গার্হস্থ্য বিজ্ঞান ১ম পত্র ৭ম অধ্যায় mcq : বাসগৃহ নির্মাণের জন্য বিভিন্ন উপকরণ বা দ্রব্যের প্রয়োজন হয়। গৃহ নির্মাণের জন্য এসব নির্মাণসামগ্রী সস্পর্কে ধারণা থাকা প্রয়োজন। স্থানভেদে বাসগৃহের ধরন কিছুটা ভিন্ন হয়। যেমন-শহর এলাকায় বহুতল ভবন বেশি দেখা যায়। বহুতল ভবন নির্মাণের জন্য ইট, সিমেন্ট, বালি, রড, থাই অ্যালমুনিয়াম, কাঁচ, টাইলস ইত্যাদি ব্যবহৃত হয়। আর গ্রামাঞ্চলে টিন, বাঁশ, কাঠ, মাটি, টালি ইত্যাদির ব্যবহার লক্ষ্য করা যায়।
জমি নির্বাচন বা ক্রয় করার পর গৃহ পরিকল্পনা করা হয়। গৃহ পরিকল্পনার পরই গৃহ নির্মাণের কাজ শুরু করা হয়। গৃহ নির্মাণ করতে হলে নির্মাণসামগ্রী সম্পর্কে ধারণা থাকা অত্যাবশ্যক। গৃহ নির্মাণসামগ্রী সম্পর্কে ধারণা না থাকলে সামগ্রী ক্রয় করতে গিয়ে নিম্নমানের সামগ্রী কিনে ফেলার সম্ভাবনা থাকে। এছাড়া গৃহ নির্মাণ করতে কী পরিমাণ অর্থের প্রয়োজন সে সম্পর্কেও ধারণা পাওয়া যায়।
গার্হস্থ্য বিজ্ঞান ১ম পত্র ৭ম অধ্যায় mcq
১. যেসব উপকরণ দিয়ে বাড়ি নির্মাণকাজ সম্পন্ন করা হয় তাকে কী বলে?
● নির্মাণসামগ্রী
খ. নকশা
গ. প্ল্যান
ঘ. ইট
২. বাড়ির ফাউন্ডেশন কিসের ওপর নির্ভর করে?
ক. পানি
● মাটি
গ. ইট
ঘ. টিন
৩. মানুষের অন্যতম মৌলিক চাহিদা কোনটি?
● বাসগৃহ
খ. বিদ্যালয়
গ. বাজার
ঘ. মাঠ
৪. নির্মাণসামগ্রীগুলোর উৎস কয় শ্রেণিতে বিভক্ত?
ক. দুই
● তিন
গ. চার
ঘ. পাঁচ
৫. গাছকে সাধারণত কয় শ্রেণিতে ভাগ করা যায়?
● দুই
খ. তিন
গ. চার
ঘ. পাঁচ
৬. কাঠ সিজনিং করার সনাতন পদ্ধতি কোনটি?
ক. রোদে শুকিয়ে
● পানিতে ভিজিয়ে
গ. আগুনে পুড়িয়ে
ঘ. মাটি চাপা দিয়ে
৭. কনির্ফার কোন ধরনের কাঠ?
● নরম কাঠ
খ. শক্ত কাঠ
গ. সিজনিং কাঠ
ঘ. পোড়া কাঠ
৮. কাঠের দরজা বেঁকে ভেঙে যায় কোনটির অভাবে?
ক. পাইলিং
● সিজনিং
গ. ওয়েদার কোট
ঘ. কিউরিং
৯. মৌলিক রং কয়টি?
ক. ২টি
● ৩টি
গ. ৪টি
ঘ. ৫টি
১০. পাকা বাঁশকে কয় মাস পানিতে ভিজিয়ে সিজন করতে হয়?
● ১/২ মাস
খ. ২/৩ মাস
গ. ৩/৪ মাস
ঘ. ৪/৫ মাস
১১. প্লাইউড-এর কেন্দ্রীয় অংশকে কী বলে?
● কোর
খ. পিঠ
গ. আড়াআড়ি
ঘ. বেরাই
১২. বালি সাধারণত কয় ভাগে বিভক্ত?
ক. ৩ ভাগে
খ. ৪ ভাগে
● ৫ ভাগে
ঘ. ৬ ভাগে
১৩. কোন বালি জমি ভরাট কাজে ব্যবহৃত হয়?
ক. সরু বালি
খ. মোটা বালি
গ. সিলেট বালি
● ভিটি বালি
১৪. মোটা বালি কোন কাজে ব্যবহৃত হয়?
ক. ইটের গাঁথুনির কাজে
খ. প্লাস্টারের কাজে
গ. জমি ভরাট কাজে
● কংক্রিটের ঢালাই কাজে
১৫. কোন নদীর তীরে মোটা বালি পাওয়া যায়?
● ব্ৰহ্মপুত্ৰ
খ. শীতলক্ষ্যা
গ. ধলেশ্বরী
ঘ. বুড়িগঙ্গা
১৬. ভালো বালির এফ এম সাইজ সাধারণত কত হয়?
● ১.৫০ থেকে ২.৫০
খ. ২.০০ থেকে ৩.০০
গ. ২.৫০ থেকে ৩.৫০
ঘ. ৩.৫০ থেকে ৪.৫০
১৭. সাধারণত সরু ইটের গুঁড়া বা বালির বড় দানাকে কী বলে?
ক. প্লাইউড
খ. সিমেন্ট
গ. কংক্রিট
● সুরকি
১৮. কংক্রিটকে ভালোভাবে জমাট বাঁধার জন্য কী ব্যবহার করতে হয়?
● কিওরিং করতে হয়
খ. সিজনিং করতে হয়
গ. ভিজাতে হয়
ঘ. ম্যাগনেসিয়াম দিতে হয়
১৯. ব্রিজ-কালভার্ট নির্মাণে কোন কংক্রিট ব্যবহৃত হয়?
ক. সিমেন্ট কংক্রিট
● রি-ইনফার্সড সিমেন্ট কংক্রিট
গ. লাইম কংক্রিট
ঘ. প্রি-স্টেসড কংক্রিড
২০. জলছাদে কোন কংক্রিট ব্যবহার হয়?
● লাইম কংক্রিট
খ. সিমেন্ট কংক্রিট
গ. প্রি-স্টেসড কংক্রিট
ঘ. রি-ইনফাসর্ড সিমেন্ট কংক্রিট
২১. গোলাকার কর্ণার নির্মাণে কোন ধরনের ব্লক ব্যবহার হয়?
● বুলনোজ ব্লক
খ. পিলোস্টার ব্লক
গ. বন্ডবিম ব্লক
ঘ. লিস্টেল ব্লক
২২. ভারী নির্মাণকাজে কোন ধরনের ব্লক ব্যবহার হয়?
ক. বন্ডবিম ব্লক
● নিরেট ব্লক
গ. চিমনি ব্লক
ঘ. ডেকোরেটিভ ব্লক
২৩. দেয়ালকে শক্তিশালী করার জন্য কোন বুক ব্যবহার করা হয়?
● বন্ডবিম ব্লক
খ. চিমনি ব্লক
গ. বুলনোজ ব্লক
ঘ. লিস্টেল ব্লক
২৪. ইটের মৌলিক উপাদান হচ্ছে–
● কাদামাটি
খ. কয়লা
গ. শুকনা মাটি
ঘ. বালি
২৫. ইট তৈরির জন্য ভালো মাটিতে কত ভাগ অ্যালুমিনা থাকা উচিত?
ক. ১০-২০ ভাগ
● ২০-৩৫ ভাগ
গ. ৩০-৪০ ভাগ
ঘ. ৩৫-৪৫ ভাগ
২৬. ভালো ইট তৈরির জন্য কী পরিমাণ সিলিকা থাকা আবশ্যক?
ক. ৩০-৪০ ভাগ
খ. ৪০-৫০ ভাগ
● ৫০-৭০ ভাগ
ঘ. ৬০-৮০ ভাগ
২৭. পরস্পর আঘাত করলে কোন ধরনের ইটে ঠন ঠন শব্দ হয়?
● প্রথম শ্রেণির ইট
খ. ঝামা ইট
গ. পিকেট ইট
ঘ. সিরামিক ইট
২৮. অতিরিক্ত তাপে পোড়ালে ইট সাধারণত কালো ও ফাঁপা হয়। এ ধরনের ইটকে কী বলে?
ক. পিকেট ইট
● ঝামা ইট
গ. সিরামিক ইট
ঘ. প্রথম শ্রেণির ইট
২৯. পানি মেশানো সিমেন্ট কত সময়ের মধ্যে ব্যবহার করতে হয়?
ক. ১০ মিনিট
খ. ২০ মিনিট
● ৩০ মিনিট
ঘ. ৪০ মিনিট
৩০. সিমেন্ট পুরাপুরি শক্ত হতে সিক্ত অবস্থার সময় লাগে–
ক. ১৫ দিন
খ. ২০ দিন
গ. ২৫ দিন
● ২৮ দিন
৩১. অট্টালিকা নির্মাণে থামে এবং অন্যান্য শক্ত অংশে কী ব্যবহৃত হয়?
ক. চুনাপাথর
খ. মার্বেল
● গ্রানাইট
ঘ. সিমেন্ট
৩২. রূপান্তরের ফলে গ্রানাইড কিসে পরিবর্তিত হয়?
ক. স্লেট পাথরে
● নেস-এ (Gneis)
গ. মার্বেলে
ঘ. কোয়ারর্জাট
৩৩. গৃহ নির্মাণে ছাদ এবং মেঝের কাজে সাধারণত কোন পাথর ব্যবহৃত হয়?
● স্লেট পাথর
খ. গ্রানাইট
গ. মার্বেল
ঘ. টালি
৩৪. এক ঘনফুট স্লেট পাথরের ওজন সাধারণত কত হয়ে থাকে।
ক. প্রায় ১০০ পাউন্ড
খ. প্রায় ১২০ পাউন্ড
গ. প্রায় ১৪০ পাউন্ড
● প্রায় ১৬০ পাউন্ড
৩৫. ঘরকে ঠান্ডা রাখতে সাহায্য করে–
● টালি
খ. মার্বেল
গ. চুনাপাথর
ঘ. গ্রানাইট
৩৬. ধাতব মৌলগুলোর মধ্যে শিল্পক্ষেত্রে কিসের ব্যবহার সর্বাধিক?
● লোহা
খ. টাইলস
গ. ইস্পাত
ঘ. স্টিল
৩৭. বিশুদ্ধ লোহার সাথে সামান্য কার্বন ও অন্যান্য মৌল মিশ্রিত করে কয় ধরনের লোহা প্রস্তুত করা হয়?
ক. দুই
● তিন
গ. চার
ঘ. পাঁচ
৩৮. বাংলাদেশে একমাত্র সরকারি ইস্পাত কারখানা কোথায় অবস্থিত?
● চট্টগ্রাম
খ. খুলনায়
গ. বরিশালে
ঘ. বগুড়ায়
৩৯. জিপসাম থেকে কয় ধরনের নির্মাণসামগ্রী পাওয়া যায়?
● দুই
খ. তিম
গ. চার
ঘ. পাঁচ
৪০. সর্বপ্রথম কারা কাচ তৈরি করে?
ক. ইউরোপীয়রা
● মিশরীয়রা
গ. চীনারা
ঘ. ভারতীয়রা
৪১. কাচ কী থেকে তৈরি হয়?
ক. কাদামাটি থেকে
খ. অ্যালুমিনিয়াম থেকে
● বালি থেকে
ঘ. মার্বেল পাথর থেকে
৪২. জানালায় ও পার্টিসনে কী ব্যবহার করা হয়?
ক. টাইলস
খ. টিন
গ. বাঁশ
● থাই অ্যালুমিনিয়াম
৪৩. টয়লেট বা বাথরুমে প্রধানত কয়টি অংশ থাকে?
ক. দুটি
● তিনটি
গ. চারটি
ঘ. পাঁচটি
৪৪. কমোডে কয় ধরনের ট্রপ ও নিষ্কাশন পাইপ আছে?
● তিন
খ. চার
গ. পাঁচ
ঘ. ছয়
৪৫. গরম পানি সরবরাহের জন্য কী ব্যবহার করা হয়?
ক. সাওয়ার
খ. বেসিন
● গিজার
ঘ. কমোড
৪৬. মেঝে থেকে কত উপরে বালতিতে পানি ভরার জন্য কল বসানো হয়?
● ২’৬”
খ ২′৮″
গ. ২′১০″
ঘ. ২′১১″
৪৭. রান্নাঘরের কর্ম এলাকাকে কয়ভাগে ভাগ করা যায়?
ক. তিন ভাগ
খ. চার ভাগে
● পাঁচ ভাগে
ঘ. ছয় ভাগে
৪৮. বসে রান্না করার জন্য চুলার উচ্চতা হবে মেঝে হতে—
ক. ৮ ইঞ্চি
খ. ১২ ইঞ্চি
গ. ১৫ ইঞ্চি
● ১৮ ইঞ্চি
৪৯. দাঁড়িয়ে রান্না করার জন্য চুলার অবস্থান হতে হবে মেঝে থেকে—
● ২′৩″ উপরে
খ. ২′৫″ উপরে
গ. ২′৮″ উপরে
ঘ. ২′১০″ উপরে
৫০. গ্যাসের চুলা স্থাপনের জন্য টেবিলের উচ্চতা কত হবে?
ক. ২′২″
● ২’৩”
গ. ২’৬”
ঘ. ২′৮″
আরো দেখো: HSC গার্হস্থ্য বিজ্ঞান ১ম ও ২য় পত্রের সৃজনশীল প্রশ্ন উত্তর
শিক্ষার্থীরা, উপরে আমরা তোমাদের জন্য গার্হস্থ্য বিজ্ঞান ১ম পত্র ৭ম অধ্যায় mcq প্রশ্ন উত্তর শেয়ার করেছি। তোমাদের পরীক্ষার যেমন হবে, এটি সেই আলোকেই তৈরি করা হয়েছে। উপরে দেওয়া Answer Sheet অপশনে ক্লিক করে মডেল টেস্টের উত্তর সংগ্রহ করে নাও।
ডাউনলোড করতে অসুবিধা হলে আমাদের ফেসবুক পেজে ইনবক্স করো। আমরা আছি ইউটিউবেও। আমাদের YouTube চ্যানেলটি SUBSCRIBE করতে পারো এই লিংক থেকে।
Discussion about this post