ঘরে বসে আয় করুন বই pdf download : তথ্য ও প্রযুক্তির বর্তমান এই সময়ে ইন্টারনেট ব্যবহারের ফলে আমরা অনেক এ্যাডভান্সড হয়েছি। এখন আমরা ইচ্ছে করলেই আমাদের হাতে থাকা ডিজিটাল ডিভাইসগুলোর মাধ্যমে পৃথিবীর এক প্রান্ত থেকে অপর প্রান্তের মানুষের সাথে নিমিষেই যোগাযোগ স্থাপন করতে পারি।
কিন্তু আমাদের ব্যবহৃত ডিজিটাল ডিভাইস যেমন: মোবাইল, ল্যাপটপ কিংবা কম্পিউটার এখন কেবল যোগাযোগের মাধ্যম হিসেবেই ব্যবহৃত হচ্ছে না। আমরা ইচ্ছে করলেই এগুলোর সাহায্যে ঘরে বসেই অর্থ উপার্জন করতে পারি। আর এ জন্য আমাদের খুব বেশি দক্ষ হতে হবে না। এখন খুব সামান্য জানা লোকগুলোও ইন্টারনেট প্রযুক্তির সাহায্যে ঘরে বসেই উপার্জন করছে এবং সফলও হচ্ছে।
►► আরো ডাউনলোড করুন: ইমোশনাল মার্কেটিং : মুনির হাসান PDF Book Download
►► আরো ডাউনলোড করুন: BBC জানালা ইংরেজি শেখার বই PDF Download
►► আরো ডাউনলোড করুন: Download Recharge Your Down Battery
►► আরো ডাউনলোড করুন: প্রোগ্রামিং শেখার বই PDF Download
►► আরো ডাউনলোড করুন: প্রোগ্রামিং এর চৌদ্দগুষ্ঠি PDF Book Free
ঘরে বসে আয় করুন বই pdf download
সুতরাং বোঝাই যাচ্ছে বর্তমানে আমাদের তরুণ সমাজের বিরাট একটি অংশ ঘরে বসে আয় করতে খুবই আগ্রহী। আর এর ফলে ১০ টা-৫ টা অফিসের চিন্তা ভাবনা দূরে রেখে অনেকেই বিভিন্ন অনলাইন মার্কেটপ্লেসের দিকে ছুটছেন।
কিন্তু এখানে একটি বিষয় স্পষ্ট যে, আপনার শুধু ইন্টারনেট এবং ডিজিটাল ডিভাইস থাকলেই চলবে না, অনলাইনে উপার্জনের পদ্ধতিও জানতে হবে। ঘরে বসে আয় করুন এমনই একটি বই যা আপনাকে পরিপূর্ণ ধারণা দেবে কিভাবে ঘরে বসেই ফ্রিল্যান্সিং এ সফল হওয়া যায়।
বইটিতে ৪ টি ধাপে ফ্রিল্যান্সিং শেখার উপায় বর্ণিত হয়েছে। বইটি লিখেছেন বাংলাদেশের অন্যতম সফল ফ্রিল্যান্সার জয়ীতা ব্যানার্জী এবং পরিবেশিত হচ্ছে 10minuteschool এর পক্ষ থেকে।
ঘরে বসে আয় করুন বইটিতে যা শিখবেন
- ফ্রিল্যান্সিং এর বেসিক থেকে এডভ্যান্স পর্যন্ত সকল ধাপগুলো।
- রোডম্যাপের মাধ্যমে জানতে পারবেন ফ্রিল্যান্সিং শেখার আসল উপায়।
- বিভিন্ন স্টেপের মাধ্যমে জানতে পারবেন কোন স্কিলটি আপনার জন্য ভালো হবে।
- ফ্রিল্যান্সিং এ ব্যবহার করা সকল মার্কেটপ্লেস সম্পর্কে ধারণা।
- ফ্রিল্যান্সিং এর বিভিন্ন সেক্টর সম্পর্কে পরিপূর্ণ জ্ঞান লাভ।
- ফ্রিল্যান্সিং এ কমিউনিকেশন এবং প্রজেক্ট ম্যানেজমেন্ট।
এছাড়াও আপনি যদি একদম জিরো নলেজ নিয়ে ফ্রিল্যান্সিং এ আসতে চান, এ বইটি আপনার জন্য দারুণভাবে সহায়ত হবে। ফ্রিল্যান্সিং এর পাশাপাশি ভিডিও এডিটিং থেকে শুরু করে ডিজিটাল মার্কেটিং এবং প্রফেশনাল কভার লেটার ও ওভারভিউ লেখার সকল ট্রিক্স এ্যান্ড ট্রিক্স রয়েছে এ বইতে।
বর্তমানে অনেক তরুণ ফ্রিল্যান্সিং জগতে এসে প্রত্যাশিত সফলতা না পেয়ে হতাশ হচ্ছে এবং ফ্রিল্যান্সিং সম্পর্কে নেতিবাচক ধারণা পোষণ করছে। কিন্তু এমনটা হচ্ছে কেন? এর একটাই কারণ, একমাত্র তারাই ব্যর্থ হচ্ছে যাদের ফ্রিল্যান্সিং এ কোন অভিজ্ঞতা নেই।
অথচ এমন অনেক লোকই আছে, যারা গ্রাফিক ডিজাইন অথবা ওয়েব ডিজাইন এবং ডেভেলপমেন্টে বেশ দক্ষ। কিন্তু শুধুমাত্র অভিজ্ঞতার অভাবে তার ফ্রিল্যান্সিং নামের এই মুক্ত পেশায় টিকে থাকতে পারছে না। জয়ীতা ব্যানার্জীর লেখা এ বইটি আপনাকে শেখাবে আপনার দক্ষতাগুলোকে কিভাবে যথাযাথ ব্যবহার করতে হয়।
বইটি কাদের জন্যে?
- যারা ফ্রিল্যান্সিং শিখতে চায়, কিন্তু কিভাবে শুরু করবে বুঝতে পারে না।
- ফ্রিল্যান্সিং সম্পর্কে অনেক ভুল ধারণা যাদের।
- যারা ফ্রিল্যান্সিং সম্পর্কে শুনেছে কিন্তু সঠিক গাইডলাইন পায় না।
- ফ্রিল্যান্সিং এর স্কিলগুলো নিয়ে একদমই জানে না।
- কোন স্কিল এ ফ্রিল্যান্সিং শিখবে বুঝতে পারে না।
- ফ্রিল্যান্সিং এ পেমেন্ট ম্যাথড এবং মার্কেটপ্লেস নিয়ে বিস্তারিত জানে না।
- যারা ফ্রিল্যান্সিং এ মার্কেটপ্লেসে কাজ পায় না।
- যারা ফ্রিল্যান্সিং এ কমিনিকেশন এবং প্রজেক্ট ম্যানেজমেন্টে দুর্বল।
- যারা ফ্রিল্যান্সিং করে নিজের ভাগ্য বদলাতত যারা।
শেষ কথা
বর্তমান বিশ্বে অনলাইন থেকে আয় করার বিষয়টি সবার জীবনেই গুরুত্বের সৃষ্টি করছে। কিন্তু সঠিক রিসোর্স, দরকারী তথ্য, প্রয়োজনীয় দিক নির্দেশনার অভাবে এই ধরনের সেক্টরগুলোতে প্রতারণার শিকার হয় অনেকেই। এর ফলে একটি পর্যায়ে শিক্ষার্থীরা ধৈর্য্য হারায় এবং পরবর্তীতে সফল না হয়ে হতাশা ঘিরে ধরে।
আার ঠিক এ জায়গাটিতে ফ্রিল্যান্সিং জগতের এমন একটি বই শুরু থেকে আপনাকে সকল তথ্য সহজেই প্রদান করবে। যদি আপনি এই সেক্টর সম্পর্কে একদমই কিছু না জানেন অথবা অল্প জানেন কিন্তু ধাপে ধাপে কি করতে হয় তার ধারণা নেই, সেক্ষেত্রে ঘরে বসে আয় করুন বইটি আপনাকে সাহায্য এই সেক্টর সম্পর্কে জানাতে। সবশেষে আপনি যদি ঘরে বসে নিজের ভাগ্য বদলাতে চান তবে এই বইটি হবে আপনার দিক নির্দেশক।
►► আরো ডাউনলোড করুন: ইমোশনাল মার্কেটিং : মুনির হাসান PDF Book Download
►► আরো ডাউনলোড করুন: BBC জানালা ইংরেজি শেখার বই PDF Download
►► আরো ডাউনলোড করুন: Download Recharge Your Down Battery
►► আরো ডাউনলোড করুন: প্রোগ্রামিং শেখার বই PDF Download
►► আরো ডাউনলোড করুন: প্রোগ্রামিং এর চৌদ্দগুষ্ঠি PDF Book Free
আমাদের ফেসবুক গ্রুপে জয়েন করে নিয়মিত আমাদের টিপস সম্পর্কে আপডেট থাকুন। আমরা আছি ইউটিউবেও। ইউটিউবে আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করুন এই লিংক থেকে। আপনার ফ্রিল্যান্সিং ক্যারিয়ারের জন্য অনেক অনেক শুভ কামনা জানিয়ে আজকের এই আর্টিকেলটি শেষ করছি। হ্যাপী ফ্রিংল্যান্সিং।
Discussion about this post