শিক্ষার্থীরা তোমরা যারা এবছর এসএসসি পরীক্ষা দিতে যাচ্ছ, তোমাদের জন্য কোর্সটিকার পক্ষ থেকে প্রাণঢালা শুভেচ্ছা। কোর্সটিকায় আমরা এসএসসি ২০২৫ পরীক্ষার্থীদের জন্য জীববিজ্ঞান ১২শ অধ্যায় জ্ঞানমূলক প্রশ্ন উত্তর শেয়ার করব। এখানে প্রশ্নের সাথে উত্তরগুলোও থাকবে। এর ফলে তোমাদের পরীক্ষা প্রস্তুতি নিতে অনেক সুবিধা হবে।
এই অতি গুরুত্বপূর্ণ জ্ঞানমূলক প্রশ্ন উত্তরগুলো চর্চা করলে তোমরা নিশ্চিতভাবে পরীক্ষায় কমন পাবে বলে আমরা আশাবাদী। তাই আমরা আশা করব, কোর্সটিকায় প্রকাশিত জীববিজ্ঞান প্রতিটি অধ্যায়ের সাজেশন তোমরা খুব মনোযোগ সহকারে অনুশীলন করবে। তোমাদের জন্য অনেক শুভকমানা।
জীববিজ্ঞান ১২শ অধ্যায় জ্ঞানমূলক প্রশ্ন উত্তর
১. ক্রোমোসোমের প্রধান উপাদান কী?
উত্তর: ক্রোমোসোমের প্রধান উপাদান হলো DNA।
২. একটি জেনেটিক ডিসঅর্ডার রোগের নাম লেখ।
উত্তর: বর্ণান্ধতা একটি জেনেটিক ডিসঅর্ডার রোগ।
৩. DNA এর পূর্ণরূপ কী?
উত্তর: DNA এর পূর্ণরূপ Deoxyribo Nucleic Acid।
৪. RNA এর পূর্ণরূপ কী?
উত্তর: RNA এর পূর্ণরূপ Ribo Nucleic Acid।
৫. নাইট্রোজেন বেস গুলি কী কী?
উত্তর: নাইট্রোজেন বেসগুলি- এডিনিন (A), গুয়ানিন (G), সাইটোসিন (C) এবং থাইমিন (T) এবং ইউপসিস (U) |
৬. Biotechnology শব্দটি প্রবর্তন করেন?
উত্তর: ১৯১৯ সালে হাঙ্গেরিয় প্রকৌশলী কার্ল এরেকি (Karl Ereky) সর্বপ্রথম Biotechnology শব্দটি প্রবর্তন করেন।
৭. কারা আবিষ্কার করেন DNA অণু দ্বিসূত্রক?
উত্তর: মার্কিন বিজ্ঞানী ওয়াটসন ও ইংরেজ বিজ্ঞানী ক্রিক আবিষ্কার করেন DNA অণু দ্বিসূত্রক।
৮. ইভোলিউশন শাখায় কী জানা যায়?
উত্তর: জীববিজ্ঞানের ইভোলিউশন শাখায় জীবের উৎপত্তি ও জীবের ক্রমবিকাশ সম্বন্ধে জানা যায়।
৯. বংশগতি কাকে বলে?
উত্তর: মাতা-পিতার বৈশিষ্ট্য যে প্রক্রিয়ায় সন্তান-সন্ততিতে সঞ্চারিত হয়, তাকে বংশগতি বলে।
১০. মেন্ডেলের সম্পূর্ণ নাম কী?
উত্তর: মেন্ডেলের সম্পূর্ণ নাম গ্রেগর জোহান মেন্ডেল।
১১. DNA ও RNA এর মধ্যে কোষের নিউক্লিয়াসে কোনটি অধিক পরিমাণ থাকে?
উত্তর: কোষের নিউক্লিয়াসে DNA অধিক পরিমাণে থাকে।
১২. জিনোটাইপ কাকে বলে?
উত্তর: জীবের জিনঘটিত বৈশিষ্ট্যকে জিনোটাইপ বলে।
১৩. ফিনোটাইপ কাকে বলে?
উত্তর: জীবের বাহ্যিক দৃশ্যমান গুণাবলি বা বৈশিষ্ট্যকে ফিনোটাইপ বলে।
১৪. কাকে জিনতত্ত্বের জনক বলা হয়?
উত্তর: গ্রেগর জোহান মেন্ডেলকে জিনতত্ত্বের জনক বলা হয়।
শিক্ষার্থীরা, ওপরে জীববিজ্ঞান ১২শ অধ্যায় জ্ঞানমূলক প্রশ্ন উত্তর আলোচনা করা হয়েছে। এই প্রশ্নগুলো বিগত বছরের বোর্ড প্রশ্ন বিশ্লেষণ করে বাছাই করা হয়েছে। এই প্রশ্নগুলো অনুশীলনের মাধ্যমে তোমরা পরীক্ষায় ভালো ফলাফল করতে পারবে বলে আশা রাখছি।
আমাদের ওয়েবসাইটে তোমার প্রয়োজনীয় সাবজেক্টের প্রশ্নের উত্তর না পেলে কোর্সটিকা ফেসবুক পেজে ইনবক্স করতে পারো। আমরা আছি ইউটিউবেও। আমাদের YouTube চ্যানেলটি SUBSCRIBE করতে পারো এই লিংক থেকে।
Discussion about this post