কিছুদিন পরেই শুরু হচ্ছে অনার্স ৩য় বর্ষ সমাজকর্ম বিভাগের শিক্ষার্থীদের বার্ষিক পরীক্ষা। তোমাদের পরীক্ষাকে সহজ করতে অনার্স ৩য় বর্ষ সমাজকর্ম বিভাগের সাজেশন গুলো দেওয়া শুরু করা হয়েছে। তোমাদের জন্য আজকে জনসংখ্যা বিষয়ক নীতি পরিকল্পনা ও সেবা সাজেশন ২০২৪ নিয়ে আলোচনা করা হবে। বিগত বছরের প্রশ্নপত্র যাচাই-বাছাই করে এই সাজেশন তৈরি করার কারণে পরীক্ষায় রয়েছে শতভাগ কমনের সম্ভাবনা।
কোর্সটিকায় আজকে যে বিষয়টি নিয়ে আলোচনা করা হয়েছে সেটি হচ্ছে জনসংখ্যা বিষয়ক নীতি। সমাজকর্ম বিভাগের এই বিষয়ের বিষয় কোড হচ্ছে ২৩২১১১। এই সাজেশন ক-বিভাগে প্রশ্ন ও উত্তর উভয়েই দেওয়া হয়েছে। খ-বিভাগ ও গ-বিভাগে গুরুত্বপূর্ণ প্রশ্নগুলো দেওয়া হয়েছে। খ-বিভাগ ও গ-বিভাগ প্রশ্নগুলো তোমরা বইয়ে পেয়ে যাবে।
জনসংখ্যা বিষয়ক নীতি পরিকল্পনা ও সেবা সাজেশন ২০২৪
ক-বিভাগ: অতিসংক্ষিপ্ত প্রশ্ন ও উত্তর
১. জনসংখ্যা কী?
উত্তর: কোনো নির্দিষ্ট স্থানে, নির্দিষ্ট অঞ্চল বা দেশে নির্দিষ্ট সময়ে পরস্পর সম্পর্কিত ও সংঘবন্ধভাবে বসবাসরত বিভিন্ন বয়সের নারী- পুরুষসহ সকল মানুষের সমষ্টিই জনসংখ্যা।
২. জনবিজ্ঞানের প্রবক্তা কে?
অথবা, জনবিজ্ঞানের জনক কে?
উত্তর: জনবিজ্ঞানের প্রবক্তা জন গ্রান্ড (John Grand).
৩. “An Essay on the Principles of Population” গ্রন্থটি কার লেখা?
উত্তর: “An Essay on the Principles of Population” গ্রন্থটি ম্যালথাসের লেখা।
৪. প্রজননশীলতা কী?
উত্তর: প্রজননশীলতা বলতে কোনো নারীর জীবিত সন্তান জন্ম দেওয়ার দৈহিক ক্ষমতাকে বুঝায়।
৫. CBR এর পূর্ণরূপ কী?
অথবা, CBR এর পূর্ণরূপ লেখ।
উত্তর: CBR এর পূর্ণরূপ হলো Crude Bith Rate.
৬. স্থানান্তর কী?
উত্তর: স্থানান্তর হলো অপেক্ষাকৃত স্থায়ীভাবে একস্থান থেকে অন্যস্থানে এবং এক ভৌগোলিক এলাকা থেকে অন্য ভৌগোলিক এলাকায় গমনাগমনের প্রক্রিয়া।
৭. অভিবাসন কী?
উত্তর: সাধারণত অভিবাসন হলো কাজ বা নতুন আবাস গড়ে তোলার লক্ষ্যে মানুষের একস্থান (নিজ দেশ) থেকে অন্য স্থানে (অন্য দেশে) গমন বা স্থানন্তর।
৮. বয়ঃসন্ধিকাল বলতে কী বুঝায়?
উত্তর: সাধারণত বয়স পরিক্রমায় তেরো-চৌদ্দ থেকে আঠারো বছর সময়কে বয়ঃসন্ধিকাল বলে।
৯. শূন্য জনসংখ্যা বৃদ্ধি কী?
উত্তর: একটি নির্দিষ্ট সময়ে কোনো দেশের জন্মহার ও মৃত্যুহারের মধ্যে সমতা আসাই হলো শূন্য জনসংখ্যাবৃদ্ধি।
১০. “A Text Book of Demography” গ্রন্থের লেখক কে?
উত্তর: “A Text Book of Demography” গ্রন্থের লেখক O. S. Shrivastave.
১১. জনমিতিক হার কী?
উত্তর: একটি দেশ বা স্থানের জনসংখ্যার গঠন, আকার, আকৃতি, প্রজননশীলতা, মরণশীলতা, স্থানান্তর প্রভৃতির হারই জনমিতিক হার।
১২. জনমিতিক উপাত্ত বলতে কী বুঝ?
উত্তর: জনমিতিক উপাত্ত বলতে কোনো নির্দিষ্ট এলাকা বা দেশের জনসংখ্যাসংক্রান্ত পরিমাণবাচক বা গুণবাচক তথ্যমালাকে বুঝায়।
১৩. আদমশুমারি কী?
উত্তর: আদমশুমারি হলো কোনো নির্দিষ্ট এলাকার একটি নির্দিষ্ট সময় বা কোনো সময় পূর্তিতে সকল জনগণের জনসংখ্যাতাত্ত্বিক, স্থানান্তর, জীবনমান, আয়-ব্যায়, অর্থনৈতিক ও সামাজিক তথ্য/উপাত্ত সংগ্রহ, সংকলন বিশ্লেষণ, শ্রেণিবন্ধকরণ ও প্রকাশের বিজ্ঞানসম্মত প্রক্রিয়া।
১৪. জনসংখ্যা বিষয়ক তথ্যগুলো কী কী?
উত্তর: জনসংখ্যা বিষয়ক তথ্যগুলো হলো জন্মহার, মৃত্যুহার স্থানান্তর, প্রজননশীলতা, জনসংখ্যার বণ্টন প্রভৃতি।
১৫. ম্যালথাস কে ছিলেন?
উত্তর: টমাস ম্যালথাস ইংল্যান্ডের ধর্মযাজক ও প্রখ্যাত অর্থনীতিবিদ ছিলেন। এছাড়াও তিনি জনসংখ্যা তত্ত্বের প্রবক্তা ছিলেন।
১৬. “মানুষের প্রজনন শক্তি এবং সম্ভাবনা সীমাহীন।” – উক্তিটি কার?
উত্তর: “মানুষের প্রজনন শক্তি এবং সম্ভাবনা সীমাহীন।” উক্তিটি ম্যালথাসের।
১৭. কাম্য জনসংখ্যা কী?
উত্তর: সর্বোত্তমভাবে একটি দেশের সম্পদ ও ধারণ ক্ষমতানুযায়ী আকাঙ্ক্ষিত জনসংখ্যাই হলো কাম্য জনসংখ্যা।
১৮. জনসংখ্যা নিয়ন্ত্রণে বাংলাদেশের কোন মন্ত্রণালয় মূল ভূমিকা পালন করে?
উত্তর: জনসংখ্যা নিয়ন্ত্রণে বাংলাদেশের স্বাস্থ্য ও পরিবার পরিকল্পনা মন্ত্রণালয় মূল ভূমিকা পালন করে।
১৯. জাতীয় জনসংখ্যা নীতির বর্তমান স্লোগান কী?
উত্তর: জাতীয় জনসংখ্যা নীতির বর্তমান স্লোগান “ছেলে হোক মেয়ে হোক, দুটি সন্তানই যথেষ্ট।”
২০. বাংলাদেশ পরিবার পরিকল্পনা সমিতির প্রতিষ্ঠাতা কে?
অথবা, বাংলাদেশে পরিবার পরিকল্পনা কার্যক্রম কে শুরু করেন?
উত্তর: বাংলাদেশে পরিবার পরিকল্পনা সমিতির প্রতিষ্ঠাতা ডা. হুমাইরা সাইদ।
২১. বাংলাদেশে কখন পরিবার পরিকল্পনা কার্যক্রম শুরু হয়?
অথবা, বাংলাদেশ পরিবার পরিকল্পনা সমিতি কখন গঠিত হয়?
উত্তর: ১৯৫৩ সালের ২মার্চ বাংলাদেশে পরিবার পরিকল্পনা কার্যক্রম শুরু হয়।
২২. NIPORT এর পূর্ণরূপ লেখ।
অথবা, NIPORT এর পূর্ণরূপ কী?
উত্তর: NIPORT এর পূর্ণরূপ National Institute of Population Research and Training.
২৩. FPAR এর পূর্ণর্ লেখ?
উত্তর: FPAR এর পূর্ণরূপ হলো- Family Planning Association of Bangladesh.
২৪. Pathfinder International কত সালে প্রতিষ্ঠিত হয়?
উত্তর: Pathfinder International ১৯৫৭ সালে প্রতিষ্ঠিত হয়।
২৫. UFHP এর পূর্ণরূপ লেখ।
উত্তর: UFHP এর পূর্ণরূপ হলো- Urban Family Health Project.
২৬. সর্বপ্রথম জন্মনিয়ন্ত্রণ ধারণার উন্মেষ ঘটায় কে?
উত্তর: মার্গারেট স্যাঙ্গার সর্বপ্রথম জন্মনিয়ন্ত্রণ ধারণার উন্মেষ ঘটায়।
২৭. IUD কী?
উত্তর: ILUID হলো মহিলাদের একটি অস্থায়ী কিন্তু দীর্ঘমেয়াদি জন্মনিয়ন্ত্রণ পদ্ধতি। যার পূর্ণরূপ Intra-Uterine Contraceptive Device.
২৮. নরপ্ল্যান্ট কী?
উত্তর: জন্ম নিয়ন্ত্রনের একটি ক্লিনিক্যাল পদ্ধতি হচ্ছে নরপ্ল্যান্ট।
২৯. জনসংখ্যা ব্যবস্থাপনা কাকে বলে?
অথবা, জনসংখ্যা ব্যবস্থাপনা বলতে কী বুঝ?
উত্তর: জনসংখ্যা কার্যক্রমের সাথে সংশ্লিষ্ট কর্মী নিয়োগ জনসংখ্যা নিয়ন্ত্রণ, প্রশিক্ষণ, তত্ত্বাবধান ও কর্মীদের কাজের মূল্যায়ন করার জান্য যে ব্যবস্থাপনা তাকে জনসংখ্যা ব্যবস্থাপনা বলে।
৩০. মানবসম্পদ কী?
উত্তর: মানবসম্পদ হলো এমন একদল লোক যারা একটি সংস্থা, ব্যবসায়িক খাত, শিল্প বা অর্থনীতির কর্মী গঠন করে। আর এরা শিক্ষিত,নযোগ্য, দক্ষ ও অভিজ্ঞ মানবগোষ্ঠী।
৩১. IEM-এর পূর্ণরূপ কী?
উত্তর: IEM-এর Information of Education and Management.
৩২. জন্মনিয়ন্ত্রণের পদ্ধতিগুলো কী কী?
উত্তর: জন্মনিয়ন্ত্রণ পদ্ধতিসমূহ হলো ১. নরপ্ল্যান্ট; ২. ইনজেকশন; ৩. খাওয়ার বড়ি, ৪. কনডম; ৫. ভ্যাসেকটিম; ৬. টিউবেকটমি: ৭. কপারটি।
৩৩. “পাথফাইন্ডার ইন্টারন্যাশনাল” এর প্রতিষ্ঠাতা কে?
উত্তর: “পাথফাইন্ডার ইন্টারন্যাশনাল” এর প্রতিষ্ঠাতা ডা. ক্লারেন্স জেমস গ্যাম্বল।
৩৪. জাতীয় জনসংখ্যা নীতি ২০০৪ প্রণয়ন করে কোন মন্ত্রণালয়?
উত্তর: জাতীয় জনসংখ্যা নীতি ২০০৪ প্রণয়ন করে স্বাস্থ্য ও পরিবারকল্যাণ মন্ত্রণালয়।
৩৫. MDG এর পূর্ণরূপ লেখ।
উত্তর: MDG এর পূর্ণরূপ Millennium Development Goals.
খ-বিভাগ: সংক্ষিপ্ত প্রশ্ন
১. জনবিজ্ঞানের সংজ্ঞা দাও।
২. বাংলাদেশে জনবিজ্ঞান পাঠের প্রয়োজনীয়তা বর্ণনা কর।
৩. প্রজনন স্বাস্থ্য বলতে কী বুঝ?
৪. শিশু মৃত্যুর প্রভাব আলোচনা কর।
৫. স্থানান্তরের শ্রেণিবিভাগ দেখাও।
৬. গ্রাম থেকে শহরে স্থানান্তরের কারণগুলো লেখ।
৭. জনসংখ্যার কাঠামো বলতে কী বুঝ?
৮. জনসংখ্যা বয়স কাঠামোর উপাদানগুলো কী?
৯. জনমিতিক উপাত্তের উৎসগুলো কী কী?
অথবা, জনমিতিক উপাত্তের উৎসগুলো লেখ।
১০. শুমারি ও জরিপের মধ্যে পার্থক্য লেখ।
১১. কাম্য জনসংখ্যা তত্ত্ব কী?
১২. জনমিতিক পরিবর্তন সূচক তত্ত্ব কী?
১৩. বাংলাদেশে জনসংখ্যার প্রকৃতি কী?
অথবা, বাংলাদেশে জনসংখ্যা বৈশিষ্ট্য লেখ।
অথবা, জনসংখ্যার বৈশিষ্ট্যগুলো লেখ।
১৪. পরিবার পরিকল্পনা বলতে কী বুঝায়?
১৫. বাংলাদেশে জনসংখ্যা নিয়ন্ত্রণে এনজিওর ভূমিকা উল্লেখ কর।
১৬. বাংলাদেশে পরিবার পরিকল্পনা কর্মসূচি বাস্তবায়নের অন্তরায়সমূহ লেখ।
অথবা, বাংলাদেশে পরিবার পরিকল্পনা কর্মসূচি অন্তরায়গুলো তুলে ধর।
১৭. বাংলাদেশ পরিবার পরিকল্পনা সমিতির লক্ষ্য ও উদ্দেশ্য উল্লেখ কর।
১৮. জনসংখ্যা নিয়ন্ত্রণ ও পরিবার পরিকল্পনার মধ্যে পার্থক্য দেখাও।
অথবা, জন্মনিয়ন্ত্রণ ও পরিবার পরিকল্পনার মধ্যে পার্থক্য দেখাও।
অথবা, জন্মনিয়ন্ত্রণ ও পরিবার পরিকল্পনার মধ্যে পার্থক্য নির্দেশ কর।
১৯. পাথফাইন্ডার ইন্টারন্যাশনাল কী?
২০. জন্মনিয়ন্ত্রণ কী?
২১. জনানিয়ন্ত্রণের আধুনিক পদ্ধতিসমূহ বর্ণনা কর।
২২. নরপ্ল্যান্ট কী?
২৩. জনসংখ্যা নিয়ন্ত্রণে সমাজকর্মীর ভূমিকা নির্দেশ কর।
২৪. উদাহরণসহ জনসংখ্যা ব্যবস্থাপনার সংজ্ঞা দাও।
গ-বিভাগ: রচনামূলক প্রশ্ন
১. জনবিজ্ঞান বলতে কী বুঝ? জনবিজ্ঞানের পরিধি আলোচনা কর।
২. জনবিজ্ঞান বলতে কী বুঝ? জনবিজ্ঞান পাঠের প্রয়োজনীয়তা আলোচনা কর।
অথবা, বাংলাদেশে জনবিজ্ঞান পাঠের গুরুত্ব আলোচনা কর।
অথবা, বাংলাদেশে জনবিজ্ঞান পাঠের প্রয়োজনীয়তা আলোচনা কর।
৩. প্রজনন স্বাস্থ্যের ওপর প্রভাব বিস্তারকারী উপাদানগুলো আলোচনা কর।
৪. মরণশীলতা কী? বাংলাদেশের উচ্চ শিশু মরণশীলতার কারণ বর্ণনা কর।
অথবা, মরণশীলতা কী? বাংলাদেশে উচ্চ শিশুমৃত্যুহারের কারণ আলোচনা/বর্ণনা কর।
৫. আদমশুমারির সুবিধা ও অসুবিধা আলোচনা কর।
অথবা, আদমশুমারির সুবিধা ও অসুবিধাগুলো উপস্থাপন কর।
৬. কাম্য জনসংখ্যা তত্ত্ব কী? কাম্য জনসংখ্যা তত্ত্বের সীমাবদ্ধতা সম্পর্কে আলোচনা কর।
অথবা, কাম্য জনসংখ্যা বলতে কী বুঝায়? সমালোচকের দৃষ্টিতে কাম্য জনসংখ্যা তত্ত্ব আলোচনা কর।
৭. বাংলাদেশে জনসংখ্যা সমাস্যা মোকাবিলায় সমাজকর্মীর ভূমিকা লেখ।
অথবা, বাংলাদেশের জনসংখ্যা সমস্যা মোকাবিলায়, সমাজকর্মীর ভূমিকার বিবরণ দাও।
৮. বাংলাদেশে জনসংখ্যা বণ্টনের ওপর প্রভাববিস্তারকারী উপাদানগুলো আলোচনা কর।
৯. বাংলাদেশের জনসংখ্যা নীতির প্রকৃতি ও বৈশিষ্ট্য আলোচনা কর।
১০. জাতীয় জনসংখ্যা নীতির বিশেষ দিকসমূহ আলোচনা কর।
অথবা, জনসংখ্যা নীতি কী? বাংলাদেশে জনসংখ্যা নীতির বিবরণ দাও।
১১. বাংলাদেশে জনসংখ্যা নীতির গুরুত্ব ও সীমাবদ্ধতা আলোচনা কর।
১২. বাংলাদেশে জনসংখ্যা নীতির সীমাবদ্ধতা আলোচনা কর।
১৩. বাংলাদেশ পরিবার পরিকল্পনা সমিতির কার্যক্রম আলোচনা কর।
১৪. বাংলাদেশে জনসংখ্যা নিয়ন্ত্রণে সরকারি সংস্থার ভূমিকা আলোচনা কর।
অথবা, বাংলাদেশের জনসংখ্যা নিয়ন্ত্রণে সরকারি সংস্থাসমূহের ভূমিকা মূল্যায়ন কর।
১৫. বাংলাদেশে জনসংখ্যা নিয়ন্ত্রণে এনজিওর ভূমিকা লেখ।
অথবা, বাংলাদেশে জনসংখ্যা নিয়ন্ত্রণে বেসরকারি সংস্থার গুরুত্ব লেখ।
১৬. বাংলাদেশে পরিবার পরিকল্পনা কর্মসূচির সফল বাস্তবায়নে প্রয়োজনীয় পদক্ষেপগুলো আলোচনা কর।
১৭. বাংলাদেশে পরিবার পরিকল্পনার গুরুত্ব আলোচনা কর।
১৮. জন্মনিয়ন্ত্রণ পদ্ধতিগুলোর বর্ণনা দাও।
অথবা, জনসংখ্যা নিয়ন্ত্রণের আধুনিক পদ্ধতিগুলো বর্ণনা কর।
অথবা, জন্মনিয়ণের আধুনিক পদ্ধতিসমূহ বর্ণনা/আলোচনা কর।
১৯. বাংলাদেশের জনসংখ্যা নিয়ন্ত্রণে সমাজকর্মীর ভূমিকা আলোচনা কর।
২০. পরিবার পরিকল্পনা বাস্তবায়নে সমাজকর্মের কৌশলগুলো বর্ণনা/ আলোচনা কর।
২১. বাংলাদেশে পরিবার পরিকল্পনার ইতিহাস বর্ণনা কর।
২২. জনমিতিক নমুনা জরিপ কী? নমুনা জরিপের ধাপসমূহ আলোচনা কর।
২৩. জনমিতিক উপাত্ত কী? জনমিতিক উপাত্ত সংগ্রহের পদ্ধতিগুলো আলোচনা কর।
২৪. স্থানান্তরের প্রভাব বিস্তারকারী উপাদানসমূহ ব্যাখ্যা কর।
উপরে জনসংখ্যা বিষয়ক নীতি পরিকল্পনা ও সেবা সাজেশন ২০২৪ নিয়ে আলোচনা করা হলো। আলোচনায় তোমরা দেখতে পেলে ক-বিভাগ এর সকল প্রশ্নের পাশাপাশি উত্তরগুলোও দেওয়া হয়েছে। তবে, খ-বিভাগ ও গ-বিভাগে শুধু প্রশ্নগুলো দেওয়া হয়েছে। বই খুঁজলেই তোমরা খ-বিভাগ ও গ-বিভাগ প্রশ্নের উত্তরগুলো পেয়ে যাবে।
কোর্সটিকার সাজেশন সংক্রান্ত কোনো প্রশ্ন, জিজ্ঞাসা বা মতামত থাকলে ফেসবুক পেজে যোগাযোগ করতে পারো। এছাড়াও আমাদের ইউটিউব চ্যনেলটি Subscribe করতে পারো এই লিংক থেকে।
Discussion about this post