জীববিজ্ঞান ১ম পত্র ১ম অধ্যায় সৃজনশীল প্রশ্ন
সৃজনশীল প্রশ্ন ১ : উদ্ভিদে একটি কোষীয় অঙ্গাণু শর্করা জাতীয় খাদ্য তৈরি করে। সেই খাদ্য একটি জৈবনিক প্রক্রিয়ায় ভেঙে শক্তি উৎপন্ন হয়।
ক. নিউক্লিক অ্যাসিড কী?
খ. জেনেটিটক কোড বলতে কী বোঝ?
গ. উদ্দীপকের অঙ্গাণটির চিহ্নিত চিত্র অংকন করো।
ঘ. উদ্দীপকের উল্লিখিত প্রক্রিয়া দুটির মধ্যে তুলনা করো।
সৃজনশীল প্রশ্ন ২ : জীববিজ্ঞান ক্লাসে শিক্ষক বললেন “তোমাদের বই এ উদ্ভিদ কোষ ও প্রাণিকোষের চিত্রের মধ্যে একটি গুরুত্বপূর্ণ অঙ্গাণু রয়েছে যা কোষের যাবতীয় কাজের জন্য শক্তি উৎপাদন ও নিয়ন্ত্রণ করে ।”
ক.এনজাইম কী?
খ.হ্রাসমূলক বিভাজন বলতে কী বোঝ?
গ. উদ্দীপকে উল্লিখিত কোষ অঙ্গাণটির চিহ্নিত চিত্রসহ গঠন বর্ণনা করো।
ঘ. জীবের জীবনের উদ্দীপকের নির্দেশিত অঙ্গাণটি পুরুত্বপূর্ণ ভূমিকা পালন করো বিশ্লেষণ করো।
সৃজনশীল প্রশ্ন ৩ : জীবিত কোষের একটি গুরুত্বপূর্ণ কোষীয় অঙ্গাণু, যা জীবদেহ গঠনকারী, কলয়েড প্রকৃতির বৃহদাকার জৈব অণু (Macro molecules) সংশ্লেষণ করে।
ক. জিন কী?
খ. সিনোসাইটিক মাইসেলিয়াম বলতে কী বোঝ?
গ. উদ্দীপকের কোষীয় অঙ্গাণুটি গঠন বর্ণনা করো।
ঘ. উদ্দীপকের জৈব অণুটির সংশ্লেষণে নিউক্লিক আ্যাসিড গুরুতুপর্ণ ভূমিকা পালন করে – বিশ্লেষণ করো।
সৃজনশীল প্রশ্ন ৪ : উদ্ভিদ কোষের মধ্যে বিদ্যমান বিশেষ দুই প্রকার অঙ্গাণুর একটি শ্বসনিক কাজে এবং অন্যটি খাদ্য তৈরিতে অংশগ্রহণ করে।
ক. একক পর্দা কী? ১
খ. জেনেটিক কোড বলতে কী বোঝ?
গ. উদ্দীপকের প্রথম অঙ্গানুটির গঠন বর্ণনা করো ।
ঘ. উদ্দীপকের দ্বিতীয় অঙ্গাণুটি কীভাবে জীবজগতের অস্তিত্ব টিকিয়ে রাখতে গুরুত্বপুর্ণ ভূমিকা পালন করে তা বিশ্লেষণ করো।
সৃজনশীল প্রশ্ন ৫ : জীববিজ্ঞানের শিক্ষক ক্লাসে বললেন, উদ্ভিদকোষে A ও B দুটি আবরণ আছে। A আবরণটি মৃত এবং B আবরণটি সজীব।
ক. প্রজাতি কী?
খ. ক্রসিংওভার কীভাবে নতুন বৈশিষ্ট্য সৃষ্টি করে?
গ. উদ্দীপকের B আবরণটির সর্বজনগ্রাহ্য একটি মডেলের চিহ্নিত চিত্র অংকন করো।
ঘ. উদ্দীপকের A ও B আবরণীর মধ্যে বৈসাদৃশ্য বিশ্লেষণ করো।
সৃজনশীল প্রশ্ন ৬ : শিক্ষক বোর্ডে জীবদেহের গঠনের দুই আবরণী যুক্ত একটি আদর্শ এককের চিহ্নিত চিত্র আঁকলেন- যার বাইরের আবরণীটি নির্জীব এবং ভিতরের আবরণীটি সজীব।
ক. ব্যাকটেরিওফায কী?
খ. লাইকেন বলতে কী বোঝ?
গ. উদ্দীপকে গঠনের এককটির চিহ্নিত চিত্র আঁকো।
ঘ. উদ্দীপকের আবরণী দু’টির মধ্যে তুলনা করো।
সৃজনশীল প্রশ্ন ৭ : ড. জামান ক্লাসে দুটো কোষ অঙ্গাণুর কথা উল্লেখ করেন। যার প্রথমটি না থাকলে কোষটিতে সবাত শ্বসন সম্ভব হয় না এবং অপরটি অনুপস্থিতির কারণে পরজীবী হয়।
ক. মাইসেলিয়াম কী?
খ. দ্বি-নিষেক বলতে কী বোঝ?
গ. ড. জামানের ১ম অঙ্গানুটির কর্মপরিধি লেখো ।
ঘ. ড. জামানের উল্লিখিত ২য় অঙ্গাণুটির খাদ্য উৎপাদন ও পরিবেশীয় গুরুত্ব বিশ্লেষণ করো ।
সৃজনশীল প্রশ্ন ৮ : একটি কোষীয় অঙ্গাণু উদ্ভিদের কার্বোহাইড্রেট তৈরি করে যা জৈবিক প্রক্রিয়ায় ভেঙে শক্তি উৎপন্ন করে।
ক. নিউর্লিক এসিড কি?
খ. জেনেটিক কোড বলতে কি বুঝ?
গ. উদ্দীপকের অঙ্গাণুর চিহ্নিত চিত্র অংকন করো।
ঘ. উদ্দীপকের প্রক্রিয়া দুটির তুলনা করো ।
সৃজনশীল প্রশ্ন ৯ : কোষে বিদ্যমান এক ধরনের দ্বি-সূত্রাকার উপাদান যা জীবের বংশ গতিক ও চারিত্রিক বৈশিষ্ট্যসমূহ ধারণ ও নিয়ন্ত্রণ করে।
ক. স্পলাইসিং কী?
খ. জেনেটিক কোড বলতে কী বুঝ?
গ. উদ্দীপকে বর্ণিত সূত্রাকার উপাদানের গঠন বর্ণনাকর।
ঘ. উদ্দীপকে বর্ণিত বস্তুটি “জীবের বংশগতির বৈশিষ্ট্য নিয়ন্ত্রণ করে” ব্যাখ্যা কর।
সৃজনশীল প্রশ্ন ১০ : প্রতিটি জীব অসংখ্য কোষ নিয়ে গঠিত। প্রকৃতকোষী জীবের একটি গুরুত্বপূর্ণ কোষীয় অঙ্গাণু নিউক্লিয়াস যা সৃত্রাকৃতির ক্রোমোসোম বহন করে। প্রতিটি নিউক্লিয়াসের ক্রোমোসোম বেশ কিছু অংশ নিয়ে গঠিত, যেমন: DNA (X), RNA, এবং প্রোটিন। এদের মধ্যে X বিশেষ প্রক্রিয়ায় তার প্রতিরূপ সৃষ্টিতে সক্ষম ।
ক. ট্রায়োজ শর্করা কী?
খ. ভাইরাসকে জীব ও জড়ের সেতুবন্ধন বলা হয় কেন?
গ. উদ্দীপকে উল্লিখিত গুরতুপূর্ণ অঙ্গাণুর গঠন চিত্রসহ বর্ণনা কর।
ঘ. উদ্দীপকের শেষ উত্তিটির যথার্থতা নিরূপণ কর।
►► অধ্যায় ১ : কোষ ও এর গঠন
►► অধ্যায় ২ : কোষ বিভাজন
►► অধ্যায় ৩ : কোষ রসায়ন
►► অধ্যায় ৪ : অণুজীব
►► অধ্যায় ৫ : শৈবাল ও ছত্রাক
►► অধ্যায় ৬ : ব্রায়োফাইটা ও টেরিডোফাইটা
►► অধ্যায় ৭ : নগ্নবীজী ও আবৃতবীজী উদ্ভিদ
►► অধ্যায় ৮ : টিস্যু ও টিস্যুতন্ত্র
►► অধ্যায় ৯ : উদ্ভিদ শরীরতত্ত্ব
►► অধ্যায় ১০ : উদ্ভিদ প্রজনন
এইচএসসি শিক্ষার্থীরা অন্যান্য বিষয়ের নোট ও সাজেশান্স পেতে জয়েন করো HSC Candidates, Bangladesh ফেসবুক গ্রুপে। আমরা আছি ইউটিউবেও। আমাদের YouTube চ্যানেলটি SUBSCRIBE করতে পারো এই লিংক থেকে।
Discussion about this post