শিক্ষার্থীরা তোমরা যারা এবছর এসএসসি পরীক্ষা দিতে যাচ্ছ, তোমাদের জন্য কোর্সটিকার পক্ষ থেকে প্রাণঢালা শুভেচ্ছা। কোর্সটিকায় আমরা এসএসসি ২০২৫ পরীক্ষার্থীদের জন্য জীববিজ্ঞান ১১শ অধ্যায় জ্ঞানমূলক প্রশ্ন উত্তর শেয়ার করব। এখানে প্রশ্নের সাথে উত্তরগুলোও থাকবে। এর ফলে তোমাদের পরীক্ষা প্রস্তুতি নিতে অনেক সুবিধা হবে।
এই অতি গুরুত্বপূর্ণ জ্ঞানমূলক প্রশ্ন উত্তরগুলো চর্চা করলে তোমরা নিশ্চিতভাবে পরীক্ষায় কমন পাবে বলে আমরা আশাবাদী। তাই আমরা আশা করব, কোর্সটিকায় প্রকাশিত জীববিজ্ঞান প্রতিটি অধ্যায়ের সাজেশন তোমরা খুব মনোযোগ সহকারে অনুশীলন করবে। তোমাদের জন্য অনেক শুভকমানা।
জীববিজ্ঞান ১১শ অধ্যায় জ্ঞানমূলক প্রশ্ন উত্তর
১. যুক্তধানী কাকে বলে?
উত্তর: যখন পরাগধানী একগুচ্ছে থাকে, তখন তাকে যুক্তধানী বলে।
২. অবৃন্তক ফুল কী?
উত্তর: বৃন্তহীন ফুলকে অবৃন্তক ফুল বলে। যেমন- হাতীশুঁড়।
৩. পুষ্পাক্ষ কাকে বলে?
উত্তর: ফুলের বৃন্তশীর্ষে অবস্থিত গোলাকার অংশ যাতে বাকি চারটি স্তবক পরপর সাজানো থাকে তাকে পুষ্পাক্ষ বলে।
৪. ফুল কী?
উত্তর: প্রজননের জন্য রূপান্তরিত বিশেষ ধরনের বিটপই হচ্ছে ফুল।
৫. নিয়ত পুষ্পমঞ্জরি কী?
উত্তর: পুষ্প উৎপাদনের ফলে মঞ্জরিদণ্ডের বৃদ্ধি থেমে গেলে তাকে নিয়ত পুষ্পমঞ্জরি বলে।
৬. পুষ্প মঞ্জরি কী?
উত্তর: গাছের ছোট একটি শাখায় ফুলগুলো বিশেষ একটি নিয়মে সজ্জিত থাকে। ফুলসহ এ শাখাই হলো পুষ্পমঞ্জরি।
৭. নিষেক কী?
উত্তর: যৌন প্রজননে ডিম্বাণু ও শুক্রাণুর মিলনই হলো নিষেক।
৮. পর-পরাগায়ন কাকে বলে?
উত্তর: একই প্রজাতির দুটি ভিন্ন উদ্ভিদের ফুলের মধ্যে যখন পরাগ সংযোগ ঘটে তখন তাকে পর-পরাগায়ন বলা হয়।
৯. ভিন্নবাসী উদ্ভিদ কী?
উত্তর: যখন দুই ধরনের জননকোষ আলাদা দেহে সৃষ্টি হয় সেই উদ্ভিদকে ভিন্নবাসী উদ্ভিদ বলে।
১০. দ্বি-নিষেক কী?
উত্তর: একই সময়ে ডিম্বাণুর সাথে একটি পুংগ্যামেটের মিলন ও সেকেন্ডারি নিউক্লিয়াসের সাথে অপর পুংগ্যামেটের মিলন প্রক্রিয়াই দ্বি- নিষেক।
১১. ব্রাস্টোসিস্ট কাকে বলে?
উত্তর: কোষ বিভাজনের শেষ পর্যায়ে গঠন্মুখ ভ্রণ ডিম্বনালি থেকে জরায়ুতে পৌঁছে। এ পর্যায়ে ভ্রণকে ব্রাস্টোসিস্ট বলে।
১২. প্রজনন কী?
উত্তর: প্রজনন হলো এমন একটি শারীরতত্ত্বীয় কার্যক্রম যার মাধ্যমে জীব তার প্রতিরূপ সৃষ্টি করে ভবিষ্যৎ বংশধর রেখে যায়।
১৩. ক্লীব ফুল কাকে বলে?
উত্তর: যখন কোনো ফুলে পুংস্তবক ও স্ত্রীস্তবকের যেকোনো একটি অনুপস্থিত থাকে তখন তাকে ক্লীব ফুল বলে।
১৪. অমরা কী?
উত্তর: যে বিশেষ অঙ্গের মাধ্যমে মাতৃ জরায়ুতে ক্রমবর্ধমান ভ্রণ এবং মাতৃ জরায়ু টিস্যুর মধ্যে সম্পর্ক স্থাপিত হয় তাকে গর্ভফুল বা অমরা বলে ৷
১৫. বয়ঃসন্ধিকাল কী?
উত্তর: কৈশোর এবং তারুণ্যের সন্ধিকালই হলো বয়ঃসন্ধিকাল।
১৬. ফিটাস কী?
উত্তর: প্রায় ৮ সপ্তাহ বয়স্ক ভ্রণকে ফিটাস বলে।
১৭. জাইগোট কী?
উত্তর: শুক্রাণু সক্রিয়ভাবে ডিম্বাণুতে প্রবেশ করে এবং এদের নিউক্লিয়াস দুটি পরস্পর একীভূত হয়। একীভূত হয়ে যে কোষটি উৎপন্ন হয় তাই জাইগোট।
শিক্ষার্থীরা, ওপরে জীববিজ্ঞান ১১শ অধ্যায় জ্ঞানমূলক প্রশ্ন উত্তর আলোচনা করা হয়েছে। এই প্রশ্নগুলো বিগত বছরের বোর্ড প্রশ্ন বিশ্লেষণ করে বাছাই করা হয়েছে। এই প্রশ্নগুলো অনুশীলনের মাধ্যমে তোমরা পরীক্ষায় ভালো ফলাফল করতে পারবে বলে আশা রাখছি।
আমাদের ওয়েবসাইটে তোমার প্রয়োজনীয় সাবজেক্টের প্রশ্নের উত্তর না পেলে কোর্সটিকা ফেসবুক পেজে ইনবক্স করতে পারো। আমরা আছি ইউটিউবেও। আমাদের YouTube চ্যানেলটি SUBSCRIBE করতে পারো এই লিংক থেকে।
Discussion about this post