শিক্ষার্থীরা তোমরা যারা এবছর এসএসসি পরীক্ষা দিতে যাচ্ছ, তোমাদের জন্য কোর্সটিকার পক্ষ থেকে প্রাণঢালা শুভেচ্ছা। কোর্সটিকায় আমরা এসএসসি ২০২৫ পরীক্ষার্থীদের জন্য জীববিজ্ঞান ১৪শ অধ্যায় জ্ঞানমূলক প্রশ্ন উত্তর শেয়ার করব। এখানে প্রশ্নের সাথে উত্তরগুলোও থাকবে। এর ফলে তোমাদের পরীক্ষা প্রস্তুতি নিতে অনেক সুবিধা হবে।
এই অতি গুরুত্বপূর্ণ জ্ঞানমূলক প্রশ্ন উত্তরগুলো চর্চা করলে তোমরা নিশ্চিতভাবে পরীক্ষায় কমন পাবে বলে আমরা আশাবাদী। তাই আমরা আশা করব, কোর্সটিকায় প্রকাশিত জীববিজ্ঞান প্রতিটি অধ্যায়ের সাজেশন তোমরা খুব মনোযোগ সহকারে অনুশীলন করবে। তোমাদের জন্য অনেক শুভকমানা।
জীববিজ্ঞান ১৪শ অধ্যায় জ্ঞানমূলক প্রশ্ন উত্তর
১. ইন্টারফেরন কী?
উত্তর: ইন্টারফেরন হচ্ছে হেপাটাইটিস-বি ভাইরাসের টিকা।
২. বিটা-ক্যারোটিন কী?
উত্তর: বিটা-ক্যারোটিন এক ধরনের ভিটামিন-এ |
৩. জীবপ্রযুক্তি কী?
উত্তর: Biology এবং Technology—র আন্তঃসম্পর্কিত বিষয়ই হলো Biotechnology বা জীবপ্রযুক্তি।
৪. মনোক্লোনাল এন্টিবডি কি?
উত্তর: মনোক্লোনাল এন্টিবডি হলো সঠিক রোগ শনাক্তকরণে প্রচলিত রোগ নির্ণয় পদ্ধতির বিকল্প হিসেবে জীব প্রযুক্তির জেনেটিক ইঞ্জিনিয়ারিং শাখার গবেষণার ফল।
৫. রেস্ট্রিকশন এনজাইমের কাজ কী?
উত্তর: রেস্ট্রিকশন এনজাইমের কাজ নির্দিষ্ট স্থানে DNA কে ছেদন করা।
৬. কোন এনজাইমের সাহায্যে ছেদনকৃত DNA সংযুক্ত করা হয়?
উত্তর: লাইগেজ এনজাইমের সাহায্যে ছেদনকৃত DNA সংযুক্ত করা হয়।
৭. Biotechnology শব্দটির প্রবর্তক কে?
উত্তর: ১৯১৯ সালে হাঙ্গেরীয় প্রকৌশলী Kerl Ercky সর্বপ্রথম Biotechnology শব্দটি প্রবর্তন করেন।
৮. ট্রান্সজেনিক উদ্ভিদ কাদের বলে?
উত্তর: জিন প্রকৌশলের মাধ্যমে জিনের স্থানান্তর ঘটিয়ে যেসব উদ্ভিদ সৃষ্টি করা হয় সেগুলোকে ট্রান্সজেনিক উদ্ভিদ বলে।
৯. ট্রান্সজেনিক প্রাণী কাদের বলে?
উত্তর: জিন প্রকৌশলের মাধ্যমে প্রাণিদেহে বহিরাগত জিনের স্থানান্তর ঘটিয়ে যেসব প্রাণী সৃষ্টি করা হয়, সেগুলোকে ট্রান্সজেনিক প্রাণী বলে।
১০. আধুনিক জীবপ্রযুক্তি কয়টি বিষয়ের সমন্বয়ে গঠিত?
উত্তর: আধুনিক জীব প্রযুক্তি তিনটি বিষয়ের সমন্বয়ে গঠিত।
শিক্ষার্থীরা, ওপরে জীববিজ্ঞান ১৪শ অধ্যায় জ্ঞানমূলক প্রশ্ন উত্তর আলোচনা করা হয়েছে। এই প্রশ্নগুলো বিগত বছরের বোর্ড প্রশ্ন বিশ্লেষণ করে বাছাই করা হয়েছে। এই প্রশ্নগুলো অনুশীলনের মাধ্যমে তোমরা পরীক্ষায় ভালো ফলাফল করতে পারবে বলে আশা রাখছি।
আমাদের ওয়েবসাইটে তোমার প্রয়োজনীয় সাবজেক্টের প্রশ্নের উত্তর না পেলে কোর্সটিকা ফেসবুক পেজে ইনবক্স করতে পারো। আমরা আছি ইউটিউবেও। আমাদের YouTube চ্যানেলটি SUBSCRIBE করতে পারো এই লিংক থেকে।
Discussion about this post