ছবি কবিতার mcq : আর্য হলো এক বিশেষ মানবসম্প্রদায়, যারা নিজেদের বিশুদ্ধ ও শ্রে‘বলে মনে করতো। আলোচ্য অংশে কবি খাঁটি বাঙালি চেতনার ধারক অর্থে আর্যবংশের কথা বলেছেন। বাঙালি চেতনার ধারক সেই মহামানব অর্থাৎ জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের নির্দেশনায় এবং ত্রিশ লক্ষ শহিদের আত্মত্যাগের মধ্যদিয়ে সৃষ্টি হয় সেই ছবি তথা স্বাধীন-সার্বভৌম বাংলাদেশ।
ছবি কবিতার mcq
১. কোনটি আবু হেনা মোস্তফা কামালের গীতি সংকলন?
ক. আক্রান্ত গজল
খ. যেহেতু জন্মান্ধ
গ. আমি সাগরের নীল
ঘ. শিল্পীর রূপান্তর
২. ‘মেম্ফিস অথবা কালিফোর্নিয়া তার তুলনায় শিশুতোষ’ -বলতে বোঝানো হয়েছে—
i. এদেশের অতুলনীয় সৌন্দর্য
ii. দেশের প্রতি কবির মমত্ববোধ
iii. মেম্ফিস, কালিফোর্নিয়ার সৌন্দর্য শিশুদের উপযোগী
নিচের কোনটি ঠিক?
ক. i ও ii
খ. i ও iii
গ. ii ও iii
ঘ. i, ii ও iii
• নিচের উদ্দীপকটি পড়ে ৩ ও ৪ সংখ্যক প্রশ্নের উত্তর দাও।
এসেছি আবার ফিরে…রাতৃজাগা নির্বাসন শেষে
এসেছি জননী বঙ্গে স্বাধীনতা উড়িয়ে উড়িয়ে
৩. উদ্দীপকে ‘ছবি’ কবিতার যে ভাবগুলো প্রকাশিত হয়েছে তা হলো-
i. সুদীর্ঘ নয় মাসের রক্তক্ষয়ী সংগ্রাম
ii. যুদ্ধকালীন মানুষের বিপর্যস্ত জীবন
iii. বাঙালির স্বাধীনতা অর্জন
নিচের কোনটি ঠিক?
ক. i ও ii
খ. i ও iii
গ. ii ও iii
ঘ. i, ii ও iii
৪. উক্ত ভাবকে কবি আবু হেনা মোস্তফা কামাল ‘নতুন একটি ছবি’ হিসেবে কল্পনা করেছেন কেন?
ক. ছবির মতো সুন্দর দেশ বলে
খ. খাঁটি বাঙালি শিল্পীর আঁকা বলে
গ. অকৃত্রিম রঙ ব্যবহৃত হয়েছে বলে
ঘ. ত্রিশ লক্ষ কারিগরের রক্তে রঞ্জিত বলে
৫. আবু হেনা মোস্তফা কামাল কত খ্রিষ্টাব্দে জন্মগ্রহণ করেন?
ক. ১৯৩২
খ. ১৯৩৬
গ. ১৯৩৪
ঘ. ১৯৩৮
৬. আবু হেনা মোস্তফা কামাল কোন জেলায় জন্মগ্রহণ করেন?
ক. সুনামগঞ্জ
খ. মানিকগঞ্জ
গ. সিরাজগঞ্জ
ঘ. হবিগঞ্জ
৭. সিরাজগঞ্জ জেলা আগে কোন জেলার অন্তর্গত ছিল?
ক. সুনামগঞ্জ
খ. মানিকগঞ্জ
গ. পাবনা
ঘ. হবিগঞ্জ
৮. আবু হেনা মোস্তফা কামাল সিরাজগঞ্জ জেলার কোন থানায়। জন্মগ্রহণ করেন?
ক. কাজীপুর
খ. উল্লাপাড়া
গ. বেলকুচি
ঘ. কামারখন্দ
৯. আবু হেনা মোস্তফা কামাল কোন গ্রামে জন্মগ্রহণ করেছিলেন?
ক. সোনাতলা
খ. শিবপুর
গ. নয়ানগাতী
ঘ. গোবিন্দা
১০. কবি আবু হেনা মোস্তফা কামালের পিতার নাম কী?
ক. এম. শাহজাহান আলী
খ. এম. আকবর আলী
গ. এম. জাহাঙ্গীর আলী
ঘ. এম. আইয়ুব আলী
১১. আবু হেনা মোস্তফা কামালের মাতার নাম কী?
ক. জেবুননেসা
খ. হায়াতুননেসা
গ. মেহেরুননেসা
ঘ. খালেকুননেসা
১২. আবু হেনা মোস্তফা কামাল কোন ধরনের কবি হিসেবে পরিচিত?
ক. তিমির হননের কবি
খ. বিশিষ্ট রোমান্টিক কবি
গ. নির্জনতার কবি
ঘ. প্রকৃতির কবি
১৩. আবু হেনা মোস্তফা কামাল নিচের কোন পেশায় জড়িত ছিলেন?
ক. অধ্যাপনা
খ. সাংবাদিকতা
গ. ব্যবসায়
ঘ. ব্যাংক কর্মকর্তা
১৪. আবু হেনা মোস্তফা কামাল কেমন সাহিত্য সমালোচক ছিলেন?
ক. সৃজনশীল
খ. প্রগতিশীল
গ. মননশীল
ঘ. প্রতিশ্রুতিশীল
১৫. আবু হেনা মোস্তফা কামাল শিক্ষাজীবনে কী হিসেবে সুপরিচিত ছিলেন?
ক. সফল উদ্যোক্তা
খ. তরুণ কবি
গ. ভালো ফুটবলার
ঘ. কৃতী ছাত্র
১৬. আবু হেনা মোস্তফা কামাল কোন বিশ্ববিদ্যালয়ে অধ্যয়ন করেন?
ক. ঢাকা বিশ্ববিদ্যালয়
খ. রাজশাহী বিশ্ববিদ্যালয়
গ. জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়
ঘ. চট্টগ্রাম বিশ্ববিদ্যালয়
১৭. আবু হেনা মোস্তফা কামাল স্নাতক ও স্নাতকোত্তর পর্যায়ে কোন বিষয়ে অধ্যয়ন করেছে
ক. গণযোগাযোগ ও সাংবাদিকতা
খ. ইংরেজি ভাষা ও সাহিত্য
গ৷ বাংলা ভাষা ও সাহিত্য
ঘ. রাষ্ট্রবিজ্ঞান
১৮. আবু হেনা মোস্তফা কামাল কত খ্রিষ্টাব্দে এমএ ডিগ্রি অর্জন করেন?
ক. ১৯৩২
খ. ১৯৩৬
গ. ১৯৫৯
ঘ. ১৯৫৪
১৯. আবু হেনা মোস্তফা কামালের এমএ ডিগ্রির ফলাফল কী?
ক. প্রথম শ্রেণিতে প্রথম
খ. প্রথম শ্রেণিতে দ্বিতীয়
গ. দ্বিতীয় শ্রেণিতে প্রথম
ঘ. দ্বিতীয় শ্রেণিত দ্বিতীয়
২০. আবু হেনা মোস্তফা কামাল কোন বিশ্ববিদ্যালয় থেকে পিএইচডি ডিগ্রি অর্জন করেন?
ক. অক্সফোর্ড বিশ্ববিদ্যালয়
খ. নটিংহাম বিশ্ববিদ্যালয়
গ. লন্ডন বিশ্ববিদ্যালয়
ঘ. কেমব্রিজ বিশ্ববিদ্যালয়
২১. আবু হেনা মোস্তফা কামাল কত খ্রিষ্টাব্দে পিএইচডি ডিগ্রি অর্জন করেন?
ক. ১৯৩২
খ. ১৯৩৬
গ. ১৯৫৯
ঘ. ১৯৬৯
২২. আবু হেনা মোস্তফা কামাল কোন কলেজের অধ্যাপনা দিয়ে কর্মজীবন শুরু করেন-
ক. ঢাকা কলেজ
খ. ব্রজমোহন কলেজ
গ. কারমাইকেল কলেজ
ঘ. পাবনার এডওয়ার্ড কলেজ
২৩. ‘যেহেতু জন্মান্ধ’— কাব্যগ্রন্থটির কবি কে?
ক. শহীদ কাদরী
খ. শামসুর রাহমান
গ. আবু হেনা মোস্তফা কামাল
ঘ. নির্মলেন্দু গুণ
২৪. আবু হেনা মোস্তফা কামাল কোন পেশার মাধ্যমে কর্মজীবনে প্রবেশ করেন?
ক. সাংবাদিকতা
খ. ওকালতি
গ. অধ্যাপনা
ঘ. ব্যবসায়
২৫. আবু হেনা মোস্তফা কামাল কোন কলেজে অধ্যাপনা দিয়ে কর্মজীবন শুরু করেন?
ক. জগন্নাথ কলেজ
খ. বগুড়া আজিজুল হক কলেজ
গ. ঢাকা কলেজ
ঘ. পাবনা এডওয়ার্ড কলেজ
ছবি কবিতার বহুনির্বাচনী প্রশ্ন উত্তর
২৬. আবু হেনা মোস্তফা কামাল কয়টি বিশ্ববিদ্যালয়ে অধ্যাপনা করেছেন?
ক. ১টি
খ. ২টি
গ. ৩টি
ঘ. ৫টি
২৭. কোথায় কর্মরত থাকাকালে আবু হেনা মোস্তফা কামাল বাংলা একাডেমির মহাপরিচালকের দায়িত্ব পালন করেছেন?
ক. রাজশাহী বিশ্ববিদ্যালয়
খ. চট্টগ্রাম বিশ্ববিদ্যালয়
গ. ঢাকা বিশ্ববিদ্যালয়
ঘ. জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়
২৮. বাংলাদেশ শিল্পকলা একাডেমিতে আবু হেনা মোস্তফা কামাল কোন পদে দায়িত্ব পালন করেছেন?
ক. মহাপরিচালক
খ. ব্যবস্থাপক
গ. চেয়ারম্যান
ঘ. পরিচালক
২৯. বাংলাদেশ শিল্পকলা একাডেমিতে মহাপরিচালকের দায়িত্ব পালনকালে আবু হেনা মোস্তফা কামাল কোথায় কর্মরত ছিলেন?
ক. রাজশাহী বিশ্ববিদ্যালয়ে
খ. চট্টগ্রাম বিশ্ববিদ্যালয়
গ. ঢাকা বিশ্ববিদ্যালয়ে
ঘ. জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়
৩০. আবু হেনা মোস্তফা কামালের কোন বৈশিষ্ট্য তাঁর কবিতাকে করেছে নন্দনশোভন?
ক. রোমান্টিক কবিস্বভাব
খ. স্বদেশপ্রেম
গ. প্রকৃতি ঘনিষ্ঠতা
ঘ. জীবন ঘনিষ্ঠতা
৩১. আবু হেনা মোস্তফা কামালের কবিতার প্রধান সম্পদ কী?
ক. প্রকৃতির প্রাণবন্ত উপস্থাপনা
খ. প্রকৃতি ও মানবমনের সম্পর্ক
গ. মানবজীবন ও বাস্তবতা
ঘ. শব্দের বহুমুখী দ্যোতনা ও চিত্রধর্মিতা
৩২. আবু হেনা মোস্তফা কামাল কয়টি কাব্যগ্রন্থ রচনা করেছেন?
ক. ১টি
খ. ২টি
গ. ৩টি
ঘ. ৫টি
৩৩. ‘আমি সাগরের নীল’ –আবু হেনা মোস্তফা কামালের কী ধরনের রচনা?
ক. কাব্য সংকলন
খ. নাট্য সংকলন
গ. প্রবন্ধ সংকলন
ঘ. গীতি সংকলন
৩৪. ‘আপন যৌবন বৈরী’ আবু হেনা মোস্তফা কামাল রচিত কোন জাতীয় রচনা?
ক. নাট্যগ্রন্থ
খ. কাব্যগ্রন্থ
গ. গীতি-সংকলন
ঘ. প্রবন্ধ
৩৫. ‘যেহেতু জন্মান্ধ’ আবু হেনা মোস্তফা কামালের কোন ধরনের রচনা?
ক. নাট্যগ্রন্থ
খ. প্রবন্ধগ্রন্থ
গ. উপন্যাস
ঘ. কাব্যগ্রন্থ
৩৬. নিচের কোনটি আবু হেনা মোস্তফা কামাল রচিত কাব্যগ্রন্থ?
ক. কথা ও কবিতা
খ. আমি সাগরের নীল
গ. শিল্পীর রূপান্তর
ঘ. আক্রান্ত গজল
৩৭. নিচের কোনটি আবু হেনা মোস্তফা কামাল রচিত গীতি সংকলন?
ক. আপন যৌবন বৈরী
খ. আমি সাগরের নীল
গ. কথা ও কবিতা
ঘ. আক্রান্ত গজল
৩৮. আবু হেনা মোস্তফা কামালের প্রবন্ধগ্রন্থ কোনটি?
ক. আপন যৌবন বৈরী
খ. যেহেতু জন্মান্ধ
গ. কথা ও কবিতা
ঘ. চিন্তার কথকথা
৩৯. ‘শিল্পীর রূপান্তর’ আবু হেনা মোস্তফা কামালের কোন জাতীয় রচনা?
ক. নাট্যগ্রন্থ
খ. প্রবন্ধগ্রন্থ
গ. উপন্যাস
ঘ. কাব্যগ্রন্থ
৪০. আবু হেনা মোস্তফা কামাল রচিত ‘কথা ও কবিতা’ কোন জাতীয় গ্রন্থ?
ক. নাট্যগ্রন্থ
খ. প্রবন্ধগ্রন্থ
গ. উপন্যাস
ঘ. কাব্যগ্রন্থ
৪১. কবি আবু হেনা মোস্তফা কামাল কত খ্রিষ্টাব্দে মৃত্যুবরণ করেন?
ক. ১৯৮৮
খ. ১৯৮৯
গ. ১৯৯৯
ঘ. ২০০৩
৪২. কবি আবু হেনা মোস্তফা কামালের মৃত্যু তারিখ কোনটি?
ক. ২৩এ সেপ্টেম্বর
খ. ২৩এ অক্টোবর
গ. ২৩এ নভেম্বর
ঘ. ২৩এ ডিসেম্বর
৪৩. কবি আবু হেনা মোস্তফা কামাল কত বছর বয়সে মৃত্যুবরণ করেন?
ক. ৫১ বছর
খ. ৫৩ বছর
গ. ৫২ বছর
ঘ. ৫৪ বছর
৪৪. কবি আবু হেনা মোস্তফা কামাল কোথায় মৃত্যুবরণ করেন?
ক. সিরাজগঞ্জে
খ. রাজশাহীতে
গ. পাবনায়
ঘ. ঢাকায়
৪৫. রবীন্দ্রনাথ ঠাকুরের ‘গীতবিতান’ একটি সমৃদ্ধ সংগীত সংকলন। আবু হেনা মোস্তফা কামালের কোন গ্রন্থ ‘গীতবিতান’— এর সাথে সম্পর্কযুক্ত?
ক. আপন যৌবন বৈরী
খ. আক্রান্ত গজল
গ. শিল্পীর রূপান্তর
ঘ. আমি সাগরের নীল
৪৬. কাজী নজরুল ইসলামের ‘অগ্নি-বীণা’ কাব্যগ্রন্থের সাথে আঙ্গিকগতভাবে সাদৃশ্য রয়েছে কোন গ্রন্থের?
ক. কথা ও কবিতা
খ. আমি সাগরের নীল
গ. শিল্পীর রূপান্তর
ঘ. আক্রান্ত গজল
৪৭. ‘ছবি’ কবিতায় কবি কাদের আমন্ত্রণ জানিয়েছেন?
ক. যারা শিল্পমনস্ক তাদের
খ. এদেশের সকল মানুষকে
গ. বিশ্বের সমগ্র মানুষকে
ঘ. বিশ্বের জ্ঞানী-গুণীদের
৪৮. ‘ছবি’ কবিতায় ‘আপনাদের’ বলতে কাদের বোঝানো হয়েছে?
ক. বাঙালি মনীষীদের
খ. বিদেশিদের
গ. জ্ঞানী-গুণীদের
ঘ. মহামানবদের
৪৯. ‘উদার আমন্ত্রণ’ কথাটিতে বাঙালি জাতির কোন বৈশিষ্ট্য প্রকাশ পেয়েছে?
ক. মানবিকতা
খ. দানশীলতা
গ. আভিজাত্য
ঘ. আন্তরিকতা
৫০. কবি বাংলাদেশকে কীসের সাথে তুলনা করেছেন?
ক. প্রকৃতির
খ. ছবির
গ. কবিতার
ঘ. ফসলের
►► আরো দেখো: এইচএসসি বাংলা সৃজনশীল প্রশ্নের উত্তর
শিক্ষার্থীরা, এখানে আমরা ৫০টি বহুনির্বাচনী প্রশ্ন উল্লেখ করেছি। আমাদের মূল নৈর্ব্যত্তিক শীটে ১০০টি বহুনির্বাচনী প্রশ্ন ও উত্তর রয়েছে। উপরে দেয়া Answer Sheet বাটনে ক্লিক করে ছবি কবিতার mcq বহুনির্বাচনি প্রশ্ন ও উত্তর ডাউনলোড করে নাও।
ডাউনলোড করতে অসুবিধা হলে আমাদের ফেসবুক পেজে ইনবক্স করো। শিক্ষার্থীরা অন্যান্য বিষয়ের নোট ও সাজেশান্স পেতে আমাদের YouTube চ্যানেলটি SUBSCRIBE করতে পারো এই লিংক থেকে।
Discussion about this post