জাতিসংঘ ও অন্যান্য বিশ্ব সংস্থার ভূমিকা : বাংলাদেশের মুক্তিযুদ্ধে বিশ্বের বিভিন্ন বৃহৎ শক্তির দেশগুলোর যেমন ভূমিকা ছিল ঠিক একইভাবে বিশ্বের দেশগুলোর অভিভাবক হিসেবে জাতিসংঘের ভূমিকা ছিল অনস্বীকার্য। জাতিসংঘ শুরুতে যে কোনভাবেই হোক এই যুদ্ধটি এড়াতে চেয়েছিল।
কিন্তু বাস্তবতা ছিল একেবারেই ভিন্ন। যুদ্ধ শুরু হলে যখন বাংলাদেশ থেকে প্রায় এক কোটি শরণার্থী গিয়ে ভারতে আশ্রয় নেয়, তখন জাতিসংঘ বাংলাদেশের শরণার্থীদেরকে সহযোগিতা করার জন্য ত্রাণ পাঠায়।
জাতিসংঘ ও অন্যান্য বিশ্ব সংস্থার ভূমিকা
২৩ এপ্রিল ১৯৭১ সালে জাতিসংঘে ভারতীয় প্রতিনিধি সমর সেন বাংলাদেশি শরণার্থীদের জন্য বিশ্বের বিভিন্ন দেশের কাছে সাহায্য প্রার্থনা করেন। এরপর জাতিসংঘের তৎকালীন মহাসচিব উথান্ট ১১ মে ১৯৭১ সালে জাতিসংঘের বিভিন্ন দেশের কাছে বাংলাদেশের শরণার্থীদের জন্য সাহায্য প্রার্থনা করেন।
তারই ফলশ্রুতিতে জুন ১৯৭১ পর্যন্ত জাতিসংঘ এ বাংলাদেশি শরণার্থীদের জন্য ২৬ কোটি ৩০ লাখ ইউএস ডলার সহায়তা প্রদান করে। কাজেই জাতিসংঘের ভূমিকা বাংলাদেশের শরণার্থীদের জন্য অবশ্যই ইতিবাচক ছিল।
অন্যান্য বিশ্ব সংস্থার ভূমিকা
তৎকালীন ভারতীয় প্রধানমন্ত্রী ইন্দিরা গান্ধী শরণার্থী সমস্যাকে জাতিসংঘে মানবিক বিপর্যয়সংক্রান্ত সমস্যা হিসেবে প্রতিষ্ঠিত করতে সক্ষম হলে জাতিসংঘের শরণার্থী সংস্থা (UNHCR) শরণার্থী সমস্যাকে চ্যালেঞ্জ হিসেবে নেয়। জাতিসংঘের সহযোগি সংগঠন ইউনিসেফ শিশুখাদ্য কর্মসূচি হাতে নিয়ে মানবিক বিপর্যয় থেকে রক্ষা করেছে। তাছাড়া নিরীহ বাঙালিরা যখন দিশেহারা অবস্থায় ভারতে আশ্রয় গ্রহণ করে, তখন বেশকিছু সামাজিক সংগঠন বিভিন্নভাবে বাংলাদেশকে সাহায্য করেছিল।
ভারতের বিভিন্ন সংগঠন যেমন- ভারত সেবক সমাজ, ভারত স্কাউট ও গাইড, ভারত সেবা আশ্রম সংঘ প্রভৃতি শরণার্থীদের সাহায্যে এগিয়ে এসেছিল। এছাড়াও একাধিক আন্তর্জাতিক সংস্থাও সাহায্যের হাত বাড়িয়ে দিয়েছিল। যাদের মধ্যে সেভ দ্য চিলড্রেন, অক্সফাম, ক্যথলিক রিলিফ সার্ভিসেস অন্যতম।
উপসংহার: মুক্তিযুদ্ধের সময় যে অবর্ণনীয় সমস্যার শিকার বাঙালীদের হতে হয়েছিল, সেই সমস্যা লাঘব করার জন্য জাতিসংঘ এবং বিশ্বের বিভিন্ন সংস্থাসমূহ গুরুত্বপূর্ণ অবদান রেখেছিল। তৎকালীন সময়ে এসব সংস্থা যদি সাহায্যের হাত না বাড়িয়ে দিত, তাহলে শরণার্থী সমস্যা মোকাবিলায় অনেক নেতিবাচক প্রভাব পড়ত।
আরো দেখো: ইতিহাস ও সামাজিক বিজ্ঞান সকল অধ্যায়ের সমাধান
শিক্ষার্থীরা, উপরে জাতিসংঘ ও অন্যান্য বিশ্ব সংস্থার ভূমিকা তুলে ধরা হয়েছে। অন্যান্য বিষয়ের নোট ও সাজেশান্স পেতে আমাদের YouTube চ্যানেলটি SUBSCRIBE করতে পারো এই লিংক থেকে।
Discussion about this post