গার্হস্থ্য বিজ্ঞান ২য় পত্র ১ম অধ্যায় mcq : সামাজিক প্রতিষ্ঠান হিসেবে পরিবার সমাজের একটি গুরুত্বপূর্ণ অঙ্গ। পরিবার একটি সর্বজনীন প্রতিষ্ঠান। কারণ পৃথিবীর সর্বত্র পরিবার ব্যবস্থা লক্ষ করা যায়। তবে বিভিন্ন সমাজে পরিবারের কাঠামোতে ভিনড়বতা দেখা যায়।
কোথাও একক পরিবার, কোথাও যৌথ পরিবার, কোথাও এক-বিবাহভিত্তিক পরিবার, কোথাও বহু-বিবাহভিত্তিক পরিবার, কোথাও নয়াবাস ভিত্তিক পরিবার, কোথাও মাতৃবাস আবার কোথাও পিতৃবাস ভিত্তিক পরিবার ব্যবস্থা দেখা যায়।
পরিবারকে যে কাঠামোতেই দেখা যাক না কেনো পরিবারের মৌলিক কার্যাবলির কোনো তারতম্য নেই। সন্তান জন্মদান, লালন-পালন, সন্তানের শিক্ষা, স্বাস্থ্য ইত্যাদি বিষয়ে পরিবার গুরুত্বপূর্ণ ও দায়িত্বশীল ভূমিকা পালন করে। আর পরিবারের সবচেয়ে গুরুত্বপূর্ণ কাজ হলো একটি শিশুকে সামাজিক জীবে পরিণত করা।
জন্মের সময় একটি শিশু কেবল মানব শিশুই থাকে কিন্তু বৃহৎ সামাজিকীকরণ প্রক্রিয়ার মাধ্যমে সে সামাজিক জীবে পরিণত হয়। ব্যক্তির সামাজিকীকরণে পরিবারের ভূমিকা সবচেয়ে বেশি।
গার্হস্থ্য বিজ্ঞান ২য় পত্র ১ম অধ্যায় mcq
১. কোন পরিবারে ক্ষমতা ও নেতৃত্ব একজন পুরুষের ওপর ন্যাস্ত থাকে?
ক. মাতৃপ্রধান পরিবারে
● পিতৃপ্রধান পরিবারে
গ. নয়াবাস পরিবারে
ঘ. যৌথ পরিবারে
২. আমাদের সমাজ মূলত–
ক. মাতৃপ্রধান
● পিতৃপ্রধান
গ. পিতৃবাস
ঘ. মাতৃবাস
৩. আমাদের দেশে কোন উপজাতিদের মধ্যে মাতৃপ্রধান পরিবার লক্ষ করা যায়?
ক. চাকমা
খ. মণিপুরি
● গারো
ঘ. সাঁওতাল
৪. বিবাহোত্তর বসবাসের স্থানের ওপর ভিত্তি করে পরিবার কয় ভাগে বিভক্ত?
ক. দুই ভাগে
● তিন ভাগে
গ. চার ভাগে
ঘ. পাঁচ ভাগে
৫. হিন্দু পুরাণে কার পঞ্চস্বামী ছিল?
● দ্রৌপদীর
খ. বেহুলার
গ. সাবিত্রীর
ঘ. কুন্তিদেবীর
৬. আধুনিক সভ্য সমাজে কোন ধরনের পরিবার বেশি?
ক. বহুপত্নীক পরিবার
● একপতি পত্নীক পরিবার
গ. মাতৃতান্ত্রিক পরিবার
ঘ. গোষ্ঠী পরিবার
৭. কোন সমাজে বহুপত্নীক পরিবার দেখা যায়?
ক. খ্রিষ্ট সমাজে
খ. বৌদ্ধ সমাজে
● মুসলিম সমাজে
ঘ. শিখ সমাজে
৮. আদিমকালে সমাজে কোন ধরনের পরিবারের অস্তিত্ব ছিল?
● গোষ্ঠী পরিবার
খ. বহুপত্নীক পরিবার
গ. মাতৃ বাসস্থান পরিবার
ঘ. নয়াবাস পরিবার
৯. বাসস্থানের অধিকার অথবা বিবাহোত্তর বাসস্থানের বসবাসের স্থান অনুযায়ী পরিবার কত প্রকার?
ক. দুই প্রকার
খ. তিন প্রকার
● চার প্রকার
ঘ. পাঁচ প্রকার
১০. মাতৃবাস পরিবারে বিবাহের পর স্বামী-স্ত্রী কোথায় বসবাস করে?
● স্ত্রীর পিতৃগৃহে
খ. নতুন সংসারে
গ. স্বামীর পিতৃগৃহে
ঘ. মাতৃগৃহে
১১. সন্তান মাতার সম্পত্তি ও বংশমর্যাদা উত্তরাধিকারসূত্রে লাভ করে কোন ধরনের পরিবারে?
ক. যৌথ পরিবারে
খ. পিতৃসূত্রীয় পরিবারে
● মাতৃসূত্রীয় পরিবারে
ঘ. নয়াবাস পরিবারে
১২. অণু পরিবারের সংখ্যা কোথায় বেশি?
ক. গ্রামাঞ্চলে
● শহরাঞ্চলে
গ. হিন্দু সমাজে
ঘ. মুসলিম সমাজে
১৩. মাতৃতান্ত্রিক পরিবার বাংলাদেশের কোথায় দেখা যায়?
ক. মুসলিম সমাজে
খ. হিন্দু সমাজে
● ক্ষুদ্র নৃগোষ্ঠীর মধ্যে
ঘ. শহরাঞ্চলে
১৪. বর্তমানে শহরাঞ্চলে কোন পরিবারের সংখ্যা বৃদ্ধি পাচ্ছে?
● নয়াবাস পরিবার
খ. যৌথ পরিবার
গ. বিস্তৃত পরিবার
ঘ. এক পরিবার
১৫. বংশমর্যাদা ও উত্তরাধিকারের ভিত্তিতে পরিবার কয় ভাগে বিভক্ত?
● দুই ভাগে
খ. তিন ভাগে
গ. চার ভাগে
ঘ. পাঁচ ভাগে
১৬. আকারের ওপর ভিত্তি করে পরিবার কয় ধরনের?
ক. দুই ধরনের
● তিন ধরনের
গ. চার ধরনের
ঘ. পাঁচ ধরনের
১৭. গ্রামাঞ্চলে কৃষিপ্রধান সমাজে কোন পরিবারের সংখ্যা বেশি?
● যৌথ পরিবার
খ. অণু পরিবার
গ. নয়াবাস পরিবার
ঘ. মাতৃপ্রধান পরিবার
১৮. এক বা একাধিক স্ত্রীর সংখ্যার ভিত্তিতে পরিবার কয় প্রকার?
● দুই প্রকার
খ. তিন প্রকার
গ. চার প্রকার
ঘ. পাঁচ প্রকার
১৯. গোত্র অনুসারে পাত্রপাত্রী নির্বাচনের ভিত্তিতে পরিবার কয় প্রকার?
● দুই প্রকার
খ. তিন প্রকার
গ. চার প্রকার
ঘ. পাঁচ প্রকার
২০. বাংলাদেশে কোন সমাজে স্বজাতি বর্ণের মধ্যে পাত্রপাত্রী নির্বাচন করতে দেখা যায়?
ক. মুসলিম সমাজে
● হিন্দু সমাজে
গ. বৌদ্ধ সমাজে
ঘ. খ্রিষ্ট সমাজে
২১. দৈহিক প্রকৃতি ও মানসিক আবেগ প্রবণতার প্রধান কেন্দ্র কোনটি?
● পরিবার
খ. সমাজ
গ. বিদ্যালয়
ঘ. খেলার মাঠ
২২. বহু পরিবারের সমষ্টিকে কী বলা হয়?
● সমাজ
খ. রাষ্ট্র
গ. ক্লাব
ঘ. মহল্লা
২৩. সংঘবদ্ধ জীবনের সবচেয়ে বিশ্বজনীন রূপ–
ক. সমাজ
খ. রাষ্ট্র
● পরিবার
ঘ. ক্লাব
২৪. সন্তান জন্মদান, পিতামাতার স্নেহ-ভালোবাসা, মায়া-মমতা অধিকারবোধ ইত্যাদি হচ্ছে–
ক. পরিবারের সামাজিক একক
খ. পরিবারের বিশ্বজনীনত্ব
গ. পরিবারের আকার
● পরিবারের আবেগময় ভিত্তি
২৫. পরিবারের সকল সদস্যের চাহিদা পূরণ হয় কিসের মাধ্যমে?
ক. ধর্মের মাধ্যমে
● অর্থের মাধ্যমে
গ. দায়িত্বের মাধ্যমে
ঘ. রুচির মাধ্যমে
২৬. পরিবারের ভিত্তি কোনটি?
ক. শিক্ষার বিকাশ
● বংশধারা সংরক্ষণ
গ. সামাজিক নিরাপত্তা
ঘ. অর্থনৈতিক নিরাপত্তা
২৭. পারস্পরিক বিশ্বাস গভীর হলে কোনটি দৃঢ় হবে?
● পারিবারিক বন্ধন
খ. জীবনের নিরাপত্তা
গ. সামাজিক রন্ধন
ঘ. অর্থনৈতিক নিরাপত্তা
২৮. পরিবারের মধ্যে কিসের মিল থাকলে পরিবার ও সমাজে শান্তি বজায় থাকে?
ক. বয়সের
খ. চাহিদার
গ. লক্ষ্যের
● ধর্মের
২৯. একটি পরিবারে সদস্য সংখ্যা কমপক্ষে কতজন হতে হবে?
ক. ৩
খ. ৫
গ. ৪
● ২
৩০. পরিবারে সদস্যদের মধ্যে কোন গুণটি বেশি থাকলে পরিবারের স্থায়িত্ব বেশি হয়?
ক. কর্তব্যবোধ
খ. আবেগ
● আন্তরিকতা
ঘ. আত্মসংযম
৩১. পারস্পরিক বিশ্বাস গভীর হলে কোনটি দৃঢ় হবে?
● পারিবারিক বন্ধন
খ. জীবনের নিরাপত্তা
গ. সামাজিক বন্ধন
ঘ. অর্থনৈতিক নিরাপত্তা
৩২. পরিবারের মধ্যে কীসের মিল থাকলে পরিবার ও সমাজে শান্তি বজায় থাকে?
ক. বয়সের
খ. চাহিদার
গ. লক্ষ্যের
● ধর্মের
৩৩. পরিবারে সদস্যদের মধ্যে কোন গুণটি বেশি থাকলে পরিবারের স্থায়িত্ব বেশি হয়?
ক. কর্তব্যবোধ
খ. আবেগ
● আন্তরিকতা
ঘ. আত্মসংযম
৩৪. স্বামী-স্ত্রীর দাম্পত্য সম্পর্ক কোন ধরনের কাজ?
● জৈবিক
খ. শিক্ষামূলক
গ. অর্থনৈতিক
ঘ. মনস্তাত্ত্বিক
৩৫. সন্তানের জন্মদান পরিবারের কোন ধরনের কাজ?
ক. শিক্ষামূলক কাজ
● সামাজিক কাজ
গ. ধর্মীয় কাজ
ঘ. মনস্তাত্ত্বিক কাজ
৩৬. সমাজের প্রাথমিক শিক্ষাকেন্দ্র কোনটি?
ক. বিদ্যালয়
● পরিবার
গ. গোত্র
ঘ. ধর্ম
৩৭. কিসের মাধ্যমে সন্তানেরা বৃহত্তর সমাজ জীবনের সাথে পরিচিত হয়?
ক. বিদ্যালয়ের মাধ্যমে
খ. বন্ধুবান্ধবের মাধ্যমে
● পরিবারের মাধ্যমে
ঘ. শিক্ষকের মাধ্যমে
৩৮. পরিবারকে আমরা কিসের সাথে তুলনা করতে পারি?
● রাষ্ট্রের সাথে
খ. বিদ্যালয়ের সাথে
গ. সমাজের সাথে
ঘ. গোত্রের সাথে
৩৯. ছোট শিশু মায়ের নিবিড় ভালোবাসার মধ্যে কী খুঁজে পায়?
ক. শিক্ষা
খ. ধর্ম
● নিরাপত্তা
ঘ. স্বাস্থ্য
৪০. কিসের অভাবে একটি শিশুর মানসিক বিকাশ ও ব্যক্তিত্বের বিকাশকে ব্যাহত করে?
ক. অর্থের অভাবে
● স্নেহ-ভালোবাসার অভাবে
গ. স্বাস্থ্যের অভাবে
ঘ. পরিচ্ছন্নতার অভাবে
৪১. মানুষ স্নেহ ভালোবাসার চাহিদা মেটানোর উপযুক্ত পরিবেশ কোথায় পায়?
ক. সহপাঠীদের কাছে
● পরিবারের কাছে
গ. আত্মীয়-স্বজনের কাছে
ঘ. প্রতিবেশিদের কাছে
৪২. গ্রামীণ অর্থনীতিতে পরিবার কীসের একক?
ক. আয়ের
খ. ভোগের
● উৎপাদনের
ঘ. কৃষির
৪৩. শিশুদের মূল্যবোধ জাগ্রত করে কোনটি?
ক. সমাজ
খ. পাঠাগার
গ. বিনোদন
● ধর্মীয়বোধ
৪৪. সামাজিক ক্রিয়ার প্রশিক্ষণ কেন্দ্র কোনটি?
ক. পাঠাগার
খ. বিদ্যালয়
গ. ধর্মীয় প্রতিষ্ঠান
● পরিবার
৪৫. পারিবারিক আড্ডা পরিবারের সদস্যদের মধ্যে কী বজায় রাখে?
ক. ভালোবাসা
খ. সহমর্মিতা
● ঐক্য
ঘ. সম্মান
৪৬. সমাজকে সুন্দরভাবে এবং পরিকল্পিত উপায়ে টিকিয়ে রাখতে হলে কোনটির প্রয়োজন?
ক. সামাজিক প্রতিষ্ঠান
খ. শিক্ষা প্রতিষ্ঠান
● পরিবার
ঘ. রাজনৈতিক প্রতিষ্ঠান
৪৭. আমাদের জীবনের মৌলিক চাহিদাগুলো অর্জনের জন্য কী প্রয়োজন?
● অর্থ
খ. সচেতনতা
গ. মর্যাদা
ঘ. শিক্ষা
৪৮. পরিবারের সদস্যরা একে অন্যের অনুভূতি অনুভব করতে পারে কীসের মাধ্যমে?
● গভীর মমত্ববোধের মাধ্যমে
খ. শিক্ষার মাধ্যমে
গ. প্রতিযোগিতার মাধ্যমে
ঘ. আবেগের মাধ্যমে
৪৯. শিশুর স্বাস্থ্য পরিচর্যার মুখ্য ভূমিকা পালন করে কোনটি?
ক. রাষ্ট্র
● পরিবার
গ. পরিচর্যাকারী
ঘ. হাসপাতাল
৫০. পরিবার থেকে কিসের উৎপত্তি?
● সমাজের
খ. রাষ্ট্রের
গ. ধর্মের
ঘ. অর্থের
আরো দেখো: HSC গার্হস্থ্য বিজ্ঞান ১ম ও ২য় পত্রের সৃজনশীল প্রশ্ন উত্তর
শিক্ষার্থীরা, উপরে আমরা তোমাদের জন্য গার্হস্থ্য বিজ্ঞান ২য় পত্র ১ম অধ্যায় mcq প্রশ্ন উত্তর শেয়ার করেছি। তোমাদের পরীক্ষার যেমন হবে, এটি সেই আলোকেই তৈরি করা হয়েছে। উপরে দেওয়া Answer Sheet অপশনে ক্লিক করে মডেল টেস্টের উত্তর সংগ্রহ করে নাও।
ডাউনলোড করতে অসুবিধা হলে আমাদের ফেসবুক পেজে ইনবক্স করো। আমরা আছি ইউটিউবেও। আমাদের YouTube চ্যানেলটি SUBSCRIBE করতে পারো এই লিংক থেকে।
Discussion about this post