৭ম শ্রেণি গার্হস্থ্য বিজ্ঞান ৫ম অধ্যায় | শিশুরা খেলে, কারণ খেলা তাদের আনন্দ দেয়। খেলা শুধু আনন্দই দেয় না, খেলার মাধ্যমে শিশুর দৈহিক, মানসিক, সামাজিক দক্ষতার বিকাশ ঘটে। খেলাধুলা বুদ্ধিমত্তা বাড়ায়, সহনশীলতা ও সহমর্মিতা শেখায় এবং ভাগাভাগি করে নেওয়ার মনোভাব তৈরিতে সাহায্য করে।
খেলাধুলার মধ্য দিয়ে শিশু সঙ্গী সাথীদের সাথে সম্পর্ক গড়ে তোলে। শিশুরা নিজেকে অন্যের কাছে প্রকাশ করতে পারে, অন্যকে বুঝতে শেখে, অন্যের অনুভূতিকে মূল্য দিতে শেখে। খেলাধুলা তাদের মধ্যে ন্যায় ও অন্যায় বোধ জাগ্রত করে। খেলার মধ্য দিয়ে শিশুরা কল্পনা ও নতুন কিছু সৃষ্টির চর্চা করে।
৭ম শ্রেণি গার্হস্থ্য বিজ্ঞান ৫ম অধ্যায় সৃজনশীল প্রশ্ন ও উত্তর
সৃজনশীল প্রশ্ন ১ : ফারাজ তার বিদ্যালয়ের ফুটবল টিমের নির্ভরযোগ্য গোলকিপার। সে প্রতিবেশির বিপদে আপদে সহযোগিতা করার চেষ্টা করে। অবসর সময়ে সে প্রায়ই কাগজ কেটে বিভিন্ন রকমের ফুল, পাখি ও নকশা তৈরি করে। এ ছাড়া ডাকটিকিট সংগ্রহ করা এবং বই পড়াও তার অন্যতম শখ ।
ক. দাবা কোন ধরনের খেলা?
খ. মুদ্রা সংগ্রহ করার অভ্যাস কেন বিনোদনের পাশাপাশি জ্ঞান বৃদ্ধিতেও সহায়ক?
গ. অবসর সময় কাটানোর উপায়টি ফারাজের মাঝে কোন ধরনের বিকাশ ঘটায়? ব্যাখ্যা করো।
ঘ. ফারাজকে অনুসরণ করার মাধ্যমে সামাজিক গুণ অর্জন সহজেই সম্ভব— বিশ্লেষণ করো।
সৃজনশীল প্রশ্ন ২ : সুমিতা একজন কর্মজীবী গৃহিণী। পাঁচ বছর বয়সী একমাত্র মেয়ে মিতাকে তিনি সব সময় পুষ্টিকর খাবার খেতে দেন। মিতা টিভি দেখে ও কম্পিউটারে গেমস খেলে অবসর সময় কাটায়। ইদানীং সুমিতা খেয়াল করছেন মিতা দিন দিন মোটা হয়ে যাচ্ছে এবং সমবয়সী বাচ্চাদের সাথে মেশার পরিবর্তে একা একা গেমস খেলতে পছন্দ করে।
ক. প্রতিটি সুস্থ শিশু দিনের অধিকাংশ সময় কী করে কাটায়?
খ. বয়স বৃদ্ধির সাথে সাথে খেলার প্রকৃতি পরিবর্তিত হয় কি বুঝিয়ে লেখো।
গ. মিতার শারীরিক পরিবর্তনের কারণ ব্যাখ্যা করো।
ঘ. মিতার সময় কাটানোর প্রক্রিয়া তার সামাজিক বিকাশে কীরূপ প্রভাব ফেলবে – বিশ্লেষণ করো।
সৃজনশীল প্রশ্ন ৩ : বাবা-মায়ের প্রথম সন্তান সিথী। তার সব কাজে মা-বাবা তাকে সাহায্য করেন। তারা সিথীকে কম্পিউটারে গেইম খেলতে দেন না। তবে সে কাগজ দিয়ে নৌকা, ব্লক দিয়ে বাড়ি তৈরি এ রকম খেলা করে। মা তাকে দামি খেলনা কিনে না দিলেও খেলার জন্য সময় এবং উৎসাহ দেন।
ক. বুদ্ধি কী?
খ. দীর্ঘ সময় কম্পিউটারে গেইম খেলা ক্ষতিকর কেন?
গ. সিথী কোন ধরনের খেলা করে? ব্যাখ্যা করো।
ঘ. উদ্দীপকে উল্লিখিত মায়ের ভূমিকা সিথীর বুদ্ধিমত্তা ও সৃজনশীলতা বিকাশে কি সহায়ক? উত্তরের সপক্ষে বিশ্লেষণ করো।
সৃজনশীল প্রশ্ন ৪ : অর্ক ও অনিক দুই ভাই। অর্ক বিভিন্ন দেশের মুদ্রা সংগ্রহ করে ও অনিক কবুতর পালন করতে ভালোবাসে। একদিন ছোট মামা অর্কর সংগ্রহ দেখে অভিভূত হয়ে গেলেন। তিনি বললেন, এসব শখ একদিকে যেমন বিনোদন দেয় তেমনি জ্ঞানের ভাণ্ডারকে সমৃদ্ধ করে।
ক. শিশুর সার্বিক বিকাশে কোনটি গুরুত্বপূর্ণ?
খ. খেলার মাধ্যমে কীভাবে সৃজনশীলতা প্রকাশ পায়?
গ. উদ্দীপকে কোন বিষয়টি ফুটে উঠেছে? ব্যাখ্যা করো।
ঘ. অর্কর মামার মন্তব্যটির যৌক্তিকতা বিশ্লেষণ করো।
সৃজনশীল প্রশ্ন ৫ : ফাহিম সব সময় বহিরাঙ্গনে খেলাধুলা করে। ফলে তার শরীরে মেদ জমে না। ফাহিমের বন্ধু জাহিদ দাবা, লুডু খেলতে পছন্দ করে। দিন দিন সে’ মোটা হয়ে যাচ্ছে। কোনো কাজ করলে সে দুর্বল হয়ে পড়ে। তার ঘুম হয় না, প্রায়ই শরীর অসুস্থ থাকে।
ক. ক্যারাম কোন ধরনের খেলা?
খ. বহিরাঙ্গন খেলা বলতে কী বোঝায়?
গ. ফাহিম যে ধরনের খেলাধুলা করে সেগুলো তার শারীরিক বিকাশে কীভাবে সহায়তা করে? ব্যাখ্যা করো।
ঘ. জাহিদের জন্য বহিরাঙ্গনের খেলার প্রয়োজনীয়তা বিশ্লেষণ করো।
সৃজনশীল প্রশ্ন ৬ : তকি তার নৈপুণ্যতা, দক্ষতা, নিয়মানুবর্তিতার জন্য দলের অধিনায়ক। তার সহযোগিতাপূর্ণ মনোভাব, প্রখর চিন্তা ও কল্পনা শক্তির জন্য সে সবার কাছে বেশ প্রশংসনীয়। সৃজনশীল খেলা তার খুব প্রিয় অবসর সময়ে সে প্রায়ই কাগজ কেটে বিভিন্ন রকম ফুল, পাখি, নকশা তৈরি করে, ডাকটিকিট সংগ্রহ করে ও বই পড়ে।
ক. শিশুর খেলার সরঞ্জাম কেমন হওয়া উচিত?
খ. বুদ্ধি বলতে কী বোঝায়?
গ. অবসর সময় কাটানোর উপায়টি তকির মাঝে কোন ধরনের বিকাশ ঘটায়? ব্যাখ্যা করো।
ঘ. তকির আচরণে খেলাধুলার প্রভাব বিশ্লেষণ করো।
অতিরিক্ত আরো প্রশ্ন
৩. মা শিশিরকে কাগজ দিয়ে প্লেন, নৌকা তৈরি করা শেখান। শিশির ব্লক দিয়ে বাড়িঘরও তৈরি করতে পারে। এছাড়া তিনি শিশিরকে বাইরেও দলে খেলতে দেন। সে খেলার মাধ্যমে সহযোগিতা, নেতৃত্ব দান, খাপ খাওয়ানো শিখেছে। মা বলেন, খেলার মাধ্যমেই শিশিরের বুদ্ধিমত্তা ও সৃজনশীলতার বিকাশ ঘটছে।’ [নরসিংদী সরকারী বালিকা উচ্চ বিদ্যালয়]
ক. শিশুর একটি শখের নাম লেখো।
খ. বুদ্ধি বলতে কী বোঝায়? ব্যাখ্যা কর।
গ. কাগজ ও ব্লক দিয়ে বিভিন্ন জিনিস তৈরি শিশিরের কোন ধরনের খেলা ব্যাখ্যা কর।
ঘ. শিশিরের মায়ের উক্তিটির যথার্থতা বিশ্লেষণ কর।
৪. রিজভী সবসময় ঘরের বাইরে খেলাধুলা করে। ফলে তার শরীরে অতিরিক্ত চর্বি ও মেদ জমে না। রিজভীর বন্ধু রেদোয়ান কম্পিউটারে গেমস খেলে। দিন দিন সে মোটা হয়ে যাচ্ছে। কাজ করলে দুর্বল হয়ে পড়ে। ঘুম হয় না, প্রায়ই তার শরীর অসুস্থ থাকে। [ফেনী সরকারী বালিকা উচ্চ বিদ্যালয়]
ক. শিশু কখন থেকে খেলে?
খ. শখ পূরণের বিভিন্ন মাধ্যম লেখ।
গ. রিজভী কোন ধরনের খেলাধুলা করে? এগুলো তার শারীরিক বিকাশে যেভাবে সহায়তা করে তা বর্ণনা কর।
ঘ. রেদোয়ানের জন্য উক্ত খেলার প্রয়োজনীয়তা বিশ্লেষণ কর।
৫. রাফি ও রাইমা দুই ভাইবোন। রাফির বয়স ৭ বছর। আর রাইমার বয়স ১০ মাস। রাইমা একা একা নিজের হাত পা নিয়ে খেলে। কোনো খেলনা পেলে সেটা নেড়েচেড়ে দেখে। আর রাফি বন্ধুদের সাথে ফুটবল খেলে। মাঝে মধ্যে হাডুডুও খেলে।
ক. শখ শব্দের অর্থ কী?
খ. ভ্রমণ জ্ঞানভাণ্ডারকে সমৃদ্ধ করে কীভাবে?
গ. রাইমার খেলা কিরূপ খেলাকে নির্দেশ করে? ব্যাখ্যা কর।
ঘ. রাফির খেলার উপযোগিতা বিশ্লেষণ কর।
৬. সৈকত ৫ম শ্রেণিতে পড়ে। তাকে তার মা ফুটবল, গোল্লাছুট খেলতে দেয় না। সে বাসায় ঘণ্টার পর ঘণ্টা কম্পিউটারে গেমস খেলে। দিন দিন তার ওজন বেড়ে যাচ্ছে, ঘাড়ে, পিঠে ও কোমরে ব্যথা হচ্ছে। তার মা তাকে ডাক্তারের কাছে নিয়ে গেলে ডাক্তার বলেন, বহিরাঙ্গন খেলা শারীরিক বিকাশ ও সুস্থতায় গুরুত্বপূর্ণ অবদান রাখে।
ক. সাইকেল চালানো কোন ধরনের খেলা?
খ. অঙ্গ সঞ্চালনমূলক খেলার গুরুত্ব ব্যাখ্যা করো।
গ. সৈকতকে কীভাবে সুস্থ করে তোলা যায়? বর্ণনা করো।
ঘ. ডাক্তারের পরামর্শটি মূল্যায়ন কর।
৭. মাহিরের নৈপুণ্যতা, আবিষ্কারের দক্ষতা, নিয়মনীতি মেনে খেলাধুলার কারণে সবাই তাকে দলের নেতা মানে। তার সহযোগিতাপূর্ণ মনোভাব, প্রখর চিন্তা ও কল্পনা শক্তির জন্য সে সবার কাছে বেশ প্রশংসনীয়। সৃজনশীল খেলা তার খুব প্রিয়। এর সাহায্যে সে তার স্বকীয়তা ফুটিয়ে তোলে ও চিন্তার সহজ ব্যবহার করে।
ক. মুদ্রার ওপর কীসের ছাপ থাকে?
খ. সৃজনশীলতা বলতে কী বোঝ?
গ. মাহির কীভাবে নৈপুণ্যতা অর্জন করল বর্ণনা করো।
ঘ. মাহিরের আচরণে খেলাধুলার প্রভাব বিশ্লেষণ করো।
►► ১ম অধ্যায়: সৃজনশীল প্রশ্ন ও উত্তর
►► ২য় অধ্যায়: সৃজনশীল প্রশ্ন ও উত্তর
►► ৩য় অধ্যায়: সৃজনশীল প্রশ্ন ও উত্তর
►► ৪র্থ অধ্যায়: সৃজনশীল প্রশ্ন ও উত্তর
►► ৫ম অধ্যায়: সৃজনশীল প্রশ্ন ও উত্তর
►► ৬ষ্ঠ অধ্যায়: সৃজনশীল প্রশ্ন ও উত্তর
►► ৭ম অধ্যায়: সৃজনশীল প্রশ্ন ও উত্তর
►► ৮ম অধ্যায়: সৃজনশীল প্রশ্ন ও উত্তর
►► ৯ম অধ্যায়: সৃজনশীল প্রশ্ন ও উত্তর
►► ১০ম অধ্যায়: সৃজনশীল প্রশ্ন ও উত্তর
উপরে দেয়া Answer Sheet বাটনে ক্লিক করে ৭ম শ্রেণি গার্হস্থ্য বিজ্ঞান ৫ম অধ্যায় সৃজনশীল প্রশ্নের উত্তর ডাউনলোড করে নাও। ডাউনলোড করতে অসুবিধা হলে আমাদের ফেসবুক পেজে ইনবক্স করো। শিক্ষার্থীরা অন্যান্য বিষয়ের নোট ও সাজেশান্স পেতে আমাদের YouTube চ্যানেলটি SUBSCRIBE করতে পারো এই লিংক থেকে।
Discussion about this post