জন্য
গ. খেলাধুলার জন্য
ঘ. সামাজিক কর্মকাণ্ডের জন্য
১৫. তরুণদের মনোভাব, কথাবার্তা, আগ্রহ ও আচরণের ওপর কার প্রভাব বেশি পরিলক্ষিত হয়?
ক. ভাইবোনের
● সমবয়সিদের
গ. মা-বাবার
ঘ. শিক্ষকদের
১৬. তারুণ্যে মেয়েরা কী ধরনের দল গঠন করে থাকে?
ক. উদ্দেশ্যমূলক দল
● ছোট ও দৃঢ় দল
গ. খেলাধুলার দল
ঘ. বড় দল
১৭. নেতৃত্বস্থানীয় তরুণ-তরুণীর গুরুত্বপূর্ণ বৈশিষ্ট্য কোনটি?
ক. শিক্ষা
খ. পারিপাট্য
● ব্যক্তিত্ব
ঘ. সুস্বাস্থ্য
১৮. অভিযোজনের সংকটময় কাল হচ্ছে—
ক. শিশু বয়স
খ. শৈশব
গ. কৈশোর
● তারুণ্য
১৯. তরুণ-তরুণীর জীবনে একটি বাস্তব জগৎ হচ্ছে—
● সমবয়সি
খ. পরিবার
গ. মা-বাবা
ঘ. দাদা-দাদি
২০. কখন পরিশ্রমসাপেক্ষ খেলাধুলার প্রতি আগ্রহ কমে যায়?
ক. শৈশবে
খ. কৈশোরে
গ. যৌবনে
● তারুণ্যের শেষ দিকে
২১. নেতৃস্থানীয় তরুণ-তরুণীর গুরুত্বপূর্ণ বৈশিষ্ট্য হলো—
ক. চেহারা
খ. পোশাক
● ব্যক্তিত্ব
ঘ. স্বাস্থ্য
২২. নৈতিকতার চালিকাশক্তি হচ্ছে—
● বিবেক
খ. শিক্ষা
গ. আচরণ
ঘ. ধর্ম
২৩. শিশুরা নৈতিক শিক্ষা কোথা থেকে লাভ করে?
ক. সহপাঠী
● পরিবার
গ. সমাজ
ঘ. রাষ্ট্র
২৪. কোন ধরনের তরুণদের মধ্যে নীতিবোধের কিছুটা অভাব থাকে?
● উচ্চবিত্ত তরুণদের মধ্যে
খ. নিম্নবিত্ত তরুণদের মধ্যে
গ. মধ্যবিত্ত তরুণদের মধ্যে
ঘ. নিম্ন মধ্যবিত্ত তরুণদের মধ্যে
২৫. মিচেল (Mitchell) তরুণদের নৈতিক আচরণের কয়টি পরিবর্তন দেখতে পান?
ক. দুটি
খ. তিনটি
গ. চারটি
● পাঁচটি
২৬. সমাজের নির্ধারিত সকল রীতিনীতি অনুযায়ী ভালো-মন্দ, বিচার-বুদ্ধি ও লোভ প্রতিহত করাকে কী বলে?
● নৈতিকতা
খ. সামাজিকতা
গ. সামাজিক আইন
ঘ. সামাজিক নিয়ম
২৭. তরুণ বয়সে নৈতিক উন্নতির সাথে আর কোন বিষয়টি যুক্ত হয় যা অঙ্গাঙ্গীভাবে জড়িত?
● চিন্তাধারার বৃদ্ধি
খ. অনুসরণ
গ. আনুগত্য
ঘ. দৃষ্টিভঙ্গি
২৮. কোন সমাজের তরুণদের মধ্যে ন্যায়-অন্যায় সম্পর্কে ধারণা সুস্পষ্ট?
● মধ্যবিত্ত
খ. সংস্কৃতমনা
গ. নিম্নবিত্ত
ঘ. উচ্চবিত্ত
২৯. মানবজীবনের কোন সময়ে ন্যায়পরায়ণতা বোধ প্রাধান্য লাভ করে?
ক. প্রাপ্ত বয়সে
● তারুণ্যে
গ. অতি শৈশবে
ঘ. শৈশবে
৩০. তরুণ বয়সে ছেলেমেয়েদের কার সাথে বন্ধুত্বপূর্ণ সম্পর্ক থাকা আবশ্যক?
ক. প্রতিবেশী
খ. শিক্ষক
● পরিবারের সদস্য
ঘ. সমবয়সি
৩১. তরুণ বয়সে ছেলেমেয়েরা বাবা-মাকে সেকেলে বা Back dated মনে করে কেন?
● সংস্কৃতিগত পার্থক্যের জন্য
খ. চিন্তাধারার পার্থক্যের জন্য
গ. বয়সের ব্যবধানের জন্য
ঘ. সামাজিক পার্থক্যের জন্য
৩২. কোন ধরনের পরিবারের মধ্যে মা-বাবার সাথে তরুণ ছেলেমেয়েদের সুসম্পর্কের অভাব বেশি দেখা যায়?
ক. বড় পরিবার
খ. মধ্যবিত্ত পরিবার
গ. ছোট আকৃতির পরিবার
● মধ্যম আকৃতির পরিবার
৩৩. তরুণ ছেলেমেয়েরা কার শাসন পদ্ধতি পছন্দ করে না?
● মা-বাবার
খ. সহপাঠীর
গ. শিক্ষকের
ঘ. বড় ভাইবোনের
৩৪. তরুণ ছেলেমেয়েরা কাদের সাথে থাকতে বেশি পছন্দ করে?
ক. মা-বাবার
● বন্ধুবান্ধবের
গ. শিক্ষকের
ঘ. দাদা-দাদির
৩৫. কত বছর বয়সে পেশা নির্বাচন করতে হয়?
● ১৮ বছর
খ. ১৯ বছর
গ. ২০ বছর
ঘ. ২২ বছর
৩৬. কখন ছেলেমেয়েরা তাদের ভবিষ্যৎ পেশা সম্পর্কে গভীরভাবে চিন্তা করে?
ক. যৌবনে
খ. কৈশোরে
● তারুণ্যের শেষভাগে
ঘ. শৈশবে
৩৭. কত বছর বয়সের ছেলেমেয়েরা জীবিকা সম্পর্কে অলীক কল্পনা করে?
ক ৯/১০ বছর
● ১১/১২ বছর
ঘ. ১৮/২০ বছর
গ. ১৫/১৬ বছর
৩৮. ছেলেমেয়েদের সংকটময় কাল হচ্ছে—
ক. শৈশব
খ. প্রাক-শৈশব
গ. কৈশোর
● তারুণ্য
৩৯. সমাজের অনাকাঙ্ক্ষিত কাজ বলতে কী বোঝায়?
● সমাজবিরোধী কাজ
খ. নৈতিক কাজ
গ. অনাকাঙ্ক্ষিত কাজ
ঘ. রাষ্ট্রবিরোধী কাজ
৪০. কত বছর বয়স হতে ছেলেমেয়েদের অপরাধপ্রবণতা শুরু হয়?
ক. ৫/৭ বছর
খ. ৬/৭ বছর
গ. ৮/৯ বছর
● ১০/১১ বছর
৪১. শিশুর প্রথম ও প্রধান শিক্ষালয় কোনটি?
● পরিবার
খ. সমাজ
গ. বিদ্যালয়
ঘ. রাষ্ট্র
৪২. ব্যক্তিত্ব গঠনে কার ভূমিকা অপরিসীম?
ক রাষ্ট্রের
খ. সমাজের
● পরিবারের
ঘ. বিদ্যালয়ের
৪৩. মানুষের স্বাভাবিক কর্মক্ষমতা লোপ পায়—
● মাদকদ্রব্য সেবনের ফলে
খ. অতিরিক্ত খাদ্য খাওয়ার ফলে
গ. অর্থনৈতিক মন্দার কারণে
ঘ. পারিবারিক অশান্তির কারণে
৪৪. তারুণ্যে প্রধান সামাজিক ও নৈতিক সমস্যাগুলোর মধ্যে অন্যতম—
● মাদকাসক্তি
খ. অশিক্ষা
গ. দারিদ্র্য
ঘ. অবহেলা
৪৫. জীবনধারণের জন্য যে জীবিকার প্রয়োজন তাকে কী বলে?
ক. নিরাপত্তা
খ. সম্মান
● বৃত্তি
ঘ. প্রতিষ্ঠা
৪৬. কখন থেকে একজন ব্যক্তি জীবিকা নির্বাচনের তাগিদ অনুভব করে?
ক. কৈশোর
খ. তারুণ্য
● শৈশব
ঘ. বয়ঃপ্রাপ্তি
৪৭. কোন সময়ে ছেলেমেয়েরা তাদের ভবিষ্যৎ পেশা সম্পর্কে গভীরভাবে চিন্তা করতে পারে?
ক. কৈশোরে
খ. মধ্য শৈশবে
● তারুণ্যের শেষভাগে
ঘ. প্রাক শৈশবে
৪৮. জীবনে প্রতিষ্ঠা আনার মাধ্যম কোনটি?
ক. পড়াশোনা
● পেশা
গ. বিনোদন
ঘ. সামাজিকতা
৪৯. মানবজীবনের কোন সময়কালে নানা ধরনের বিপর্যয় দেখা দেয়?
ক শৈশবে
খ. বার্ধক্যে
● তারুণ্যে
ঘ. নবজাতকালে
৫০. কোনটি প্রতিকূল পারিবারিক পরিবেশের ফল?
ক. যানবাহনে বিনা টিকেটে ভ্রমণ
● মা-বাবার দাম্পত্য কলহ
গ. জোরপূর্বক চাঁদা আদায়
ঘ. শিক্ষা প্রতিষ্ঠানে দুর্নীতি
আরো দেখো: HSC গার্হস্থ্য বিজ্ঞান ১ম ও ২য় পত্রের সৃজনশীল প্রশ্ন উত্তর
শিক্ষার্থীরা, উপরে আমরা তোমাদের জন্য গার্হস্থ্য বিজ্ঞান ২য় পত্র ৭ম অধ্যায় mcq প্রশ্ন উত্তর শেয়ার করেছি। তোমাদের পরীক্ষার যেমন হবে, এটি সেই আলোকেই তৈরি করা হয়েছে। উপরে দেওয়া Answer Sheet অপশনে ক্লিক করে মডেল টেস্টের উত্তর সংগ্রহ করে নাও।
ডাউনলোড করতে অসুবিধা হলে আমাদের ফেসবুক পেজে ইনবক্স করো। আমরা আছি ইউটিউবেও। আমাদের YouTube চ্যানেলটি SUBSCRIBE করতে পারো এই লিংক থেকে।
Discussion about this post