অষ্টম শ্রেণির গার্হস্থ্য বিজ্ঞান ৩য় অধ্যায় সৃজনশীল প্রশ্ন ও উত্তর : স্বাভাবিক জীবনযাপনের মধ্যে কখনো কখনো আমরা নানারকম রোগে আক্রান্ত হই। বেশিরভাগ রোগে আমরা চিকিৎসার পাশাপাশি গৃহে যথাযথ শূশুষার মাধ্যমে আরোগ্য লাভ করি। সাধারণ সর্দি, কাশি, জবর থেকে শুরু করে বিভিন্নরকম সংক্রামক রোগ যেমন- হাম, বসন্ত ইত্যাদি রোগেও আমরা আক্রান্ত হই। পরিবারের যে কোনো সদস্য রোগাক্রান্ত হলে, তার বিশেষভাবে যত্ন নেওয়া দরকার।
অসুস্থ ব্যক্তির শারীরিক দুর্বলতার কারণে যথাযথ যত্নের দরকার হয়। তাকে আরাম ও বিশ্রাম দেওয়ার জন্য কোলাহলমুক্ত, স্বাস্থ্যকর পরিবেশে রাখা দরকার । আর সে কারণেই রোগীর জন্য আলো-বাতাসপূর্ণ, স্বাস্থ্যসম্মত একটা কক্ষের প্রয়োজন হয়। রোগীকে নির্দিষ্ট কক্ষে রেখে তার উপযুক্ত শুশ্রূষা করতে পারলে,যে কোনো রোগ থেকেই সে সহজে এবং তাড়াতাড়ি নিরাময় পেতে পারে।
অষ্টম শ্রেণির গার্হস্থ্য বিজ্ঞান ৩য় অধ্যায় সৃজনশীল প্রশ্ন ও উত্তর
সৃজনশীল প্রশ্ন ১ : দুই সপ্তাহ ধরে মুন্না জ্বরে ভুগছে। জ্বর কখনো থাকে আবার থাকে না। মা ছেলের মাথা ধুয়ে দেন ও গা স্পঞ্জ করেন। এতেও জ্বর না কমায় মা চিন্তিত হয়ে ছেলেকে ডাক্তারের কাছে নিয়ে যান। ডাক্তার সব শুনে মুন্নার দেহের তাপমাত্রার পরিবর্তনের হার রেকর্ড করতে বলেন এবং পথ্যের ব্যাপারে সচেতন হতে বলেন। মুন্না তেমন কিছুই খায় না। মা ছেলেকে বিভিন্ন ধরনের ক্যালরিবহুল, সহজপাচ্য ও টাটকা খাবার তৈরি করে বারবার খেতে দেন।
ক. সুস্থ স্বাভাবিক অবস্থায় আমাদের দেহের তাপমাত্রা কত?
খ. জ্বর মাপার জন্য কী ধরনের থার্মোমিটার প্রয়োজন? বুঝিয়ে লিখ।
গ. ডাক্তার কেন মুন্নার দেহের তাপমাত্রা পরিবর্তনের হার রেকর্ড করতে বলেন- ব্যাখ্যা কর।
ঘ. মায়ের দেওয়া পথ্য পরিবেশন মুন্নার সুস্থতার জন্য যথার্থ কি না- তোমার উত্তরের সপক্ষে যুক্তি দাও।
সৃজনশীল প্রশ্ন ২ : তনিমা স্কুল থেকে বাসায় ফিরে এলে শরীরের জ্বরজ্বরভাব অনুভব করে। রাতে শরীরের তাপমাত্রা তীব্রভাবে বেড়ে যায়। তনিমার মা থার্মোমিটার দিয়ে কয়েকবার তাপমাত্রা মেপে দেখেন বিভিন্ন সময়ে তাপমাত্রা বিভিন্ন হচ্ছে। পরদিন ডাক্তারের কাছে গেলে ডাক্তার শরীরের তাপমাত্রা নির্ণয় করে রেকর্ড করতে বলেন এবং রোগীর শারীরিক যত্নে ক্যালরিবহুল ও সহজপাচ্য খাবার দিতে পরামর্শ দেন।
ক. শিশু ও বয়স্ক রোগীরা কোন ধরনের খাবার সহজে হজম করতে পারে?
খ. রোগীর মানসিক যত্নের প্রয়োজনীয়তা ব্যাখ্যা কর।
গ. উদ্দীপকে তনিমার শরীরের তাপমাত্রা রেকর্ড করার কারণ ব্যাখ্যা কর।
ঘ. উদ্দীপকে তনিমার শারীরিক যত্নে ডাক্তারের পরামর্শের যৌক্তিকতা পাঠ্যপুস্তকের আলোকে বিশ্লেষণ কর।
JSC শিক্ষার্থীরা নতুন নতুন সাজেশান্স ও নোট পেতে আমাদের Facebook Page এ Like দিয়ে রাখো। আমরা আছি ইউটিউবেও। আমাদের YouTube চ্যানেলটি SUBSCRIBE করতে পারো এই লিংক থেকে।
Discussion about this post