অষ্টম শ্রেণির গার্হস্থ্য বিজ্ঞান ৪র্থ অধ্যায় সৃজনশীল প্রশ্ন ও উত্তর : ১০ বছর থেকে ১৯ বছর বয়সকে কৈশোরকাল বলা হয়। এই কৈশোর কালেরই অপর নাম বয়ঃসন্ধিকাল। বয়ঃসন্ধিকাল দ্রুত পরিবর্তনের সময়। এ সময়ের শারীরিক পরিবর্তনের মধ্যে উল্লেখযোগ্য হলো ওজন ও উচ্চতা বৃদ্ধি এবং বিভিন্ন যৌনাঙ্গের পরিবর্তন। অন্যান্য সকল পরিবর্তনের মতো যৌন পরিবর্তনও এক ধরনের বিকাশ।
এই পরিবর্তনের মধ্য দিয়ে একটি শিশু পূর্ণবয়স্ক ব্যক্তিতে পরিণত হয়। এই পরিবর্তনের ধরন ও কারণ সম্পর্কে সঠিক ধারণা না থাকলে অনেক জটিল পরিস্থিতির সৃষ্টি হতে পারে, মনটা সবসময় দুশ্চিন্তাগ্রস্ত থাকে । তাই বয়ঃসন্ধিক্ষণ বয়সটিকে ঝড়-ঝঞ্চার বয়স বলে মনে করা হয়।
অষ্টম শ্রেণির গার্হস্থ্য বিজ্ঞান ৪র্থ অধ্যায় সৃজনশীল প্রশ্ন ও উত্তর
সৃজনশীল প্রশ্ন ১ : অষ্টম শ্রেণির ছাত্র কারিফ বিভিন্ন শিক্ষাসামগ্রী কেনা এবং বন্ধুবান্ধবদের সাথে বেড়াতে যাওয়ার জন্য টাকা চাইলে তার বাবা-মা রাগ করে। এতে তার খুব মন খারাপ হয়। অপরদিকে সপ্তম শ্রেণিতে পড়ুয়া তার ছোট বোন সুমনা মনযোগসহকারে পড়াশোনা করে এবং কোনো নিয়ম ভঙ্গ করে না। সে সবসময় শিক্ষকের প্রশ্নের স্বতঃস্ফূর্ত উত্তর দেয়। ফলে তার পরীক্ষার ফলাফলও ভালো হয়।
ক. গ্রোথ হরমোন কাকে বলে?
খ. বয়ঃসন্ধিক্ষণের পরিবর্তনের সময়কাল একেক জনের জন্য একেক রকম।- ব্যাখ্যা কর।
গ. কারিফের সাথে বাবা-মায়ের সম্পর্কের অবনতির কারণ ব্যাখ্যা কর।
ঘ. সুমনার মতো শিক্ষার্থীদের জীবনের সফলতা অনেকখানি নির্ভর করে
সৃজনশীল প্রশ্ন ২ : সোমার বয়স ১৪ বছর। ইদানীং সাজগোজের প্রতি সোমার আগ্রহ বেড়ে গেছে। মায়ের শাড়ি পরে আয়নায় নিজের চেহারা বারবার দেখে এবং টিভি সিরিয়াল দেখার প্রতি আকর্ষণ বেড়ে গেছে। মা এ বিষয়টি বুঝতে পেরে সোমার সাথে এ পরিবর্তন নিয়ে আলাপ করেন।
ক. গ্রন্থি কী?
খ. শারীরিক পরিবর্তনের জন্য কোন রাসায়নিক পদার্থ দায়ী? ব্যাখ্যা কর।
গ. সোমার আচরণের পরিবর্তনের কারণ ব্যাখ্যা কর।
ঘ. সোমার ক্ষেত্রে মায়ের সহযোগিতা কতটুকু কার্যকর? মূল্যায়ন কর।
JSC শিক্ষার্থীরা নতুন নতুন সাজেশান্স ও নোট পেতে আমাদের Facebook Page এ Like দিয়ে রাখো। আমরা আছি ইউটিউবেও। আমাদের YouTube চ্যানেলটি SUBSCRIBE করতে পারো এই লিংক থেকে।
Discussion about this post