জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয় ভর্তি তথ্য ২০২৩-২৪ ইতোমধ্যে প্রকাশ করা হয়েছে। যেসকল শিক্ষার্থী ভর্তি হতে ইচ্ছুক তারা ১৪ জানুয়ারি (রবিবার) সকাল ১০ টা হতে আবেদন করতে পারবে। ৩১ জানুয়ারি পর্যন্ত শিক্ষার্থীরা আবেদন করতে পারবে।
সফলভাবে আবেদনকারী শিক্ষার্থীরা ১৭ ফেব্রুয়ারি হতে তাদের প্রবেশপত্র অনলাইনের মাধ্যমে ডাউনলোড করতে পারবে। ইউনিটভেদে আবেদনকারী শিক্ষার্থীদের আগামী ২২ ফেব্রুয়ারি হতে ২৯ ফেব্রুয়ারি পর্যন্ত ভর্তি পরীক্ষা চলমান থাকবে।
আবেদনের যোগ্যতা থাকা সাপেক্ষে, ভর্তি ইচ্ছুক শিক্ষার্থীরা জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়ের ওয়েবসাইট ভিজিট করে অনলাইনে আবেদন করতে পারবে।
জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয় ভর্তি তথ্য ২০২৩-২৪
জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়ের ওয়েবসাইট হতে একটি নির্দেশনা পত্র এর মাধ্যমে ২০২৩-২৪ স্নাতক প্রথম বর্ষে ভর্তির সার্কুলার দেয়। উক্ত নির্দেশনা মোতাবেক শিক্ষার্থীরা ৬ টি ইউনিটে আবেদন করতে পারবে। প্রতিটি ইউনিটে আবেদনের জন্য যোগ্যতা ও আবেদন ফি এর পরিমাণ ভিন্ন চাওয়া হয়েছে।
চলুন, জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয় ভর্তি তথ্য সম্পর্কে বিস্তারিত জেনে আসি।
জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়ে আবেদনের যোগ্যতা
জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়ে প্রতিটি ইউনিটে কয়েকটি বিভাগ রয়েছে। প্রতিটি বিভাগে আবেদনের যোগ্যতা ভিন্ন ভিন্ন চাওয়া হয়েছে। ভর্তি নির্দেশনা অনুযায়ী বিভাগের উপর নির্ভর করে সর্বনিম্ন জিপিএ ৭.৫ হতে জিপিএ ৯.০ হতে হবে। মাধ্যমিক/সমমান ও উচ্চমাধ্যমিক/সমমান পরীক্ষায় চতুর্থ বিষয়সহ জিপিএ হিসেব করা হবে।
জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়ে আবেদনের ন্যূনতম যোগ্যতা
- যারা ২০২০ সাল কিংবা পরের বছরে মাধ্যমিক/সমমানের পরীক্ষায় উত্তীর্ণ হয়েছে। এবং ২০২২/২০২৩ সালে যারা উচ্চমাধ্যমিক/সমমানের পরীক্ষায় উত্তীর্ণ হয়েছে।
- বিজ্ঞান শাখার শিক্ষার্থীদের জিপিএ ৯ হতে হবে।
- মানবিক শাখার শিক্ষার্থীদের জিপিএ ৮.৫ হতে হবে।
- মাধ্যমিক/সমমান ও উচ্চমাধ্যমিক/সমমান পরীক্ষায় পৃথকভাবে ন্যূনতম জিপিএ ৪ হতে হবে
ভর্তি পরীক্ষার নম্বর যেভাবে বণ্টন করা হবে
জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয় ভর্তি তথ্য অনুযায়ী ভর্তি পরীক্ষার বাংলা ব্যতীত বাকি প্রশ্ন সম্পূর্ণ ইংরেজিতে হবে। ভর্তি বিজ্ঞপ্তি অনুযায়ী যেভাবে প্রশ্ন তৈরি করা হবে:
- বাংলা ৫
- ইংরেজি ৩০
- ম্যাথমেটিক্যাল অ্যাপটিউট অ্যান্ড আইকিউ ৩০
- সাম্প্রতিক ও বিশ্লেষণমূলক বিষয় ১৫ নম্বর
যে ৬ টি ইউনিটে ভর্তি পরীক্ষা অনুষ্ঠিত হবে
জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়ের নির্দেশনা অনুযায়ী মোট ৬ টি ইউনিটে ভর্তি পরীক্ষা অনুষ্ঠিত হবে। উক্ত ৬ টি ইউনিট হচ্ছে-
- এ ইউনিট: গাণিতিক ও পদার্থবিষয়ক অনুষদ এবং ইনস্টিটিউট অব ইনফরমেশন টেকনোলজি
- বি ইউনিট: সমাজবিজ্ঞান অনুষদ ও আইন অনুষদ
- সি ইউনিট: কলা ও মানবিকী অনুষদ এবং বঙ্গবন্ধু তুলনামূলক সাহিত্য ও সংস্কৃতি ইনস্টিটিউট
- সি-১ ইউনিট: কলা ও মানবিকী অনুষদ, নাটক ও নাট্যতত্ত্ব বিভাগ এবং চারুকলা বিভাগ
- ডি ইউনিট: জীববিজ্ঞান অনুষদ
- ই ইউনিট: বিজনেস স্টাডিজ অনুষদ
ইউনিটভেদে আবেদন ফি | জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয় ভর্তি তথ্য ২০২৩-২৪
ইউনিটভেদে ভিন্ন ভিন্ন আবেদন ফি চাওয়া হয়েছে। ইউনিটভেদে আবেদন ফি হচ্ছে-
- এ, বি, সি ও ডি ইউনিট প্রতিটির জন্য ৯০০ টাকা।
- ই ইউনিটের জন্য ৭৫০ টাকা।
- সি-১ ইউনিটের জন্য ৬০০ টাকা।
শিক্ষার্থীরা উক্ত আবেদন ফি ডেবিট কার্ড, ক্রেডিট কার্ড ও মোবাইল ব্যাংকিং এর মাধ্যমে দিতে পারবে। আবেদন ফি এর সাথে ১.২% সার্ভিস চার্জ প্রযোজ্য।
শেষ কথা
১৪ জানুয়ারি জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয় তাদের ভর্তি ও পরীক্ষা এর নির্দেশনা প্রকাশ করে। উক্ত নির্দেশনা অনুযায়ী সকল তথ্যগুলো আপনাদের সামনে প্রকাশ করেছি। জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয় ভর্তি তথ্য ২০২৩-২৪ এর বিষয়ে কোন বিষয় জানার থাকলে জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়ের ওয়েবসাইটে থাকা ইমেইল ও ফোন নম্বরের মাধ্যমে সহায়তা নিতে পারবেন।
Discussion about this post