ঘাসফড়িং আর পিঁপড়ার গল্প : এই গল্পটি একটি জনপ্রিয় নীতিকথা, যা পরিশ্রম ও দূরদর্শিতার গুরুত্ব শেখায়। ঘাসফড়িং সারাদিন খেলাধুলায় ব্যস্ত ছিল, কিন্তু পিঁপড়া পরিশ্রম করে শীতের জন্য খাবার সংগ্রহ করেছিল।
ফলাফল হিসেবে, শীত আসার পর ঘাসফড়িং খাদ্য সংকটে পড়ে, আর পিঁপড়া স্বস্তিতে থাকে। গল্পটি আমাদের শেখায় যে ভবিষ্যতের জন্য প্রস্তুতি নেওয়া জরুরি, নইলে বিপদে পড়তে হতে পারে। এটি ছোটদের জন্য একটি শিক্ষামূলক কাহিনি, যা সময়ের কাজ সময়ে করার গুরুত্ব বোঝায়।
ঘাসফড়িং আর পিঁপড়ার গল্প
শরতের এক দুপুর। চারপাশে রোদ ঝলমল করছে। তখন একটি ঘাসফড়িং ঘাসের উপর তিড়িং বিড়িং করে খেলা করছিল।
ঘাসফড়িংটি দেখতে পেল, একটি পিঁপড়া রোদের মধ্যে বড়ো একটা বোঝা টেনে নিয়ে যাচ্ছে।
সে পিঁপড়াকে জিজ্ঞাসা করল, কী সুন্দর দুপুর! আলোয় চারদিক ঝলমল করছে। এমন সময় কী করছ তুমি? এসো, আমরা খেলা করি।
পিঁপড়া বলল, না ভাই, আমার অনেক কাজ।
ঘাসফড়িং বলল, কী কাজ তোমার?
পিঁপড়া বলল, শীঘ্রই শীতকাল এসে যাবে। আমি তখন ঘর থেকে বের হতে পারব না। তাই গরমকাল থাকতেই খাবার সঞ্চয় করছি।
ঘাসফড়িং হেসে বলল, শীতকাল আসতে এখনো অনেকদিন বাকি আছে। এসো, আমরা খেলা করি।
পিঁপড়া বলল, না ভাই, তুমি তোমার কাজ করো, আর আমি আমার কাজ করি।
ঘাসফড়িং ভাবল, পিঁপড়াটা খুব বোকা। এই ভেবে সে একা একাই তিড়িং বিড়িং করে খেলা করতে লাগল।
দেখতে দেখতে শীতকাল এসে গেল। সূর্যের তাপ কমে গেল। চারপাশ কুয়াশায় ভরে গেল। তখন ঘাসফড়িং আর খাবার খুঁজে পায় না। খেলতেও পারে না।
তখন সে পিঁপড়ার বাসায় গিয়ে বলল, পিঁপড়া ভাই, পিঁপড়া ভাই, আমার খুব ক্ষুধা পেয়েছে। আমাকে একটু খাবার দেবে?
পিঁপড়া বলল, আমি আমার খাবার সঞ্চয় করেছি, তোমার খাবার তো সঞ্চয় করিনি। তুমি গরমকালে খাবার সঞ্চয় করোনি কেন?
ঘাসফড়িং বলল, আমি তো তখন খেলা করেছি আর গান গেয়ে বেড়িয়েছি।
পিঁপড়া বলল, এখন তবে নেচে বেড়াও। সময়ের কাজ সময়ে না করলে কষ্ট তো তোমাকে পেতেই হবে।
শব্দ শিখি
শরৎকাল – ভাদ্র ও আশ্বিন মাস মিলে যে ঋতু
শীতকাল – পৌষ ও মাঘ মাস মিলে যে ঋতু
সঞ্চয় – জমা
এই অধ্যায়ের অনুশীলনীমূলক কাজ
১। যুক্তবর্ণ ভেঙে লিখি ও একটি করে নতুন শব্দ বানাই।
জিজ্ঞাসা = জ্ঞ = জ+ঞ ______
ক্ষুধা = ক্ষ = ক+য ______
সঞ্চয় = ঞ্চ = ঞ+চ ______
কষ্ট = ষ্ট = ষ+ট ______
২। বাক্যগুলো এলোমেলো আছে। সাজিয়ে লিখি।
সূর্যের তাপ কমে গেল। খেলতেও পারে না। ঘাসফড়িং আর খাবার খুঁজে পায় না। চারপাশ কুয়াশায় ভরে গেল। দেখতে দেখতে শীতকাল এসে গেল।
৩। উত্তর বলি ও লিখি।
(ক) পিঁপড়া রোদের মধ্যে কী করছিল?
(খ) ঘাসফড়িং কী করছিল?
(গ) ঘাসফড়িং কেন পিঁপড়ার বাসায় গেল?
(ঘ) কে বোকা-পিঁপড়া, নাকি ঘাসফড়িং?
◉ আরও দেখুন: তৃতীয় শ্রেণির বাংলা বইয়ের সকল গল্প-কবিতার সমাধান
শিক্ষার্থীরা, উপরে তোমাদের বাংলা মূল বই থেকে ঘাসফড়িং আর পিঁপড়ার গল্প আলোচনা করা হয়েছে। এই অধ্যায়ের অনুশীলনীমূলক কাজগুলোর সমাধান পেতে উপরের উত্তরমালা অপশনে ক্লিক করো। এছাড়াও তোমাদের পরীক্ষা প্রস্তুতির জন্য অতিরিক্ত বেশকিছু প্রশ্ন দেওয়া হয়েছে। এ প্রশ্নগুলো খুব ভালোভাবে অনুশীলন করার পরামর্শ থাকবে।
Discussion about this post