গার্হস্থ্য বিজ্ঞান ১ম পত্র ৮ম অধ্যায় mcq : গৃহকে আরামদায়ক, আকর্ষণীয় ও ব্যবহার উপযোগী করার জন্য আসবাবপত্র প্রয়োজন। আসবাবপত্র ব্যতীত খালি গৃহে মানুষ বসবাস করতে পারে না। গৃহকে ব্যবহার উপযোগী ও আকর্ষণীয় করার জন্য দামী আসবাবপত্রের প্রয়োজন হয় না। কমদামী আসবাবপত্র দিয়েও রুচিশীলভাবে গৃহকে আকর্ষণীয় করে তোলা যায়।
এর জন্য প্রয়োজন সৌন্দর্য জ্ঞান ও শিল্পমানের। পরিকল্পিত উপায়ে আসবাবপত্র নির্বাচন, ক্রয় ও বিন্যাস করলে এবং ঠিকমত যত্ন নিলেই গৃহকে আকর্ষণীয় ও শান্তির নীড়ে পরিণত করা যায়। গৃহসজ্জায় শুধু আসবাবপত্রই যথেষ্ট নয়। গৃহের সৌন্দর্য, আরাম, নিরাপত্তা, প্রশান্তি রক্ষার জন্য প্রয়োজন আনুষঙ্গিক সামগ্রী। এজন্য পর্দা, কার্পেট, শতরঞ্জি, দেয়ালসজ্জা, পুষ্পসজ্জা এবং অন্যান্য সামগ্রী দিয়ে গৃহকে সজ্জিত করা হয়।
এতে সদস্যদের চাহিদা মেটানোর পাশাপাশি গৃহ সুন্দর ও নান্দনিক হয়ে ওঠে। পরিবারের সদস্যদের সুস্থ, সুন্দর মানসিকতা গঠনে এবং রুচিশীল জীবনযাপনে অভ্যস্ত করতে গৃহ পরিসরের এই সৌন্দর্যবোধ যথেষ্ট গুরুত্বপূর্ণ।
গার্হস্থ্য বিজ্ঞান ১ম পত্র ৮ম অধ্যায় mcq
১. আসবাবের নির্বাচনের সময় পরিবারকে প্রথমে কোন দিকে লক্ষ রাখতে হয়?
ক. মূল্য
● আয়
গ. উপযোগিতা
ঘ. নমনীয়তা
২. আসবাবের গুণটি থাকলে একই আসবাব দ্বারা একাধিক কাজ করা যায়?
ক. আরামদায়কতা
খ. স্থায়িত্ব
● নমনীয়তা
ঘ. উপযোগিতা
৩. আসবাব বিন্যাসের সময় কোনটি বিবেচনা করতে হবে?
ক. দাম
খ. সৌন্দর্য
গ. পছন্দ
● ব্যবহার
৪. ছন্দের প্রাণ কোনটি?
● পুনরাবৃত্তি
খ. ক্রমমাত্রা
গ. স্থিতি
ঘ. বিপরীত রেখা
৫. সামাজিকতার কেন্দ্রস্থল কোন কক্ষ?
ক. শোবার
● বসার
গ. অতিথির
ঘ. শিশুর
৬. চাহিদা মেটানোর ক্ষমতাকে কী বলে?
ক. আরামদায়কতা
খ. নমনীয়তা
● উপযোগিতা
ঘ. স্থায়িত্ব
৭. একই ধরনের আসবাব একসাথে বিন্যাস করলে কী প্রতিষ্ঠিত হয়?
ক. ছন্দ
খ. প্রাধান্য
গ. ভারসাম্য
● কাজের ঐক্য
৮. লোহার মরিচা প্রতিরোধে কোন তেল ব্যবহার করা হয়?
ক. সরিষা
● নারিকেল
গ. সয়াবিন
ঘ. কেরোসিন
৯. কোন আসবাব স্থানান্তরের সুবিধা রয়েছে?
ক. বেতের
● প্লাস্টিকের
গ. কাঠের
ঘ. বাঁশের
১০. আমাদের দেশের আবহাওয়ার জন্য কোন জমিনের পর্দা বেশি উপযুক্ত?
ক. ভারি
খ. মোটা
গ. অমসৃণ
● পাতলা
১১. দেয়ালসজ্জা করা উচিত কিসের ওপর লক্ষ রেখে?
ক. নকশা
● কক্ষের আকার
গ. চাহিদা
ঘ. কক্ষের রং
১২. কোন উপকরণে তৈরি আসবাব বেশি দামি হয়?
ক. বেত
খ. লোহা
গ. প্লাস্টিক
● কাঠ
১৩. আসবাবপত্র প্রয়োজন গৃহকে—
i. আকর্ষণীয় করতে
ii. আরামদায়ক করতে
iii. স্বাস্থ্যকর করতে
নিচের কোনটি সঠিক?
● i ও ii
খ. ii ও iii
গ. i ও iii
ঘ. i, ii ও iii
১৪. পরিবারের জীবনযাত্রার মান উন্নত হলে আসবাবপত্রের
i. স্থায়িত্ব বেশি হয়
ii. সংখ্যা বেশি হয়
iii. মূল্য অধিক হয়
নিচের কোনটি সঠিক?
ক. i ও ii
● ii ও iii
গ. i ও iii
ঘ. i, ii ও iii
১৫. আসবাবপত্রের উপযোগিতা নির্ভর করে—
i. পদ মর্যাদার ওপর
ii. মূল্যের ওপর
iii. পরিবারের আকারের ওপর
নিচের কোনটি সঠিক?
ক. i ও ii
খ. ii ও iii
● i ও iii
ঘ. i, ii ও iii
১৬. শোবার ঘরে থাকা প্রয়োজন–
i. আরাম আয়েশের সুবিধা
ii. ব্যক্তিগত সুবিধা
iii. চলাচলের সুবিধা
নিচের কোনটি সঠিক?
● i ও ii
খ. ii ও iii
গ. i ও iii
ঘ. i, ii ও iii
১৭. কাঠের আসবাব যত্ন নিতে প্রয়োজন —
i. শুকনো কাপড়
ii. পালক
iii. পানি
নিচের কোনটি সঠিক?
● i ও ii
খ. ii ও iii
গ. i ও iii
ঘ. i, ii ও iii
১৮. কার্পেট ব্যবহারের ফলে—
i. ঘরের সৌন্দর্য বৃদ্ধি পায়
ii. শীতকালে ঘর উষ্ণ থাকে
iii. মেঝের ত্রুটি ঢেকে রাখা যায়
নিচের কোনটি সঠিক?
ক. i ও ii
খ. ii ও iii
গ. i ও iii
● i, ii ও iii
নিচের উদ্দীপকটি পড় এবং ১৯ ও ২০নং প্রশ্নের উত্তর দাও :
ফিরোজ সাহেব সরকারি কর্মকর্তা। তার বাড়িতে আসবাবপত্র অনেক বেশি এবং সেগুলো নকশাবহুল ও ভারি। ফলে বদলির সময় তাকে অনেক সমস্যায় পড়তে হয়।
১৯. ফিরোজ সাহেবের পরিবারের ক্ষেত্রে আসবাব নির্বাচনে কোনটি বিবেচনা করতে হবে?
ক. আবহাওয়া
খ. স্থায়িত্ব
গ. নকশা
● নমনীয়তা
২০. ফিরোজ সাহেবের আসবাবপত্র হতে হবে—
i. নকশাবহুল
ii. হালকা
iii. প্রয়োজনীয়
নিচের কোনটি সঠিক?
ক. i ও ii
খ. i ও iii
● ii ও iii
ঘ. i, ii ও iii
২১. পিতলের আসবাবে কিসের পানি মিশিয়ে পরিষ্কার করলে চকচক করে?
ক. লবণের পানি
খ. চুনের পানি
● তেঁতুলের পানি
ঘ. নদীর পানি
২২. পিতলের আসবাব বছরে কয়বার পরিষ্কার করতে হয়?
ক. ২/৩ বার
● ৩/৪ বার
গ. ৪/৫ বার
ঘ. ১/২ বার
২৩. পর্দা নির্বাচনের সময় কিসের প্রতি লক্ষ রাখতে হবে?
ক. ঘরের আয়তনের প্রতি,
খ. বারান্দার আয়তনের প্রতি
● দরজা-জানালার আয়তনের প্রতি
ঘ. বাড়ির আয়তনের প্রতি
২৪. কোন রং উষ্ণ ভাব প্রকাশ করে?
● লাল
খ. নীল
গ. বেগুনি
ঘ. সাদা
২৫. কোন রং শীতল ভাব প্রকাশ করে?
ক. লাল
খ. কমলা
গ. সাদা
● সবুজ
২৬. চোখের জন্য কোন রং ভালো?
● সবুজ
খ. বেগুনী
গ. কমলা
ঘ. লাল
২৭. পর্দায় অনেক রঙের সংমিশ্রণ থাকলে ঘরকে কেমন মনে হয়?
ক. গোছালো
● এলোমেলো
গ. সুন্দর
ঘ. স্নান
২৮. আমাদের দেশের আবহাওয়ায় কোন ধরনের পর্দা বেশি উপযুক্ত?
ক. লাল রঙের
খ. মোটা জমিনের
● পাতলা জমিনের
ঘ. সবুজ রঙের
২৯. ঘর যদি ছোট হয় তাহলে কোন রঙের পর্দা ব্যবহার করা উচিত?
● হালকা রঙের
খ. গাঢ় রঙের
গ. বাদামি রঙের
ঘ. সবুজ রঙের
৩০. মেঝে থেকে পর্দা কত উপরে রাখতে হবে?
ক. ২ থেকে ৩ ইঞ্চি
খ. ১ থেকে ২ ইঞ্চি
গ. ৩ থেকে ৪ ইঞ্চি
● ৫ থেকে ৬ ইঞ্চি
৩১. বর্তমানে পর্দা লম্বা নিতে হয়–
ক. ৫২ ইঞ্চি
খ. ৬২ ইঞ্চি
● ৭২ ইঞ্চি
ঘ. ৮২ ইঞ্চি
৩২. আমাদের দেশে কার্পেটে অনেক ধুলা জমে। এর ফলে—
● ডাস্ট অ্যালার্জি হয়
খ. ঘামাচি হয়
গ. খোশ-পাচড়া হয়
ঘ. হাম হয়
৩৩. কী দিয়ে কার্পেট তৈরি হয়?
● সিনথেটিক ফাইবার
খ. নাইলন
গ. তুলা
ঘ. কাপড়
৩৪. কার্পেট ঘরের কোথায় স্থাপন করতে হয়?
ক ঘরের এক পাশে
● ঘরের মাঝখানে
গ. ঘরের সামনে
ঘ. পড়ার ঘরে
৩৫. দেয়ালসজ্জা কোন শিল্পের অন্তর্গত?
● আলঙ্করিক শিল্প
খ. কুটির শিল্প
গ. মাঝারি শিল্প
ঘ. হস্তশিল্প
৩৬. শয়ন কক্ষে কোন ধরনের ছবি রাখতে হয়?
ক. কার্টুন
খ. টেরাকোটা
● পারিবারিক ছবি
ঘ. বিখ্যাত ব্যক্তিবর্গের ছবি
৩৭. শিশুর কক্ষের জন্য কোন ধরনের ছবি নির্বাচন করতে হবে?
● কার্টুন
খ. ধাতব ফলক
গ. পারিবারিক ছবি
ঘ. বিখ্যাত ব্যক্তির ছবি
৩৮. বিখ্যাত ব্যক্তিবর্গ ও চিত্রকর্ম কোন কক্ষের জন্য নির্বাচন করতে হয়?
● বসার কক্ষে
খ. শয়ন কক্ষে
গ. শিশুর কক্ষে
ঘ. খাবার কক্ষে
৩৯. শিশুর ঘরের ছবি কত উপরে টানাতে হবে?
ক. ২ ফুট
খ. ৩ ফুট
● ৪ ফুট
ঘ. ৫ ফুট
৪০. কয়ভাগে পুষ্প সজ্জিত করা যায়?
● দু ভাবে
খ. তিন ভাবে
গ. চার ভাবে
ঘ. পাঁচ ভাবে
৪১. লম্বা ও চিকন ফুলদানিতে কোন ফুল রাখতে হয়?
ক. ডালিয়া
খ. সূর্যমুখী
গ. কৃষ্ণচূড়া
● রজনীগন্ধা
৪২. কোন ধরনের ফুল পানিতে ভাসিয়ে রাখতে হয়?
● অপরাজিতা
খ. সূর্যমুখী
গ. ডালিয়া
ঘ. গাঁদা
৪৩. বসার কক্ষের কোথায় পুষ্পবিন্যাস করলে কক্ষকে প্রাণবন্ত করে?
● কর্ণারে বড় ফুলদানিতে
খ. মাঝখানে টবে
গ. টেবিলের ওপর
ঘ. নিচু ফুলদানিতে
৪৪. পুষ্প সজ্জার ধরন কয়টি?
ক. দুটি
খ. তিনটি
● চারটি
ঘ. পাঁচটি
৪৫. কোন পদ্ধতিতে পুষ্পসজ্জা ইকেবানা শিল্প হিসেবে পরিচিত?
● জাপানি
খ. পাকিস্তানি
গ. হিন্দুস্তানি
ঘ. ইরানি
৪৬. জাপানি পদ্ধতিতে পুষ্পবিন্যাস কয়টি ধাপের ওপর প্রতিষ্ঠিত?
ক. দুটি
● তিনটি
গ. চারটি
ঘ. পাঁচটি
৪৭. জাপানি পদ্ধতিতে পুষ্পবিন্যাসের সময় সর্বোচ্চ ডালটি কিসের প্রতীক হিসেবে ধরা হয়?
● স্বর্গের প্রতীক
খ. মানুষের প্রতীক
গ. পৃথিবীর প্রতীক
ঘ. পাহাড়ের প্রতীক
৪৮. জাপানি পদ্ধতিতে পুষ্পবিন্যাসের দ্বিতীয় ধাপকে কিসের প্রতীক হিসেবে কল্পনা করা হয়?
ক. পৃথিবীর
খ. স্বর্গের
● মানুষের
ঘ. পাহাড়ের
৪৯. জাপানি পদ্ধতিতে পুষ্পবিন্যাসের তৃতীয় ধাপকে ধরা হয়—
● পৃথিবীর প্রতীক হিসেবে
খ. স্বর্গের প্রতীক হিসেবে
গ. মানুষের প্রতীক হিসেবে
ঘ. পাহাড়ের প্রতীক হিসেবে
৫০. ফুলের তৃতীয় বৈশিষ্ট্য হলো—
ক. রেখা
খ. রং
● ছন্দ
ঘ. বিন্যাস
আরো দেখো: HSC গার্হস্থ্য বিজ্ঞান ১ম ও ২য় পত্রের সৃজনশীল প্রশ্ন উত্তর
শিক্ষার্থীরা, উপরে আমরা তোমাদের জন্য গার্হস্থ্য বিজ্ঞান ১ম পত্র ৮ম অধ্যায় mcq প্রশ্ন উত্তর শেয়ার করেছি। তোমাদের পরীক্ষার যেমন হবে, এটি সেই আলোকেই তৈরি করা হয়েছে। উপরে দেওয়া Answer Sheet অপশনে ক্লিক করে মডেল টেস্টের উত্তর সংগ্রহ করে নাও।
ডাউনলোড করতে অসুবিধা হলে আমাদের ফেসবুক পেজে ইনবক্স করো। আমরা আছি ইউটিউবেও। আমাদের YouTube চ্যানেলটি SUBSCRIBE করতে পারো এই লিংক থেকে।
Discussion about this post