জন্মভূমি কবিতার বহুনির্বাচনি প্রশ্ন উত্তর : জন্মভূমিকে ভালোবাসতে পেরেই কবি তাঁর জীবনের সার্থকতা অনুভব করেন। কবির জন্মভূমি অজস্র ধনরত্নের আকর কি না, তাতে তাঁর কিছু আসে যায় না। কারণ, তিনি এই মাতৃভূমির স্নেহছায়ায় যে সুখ ও শান্তি লাভ করেছেন তা অতুলনীয়।
জনাভূমির অপরূপ সৌন্দর্যের ঐশ্বর্যে কবি মুগ্ধ। জনাভূমির বিচিত্র সৌন্দর্যের অফুরন্ত উৎস হচ্ছে বাগানের ফুল, চাঁদের জ্যোৎস্না, সূর্যের আলো। এসব কবির মনকে আকুল করে। মাতৃভূমির সূর্যালোকে কবির চোখ পরিপূর্ণভাবে জুড়িয়েছে। তাই কবির একান্ত ইচ্ছা জন্মভূমির মাটিতেই যেন তিনি চিরনিদ্রায় শায়িত হওয়ার সুযোগ পান।
জন্মভূমি কবিতার বহুনির্বাচনি প্রশ্ন উত্তর
১. প্রথমে কবির চোখ জুড়িয়েছে—
ক. চাঁদের আলো
খ. সূর্যের আলো
গ. এদেশের সৌন্দর্য
ঘ. এদেশের আলো
২. কবি আঁখি মেলে প্রথম কী দেখেছিলেন?
ক. চাঁদ
খ. সূর্য
গ. এদেশের আলো
ঘ. এদেশের সবুজ
৩. কবি কোথায় নয়ন মুদতে চান?
ক. এদেশে
খ. বিলেতে
গ. ঢাকায়
ঘ. কলকাতায়
৪. কবি কোন আলোতে নয়ন মুদতে চান?
ক. চাঁদের আলোয়
খ. সূর্যের আলোয়
গ. এদেশের আলোয়
ঘ. লাইটের আলোয়
৫. ‘জন্মভূমি’ কবিতায় কবি জন্মভূমিকে কী রকম মনে করেছেন?
ক. মায়ের মতো
খ. বোনের মতো
গ. রানির মতো
ঘ. পরমাত্মীয়ের মতো
৬. জন্মভূমির বিচিত্র সৌন্দর্য কবির মনকে কী করে?
ক. পাগল করে
খ. বাক্হীন করে
গ. আকুল করে
ঘ. অনুপ্রেরণা দেয়
৭. কবি ‘মা গো’ সম্বোধন করেছেন কাকে?
ক. জন্মভূমিকে
খ. পৃথিবীকে
গ. নিজের মাকে
ঘ. জন্মভূমির প্রকৃতিকে
৮. ‘জন্মভূমি’ কবিতায় গগনে কী হেসে ওঠে?
ক. সূর্য
খ. ধুমকেতু
গ. চাঁদ
ঘ. তারা
৯. কী দেখে কবির চোখ জুড়িয়েছে?
ক. চাঁদের আলো
খ. এদেশের মাটি
গ. সূর্যের আলো
ঘ. এদেশের আলো
১০. কবির কাছে কোনটি গুরুত্বপূর্ণ নয়?
ক. ধনরতন
খ. সম্পদ
গ. মায়া
ঘ. রূপ
১১. সার্থক শব্দটি কোন অর্থ নির্দেশ করে?
ক. সফল
খ. বিফল
গ. ব্যর্থ
ঘ. জন্ম
১২. ‘জন্মভূমি’ কবিতায় ‘মুদব’ শব্দের অর্থ কী?
ক. বুজব
খ. দেখব
গ. খুলব
ঘ. ব্যর্থ
১৩. ‘গগন’ শব্দটি নিচের কোন অর্থটি প্রকাশ করে?
ক. আগুন
খ. পানি
গ. মাটি
ঘ. আকাশ
১৪. কবির মন আকুল হয় কীসে?
ক. বাঙালি সাহিত্য লাভে
খ. জন্মভূমিকে ভালোবাসতে পেরে
গ. জন্মভূমির অপরূপ সৌন্দর্য দেখে
ঘ. স্বদেশের প্রতি মমত্ববোধ সৃষ্টিতে
১৫. ‘ওই আলোতে নয়ন রেখে মুদব নয়ন শেষে’—বলতে কবি কী বুঝিয়েছেন?
ক. এদেশেই তিনি চির নিদ্রায় শায়িত হতে চান
খ. নিশ্চিন্তে ঘুমাতে চান
গ. পরম সুখে বাস করতে চান
ঘ. দেশকে ভালোবাসতে চান
জন্মভূমি কবিতার mcq প্রশ্ন উত্তর
১৬. জন্মভূমির বিচিত্র সৌন্দর্য কবির মনকে আকুল করার কারণ কী?
ক. কবির দেশপ্রেম
খ. কবির কাব্যপ্রেম
গ. কবির ভাবুক মন
ঘ. কবির সাহিত্যচর্চা
১৭. ‘জানি নে তোর ধন রতন’—এখানে কী বোঝানো হয়েছে?
ক. টাকা কড়ি
খ. লুকানো সম্পদ
গ. গুপ্তধন
ঘ. প্রাকৃতিক সৌন্দর্য
১৮. কোন দেশকে কবির কাছে রানীর মতো মনে হয়?
ক. যে দেশে কবি জন্মগ্রহণ করেছেন সে দেশকে
খ. ভারতকে
গ. বাংলাদেশকে
ঘ. কলকাতাকে
১৯. এদেশে জন্মগ্রহণ করে কবির অনুভূতি কী?
ক. জীবনে পূর্ণতা এসেছে
খ. জন্ম সার্থক হয়েছে
গ. জন্ম সুখের হয়েছে
ঘ. সবগুলো
২০. ‘সার্থক জনম মা, গো’—এখানে ‘মা’ বলতে কবি কাকে বুঝিয়েছেন?
ক. নিজের মাকে
খ. প্রকৃতিকে
গ. উদার আকাশকে
ঘ. জন্মভূমিকে
২১. কবি তাঁর জীবনের সার্থকতা অনুভব করেন কেন?
ক. এদেশের প্রকৃতি সুন্দর বলে
খ. জন্মভূমিকে ভালোবাসেন বলে
গ. এদেশের ফল মধুর বলে
ঘ. এদেশের মানুষ ভালো বলে
২২. জন্মভূমির ছায়া কেমন?
ক. উষ্ণ
খ. শীতল
গ. অন্ধকার
ঘ. নাতিশীতোষ্ণ
২৩. জন্মভূমির প্রতি ভালোবাসার বিষয়টি কবি জন্মভূমির কোন প্রেক্ষাপটে ফুটিয়ে তুলেছেন?
ক. পরিবেশ
খ. সৌন্দর্যের
গ. ধন-রতনের
ঘ. প্রকৃতির
২৪. ‘জন্মভূমি’ কবিতায় কবির কোনটি প্রকাশ পেয়েছে?
ক. বিস্ময় ও মুগ্ধতা
খ. সৌন্দর্যানুভূতি
গ. মৃত্যুর আশংকা
ঘ. মমত্ব ও দেশপ্রেম
২৫. রবীন্দ্রনাথ একাধারে—
i. সাহিত্যিক, চিন্তাবিদ, শিক্ষাবিদ
ii. সুরকার, গীতিকার, নাট্যকার
iii. নাট্য নির্দেশক, অভিনেতা, চিত্রশিল্পী
নিচের কোনটি সঠিক?
ক. i
খ. ii
গ. i ও iii
ঘ. i, ii ও iii
২৬. বিশ্বভারতী ও শান্তি নিকেতন প্রতিষ্ঠান দুটির মাধ্যমে রবীন্দ্রনাথ—
i. শিক্ষায় নতুন ধারা সৃষ্টি করেছেন
ii. বিশ্বে খ্যাতিলাভ করেছেন
iii. নোবেল পুরস্কার পেয়েছেন
নিচের কোনটি সঠিক?
ক. i
খ. ii
গ. iii
ঘ. i ও iii
২৭. ‘জন্মভূমি’ কবিতায় কবি নিজের দেশকে তুলনা করেছেন—
i. নদীর সাথে
ii. মায়ের সাথে
ⅲ. রাণীর সাথে
নিচের কোনটি সঠিক?
ক. i ও ii
খ. i ও iii
গ. ii ও iii
ঘ. i, ii ও iii
২৮. কবি নিজের জনমকে সার্থক মনে করেন—
i. এই দেশে জন্মাতে পেরে
ii. এই দেশকে ভালোবাসতে পেরে
iii. এই দেশে তিনি খ্যাতিমান হয়েছেন বলে
নিচের কোনটি সঠিক?
ক. i ও ii
খ. i ও iii
গ. ii ও iii
ঘ. i, ii ও iii
২৯. এদেশের ছায়ায় কবির অঙ্গ জুড়ায় কারণ—
i. এদেশের ছায়া অন্য দেশের চেয়ে বেশি শীতল
ii. এদেশকে কবি খুবই ভালোবাসেন
iii. দেশের প্রতি মমত্বের জন্য এ ছায়া তার এত প্রিয় মনে হয়
নিচের কোনটি সঠিক?
ক. i
খ. ii
গ. i ও iii
ঘ. ii ও iii
৩০. ‘জন্মভূমি’ কবিতায় প্রধানত ব্যক্ত হয়েছে—
i. কবির দেশপ্রেম
ii. কবির নিসর্গপ্রীতি
iii. কবির আশাবাদ
নিচের কোনটি সঠিক?
ক. i
খ. ii
গ. iii
ঘ. ii ও iii
আরও দেখো—ষষ্ঠ শ্রেণির বাংলা গল্প-কবিতার সমাধান
ষষ্ঠ শ্রেণির প্রিয় শিক্ষার্থীরা, উপরে তোমাদের চারুপাঠ বাংলা বই থেকে জন্মভূমি কবিতার বহুনির্বাচনি প্রশ্ন উত্তর আলোচনা করা হয়েছে। Answer Sheet অপশনে ক্লিক করে উত্তরগুলো সংগ্রহ করে নাও। এছাড়াও অধ্যায়ভিত্তিক জ্ঞানমূলক, অনুধাবনমূলক এবং সৃজনশীল প্রশ্নের সমাধান পেতে উপরে দেওয়া লিংকে ভিজিট করো।
Discussion about this post