নবম শ্রেণির জীববিজ্ঞান ২য় অধ্যায় সৃজনশীল | আগের শ্রেণিতে তোমরা জীবকোষ সম্পর্কে ধারণা পেয়েছিলে। সেই সব ধারণার উপর ভিত্তি করে তোমরা এই অধ্যায়ে জীবকোষ সম্পর্কে আরও অনেক কিছু জানতে পারবে। সাধারণ অণুবীক্ষণ যন্ত্রে দেখা একটি জীবকোষ আর ইলেকট্রন অণুবীক্ষণ যন্ত্রে দেখা একই জীবকোবের গঠন কি এক রকম? ৯ম ১০ম শ্রেণীর জীববিজ্ঞান ২য় অধ্যায়ে তোমরা এই ধরনের প্রশ্নগুলোর উত্তরগুলোও খুঁজে পাবে।
নবম শ্রেণির জীববিজ্ঞান ২য় অধ্যায় সৃজনশীল
সৃজনশীল প্রশ্ন ১ : P ও Q দুটি কলা। P কলাটির গঠন তরল ও Q কলাটির Ca জাতীয় পদার্থ নিয়ে গঠিত। Q কলাটি P কলার নানা উপাদান তৈরিতে ভূমিকা রাখে।
ক. জৈব মুদ্রা কাকে বলে?
খ. মিউচুয়ালিজম বলতে কী বোঝ?
গ. উদ্দীপকের P ও Q একই ধরনের কলা – ব্যাখ্যা করো।
ঘ. P ও Q একই ধরনের হলেও তাদের গাঠনিক ভিন্নতা রয়েছে। আলোচনা করো।
সৃজনশীল প্রশ্ন ২ : জীববিজ্ঞান ক্লাশে শিক্ষক বললেন যে, স্বভোজী জীবের কোষে P ও Q দুটি আবরণী স্তর রয়েছে । যার P জীবিত ও Q মৃত।
ক. ক্যারিওকাইনেসিসের সংজ্ঞা দাও।
খ. C₃ – চক্র বলতে কী বোঝায়?
গ. উল্লেখিত কোর্স এবং যে কোষে Q অনুপস্থিত তাদের মধ্যে পার্থক্যগুলো ব্যাখ্যা করো
ঘ. Q – এর গুরুত্ব বিশ্লেষণ করো।
সৃজনশীল প্রশ্ন ৩ : শিক্ষক জীববিজ্ঞান ক্লাসে বলেছিলেন তোমাদের বই-এ প্রাণি ও উদ্ভিদ কোষের চিত্রে একটি অঙ্গাণু রয়েছে, যা কোষের প্রয়োজনীয় শক্তি তৈরি করে ও নিয়ন্ত্রণ করে।
ক. ক্যারিওকাইনেসিস কী?
খ. মিয়োসিসকে হ্রাসমূলক বিভাজন বলা হয় কেন? ব্যাখ্যা কর।
গ. উদ্দীপকে উল্লেখিত অঙ্গাণুর চিত্রসহ গঠন বর্ণনা করো।
ঘ. উদ্দীপকে উল্লেখিত অঙ্গাণুটির জীবজীবনে ভূমিকা পালন করে – বিশ্লেষণ কর।
সৃজনশীল প্রশ্ন ৪ : X একটি সেন্ট্রিওলবিহীন প্রাণিকোষ এবং Y সংকোচন প্রসারণে সক্ষম প্রাণিকলা।
ক. Endocrinology কী?
খ. লাইসোসোমের কাজ লিখ।
গ. X এর চিহ্নিত চিত্র এঁকে এর গঠন বর্ণনা করো।
ঘ. তোমার পাঠ্যবইয়ের আলেকাে Y কলার গুরুত্ব লিখ।
সৃজনশীল প্রশ্ন ৫ : কোষের সাইটোপ্রাজমে বৃত্তাকার, দন্ডাকার দ্বিস্তর আবরণী দ্বারা আবৃত অঙ্গাণু থাকে, যেখানে খাদ্য রাসায়নিক শক্তিতে রূপান্তরিত হয়।
ক. প্রজনন কী?
খ. সাইনোভিয়াল অস্থিসন্ধি বলতে কী বুঝায়?
গ. উদ্দীপকে ইঙ্গিতকৃত অঙ্গাণুটির গঠন ব্যাখ্যা করো।
ঘ. অঙ্গাণুটি জীবদেহে অনুপস্থিত, থাকলে কী ধরনের সমস্যা হতে পারে? বিশ্লেষণ করো।
সৃজনশীল প্রশ্ন ৬ : প্রতিটি জীবের বিভিন্ন জৈবনিক কার্যাবলী সম্পাদনের জন্য খাদ্য ও শক্তির প্রয়োজন হয়। উদ্ভিদকোষে বিদ্যমান এমনই একটি অঙ্গাণু খাদ্য তৈরি করে কিন্তু উদ্ভিদ ও প্রাণী উভয় কোষে বিদ্যমান একটি অঙ্গাণু প্রয়োজনীয় শক্তি উৎপাদন করে।
ক. প্লাজমাডেজমাটা কী?
খ. প্রোটোপ্রাজমকে কেন জীবনের ভৌত ভিত্তি বলা হয়?
গ. চিত্রসহ উদ্দীপকের শক্তি উৎপাদনকারী অঙ্গাণুটির গঠন বর্ণনা করো।
ঘ. উদ্দীপকে উল্লেখিত অঙ্গাণু দুটির তুলনামূলক বিশ্লেষণ করো।
সৃজনশীল প্রশ্ন ৭ : কিছুদিন পূর্বে শিক্ষক জীববিজ্ঞান ক্লাসে প্রথমে জাইলেম ও টিস্যু নিয়ে আলোচনা করলেন।
ক. কেন্দ্রকানু কী?
খ. মূল ও কাণ্ডের বেড় বৃদ্ধি পায় কেন?
গ. উদ্দীপকের প্রথম আলোচিত টিস্যুর গঠন ব্যাখ্যা কর।
ঘ. উদ্দীপকের আলোচিত টিস্যুগুলোর মাধ্যমে উদ্ভিদে পরিবহন প্রক্রিয়া সম্পন্ন হয় – বিশ্লেষণ কর।
সৃজনশীল প্রশ্ন ৮ : উদ্ভিদকোষের একটি অংশ কোষপ্রাচীর যা বাহিরের আঘাত থেকে কোষকে রক্ষা করে ও বিভিন্ন উপাদান চলাচলে সাহায্য করে। আবার উদ্ভিদকোষে এমন একটি অঙ্গাণু রয়েছে যা বর্ণ বৈচিত্র সৃষ্টি ও খাদ্য তৈরিতে গুরুত্বপূর্ণ।
ক. প্লাজমালেমা কী?
খ. DNA অনুলিপন অর্ধসংরক্ষণশীল পদ্ধতিতে হয় ব্যাখ্যা করো ।
গ. উদ্দীপকে উল্লেখিত প্রথম অঙ্গাণুটির গঠন ব্যাখ্যা করো।
ঘ. উদ্দীপকের কোষে উল্লেখিত উক্তিটি বিশ্লেষণ করো।
সৃজনশীল প্রশ্ন ৯ : নিচের উদ্দীপকটির আলোকে প্রশ্নগুলোর উত্তর দাও:
A = প্লাস্টিড, B = মাইটোকন্ড্রিয়া
ক. কোষরস কী?
খ. সেন্ট্রওলের দুইটি কাজ লেখ।
গ. B এর চিহ্নিত চিত্র অংকন কর।
ঘ. A ও B এর পার্থক্য আলোচনা কর।
সৃজনশীল প্রশ্ন ১০ : সাইটোপ্লাজমিক অঙ্গাণুগুলোর মধ্যে প্রত্যেকটি কাজ আলাদা। এদের মধ্যে একটি অঙ্গাণু আছে যাকে পাওয়ার.হাউজ অব সেল এবং একটি অঙ্গাণু আছে যা উদ্ভিদ দেহকে বর্ণময় ও আকর্ষণীয় করে পরাগায়নে সাহায্য করে।
ক. সেন্ট্রোসোম কাকে বলে?
খ. উদ্ভিদ কোষ ও প্রাণিকোষের পার্থক্য লিখো।
গ. উদ্দীপকের ১ম অঙ্গানুটির চিত্রসহ গঠন ও কাজ লিখো।
ঘ. উদ্দীপকের অঙ্গাণু দুটির অনুপস্থিতে জীবকলে কী ঘটতে করো।
সৃজনশীল প্রশ্ন ১১ : জীববিজ্ঞান ক্লাসে শিক্ষক ভাস্কুলার বান্ডল পড়াতে গিয়ে প্রথমে জাইলেম ও পরে ফ্রোয়েম টিস্যু নিয়ে আলোচনা করলেন।
ক. টিস্যুকি?
খ. উদ্ভভিদের কোষে কোষপ্রাচীর প্রয়োজনীয় কেন?
গ. উদ্দীপকের প্রথম আলোচিত টিস্যুর গঠন ব্যাখ্যা কর।
ঘ. উদ্দীপকের আলোচিত টিস্যুগুলো উদ্ভভিদের পরিবহন প্রক্রিয়া সম্পন্ন করে – বিশ্লেষণ কর।
►► অধ্যায় ১ : জীবন পাঠ
►► অধ্যায় ২ : জীবকোষ ও টিস্যু
►► অধ্যায় ৩ : কোষ বিভাজন
►► অধ্যায় ৪ : জীবনীশক্তি
►► অধ্যায় ৫ : খাদ্য, পুষ্টি ও পরিপাক
►► অধ্যায় ৬ : জীবে পরিবহন
►► অধ্যায় ৭ : গ্যাসীয় বিনিময়
►► অধ্যায় ৮ : রেচন প্রক্রিয়া
►► অধ্যায় ৯ : দৃঢ়তা প্রদান ও চলন
►► অধ্যায় ১০ : সমন্বয়
উপরে দেয়া ডাউনলোড বাটনে ক্লিক করে উত্তরসহ সৃজনশীল প্রশ্নগুলো ডাউনলোড করে নাও। এসএসসি শিক্ষার্থীরা অন্যান্য বিষয়ের নোট ও সাজেশান্স পেতে আমাদের Facebook Page এ Like দিয়ে রাখো। আমরা আছি ইউটিউবেও। আমাদের YouTube চ্যানেলটি SUBSCRIBE করতে পারো এই লিংক থেকে।
Discussion about this post