গার্হস্থ্য বিজ্ঞান ১ম পত্র ৬ষ্ঠ অধ্যায় mcq : সময় ব্যবহারের পরিকল্পনা করলেই চলবে না। একে বাস্তবে কার্যকর করে তালিকা অনুযায়ী কাজগুলো নির্দিষ্ট সময়ের মধ্যে যাতে শেষ করা যায় সে রকম বাস্তব পদক্ষেপ গ্রহণ করতে হবে। সময় সম্পর্কে যে সচেতন তার জন্য সময় তালিকা বাস্তবায়ন সহজ। সময় তালিকা বাস্তবায়নের সময় যদি হঠাৎ করে নতুন কোনো সিদ্ধান্ত নিতে হয়, তখন সময় তালিকায় নমনীয় বৈশিষ্ট্যর জন্য নতুন সিদ্ধান্ত বাস্তবায়ন সহজ হয়।
গার্হস্থ্য বিজ্ঞান ১ম পত্র ৬ষ্ঠ অধ্যায় mcq
১. বাড়ি ও ফ্ল্যাট নির্মাণে প্রয়োজন কোনটি?
ক. পরিবেশ
খ. আলো-বাতাস
● জমি
ঘ. বিদ্যুৎ
২. বাড়ির নকশাতে কয়টি মূল এলাকা থাকে?
ক. ২
● ৩
গ. ৪
ঘ. ৫
৩. গৃহ পরিকল্পনার জন্য প্রথম প্রয়োজন কোনটি?
ক. স্থান নির্বাচন
● বাড়ির নকশা
গ. পরিবেশ
ঘ. বৈধতা
৪. বাড়ির স্থায়িত্ব নির্ভর করে কিসের ওপর?
● নির্মাণসামগ্রী
খ. বিদ্যুৎ
গ. আলো-বাতাস
ঘ. পরিবেশ
৫. ঝুঁকিমুক্ত আবাসস্থান নির্মাণের জন্য সরকার কোনটি প্রণয়ন করেছে?
ক. পরিকল্পনা
● নীতিমালা
গ. খসড়া
ঘ. বৈধতা
৬. কোনটি প্রাকৃতিক আলোর উৎস?
ক. মোমবাতি
খ. ফ্লোরেসেন্ট বাল্ব
● সূর্য
ঘ. ধূমকেতু
৭. সকল কর্মক্ষমতার উৎস কোনটি?
ক. বায়ু
● সূর্য
গ. সমুদ্র
ঘ. বৃক্ষ
৮. কোন মুখী গৃহ উত্তম?
ক. উত্তর-পূর্ব
● দক্ষিণ-পূর্ব
গ. দক্ষিণ-পশ্চিম
ঘ. উত্তর-পশ্চিম
৯. প্রতিটি সদস্যের জন্য গৃহে কমপক্ষে কত বর্গফুট আয়তন প্রয়োজন?
ক. ১৫০
খ. ১৮০
● ২০০
ঘ. ২৫০
১০. গ্রীষ্মকালে পড়ন্ত সূর্যের তাপ কোন দিকের ঘরগুলোকে উত্তপ্ত করে?
ক. পূর্ব
● পশ্চিম
গ. উত্তর
ঘ. দক্ষিণ
১১. বাড়ি নির্মাণের জন্য কোন আকৃতির জমি ভালো?
ক. লম্বাকৃতি
● বর্গাকৃতি
গ. ত্রিভুজাকৃতি
ঘ. গোলাকৃতি
১২. কোন ধরনের কক্ষ উত্তম?
● আয়তাকার
খ. ত্রিভুজাকার
গ. এল প্যাটার্ন
ঘ. ইউ প্যাটার্ন
১৩. সরকার আবাসস্থান নির্মাণের নীতিমালা প্রণয়ন করেছেন গৃহকে—
i. নিরাপদ রাখতে
ii. ঝুঁকিমুক্ত রাখতে
iii. আরামদায়ক রাখতে
নিচের কোনটি সঠিক?
ক. i ও ii
খ. i ও iii
গ. ii ও iii
● i, ii ও iii
১৪. জমি নির্বাচন নির্ভর করে–
i. পরিবারের আয়ের ওপর
ii.. সদস্য সংখ্যার ওপর
iii. রুচির ওপর
নিচের কোনটি সঠিক?
ক. i ও ii
খ. i ও iii
গ. ii ও iii
● i, ii ও iii
১৫. জমি, বাড়ি ও ফ্ল্যাট নির্বাচনে যাতায়াত ব্যবস্থায় লক্ষ করা হয়–
i. যানবাহনের সহজলভ্যতা
ii. উন্নত যোগাযোগ ব্যবস্থা
iii. আরামদায়ক যাতায়াত ব্যবস্থা
নিচের কোনটি সঠিক?
ক. i ও ii
খ. i ও iii
গ. ii ও iii
● i, ii ও iii
নিচের উদ্দীপকটি পড় এবং ১৬ ও ১৭নং প্রশ্নের উত্তর দাও :
শাহানারা তার বাড়ি তৈরির জন্য একটি সংস্থার অনুমোদন নিলেন। পরবর্তীতে প্রকৌশলী তার বাড়ির নকশা পরিকল্পনার সময় কয়েকটি মূল এলাকা নির্বাচন করলেন।
১৬. শাহানারা কোন সংস্থার অনুমোদন নিয়েছেন?
ক. পৌর কর্তৃপক্ষ
● রাজধানী উন্নয়ন কর্তৃপক্ষ
গ. বিভাগীয় উন্নয়ন কর্তৃপক্ষ
ঘ. থানা পরিষদ কর্তৃপক্ষ
১৭. প্রকৌশলী যে এলাকাগুলো নির্বাচন করলেন–
i. কর্ম এলাকা
ii. বিশ্রাম এলাকা
iii. বিনোদন এলাকা
নিচের কোনটি সঠিক?
ক. i ও ii
খ. i ও iii
গ. ii ও iii
● i, ii ও iii
নিচের উদ্দীপকটি পড় এবং ১৮ ও ১৯নং প্রশ্নের উত্তর দাও :
মোশারফ করিম বাড়ি নির্মাণ করার জন্য বর্গাকৃতির জমি নির্বাচন করলেন। কিন্তু তিনি জমি ভরাট করে মাটি শক্ত হওয়ার আগেই বাড়ি নির্মাণ করেন বলে বিভিন্ন সমস্যার সম্মুখীন হন।
১৮. মোশারফ করিম যে ধরনের সমস্যায় পড়বেন—
i. বাড়িতে ফাটল দেখা দিতে পারে
ii. বাগান করতে পারবেন না
iii. বাড়ি ধসে পড়তে পারে
নিচের কোনটি সঠিক?
ক. i ও ii
● i ও iii
গ. ii ও iii
ঘ. i, ii ও iii
১৯. মোশারফ করিম উল্লিখিত আকারের জমি নির্বাচনের কারণ কী?
ক. নির্মাণ ব্যয় কম হবে
খ. বাড়ি মজবুত হবে
গ. আলো-বাতাস পাওয়া যাবে
● বাড়ি নির্মাণ সুন্দর হবে
২০. মানুষ পরিবার গঠন করে। কারণ মানুষ—
● সঙ্গপ্রিয়
খ. গৃহ পছন্দ করে
গ. পরিবার প্রিয়
ঘ. আরামপ্রিয়
নিচের উদ্দীপকটি পড় এবং ২১ ও ২২নং প্রশ্নের উত্তর দাও :
রুনা বাসগৃহ নির্বাচনের ব্যাপারে খুব সচেতন। সে তার সহকর্মীদের এ ব্যাপারে সচেতন করে। সে বলে, “উপযুক্ত গৃহই আমাদের সুস্থ ও সুন্দর জীবনের চাবিকাঠি।”
২১. “উপযুক্ত বাসস্থানই আমাদের সুস্থ ও সুন্দর জীবনের চাবিকাঠি।” কারণ গৃহ-
i. আমাদের নিরাপত্তা দেয়
ii. আব্রু রক্ষা করে
iii. মূল্যবোধ গঠনে সহায়তা করে
নিচের কোনটি সঠিক?
ক. i ও ii
খ. i ও iii
গ. ii ও iii
● i, ii ও iii
২২. রুনার দৃষ্টিতে বাসস্থান নির্বাচনের বিবেচ্য বিষয় হচ্ছে–
ক. ভালো ফ্ল্যাট নির্বাচন
খ. বড় রাস্তার পাশে ফ্ল্যাট নির্বাচন
গ. বাণিজ্যিক এলাকা
● আবাসিক এলাকা
২৩. গ্রামাঞ্চলে বাড়িগুলো তৈরি হয়–
i. টিন দিয়ে
ii. ছন দিয়ে
iii. লৌহ দিয়ে
নিচের কোনটি সঠিক?
● i ও ii
খ. i ও iii
গ. ii ও iii
ঘ. i, ii ও iii
২৪. দৈনন্দিন জীবনের বিভিন্ন কাজকর্ম আমরা গৃহে সম্পাদন করে থাকি। এ কাজগুলো হচ্ছে–
i. খাদ্য তৈরি
ii. পড়াশুনা
iii. মেহমানদারি
নিচের কোনটি সঠিক?
ক. i ও ii
খ. i ও iii
গ. ii ও iii
● i, ii ও iii
২৫. প্রাকৃতিক শোভা গৃহের সৌন্দর্য বর্ধন করে। প্রাকৃতিক দৃশ্য হচ্ছে–
i. পাহাড়
ii. নদী
iii. লেক
নিচের কোনটি সঠিক?
ক. i ও ii
খ. i ও iii
গ. ii ও iii
● i, ii ও iii
২৬. বাসস্থান নির্বাচন করতে হয়–
i. পরিবারের সদস্যদের সংখ্যার ওপর ভিত্তি করে
ii. পরিবারের সদস্যদের বয়সের ওপর ভিত্তি করে
iii. পরিবারের সদস্যদের কর্মতৎপরতার ওপর ভিত্তি করে
নিচের কোনটি সঠিক?
ক. i ও ii
খ. i ও iii
গ. ii ও iii
● i, ii ও iii
২৭. বাসগৃহের স্থান নির্বাচনের ক্ষেত্রে কাছাকাছি থাকতে হবে–
i. স্কুল
ii. মসজিদ
iii. বাজার
নিচের কোনটি সঠিক?
● i ও ii
খ. i ও iii
গ. ii ও iii
ঘ. i, ii ও iii
২৮. একটি গৃহের সুখ শান্তি নির্ভর করে–
i. স্নেহ-ভালোবাসার ওপর
ii. আচার-ব্যবহারের ওপর
iii. কর্তব্য সচেতনতার ওপর
নিচের কোনটি সঠিক?
ক. i ও ii
খ. i ও iii
গ. ii ও iii
● i, ii ও iii
২৯. প্রতিবেশী গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করে–
i. নিরাপত্তার ক্ষেত্রে
ii. সামাজিক বন্ধনের ক্ষেত্রে
iii. কর্মসংস্থানের ক্ষেত্রে
নিচের কোনটি সঠিক?
ক. i ও ii
খ. i ও iii
গ. ii ও iii
● i, ii ও iii
৩০. প্রাকৃতিক সৌন্দর্য বাসগৃহের–
i. শোভা বৃদ্ধি করে
ii. মানসিক প্রশান্তি দেয়
iii. স্থায়ীত্ব বৃদ্ধি করে
নিচের কোনটি সঠিক?
● i ও ii
খ. i ও iii
গ. ii ও iii
ঘ. i, ii ও iii
৩১. জমি, বাড়ি বা ফ্ল্যাট কেনার সময় নজর দিতে হবে–
i. জমির আশপাশের পরিবেশ উন্নত কিনা
ii. ফ্ল্যাটে আলো-বাতাস চলাচল কীরূপ
iii. বিদ্যুতের সুবিধা আছে কিনা
নিচের কোনটি সঠিক?
ক. i ও ii
খ. i ও iii
গ. ii ও iii
● i, ii ও iii
৩২. নকশা তৈরির সময় প্রতিটি কক্ষের জন্য বিবেচনা করতে হবে–
i. উচ্চতা
ii. দালানের প্রশস্ততা
iii. কক্ষ সংখ্যা
নিচের কোনটি সঠিক?
ক. i ও ii
খ. i ও iii
গ. ii ও iii
● i, ii ও iii
৩৩. বাড়ির নকশা পরিকল্পনার বিবেচ্য বিষয়–
i. কক্ষের স্থান নির্বাচন
ii. কক্ষের আকার ও আয়তন
iii. আসবাবপত্র সংস্থাপন
নিচের কোনটি সঠিক?
ক. i ও ii
খ. i ও iii
গ. ii ও iii
● i, ii ও iii
৩৪. ঘরের দেয়াল বড় হওয়া উচিত। দেয়াল ঘেঁষে স্থাপন করলে সুন্দর দেখাবে–
i. খাট
ii. সোফা
iii. দরজা
নিচের কোনটি সঠিক?
● i ও ii
খ. i ও iii
গ. ii ও iii
ঘ. i, ii ও iii
৩৫. বাড়ির নকশা পরিকল্পনায় অবসর ও বিনোদন এলাকায় থাকে—
i. বসার কক্ষ
ii. পড়ার কক্ষ
iii. টিভি দেখার ব্যবস্থা
নিচের কোনটি সঠিক?
ক. i ও ii
খ. i ও iii
গ. ii ও iii
● i, ii ও iii
৩৬. নকশা অনুমোদনের পর স্থপতিকে দিয়ে তৈরি করতে হয়–
i. কাঠামো নকশা
ii. স্যানিটারি নকশা
iii. বৈদ্যুতিক নকশা
নিচের কোনটি সঠিক?
ক. i ও ii
খ. i ও iii
গ. ii ও iii
● i, ii ও iii
৩৭. উত্তর বা পশ্চিম দিকের পরিবর্তে ঘরের অবস্থান হওয়া উচিত—
i. দক্ষিণ দিকে
ii. পূর্ব দিকে
iii. উত্তর-পশ্চিম দিকে
নিচের কোনটি সঠিক?
● i ও ii
খ. i ও iii
গ. ii ও iii
ঘ. i, ii ও iii
৩৮. দেয়াল আলমারির উপযোগিতা বৃদ্ধি করা যায়–
i. দরজায় পর্দা লাগিয়ে
ii. দরজায় আয়না লাগিয়ে
iii. দরজায় ড্রয়ার স্থাপন করে
নিচের কোনটি সঠিক?
ক. i ও ii
খ. i ও iii
● ii ও iii
ঘ. i, ii ও iii
৩৯. খাবার ঘরে ওয়াল কেবিনেট সংস্থাপন করে মেঝেতে প্রশস্ত জায়গাপাওয়া যায়। কেবিনেটের মধ্যে রাখা যায়–
i. তৈজসপত্র
ii. নানা ধরনের কৌটা
iii. বক্স
নিচের কোনটি সঠিক?
ক. i ও ii
খ. i ও iii
গ. ii ও iii
● i, ii ও iii
৪০. ঘরে প্রাকৃতিক আলোর সুবন্দোবস্ত করা যায়–
i. কক্ষে বড় পর্দা স্থাপন করে
ii. কক্ষে বড় গ্লাসের জানালা স্থাপন করে
iii. কক্ষে বড় গ্লাসের দরজা স্থাপন করে
নিচের কোনটি সঠিক?
ক. i ও ii
খ. i ও iii
● ii ও iii
ঘ. i, ii ও iii
৪১. বায়ুর উপাদানগুলোর মধ্যে রয়েছে–
i. অক্সিজেন ২০.৯৩%
ii. নাইট্রোজেন ৭৮.১০%
iii. কার্বন ডাইঅক্সাইড ০.৩১%
নিচের কোনটি সঠিক?
ক. i ও ii
খ. i ও iii
গ. ii ও iii
● i, ii ও iii
৪২. বায়ুর অন্যান্য উপাদান রয়েছে ০.৯৪%। এর মধ্যে রয়েছে–
i. হিলিয়াম
ii. ক্রিপটন
iii. আর্গন
নিচের কোনটি সঠিক?
ক. i ও ii
খ. i ও iii
গ. ii ও iii
● i, ii ও iii
৪৩. বড় কক্ষ পৃথকভাবে ব্যবহার করা যায়–
i. ফ্লোন্ডিং দরজা দিয়ে
ii. পর্দা দিয়ে
iii. বোর্ডের পার্টিসন দিয়ে
নিচের কোনটি সঠিক?
ক. i ও ii
খ. i ও iii
গ. ii ও iii
● i, ii ও iii
৪৪. নিষ্ক্রিয় গ্যাস বলতে বোঝায়–
i. জলীয় বাষ্প
ii. হিলিয়াম
iii. নিয়ন
নিচের কোনটি সঠিক?
ক. i ও ii
খ. i ও iii
গ. ii ও iii
● i, ii ও iii
৪৫. গ্রীষ্মকালে কোন দিকের কক্ষে বায়ু প্রবাহিত হয়?
ক. উত্তর দিক
খ. পূর্ব দিক
● দক্ষিণ দিক
ঘ. পশ্চিম দিক
৪৬. পরিবারের সদস্যদের জন্য গৃহে কী পরিমাণ আয়তন আরামদায়ক?
ক. ১০০ বর্গফুট
খ. ১৫০ বর্গফুট
গ. ২০০ বর্গফুট
● ৩০০ বর্গফুট
৪৭. সব কর্মক্ষমতার উৎস হিসেবে কোনটি সমর্থনযোগ্য?
ক. প্রকৃতি
● সূর্যের আলো
গ. কৃত্রিম আলো
ঘ. পরিবেশ
৪৮. শীতকালে কোনদিকে বাতাস প্রবাহিত হয়?
ক. পূর্ব
খ. পশ্চিম
● উত্তর
ঘ. দক্ষিণ
৪৯. ঢাকা মহানগরী এলাকায় বাড়ি নির্মাণের জন্য কোন কর্তৃপক্ষের অনুমোদন প্রয়োজন?
ক. পৌর কর্তৃপক্ষ
● রাজধানী উন্নয়ন কর্তৃপক্ষ
গ. থানা পরিষদ কর্তৃপক্ষ
ঘ. ইউনিয়ন পরিষদ কর্তৃপক্ষ
৫০. কক্ষে বায়ু চলাচল নির্ভর করে–
i. কক্ষের অবস্থানের ওপর
ii. ভেন্টিলেশন ব্যবস্থার ওপর
iii. বৈদ্যুতিক পাখা স্থাপনের ওপর
নিচের কোনটি সঠিক?
ক. i ও ii
খ. ii ও iii
গ. i ও iii
● i, ii ও iii
আরো দেখো: HSC গার্হস্থ্য বিজ্ঞান ১ম ও ২য় পত্রের সৃজনশীল প্রশ্ন উত্তর
শিক্ষার্থীরা, উপরে আমরা তোমাদের জন্য গার্হস্থ্য বিজ্ঞান ১ম পত্র ৬ষ্ঠ অধ্যায় mcq প্রশ্ন উত্তর শেয়ার করেছি। তোমাদের পরীক্ষার যেমন হবে, এটি সেই আলোকেই তৈরি করা হয়েছে। উপরে দেওয়া Answer Sheet অপশনে ক্লিক করে মডেল টেস্টের উত্তর সংগ্রহ করে নাও।
ডাউনলোড করতে অসুবিধা হলে আমাদের ফেসবুক পেজে ইনবক্স করো। আমরা আছি ইউটিউবেও। আমাদের YouTube চ্যানেলটি SUBSCRIBE করতে পারো এই লিংক থেকে।
Discussion about this post