আপনি যদি একজন সদ্য পাশ করা তরুণ-তরুণী হয়ে থাকেন, তাহলে আপনার চাকরির দরখাস্ত লেখার নিয়ম সম্পর্কে জানা উচিত।কারণ চাকারির জন্য আপনাকে বিভিন্ন প্রতিষ্ঠান সিভি এবং আবেদন পত্র সাবমিট করতে হবে। কিন্তু আপনি যদি এগুলো সঠিকভাবে লিখতে না জানেন, তাহলে আপনার জন্য চাকরি পাওয়ার সম্ভাবনা খুবই কম। একটি আবেদনপত্রের দ্বারাও চাকরীপ্রার্থীর ব্যক্তিত্ব, যোগ্যতা, নম্রতা ইত্যাদি পরিমাপ করা হয়।
তাই এটি গুছিয়ে এবং মার্জিত উপায়ে লিখতে জানা অবশ্যক। আজকের এই আলোচনায় আমরা জানবো, কীভাবে আপনি চাকরীর জন্য পারফেক্ট একটি আবেদন পত্র লিখতে পারেন। পাশাপাশি আমরা আপনার জন্য বিভিন্ন ক্যাটাগরির বেশ কয়েকটি চাকরীর দরখস্তের নমুনা উপস্থাপন করবো। যেগুলো দেখে আপনি নিজের জন্য প্রয়োজনীয় দরখস্তটি তৈরি করতে পারবেন। তাহলে চলুন, শুরু করি।
চাকরির দরখাস্ত লেখার নিয়ম
১. তারিখ দিয়ে শুরু করুন। আপনি আবেনটি যেদিন সাবমিট করবেন, সেদিনের তারিখ লিখুন। বেশিরভাগ চাকরীদাতা তারিখের বিষয়টি অত্যন্ত গুরুত্বের সাথে দেখে থাকেন।
২. আবেদনটি কার কাছে লিখছেন? নিয়োগ বিজ্ঞপ্তি দেখে তা নিশ্চিত হয়ে নিন। চেয়ারম্যন, ম্যানেজিং ডিরেক্টর বা প্রধান নির্বাহী কর্মকর্তা যাই হোক না কেন, তার পদের নাম অবশ্যই সঠিকভাবে লিখবেন।
৩. কোন বিষয়ে আবেদন লিখছেন তা নিশ্চিত হয়ে নিন। নিয়োগ বিজ্ঞপ্তিতে বিভিন্ন পদের নাম উল্লেখ করা থাকে। তা দেখে হুবুহু পদের নাম লিখুন।
৪. আবেদনের মূল অংশটি শুরু করুন নম্রতা-ভদ্রতার সাথে। আমাদের দেশের রীতি অনুযায়ি আমরা সাধারণত “বিনীত নিবেদন, সম্মানপূর্বক নিবেদন, যথাযথ সম্মানপূর্বক নিবেদন” ইত্যাদি দিয়ে আবেদন শুরু করি। তাই এ ধরনের সম্মান প্রদর্শন পূর্বক শুরু করুন।
৫. কোন তারিখে, কোন পত্রিকায় চাকরির বিজ্ঞপ্তিটি দেখেছেন, তা উল্লেখ করুন।
৬. আবেদন যথাসম্ভব সংক্ষিপ্ত করুন। অপ্রয়োজনীয় বিষয়গুলো উপস্থাপন না করে শুধুমাত্র কাজের কথাগুলো লিখুন।
৭. আবদেনপত্রের সাথে অন্য কোন কাগজপত্র যেমন, সনদপত্র, নম্বরপত্র, প্রত্যয়নপত্র, নাগরিকত্বের সদনপত্র ইত্যাদি যুক্ত করলে তা উল্লেখ করুন।
৮. আবেদনে অতিরিক্ত গাম্ভীর্য দেখাবেন না, আবার অতিরিক্ত দুর্বলতাও দেখাবেন না। অনেকেই আবেদনে চাকরীদাতার দয়া প্রার্থনা করেন, যা একদমই পরিহার করা উচিত। কারণ আপনি আপনার যোগ্যতা দিয়ে চাকরি পাবেন, কারো দয়ায় নয়।
৯. আবেদনপত্রের সাথে একটি সিভি যুক্ত করুন। কিভাবে লিখবেন ভালো একটি সিভি? এই লেখাটি পড়ুন।
১০. চাকরীর আবেদনে প্রয়োজনীয় অন্যান্য কাগজগুলো দিতে ভুলবেন না। সাধারণত কী কী কাগজ লাগবে তা নিয়োগ বিজ্ঞপ্তিতেই উল্লেখ থাকে।
সবশেষে আদর্শ একটি আবেদন তৈরির পূর্বে অবশ্যই আপনাকে সময় নিয়ে নিয়োগ বিজ্ঞপ্তিটি পড়ে দেখা উচিত। কী ধরনের প্রাতিষ্ঠানিক যোগ্যতা চাওয়া হয়েছে, অভিজ্ঞতার সময়সীমা কেমন, কিংবা অতিরিক্ত কোন দক্ষতা লাগবে কিনা, তা নিয়োগ বিজ্ঞপ্তিতে উল্লেখ থাকে। তাই চাকরীদাতার এসব শর্তের সাথে আপনার যোগ্যতা ও অভিজ্ঞতা যদি মিলে যায়, কেবল তখনই আপনার আবেদনটি করা উচিত।
এবার চলুন, চাকরির জন্য বহুল প্রচলিত কিছু আবেদন পত্রের নমুনা দেখে নেই। এ আবেদনগুলো সর্বশেষ পদ্ধতি অনুসরণ করা হয়েছে। যা অনুসরণ করে আপনি নিজেও আপনার জন্য আদর্শ একটি আবেদন তৈরি করতে পারবেন।
১. সহকারি শিক্ষক পদের জন্য আবেদন
১৮ জুলাই, ২০১৯।
বরাবর,
প্রধান শিক্ষক
কুমিল্লা কলেজিয়েট বহুমুখি মাধ্যমিক বিদ্যালয়,
মহিচাইল, চান্দিনা, কুমিল্লা
বিষয়: সহকারি শিক্ষক পদের জন্য আবেদন।
জনাব,
যথাবিহীত সম্মানপূর্বক বিনীত নিবেদন এই যে, গত ২ জুলাই ২০১৯ তারিখে ‘দৈনিক ইত্তেফাক’ পত্রিকায় প্রকাশিত বিজ্ঞপ্তি মারফত জানতে পারলাম যে, আপনার শিক্ষা প্রতিষ্ঠানে একজন সহকারী শিক্ষক নিয়োগ করা হবে। উক্ত পদের একজন আগ্রহী প্রার্থী হিসেবে আমার জীবন বৃত্তান্ত ও অন্যান্য তথ্যাবলি নিম্নে লিপিবদ্ধ করা হলো।
১. নাম: মো. আরিফুর রহমান ভূঁইয়া।
২. পিতার নাম: মো. তোফাজ্জল হোসেন ভূঁইয়া।
৩. মাতার নাম: মোসাম্মৎ মাজেদা বেগম।
৪. স্থায়ী ঠিকানা: গ্রাম: আশ্রাফাবাদ, ডাকঘর ও থানা: কামরাঙ্গীরচর, জেলা: ঢাকা।
৫. বর্তমান ঠিকানা: ঐ।
৬. জন্ম তারিখ: ২২ জুন, ১৯৯৪।
৭. জাতীয়তা: বাংলাদেশী।
৮. ধর্ম: ইসলাম।
৯. বৈবাহিক অবস্থা: অবিবাহিত।
১০. শিক্ষাগত যোগ্যতা:
পরীক্ষার নাম | পাসের বছর | ফলাফল | শাখা | বোর্ড/বিশ্ববিদ্যালয় |
এসএসসি | ২০১১ | এ+ | বিজ্ঞান | ঢাকা বোর্ড |
এইচএসসি | ২০১৩ | এ | বিজ্ঞান | ঢাকা বোর্ড |
বিএসসি (পাস) | ২০১৬ | ২য় বিভাগ | বিজ্ঞান | জাতীয় বিশ্ববিদ্যালয় |
এমএসসি | ২০১৭ | ২য় বিভাগ | রসায়ন | জাতীয় বিশ্ববিদ্যালয় |
১১. অভিজ্ঞতা: আমি জুলাই ২০১৭ থেকে ‘কাউনিয়া বালিকা মাধ্যমিক বিদ্যালয়ে’ সহকারী বিজ্ঞান শিক্ষক হিসেবে কর্মরত আছি।
অতএব, মহত্মান সমীপে আকুল আবেদন আমার শিক্ষাগত যোগ্যতা ও অবিজ্ঞতা বিবেচনাপূর্বক আমাকে সহকারী শিক্ষক পদে নিয়োগ প্রদান করে বাধিত কররেন।
বিনীত
মো: আরিফুর রহমান ভূঁইয়া।
সংযুক্তি:
১. সার্টিফিকেট ও প্রশংসাপত্রসমূহের সত্যায়িত ফটোকপি।
২. চারিত্রিক সার্টিফিকেট ২ কপি (১ম শ্রেণির গেজেটেড কর্মকর্তা কর্তৃক সত্যায়িত)।
৩. পার্সপোট সাইজের ২ কপি সত্যায়িত ছবি।
৪. ব্যাংক ড্রাফট/ পে-অর্ডার।
২. সহকারী শিক্ষক পদের জন্য আবেদন
৮ আগস্ট, ২০১৯।
জেলা প্রাথমিক শিক্ষা অফিসার
প্রাথমিক শিক্ষা অধিদপ্তর, নারায়ণগঞ্জ, বাংলাদেশ।
বিষয়: সরকারি প্রাথমিক বিদ্যালয়ে সহকারী শিক্ষক পদের জন্য আবেদন।
জনাব,
সম্মানপূর্বক নিবেদন এই যে, গত ২ আগস্ট, ২০১৯ তারিখে ‘দৈনিক প্রথম আলো’ পত্রিকায় প্রকাশিত বিজ্ঞপ্তি মারফত জানতে পারলাম যে, প্রাথমিক শিক্ষা অধিদপ্তরধীন বিভিন্ন সরকারি প্রাথমিক বিদ্যালয়ে সহকারী শিক্ষকের শূন্য পদের নিয়োগের জন্য দরখাস্ত আহব্বান করা হয়েছে। উক্ত পদের একজন আগ্রহী পার্থী হিসেবে আমার আমার জীবন বৃত্তান্ত ও অন্যান্য তথ্যাবলি নিচে লিপিবদ্ধ করা হলো।
১. নাম: শামসুল আরেফিন।
২. পিতার নাম: জাকির হোসেন মোল্লা।
৩. মাতার নাম: লাকি বেগম।
৪. স্থায়ী ঠিকানা: গ্রাম: ঢাকেশ্বর, ডাকঘর ও থানা: আদমজী, জেলা: ঢাকা।
৫. বর্তমান ঠিকানা: ঐ।
৬. জন্ম তারিখ: ২২ জুন, ১৯৯৫।
৭. জাতীয়তা: বাংলাদেশী
৮. ধর্ম: ইসলাম।
৯. বৈবাহিক অবস্থা: অবিবাহিত।
১০. শিক্ষাগত যোগ্যতা:
পরীক্ষার নাম | পাসের বছর | ফলাফল | শাখা | বোর্ড/বিশ্ববিদ্যালয় |
এসএসসি | ২০১২ | এ+ | বিজ্ঞান | ঢাকা বোর্ড |
এইচএসসি | ২০১৪ | এ | বিজ্ঞান | ঢাকা বোর্ড |
বিএ সম্মান (ইংরেজি) | ২০১৮ | ২য় শ্রেণি | ইংরেজি | ঢাকা বিশ্ববিদ্যালয় |
এমএ (ইংরেজি) | ২০১৯ | ২য় শ্রেণি | ইংরেজি | ঢাকা বিশ্ববিদ্যালয় |
অতএব, জনাব সমীপে আকুল আবেদন আমার শিক্ষাগত যোগ্যতা ও অভিজ্ঞতা বিবেচনাপূর্বক আমাকে সহকারী শিক্ষক পদে নিয়োগ প্রদান করে বাধিত করবেন।
বিনীত
শামসুল আরেফিন।
সংযুক্তি:
১. সার্টিফিকেট ও প্রশংসাপত্রসমূহের সত্যায়িত ফটোকপি।
২. চারিত্রিক সার্টিফিকেট ২ কপি (১ম শ্রেণির গেজেটেড কর্মকর্তা কর্তৃক সত্যায়িত)।
৩. পার্সপোট সাইজের ২ কপি সত্যায়িত ছবি।
৪. ব্যাংক ড্রাফট/পে-অর্ডার।
৩. অফিস সহকারী পদে নিয়োগের জন্য আবেদন
৭ সেপ্টেম্বর, ২০১৯।
বরাবর,
প্রধান শিক্ষক,
জুনিয়র ল্যাবরেটরি হাই স্কুল, বগুরা, রাজশাহী।
বিষয়: অফিস সহকারী পদে নিয়োগের জন্য আবেদন।
জনাব,
সম্মানপূর্বক নিবেদন এই যে, গত ২ আগস্ট, ২০১৯ তারিখে ‘দৈনিক যুগান্তর’ পত্রিকায় প্রকাশিত বিজ্ঞপ্তি মারফত জানতে পারলাম আপনার প্রতিষ্ঠানে শূন্য পদে একজন অফিস সহকারী পদে নিয়োগ করা হবে। আমি উক্ত পদের একজন আগ্রহী প্রার্থী হিসেবে আমি আমার শিক্ষাগত যোগ্যতা ও অন্যান্য বিবরণাদি আপনার সুবিবেচনার জন্য পেশ করলাম:
১. নাম: মো. আবুল খায়ের মজুমদার।
২. পিতার নাম: মো. আব্দুর রব মজুমদার।
৩. মাতার নাম: মোসাম্মৎ সানজিতা বেগম।
৪. স্থায়ী ঠিকানা: গ্রাম: বামনিখোলা, ডাকঘর: বদরপুর বাজার, থানা: চান্দিনা জেলা: কুমিল্লা।
৫. বর্তমান ঠিকানা: ঐ।
৬. জন্ম তারিখ: ১ ফেব্রুয়ারি, ১৯৯৬।
৭. জাতীয়তা: বাংলাদেশী।
৮. ধর্ম: ইসলাম।
৯. বৈবাহিক অবস্থা: অবিবাহিত।
১০. শিক্ষাগত যোগ্যতা:
পরীক্ষার নাম | পাসের বছর | ফলাফল | শাখা | বোর্ড/বিশ্ববিদ্যালয় |
এসএসসি | ২০১২ | এ+ | বিজ্ঞান | কুমিল্লা বোর্ড |
এইচএসসি | ২০১৪ | এ | বিজ্ঞান | কুমিল্লা বোর্ড |
বিএ সম্মান (ইংরেজি) | ২০১৮ | ২য় শ্রেণি | ইংরেজি | ঢাকা বিশ্ববিদ্যালয় |
এমএ (ইংরেজি) | ২০১৯ | ২য় শ্রেণি | ইংরেজি | ঢাকা বিশ্ববিদ্যালয় |
অতএব, জনাব সমীপে বিনীত প্রার্থনা এই যে, উপরোল্লিখিত বিষয়সমূহ বিবেচনাপূর্বক আমাকে অফিস সহকারী হিসেবে নিয়োগ দানে বাধিত কররেন।
নিবেদক
মো. আবুল খায়ের মজুমদার।
সংযোজন :
১. সার্টিফিকেট ও প্রশংসাপত্র সমূহের সত্যায়িত ফটোকপি।
২. চারিত্রিক সনদ ২ কপি (১ম শ্রেণির গেজেটেড কর্মকর্তা প্রদত্ত)।
৩. পার্সপোট সাইজের ২ কপি সত্যায়িত ছবি।
৪. প্রভাষক পদে নিয়োগের জন্য আবেদন
৪. ৮ আগস্ট, ২০১৯।
বরাবর,
অধ্যক্ষ,
পিসি কলেজ, বাগেরহাট।
বিষয়: প্রভাষক পদে নিয়োগের জন্য আবেদন।
জনাব,
যথাবিহীত সম্মানপূর্বক বিনীত নিবেদন এই যে, গত ২ আগস্ট ২০১৯ তারিখে ‘দৈনিক কালের কণ্ঠ’ পত্রিকায় প্রকাশিত বিজ্ঞপ্তি মারফত জানতে পারলাম যে, আপনার কলেজে একজন প্রভাষক নিয়োগ করা হবে। উক্ত পদের একজন আগ্রহী প্রার্থী হিসেবে আমি আমার জীবন বৃত্তান্ত ও অন্যান্য তথ্যাবলি নিচে লিপিবদ্ধ করলাম:
১. নাম: মো. শাহ আলাম মৃধা।
২. পিতার নাম: মো. জাহাঙ্গীর মৃধা।
৩. মাতার নাম: রোকেয়া বেগম।
৪. স্থায়ী ঠিকানা: গ্রাম ও ডাকঘর: মহিচাইল, জেলা: কুমিল্লা।
৫. বর্তমান ঠিকানা: ১৫৩ ডিস্টিলারি রোড, গেণ্ডারিয়া, ঢাকা।
৬. জন্ম তারিখ: ২২ জুন, ১৯৯৫
৭. জাতীয়তা: বাংলাদেশী।
৮. ধর্ম: ইসলাম।
৯. বৈবাহিক অবস্থা: অবিবাহিত।
১০. শিক্ষাগত যোগ্যতা:
পরীক্ষার নাম | পাসের বছর | ফলাফল | শাখা | বোর্ড/বিশ্ববিদ্যালয় |
এসএসসি | ২০১১ | এ+ | বিজ্ঞান | বরিশাল বোর্ড |
এইচএসসি | ২০১৩ | এ | বিজ্ঞান | বরিশাল বোর্ড |
বিএ অনার্স | ২০১৭ | ২য় শ্রেণি | ইংরেজি | ঢাকা বিশ্ববিদ্যালয় |
এমএ | ২০১৮ | ২য় শ্রেণি | ইংরেজি | ঢাকা বিশ্ববিদ্যালয় |
১১. অভিজ্ঞতা: আমি জুলাই ২০১৮ থেকে ‘বরগুনা প্রিপেরেটরি স্কুল এন্ড কলেজে’ ইংরেজি প্রভাষক হিসেবে কর্মরত আছি।
অতএব, জনাবের সমীপে আকুল আবেদন আমার শিক্ষাগত যোগ্যতা ও অবিজ্ঞতা বিবেচনাপূর্বক আমাকে প্রভাষক পদে নিয়োগ প্রদান করে বাধিত করবেন।
বিনীত
মো. মনির আহমেদ মজুমদার।
সংযুক্তি:
১. সার্টিফিকেট ও প্রশংসাপত্র সমূহের সত্যায়িত ফটোকপি।
২. চারিত্রিক সার্টিফিকেট ২ কপি (১ম শ্রেণির গেজেটেড কর্মকর্তা প্রদত্ত)।
৩. পার্সপোট সাইজের ২ কপি সত্যায়িত ছবি।
৪. জাতীয় পরিচয়পত্রের ফটোকপি।
৫. কম্পিউটার অপারেটর পদে নিয়োগের জন্য আবেদন
৮ ডিসেম্বর, ২০১৯
জেলা শিক্ষা অফিসার
বাগেরহাট।
বিষয়: কম্পিউটার অপারেটর পদে নিয়োগের জন্য আবেদন।
জনাব,
যথাবিহিত সম্মানপূর্বক বিনীত নিবেদন এই যে, গত ১ জুলাই ২০১৮ তারিখে ‘দৈনিক সমকাল’ পত্রিকায় প্রকাশিত বিজ্ঞপ্তি মারফত জানতে পারলাম যে, আপনার অধীনে সরকারি মাধ্যমিক বিদ্যালয়ে কিছু সংখ্যক কম্পিউটার অপারেটর নিয়োগ করা হবে। উক্ত পদের একজন আগ্রহী প্রার্থী হিসেবে আমি আমার জীবন বৃত্তান্ত ও অন্যান্য তথ্যাবলি নিচের পেশ করলাম:
১. নাম: শামীম হোসেন চৌধুরি।
২. পিতার নাম: মো: আলমগীর চৌধুরি।
৩. মাতার নাম: হেলেনা বেগম।
৪. স্থায়ী ঠিকানা: গ্রাম ও ডাকঘর: গোয়ালিয়া, জেলা: চাঁপাইনবাবগঞ্জ।
৫. বর্তমান ঠিকানা: ২ কাজীপাড়া, মিরপুর-১০, ঢাকা।
৬. জন্ম তারিখ: ২২ জুন, ১৯৯৫।
৭. জাতীয়তা: বাংলাদেশী।
৮. ধর্ম: ইসলাম।
৯. বৈবাহিক অবস্থা: অবিবাহিত।
১০. শিক্ষাগত যোগ্যতা:
পরীক্ষার নাম | পাসের বছর | ফলাফল | শাখা | বোর্ড/বিশ্ববিদ্যালয় |
এসএসসি | ২০১১ | এ+ | বিজ্ঞান | বরিশাল বোর্ড |
এইচএসসি | ২০১৩ | এ | বিজ্ঞান | বরিশাল বোর্ড |
বিএ অনার্স | ২০১৭ | ২য় শ্রেণি | ইংরেজি | ঢাকা বিশ্ববিদ্যালয় |
এমএ | ২০১৮ | ২য় শ্রেণি | ইংরেজি | ঢাকা বিশ্ববিদ্যালয় |
১১. অভিজ্ঞতা: আমি ১ জুলাই ২০১৮ থেকে একটি বেসরকারি স্কুলে ইংরেজি শিক্ষক হিসেবে কর্মরত আছি।
অতএব, মহত্মান সমীপে আকুল আবেদন আমার শিক্ষাগত যোগ্যতা ও অভিজ্ঞতা বিবেচনাপূর্বক আমাকে সহকারি পদে নিয়োগ প্রদান করে বাধিত কররেন।
বিনীত
শামীম হোসেন চৌধুরি।
সংযুক্তি:
১. সার্টিফিকেট ও প্রশংসাপত্রসমূহের সত্যায়িত ফটোকপি।
২. চারিত্রিক সার্টিফিকেট ২ কপি (১ম শ্রেণির গেজেটেড কর্মকর্তা প্রদত্ত)।
৩. পার্সপোট সাইজের ২ কপি সত্যায়িত ছবি।
৬. টাইপিস্ট পদে চাকরির জন্য আবেদন
১৪ নভেম্বর, ২০১৮।
বরাবর,
ব্যবস্থাপনা পরিচালক,
টার্গেট গ্রুপ অব ইন্ডাস্ট্রিজ,
৭২ মতিঝিল, ঢাকা।
বিষয়: অফিস সহকারী/টাইপিস্ট পদে চাকরির জন্য আবেদন।
জনাব,
যথাবিহিত সম্মানপূর্বক বিনীত নিবেদন এই যে, গত ১২ আগস্ট ২০১৮ তারিখে ‘ডেইলি স্টার’ পত্রিকায় প্রকাশিত বিজ্ঞপ্তিতে জানতে পারলাম যে, আপনার ব্যবসায় প্রতিষ্ঠানে একজন অফিস সহকারী/ টাইপিস্ট নিয়োগ করা হবে। আমি উক্ত পদের একজন আগ্রহী প্রার্থী হিসেবে আমি আমার জীবন বৃত্তান্ত আপনার সদয় অবগতি ও সুবিবেচনার জন্য নিচে প্রদত্ত হল:
১. নাম: রোকেয়া আক্তার।
২. পিতার নাম: শামসুল আলম হাওলাদার।
৩. মাতার নাম: সারমিন বেগম।
৪. স্থায়ী ঠিকানা: গ্রাম ও ডাকঘর: লোহাগর, জেলা: পটুয়াখালী।
৫. বর্তমান ঠিকানা: ঐ।
৬. জন্ম তারিখ: ৭ জুন, ১৯৯৪
৭. জাতীয়তা: বাংলাদেশী।
৮. ধর্ম: ইসলাম।
৯. বৈবাহিক অবস্থা: অবিবাহিত।
১০. শিক্ষাগত যোগ্যতা:
পরীক্ষার নাম | পাসের বছর | ফলাফল | শাখা | বোর্ড/বিশ্ববিদ্যালয় |
মাধ্যমিক | ২০১১ | এ+ | বাণিজ্য | রাজশাহী বোর্ড |
উচ্চ মাধ্যমিক | ২০১৩ | এ | বাণিজ্য | ঢাকা বোর্ড |
বিকম (পাস) | ২০১৬ | ২য় শ্রেণি | বাণিজ্য | জাতীয় বিশ্ববিদ্যালয় |
১১. অভিজ্ঞতা: আমি একটি প্রাইভেট লিমিটেড কোম্পানিতে কর্মরত আছি। আমার টাইপের গতি বাংলা ও ইংরেজিতে যথাক্রমে ৫০ ও ৬০।
অতএব, জনাবের সমীপে আকুল আবেদন উপরিউক্ত তথ্যাদি বিবেচনাপূর্বক টাইপিস্ট পদে নিয়োগ প্রদান করলে আমি আপনার প্রতিষ্ঠানের উন্নতি সাধনে সদা তৎপর থাকবো।
বিনীত নিবেদক
রোকেয়া আক্তার।
সংযুক্তি:
১. সকল সনদপত্রের সত্যায়িত ফটোকপি।
২. সরকার প্রদত্ত কম্পিউটার প্রশিক্ষণের সনদ
৩. পার্সপোট সাইজের ২কপি সত্যায়িত ছবি।
৪. চারিত্রিক সনদ ২কপি (১ম শ্রেণির গেজেটেড কর্মকর্তা প্রদত্ত)।
৭. বিপণন পদে নিয়োগ প্রাপ্তির জন্য আবেদন
৮ জুলাই, ২০১৯।
বরাবর,
ব্যবস্থাপনা পরিচালক,
জোবায়ের অ্যান্ড কোং লিমিডেট।
৩৬/এ এস কে দাস রোড, গেন্ডারিয়া, ঢাকা।
বিষয়: বিপণন পদে নিয়োগ প্রাপ্তির জন্য আবেদন।
জনাব,
যথাবিহিত সম্মানপূর্বক বিনীত নিবেদন এই যে, গত ৩ আগস্ট ২০১৯ তারিখে ‘দৈনিক সমকাল’ পত্রিকায় প্রকাশিত বিজ্ঞপ্তিতে জানতে পারলাম যে, আপনার প্রতিষ্ঠানে বিপণন কর্মকর্তা পদে কিছু সংখ্যক লোক নিয়োগ করা হবে। আমি উক্ত পদের একজন আগ্রহী প্রার্থী হিসেবে আমি আমার জীবন বৃত্তান্ত ও অন্যান্য তথ্যাবলি নিম্নে পেশ করলাম:
১. নাম: সীমা সরকার।
২. পিতার নাম: নরেশ সরকার।
৩. মাতার নাম: ইরা রাণী সরকার।
৪. স্থায়ী ঠিকানা: গ্রাম ও ডাকঘর: মহিচাইল, উপজেলা: চান্দিনা, জেলা: কুমিল্লা।
৫. বর্তমান ঠিকানা: ১৫৩ ডিস্টিলারি রোড, গেন্ডারিয়া, ঢাকা।
৬. জন্ম তারিখ: ২২ জুন, ১৯৯৫।
৭. জাতীয়তা: বাংলাদেশী।
৮. ধর্ম: ইসলাম।
৯. বৈবাহিক অবস্থা: অবিবাহিত।
১০. শিক্ষাগত যোগ্যতা:
পরীক্ষার নাম | পাসের বছর | ফলাফল | শাখা | বোর্ড/বিশ্ববিদ্যালয় |
এসএসসি | ২০১১ | এ+ | বিজ্ঞান | বরিশাল বোর্ড |
এইচএসসি | ২০১৩ | এ | বিজ্ঞান | বরিশাল বোর্ড |
বিএ অনার্স | ২০১৭ | ২য় শ্রেণি | ইংরেজি | ঢাকা বিশ্ববিদ্যালয় |
এমএ | ২০১৮ | ২য় শ্রেণি | ইংরেজি | ঢাকা বিশ্ববিদ্যালয় |
১১. অভিজ্ঞতা: আমি ১ জুলাই ২০১৯ থেকে একটি মাল্টিন্যাশনাল কোম্পানিতে কম্পিউটার অপারেটর হিসেবে কর্মরত আছি।
অতএব, মহত্মান সমীপে আকুল আবেদন আমার শিক্ষাগত যোগ্যতা ও অবিজ্ঞতা বিবেচনাপূর্বক আমাকে বিপণন কর্মকর্তা পদে নিয়োগ দানে বাধিত করবেন।
বিনীত
সীমা সরকার সংযুক্তি:
১. সার্টিফিকেট ও প্রশংসাপত্র সমূহের সত্যায়িত ফটোকপি।
২. চারিত্রিক সার্টিফিকেট ২ কপি (১ম শ্রেণির গেজেটেড কর্মকর্তা প্রদত্ত)।
৩. পার্সপোট সাইজের ২ কপি সত্যায়িত ছবি।
৮. জুনিয়র অফিসার পদে চাকরির জন্য আবেদন
৫ মে, ২০১৯
বরাবর,
মহাপরিচালক,
বাংলা একাডেমি ঢাকা।
বিষয়: কেরানি/ জুনিয়র অফিসার পদে চাকরির জন্য আবেদন।
জনাব,
বিনীত নিবেদন এই যে, গত ১০ আগস্ট, ২০১৯ তারিখের ‘দৈনিক বাংলাদেশ প্রতিদিন’ পত্রিকায় প্রকাশিত বিজ্ঞপ্তি মারফত জানতে পারলাম যে, আপনার দপ্তরে কেরানি/ জুনিয়র পদে একজন লোক নিয়োগ করা হবে। উক্ত পদের একজন আগ্রহী প্রার্থী হিসেবে আমার শিক্ষাগত যোগ্যতা ও অন্যান্য বিবরণাদি আপনার সুবিবেচনার জন্য পেশ করলাম।
১. নাম: জালাল খান।
২. পিতার নাম: আবদুল মান্নান খান।
৩. মাতার নাম: মোকসেদা বেগম।
৪. স্থায়ী ঠিকানা: গ্রাম ও ডাকঘর: মহিচাইল, উপজেলা: চান্দিনা, জেলা: কুমিল্লা।
৫. বর্তমান ঠিকানা: ১৫৩ ডিস্টিলারি রোড, গেন্ডারিয়া, ঢাকা।
৬. জন্ম তারিখ: ১২ জুন, ১৯৯৩।
৭. জাতীয়তা: বাংলাদেশী।
৮. ধর্ম: ইসলাম।
৯. বৈবাহিক অবস্থা: অবিবাহিত।
১০. শিক্ষাগত যোগ্যতা:
পরীক্ষার নাম | পাসের বছর | ফলাফল | শাখা | বোর্ড/বিশ্ববিদ্যালয় |
এসএসসি | ২০১১ | এ+ | বিজ্ঞান | বরিশাল বোর্ড |
এইচএসসি | ২০১৩ | এ | বিজ্ঞান | বরিশাল বোর্ড |
বিএ অনার্স | ২০১৭ | ২য় শ্রেণি | ইংরেজি | ঢাকা বিশ্ববিদ্যালয় |
এমএ | ২০১৮ | ২য় শ্রেণি | ইংরেজি | ঢাকা বিশ্ববিদ্যালয় |
অতএব, জনাব সমীপে প্রার্থনা এই যে, উপরোল্লিখত বিষয়সমূহ বিবেচনাপূর্বক আমাকে কেরানি/ জুনিয়র অফিসার পদে নিয়োগদানে বাধিত করবেন।
বিনীত
জালাল খান।
সংযুক্তি:
১. সার্টিফিকেট ও প্রশংসাপত্র সমূহের সত্যায়িত ফটোকপি।
২. চারিত্রিক সার্টিফিকেট ২ কপি (১ম শ্রেণির গেজেটেড কর্মকর্তা প্রদত্ত)।
৩. পার্সপোট সাইজের ২ কপি সত্যায়িত ছবি।
এই লিংকে ক্লিক করে চাকরির দরখাস্ত লেখার নিয়ম পিডিএফ ফাইলে ডাউনলোড করে নিন। কোর্সটিকার দেওয়া গুরুত্বপূর্ণ সব টিপস পরে চাকরীর প্রস্তুতি গ্রহণ করুন। আমরা আছি ইউটিউবেও। আমাদের YouTube চ্যানেলটি SUBSCRIBE করতে পারো এই লিংক থেকে।
Discussion about this post