৭ম শ্রেণি গার্হস্থ্য বিজ্ঞান ৭ম অধ্যায় : শিশুকে এক কথায় সংজ্ঞায়িত করা বেশ কঠিন। আমরা পাঁচ বছরের ছেলে-মেয়েকেও শিশু বলি, আবার দশ-এগার বছরের ছেলেমেয়েকেও শিশু বলে থাকি। শিশু মনোবিজ্ঞানীরা অবশ্য শিশুকালকে কয়েকটি পর্যায়ে ভাগ করেছেন। তাদের মতে, জন্মের পর থেকে বয়ঃসন্ধিকাল বা কিশোর বয়সের আগে পর্যন্ত ছেলেমেয়েরাই হচ্ছে শিশু।
জাডিসংঘ শিশু অধিকার সনদ অনুযায়ী ১৮ বছরের বয়সের নিচে সবাই শিশু। জাতীয় শিশু নীতিতে ১৪ বছরের কম বয়সীদের শিশু হিসেবে ধরা হয়। তোমরা নিশ্চয়ই জাতিসংঘ কি জানো। জাতিসংঘ হচ্ছে বিশ্বশান্তি ও নিরাপত্তা রক্ষার পক্ষে সহযোগিতা দানের জন্য গঠিত
আন্তর্জাতিক সংস্থা।
শিশুদের অধিকার নিশ্চিত করার জন্য ১৯৮৯ সালের নভেম্বরে জাতিসংঘ সাধারণ পরিষদে শিশু অধিকার সনদ সর্বসম্মতিক্রমে গৃহীত হয়। ১৯৯০ সালের সেপ্টেম্বরে এটি আন্তর্জাতিক আইনের একটি অংশে পরিণত হয়। ইতিহাসে এটি হচ্ছে সবচেয়ে ব্যাপকতাবে গৃহীত মানবাধিকার চুক্তি। জাতিসংঘের ১৯৩টি সদস্য দেশের মধ্যে ১৯১টি দেশ এই চুক্তি স্বাক্ষর ও অনুমোদন করেছে। বাংলাদেশ তার মধ্যে একটি।
সৃজনশীল প্রশ্ন ১ : রিক্সাচালক আবদুল মালেকের বড় সন্তান রানার বয়স ১২ বছর। সে পঞ্চম শ্রেণিতে পড়ে। পড়াশোনায় সে খুব ভালো। কিন্তু দীর্ঘদিন যাবৎ তার বাবা অসুস্থ থাকায় ঠিকমতো কাজ করতে পারছেন পাঠ-১ না। এ অবস্থায় আবদুল মালেক তার ছেলেকে স্কুলে যাওয়া বন্ধ করে দিয়ে বাড়ির পাশের গার্মেন্টস ফ্যাক্টরির কাজে লাগিয়ে দেন।
ক. সবচেয়ে ব্যাপকভাবে গৃহীত মানবাধিকার চুক্তি কোনটি?
খ. সনদ অনুযায়ী সুরক্ষা থেকে কেন বাংলাদেশের অনেক শিশুই বঞ্চিত হচ্ছে?
গ. রানা কোন অধিকার থেকে বঞ্চিত হয়েছে? ব্যাখ্যা করো।
ঘ. জাতিসংঘের সনদ অনুযায়ী আবদুল মালেকের গৃহীত পদক্ষেপ কতটুকু যুক্তিযুক্ত? বিশ্লেষণ করো।
সৃজনশীল প্রশ্ন ২ : শ্রেণি শিক্ষক বলেন, অনেক শিশুই পরিবারে মতামত প্রদান না করতে পেরে দল গঠন করে। ফলে বাইরে নেশার প্রবণতা বাড়ে । অনেকেই লেখাপড়া ছেড়ে দেয়। খারাপ সঙ্গে জড়িয়ে পড়ে। এদের পাচার হওয়ার সম্ভাবনা থাকে। শিক্ষক ছাত্রদের বললেন দূরে একা, বাবা মাকে না বলে অপরিচিত কারও সাথে কোথাও যাওয়া বা তাদের দেওয়া খাবার খাওয়া উচিত নয় । তিনি ছাত্রদের অভিভাবকদের বলেন, সকল বাবা-মায়েরই তার সন্তানের প্রাথমিক শিক্ষা নিশ্চিত করা উচিত।
ক. সংশোধনের জন্য শিশুদের কোথায় পাঠানো উচিত?
খ. শিশুদের জীবন কেন বিপন্ন হয়? ব্যাখ্যা করো।
গ. শিক্ষক ছাত্রদের কীভাবে সাবধান করলেন বর্ণনা করো।
ঘ. পিতামাতার প্রতি দেওয়া শিক্ষকের উপদেশটির সাথে তুমি কি একমত? উত্তরের সপক্ষে যুক্তি দাও।
সৃজনশীল প্রশ্ন ৩ : সিহাব ৭ম শ্রেণির ছাত্র। বন্ধুদের প্ররোচনায় সে বিভিন্ন খারাপ কাজে লিপ্ত হয়ে যাচ্ছে। সে বন্ধুদের সাথে নেশার টাকা জোগাড়ের জন্য ছিনতাই করে। জনতার হাতে ধরা পড়ার পর সিহাবকে পুলিশে দেওয়া হয়। পুলিশ তার আচরণ সংশোধনের জন্য ব্যবস্থা গ্রহণ করে।
ক. শিশুশ্রম কী?
খ. শিশুকে ইচ্ছার বিরুদ্ধে বিচ্ছিন্ন করা বলতে কী বোঝ?
গ. সিহাবের অপরাধ সংশোধনে কী ব্যবস্থা করতে হবে? ব্যাখ্যা করো।
ঘ. সর্বক্ষেত্রে শিশুর স্বার্থ ও মতামতকে প্রাধান্য দিতে হবে বক্তব্যটি উদ্দীপকের আলোকে বিশ্লেষণ করো।
সৃজনশীল প্রশ্ন ৪ : কবিরের মা বাবা সারাদিন ঝগড়া করেন। প্রায়ই মা তাকে বাবার থেকে দূরে নানার বাড়িতে নিয়ে যান। তারা কবিরের ব্যাপারে উদাসীন। ফলে সে হতাশায় ভোগে। বন্ধুদের সাথে বেশি সময় কাটানোর এক পর্যায়ে সে মাদক গ্রহণ করে। এখন সে প্রতিদিনই মাদক গ্রহণ করে। ফলে লেখাপড়ায় খারাপ করছে। সে উগ্র আচরণ করে, জিনিসপত্র ভাঙচুর করে, টাকাও চুরি করে।
ক. জাতিসংঘ সনদে কতটি ধারা আছে?
খ. ঝুঁকিপূর্ণ শিশুশ্রম বলতে কী বোঝ?
গ. কবিরের হতাশায় ভোগার কারণ ব্যাখ্যা করো।
ঘ. মাদক গ্রহণের ফলে কবিরের যে সকল সমস্যা হচ্ছে তা বিশ্লেষণ করো।
সৃজনশীল প্রশ্ন ৫ : বিবাহ বিচ্ছেদের পর দরিদ্র বাবা শিশু হেলালকে জোর করে মায়ের কাছ থেকে নিয়ে যায়। কিন্তু তিনি দ্বিতীয় বিয়ে করার পর সৎ মা হেলালকে বাড়ি থেকে বের করে দেয়। এরপর হেলাল গিয়ে ফুটপাতে আশ্রয় নেয়। সেখানে এক সঙ্গীর সাথে সে মাদক সেবন শুরু করে।
ক. কোনটি স্নায়ুকোষকে নষ্ট করে?
খ. সকল শিশুরই সমান অধিকার–বিষয়টি বুঝিয়ে লেখো।
গ. হেলালের মাদকাসক্ত হয়ে পড়ার কারণটি ব্যাখ্যা করো।
ঘ. হেলালের জীবনে মাদক সেবনের কুফলগুলো ব্যাখ্যা করো।
অতিরিক্ত আরো প্রশ্ন
৩. ঘটনা-১ : মিলন অষ্টম শ্রেণির ছাত্র। সে এলাকার কিছু বখাটে ছেলের সাথে মেশার ফলে অপরাধমূলক কাজে জড়িয়ে পড়ে। তার বাবা-মা তাকে শাসন করে ভালো পথে আনার চেষ্টা করেন। কিন্তু সে কোনো কথাই শুনল না। তাই তার বাবা-মা তাকে কিশোর অপরাধ সংশোধন কেন্দ্রে পাঠান।
ঘটনা-২ : শহীদের বয়স ৯ বছর। সে তৃতীয় শ্রেণিতে পড়ে। তার বাবা যে টাকা উপার্জন করে সংসার চালায় তাতে তার পড়ালেখার খরচ মেটানো সম্ভব নয়। তাই সে টেম্পোর হেলপার হিসেবে কাজ করে অর্থ উপার্জন করে মা-বাবার হাতে তুলে দেয়।
ক. শিশুর ভালোমন্দ বোঝার বয়স হয় কত বছর থেকে?
খ. জাতিসংঘ সনদে শিশুর স্বার্থের ব্যাপারে কী বলা হয়েছে?
গ. ঘটনা-২ এ কোন ধরনের শ্রমকে নির্দেশ করা হয়েছে? ব্যাখ্যা কর।
ঘ. ঘটনা-১ এ মিলনের জন্য তার বাবা মায়ের গৃহীত পদক্ষেপটির যথার্থতা মূল্যায়ন কর।
৪. রনি তার বন্ধু দলের সাথে মিশে পড়াশোনা ছেড়ে দিয়েছে। একদিন সে দোকানে কিছু জিনিস কিনতে গিয়ে বাসায় ফিরে না এলে বাবা মা চিন্তিত হয়ে পড়ে। পরবর্তীতে তার এক শিক্ষক তাকে উদ্ধার করেন এবং তাকে কিছু উপদেশ দেন। শিক্ষক রনির বাবা মাকে বলেন, সকল বাবা-মায়েরই তার সন্তানের প্রাথমিক শিক্ষা নিশ্চিত করা উচিত। [নোয়াখালী সরকারি বালিকা উচ্চ বিদ্যালয়]
ক. সংশোধনের জন্য শিশুদের কোথায় পাঠানো উচিত?
খ. শিশুদের জীবন কেন বিপন্ন হয়? ব্যাখ্যা করো।
গ. শিক্ষক রনিকে কী কী উপদেশ দিয়েছেন? ব্যাখ্যা করো।
ঘ. পিতামাতার প্রতি দেওয়া শিক্ষকের উপদেশটির সাথে তুমি কি একমত? উত্তরের সপক্ষে যুক্তি দাও।
৫. ফয়সাল তার বাবা মায়ের সাথে একত্রে বসবাস করতে চায়। কিন্তু তার ইচ্ছার বিরুদ্ধে তাকে বাবা মা থেকে বিচ্ছিন্ন করা হয়েছে। মানসিক চাপ ও প্রচ- হতাশা থেকে সে মাদকদ্রব্য গ্রহণ করা শুরু করে। মাদক গ্রহণের ফলে তার আচরণ উগ্র হয়ে যায়, স্মৃতিশক্তি লোপ পায়। এতে করে তার স্বাস্থ্যের মারাত্মক ক্ষতি হয়। ফয়সালকে মাদক নিরাময় কেন্দ্রে নেওয়া হলে ডাক্তার তাকে মাদকদ্রব্য বর্জন করতে কতিপয় পরামর্শ দেন।
ক. জাতিসংঘের কতটি সদস্য দেশ শিশু অধিকার সনদে স্বাক্ষর করেছে?
খ. শিশু পাচার বলতে কী বোঝ?
গ. ফয়সাল কোন ধরনের অধিকার থেকে বঞ্চিত হয়েছে? ব্যাখ্যা কর।
ঘ. মাদকদ্রব্য বর্জনে ফয়সালের করণীয় বিশ্লেষণ কর।
৬. কেয়া তার গৃহকর্মীকে স্কুলে পাঠান। তিনি জানেন সকল শিশুর সমান অধিকার রয়েছে। কেয়াদের বিল্ডিং তৈরির কাজ করে ১৭ বছরের জাহিদ। একদিন কিছু পুরানো রড সে চুরি করলে সবাই তাকে মারধর করেন। কেয়া সবাইকে বললেন, তাকে না মেরে কিশোর সংশোধনী প্রতিষ্ঠানে পাঠাতে।
ক. জাতিসংঘ সনদে কতটি ধারা আছে?
খ. ঝুঁকিপূর্ণ শিশু শ্রম বলতে কী বোঝ?
গ. কেয়ার গৃহকর্মীকে স্কুলে পাঠাবার কারণ ব্যাখ্যা কর।
ঘ. জাহিদের জন্য নেওয়া কেয়ার পদক্ষেপটির যথার্থতা মূল্যায়ন কর।
৭. জামান জ্ঞান ফেরার পর দেখে সে পুলিশের কাছে আছে। একে একে তার মনে পড়ে যায় সে রাগ করে বাবা মাকে কিছু না বলে পার্কে গিয়েছিল। সেখানে এক অচেনা লোক তার সাথে ভাব জমায়। এক পর্যায়ে তার কাছ থেকে সে চকলেট খায়। এরপর তার আর কিছু মনে নেই। সে পুলিশের সাহায্য নিয়ে বাসায় এসে দেখে তার শোকে মা অসুস্থ হয়ে হাসপাতালে ভর্তি হয়েছে।
ক. শিশুদের মধ্যে কোন জিনিস খুব বেশি থাকে?
খ. শিশু শ্রম বলতে কী বোঝ?
গ. জামানের ভুলের তালিকা তৈরি করো।
ঘ. পুলিশের সাহায্য না পেলে জামানের পরিণতি কী হতে পারত? তোমার মতামত দাও।
►► ১ম অধ্যায়: সৃজনশীল প্রশ্ন ও উত্তর
►► ২য় অধ্যায়: সৃজনশীল প্রশ্ন ও উত্তর
►► ৩য় অধ্যায়: সৃজনশীল প্রশ্ন ও উত্তর
►► ৪র্থ অধ্যায়: সৃজনশীল প্রশ্ন ও উত্তর
►► ৫ম অধ্যায়: সৃজনশীল প্রশ্ন ও উত্তর
►► ৬ষ্ঠ অধ্যায়: সৃজনশীল প্রশ্ন ও উত্তর
►► ৭ম অধ্যায়: সৃজনশীল প্রশ্ন ও উত্তর
►► ৮ম অধ্যায়: সৃজনশীল প্রশ্ন ও উত্তর
►► ৯ম অধ্যায়: সৃজনশীল প্রশ্ন ও উত্তর
►► ১০ম অধ্যায়: সৃজনশীল প্রশ্ন ও উত্তর
উপরে দেয়া Answer Sheet বাটনে ক্লিক করে ৭ম শ্রেণি গার্হস্থ্য বিজ্ঞান ৭ম অধ্যায় সৃজনশীল প্রশ্ন ও উত্তর ডাউনলোড করে নাও। ডাউনলোড করতে অসুবিধা হলে আমাদের ফেসবুক পেজে ইনবক্স করো। শিক্ষার্থীরা অন্যান্য বিষয়ের নোট ও সাজেশান্স পেতে আমাদের YouTube চ্যানেলটি SUBSCRIBE করতে পারো এই লিংক থেকে।
Discussion about this post