ছবির রং প্রবন্ধের জ্ঞানমূলক প্রশ্ন উত্তর : আমরা চারপাশে গাছ-লতাপাতা, ফুল, মাঠ, নদী, পাহাড়-পর্বত ইত্যাদি দেখি। তাদের রূপ আছে। রং আছে। সেই রূপকে নানান রঙে নিজের মতো যাঁরা আঁকেন তাঁদের আমরা বলি চিত্রশিল্পী। বিভিন্ন ঋতুতে আমাদের চারপাশের পরিবেশের রূপ ও রং বদলে যায়। চিত্রশিল্পীরাও তাঁদের ছবিতে রঙে-রেখায় ফুটিয়ে তোলেন। ছবির সেই নানান রং ও রঙের বৈচিত্র্যের কথাই লেখক হাশেম খান তাঁর ‘ছবির রং’ লেখাটিতে ফুটিয়ে তুলেছেন।
ছবির রং প্রবন্ধের জ্ঞানমূলক প্রশ্ন উত্তর
১. চাষিরা কোন মাসে দল বেঁধে ফসল কাটে?
উত্তর: চাষিরা অগ্রহায়ণ মাসে দল বেঁধে ধান কাটে।
২. রংধনুর কয়টি রং?
উত্তর: রংধনুর রং সাতটি।
৩. মৌলিক রং কয়টি ও কী কী?
উত্তর: মৌলিক রং তিনটি। হলুদ, নীল, লাল।
৪. মৌলিক রংগুলো মিশিয়ে কী কী রং পাওয়া যায়?
উত্তর: হলুদ ও নীল মেশালে সবুজ, নীল ও লাল মেশালে বেগুনি, লাল ও হলুদ মেশালে কমলা পাওয়া যায়।
৫. রংধনুর সাতটি রঙ কী কী?
উত্তর: হলুদ, কমলা, লাল, সবুজ, নীল, বেগুনি, গোলাপি।
৬. গ্রীষ্মকাল কোন মাসগুলোতে হয়?
উত্তর: গ্রীষ্মকাল বৈশাখ ও জ্যৈষ্ঠ মাসে হয়।
৭. গ্রীষ্মকালীন ফলগুলো কী কী?
উত্তর: আম, জাম, কলা, লিচু, তরমুজ।
৮. বর্ষাকালে আকাশে কী ধরনের রং দেখা যায়?
উত্তর: বর্ষাকালে আকাশে কালো মেঘ এবং বিদ্যুৎ চমকানোর দৃশ্য দেখা যায়।
৯. বর্ষাকালে কোন ফুলটি ফুটে?
উত্তর: কদম ফুল সাদা ও কমলা রঙে ফুটে।
১০. শরৎকাল কবে হয়?
উত্তর: শরৎকাল ভাদ্র ও আশ্বিন মাসে হয়।
১১. শরৎকালে কোন ফুল ফুটে?
উত্তর: কাশফুল এবং শাপলাফুল ফুটে।
১২. হেমন্ত ঋতু কোন মাসে আসে?
উত্তর: হেমন্ত ঋতু কার্তিক ও অগ্রহায়ণ মাসে আসে।
১৩. শীতকালে কী ধরনের ফুল ফুটে?
উত্তর: শীতকালে শিমুল, পলাশ, কৃষ্ণচূড়া ফুল ফুটে।
১৪. শীতকালে প্রকৃতিতে কী ধরনের রং দেখা যায়?
উত্তর: শীতকালে কুয়াশার মায়াবী রং দেখা যায়।
১৫. অতিথি পাখি কোথা থেকে আসে?
উত্তর: অতিথি পাখি শীতকালে বরফ-পড়া দেশ থেকে এসে আমাদের দেশে আসে।
১৬. বসন্তকাল কবে হয়?
উত্তর: বসন্তকাল ফাল্গুন ও চৈত্র মাসে হয়।
১৭. বসন্তকালে প্রকৃতিতে কী ধরনের দৃশ্য দেখা যায়?
উত্তর: বসন্তকালে গাছে গাছে নানা রঙের ফুল ফুটে এবং পাখিরা গাছে গাছে নেচে বেড়ায়।
১৮. বাংলার শিল্পীরা কীভাবে রং ব্যবহার করেন?
উত্তর: বাংলার শিল্পীরা রঙিন সুতোর বুনট, নকশিকাঁথা, পুতুল, ছবি, হাঁড়িপাতিলে রং ব্যবহার করেন।
১৯. বাংলাদেশের শিশুদের ছবি কীভাবে আলাদা বৈশিষ্ট্যপূর্ণ?
উত্তর: বাংলাদেশের শিশুদের ছবি উজ্জ্বল, সাহসী এবং মৌলিক রঙ ঘেঁষা হয়।
২০. বাংলার শিল্পকর্মের বিশেষত্ব কী?
উত্তর: বাংলার শিল্পকর্ম উজ্জ্বল রঙের ব্যবহার ও সাহসী চিত্রশিল্পে ভরা, যা সারা বিশ্বে প্রশংসিত।
সপ্তম শ্রেণির বাংলা জ্ঞানমূলক প্রশ্ন উত্তর
১. ঢাকা নগর জাদুঘরের অন্যতম প্রতিষ্ঠাতা কে?
উত্তর: ঢাকা নগর জাদুঘরের অন্যতম প্রতিষ্ঠাতা হাশেম খান।
২. হাশেম খান কোন মহাদেশের বিভিন্ন দেশে চিত্রকলা বিষয়ে প্রতিনিধিত্ব করেছেন?
উত্তর: হাশেম খান এশিয়া ও ইউরোপ মহাদেশের বিভিন্ন দেশে চিত্রকলা বিষয়ে প্রতিনিধিত্ব করেছেন।
৩. ছবি আঁকার ক্ষেত্রে খুবই গুরুত্বপূর্ণ রং কী?
উত্তর: ছবি আঁকার ক্ষেত্রে খুবই গুরুত্বপূর্ণ রং হলো সাদা ও কালো।
৪. বৈশাখ ও জ্যৈষ্ঠ এ দুই মাসকে কোন কাল বলা হয়?
উত্তর: বৈশাখ ও জ্যৈষ্ঠ এ দুই মাসকে গ্রীষ্মকাল বলা হয়।
৫. কোন মাসে ধানখেতে গেরুয়া রঙের বাহার দেখা যায়?
উত্তর: অগ্রহায়ণ মাসে ধানখেতে গেরুয়া রঙের বাহার দেখা যায়।
৬. কোন ঋতুতে অতিথি পাখিরা আমাদের দেশে এসে আশ্রয় নেয়?
উত্তর: শীতকালে অতিথি পাখিরা আমাদের দেশে এসে আশ্রয় নেয়।
৭. ‘আভা’ শব্দের অর্থ কী?
উত্তর: ‘আভা’ শব্দের অর্থ হলো দীপ্তি বা উজ্জ্বলতা।
৮. রঙের ঋতু বলা হয় কোন ঋতুকে?
উত্তর: রঙের ঋতু বলা হয় বসন্ত ঋতুকে।
৯. শীতকালে ফোটে এমন একটি ফুলের নাম লেখ।
উত্তর: শীতকালে ফোটে এমন একটি ফুল হলো কৃষ্ণচূড়া।
১০. হলুদ, নীল ও লাল এই তিনটি রংকে কী বলা হয়?
উত্তর: হলুদ, নীল ও লাল এই তিনটি রংকে মৌলিক রং বলা হয়।
১১. হেমন্ত ঋতু কোন কোন মাস নিয়ে গঠিত?
উত্তর: হেমন্ত ঋতু কার্তিক ও অগ্রহায়ণ মাস নিয়ে গঠিত।
১২. শীতকালে সরষের খেতে কী অবস্থা হয়?
উত্তর: শীতকালে সরষের খেতে ফুলে ফুলে হলুদের বন্যা নামে।
১৩. শীতকালে মানুষ কী ধরনের কাপড় ব্যবহার করে?
উত্তর: শীতকালে মানুষ লাল, নীল, হলুদ, কালো বিচিত্র রঙের গরম কাপড় ও টুপি ব্যবহার করে।
১৪. শরৎকালের কোন দৃশ্যটা সবচেয়ে মোহনীয়?
উত্তর: শরৎকালে ভরা নদী এবং খালে সাদা, লাল, নীল ও হলুদ বিভিন্ন রঙের পালতোলা নৌকা চলাচলের দৃশ্য সবচেয়ে মোহনীয়।
১৫. হেমন্তের শেষ দিকে মাঠে কোন রঙের বাহার দেখা যায়?
উত্তর: হেমন্তের শেষ দিকে মাঠে হলুদ বা গেরুয়া রঙের বাহার দেখা যায়।
১৬. গ্রীষ্ম ঋতুতে রংবেরঙের কী কী ফল পাওয়া যায়?
উত্তর: গ্রীষ্ম ঋতুতে আম, জাম, কলা, লিচু, তরমুজ ইত্যাদি রং- বেরঙের ফল পাওয়া যায়।
১৭. বসন্তকালে গাছে গাছে কিসের প্রতিযোগিতা হয়?
উত্তর: বসন্তকালে গাছে গাছে কে কত সুন্দর ও সতেজ ফুল ফোটাতে পারে তারই যেন প্রতিযোগিতা হয়।
১৮. এ পর্যন্ত হাশেম খানের কতটি বই প্রকাশিত হয়েছে?
উত্তর: এ পর্যন্ত হাশেম খানের ১৫টি বই প্রকাশিত হয়েছে।
১৯. ‘গুলিবিদ্ধ ৭১’ বইটির রচয়িতা কে?
উত্তর: ‘গুলিবিদ্ধ ৭১’ বইটির রচয়িতা হাশে খান।
আরও দেখো—সপ্তম শ্রেণির বাংলা গল্প-কবিতার সমাধান
সপ্তম শ্রেণির প্রিয় শিক্ষার্থীরা, উপরে তোমাদের সপ্তবর্ণা বাংলা বই থেকে ছবির রং প্রবন্ধের জ্ঞানমূলক প্রশ্ন উত্তর আলোচনা করা হয়েছে। এই অধ্যায় থেকে পরীক্ষা প্রস্তুতির জন্য ৩০টিরও অধিক প্রশ্ন উত্তরসহ দেওয়া হয়েছে। Answer Sheet অপশনে ক্লিক করে উত্তরগুলো সংগ্রহ করে নাও। এছাড়াও অধ্যায়ভিত্তিক অনুধাবনমূলক, সৃজনশীল এবং বহুনির্বাচনি প্রশ্নের সমাধান পেতে উপরে দেওয়া লিংকে ভিজিট করো।
Discussion about this post