শিক্ষার্থীরা তোমরা যারা এবছর এসএসসি পরীক্ষা দিতে যাচ্ছ, তোমাদের জন্য কোর্সটিকার পক্ষ থেকে প্রাণঢালা শুভেচ্ছা। কোর্সটিকায় আমরা এসএসসি ২০২৫ পরীক্ষার্থীদের জন্য জীববিজ্ঞান ২য় অধ্যায় জ্ঞানমূলক প্রশ্ন উত্তর শেয়ার করব। এখানে প্রশ্নের সাথে উত্তরগুলোও থাকবে। এর ফলে তোমাদের পরীক্ষা প্রস্তুতি নিতে অনেক সুবিধা হবে।
এই অতি গুরুত্বপূর্ণ জ্ঞানমূলক প্রশ্ন উত্তরগুলো চর্চা করলে তোমরা নিশ্চিতভাবে পরীক্ষায় কমন পাবে বলে আমরা আশাবাদী। তাই আমরা আশা করব, কোর্সটিকায় প্রকাশিত জীববিজ্ঞান প্রতিটি অধ্যায়ের সাজেশন তোমরা খুব মনোযোগ সহকারে অনুশীলন করবে। তোমাদের জন্য অনেক শুভকমানা।
জীববিজ্ঞান ২য় অধ্যায় জ্ঞানমূলক প্রশ্ন উত্তর
১. প্লাজমালেমা কী?
উত্তর: কোষের প্রোটোপ্লাজমের বাইরে যে দ্বিস্তরবিশিষ্ট পর্দা থাকে তাই কোষঝিল্লি বা প্লাজমালেমা।
২. আদিকোষ কী?
উত্তর: যে সকল কোষের সুগঠিত নিউক্লিয়াস থাকে না অর্থাৎ নিউক্লিয়ার মেমব্রেন ও নিউক্লিওলাস অনুপস্থিত তাদেরকে আদিকোষ বলে।
৩. প্রকৃত কোষ কাকে বলে?
উত্তর: যেসব কোষের নিউক্লিয়াস সুগঠিত অর্থাৎ নিউক্লিয়াস ঝিল্লি দ্বারা নিউক্লিও বস্তু পরিবেষ্টিত ও সুসংগঠিত সেসব কোষকে প্রকৃত কোষ বলে।
৪. দেহকোষ কাকে বলে?
উত্তর: বহুকোষী জীবের দেহগঠনে যেসব কোষ অংশগ্রহণ করে তাকে দেহকোষ বলে।
৫. জনন কোষ কাকে বলে?
উত্তর: বহুকোষী জীবের যে সকল কোষ শুধু জনন কাজে অংশগ্রহণ করে সেগুলোকে জনন কোষ বলে।
৬. টনোপ্লাস্ট কী?
উত্তর: যে পাতলা পর্দা কোষগহ্বরকে বেষ্টন করে থাকে তাই টনোপ্লাস্ট।
৭. ক্লোরোপ্লাস্ট কী?
উত্তর: ক্লোরোফিল বহনকারী সবুজ প্লাস্টিড হলো ক্লোরোপ্লাস্ট।
৮. জীবকোষ কী?
উত্তর: জীবকোষ হচ্ছে জীবদেহের একক।
৯. জীবদেহের একক কী?
উত্তর: জীবদেহের একক হলো কোষ।
১০. প্রোটোপ্লাজম কাকে বলে?
উত্তর: কোষের ভিতরে যে অর্ধস্বচ্ছ থকথকে জেলির মতো বস্তু থাকে তাকে প্রোটোপ্লাজম বলে।
১১. অক্সিসোম কাকে বলে?
উত্তর: মাইটোকন্ড্রিয়ার ক্রিস্টির গায়ে বৃন্তযুক্ত গোলাকার যে বস্তু থাকে তাই অক্সিসোম।
১২. বাস্ট ফাইবার কী?
উত্তর: বাস্ট ফাইবার এক ধরনের স্কেরেনকাইমা কলা।
১৩. কোষ কী?
উত্তর: জীব দেহের গঠন ও কাজের একককে কোষ বলে।
১৪. রাইবোজোম কী?
উত্তর: সাইটোপ্লাজমে মুক্ত অবস্থায় বর্তমান এবং অন্তঃপ্লাজমীয় জালিকার গায়ে অবস্থিত যে দানাদার কণায় প্রোটিন সংশ্লেষণ ঘটে তাই রাইবোজোম।
১৫. ক্রিস্টি কাকে বলে?
উত্তর: মাইটোকণ্ড্রিয়ার ভেতরের স্তরটির ভেতরের দিকে ভাঁজ হয়ে যাওয়া অংশকে ক্রিস্টি বলে।
১৬. লিউকোপ্লাস্ট কী?
উত্তর: যেসব প্লাস্টিডে কোনো রঞ্জক পদার্থ থাকে না, তারাই হলো লিউকোপ্লাস্ট।
১৭. ক্রোমোপ্লাস্টের একটি বর্ণকণিকার নাম লিখ।
উত্তর: ক্রোমোপ্লাস্টের একটি বর্ণকণিকা হলো ক্যারোটিন।
১৮. ফ্লোরাইড কী?
উত্তর: ফ্লোরাইড হলো ফ্লেরেনকাইমা জাতীয় কোষ যা স্টোনসেল নামেও পরিচিত।
১৯. টিস্যু কাকে বলে?
উত্তর: একই বা বিভিন্ন প্রকারের একগুচ্ছ কোষ একত্রিত হয়ে যদি একই কাজ করে এবং তাদের উৎপত্তিও যদি বিভিন্ন হয় তখন তাদের টিস্যু বলে।
২০. পরিবহন টিস্যু কী?
উত্তর: উদ্ভিদদেহে যে টিস্যু খাদ্যের কাঁচামাল ও তৈরিকৃত খাদ্য পরিবহন করে থাকে তাই পরিবহন টিস্যু।
২১. ক্লোরেনকাইমা কী?
উত্তর: উদ্ভিদের প্যারেনকাইমা কোষগুলোতে যখন ক্লোরোপ্লাস্ট থাকে, তখন তাকে ক্লোরেনকাইমা বলে।
২২. বাস্ট ফাইবার কী?
উত্তর: বাস্ট ফাইবার বা ফ্লোয়েম ফাইবার স্কেরেনকাইমা কোষ সমন্বয়ে তৈরি এক ধরনের দীর্ঘ কোষ, যাদের প্রান্তদেশ পরস্পরের সাথে যুক্ত থাকে।
২৩. সরল টিস্যু কাকে বলে?
উত্তর: যে স্থায়ী টিস্যুর প্রতিটি কোষ আকার, আকৃতি ও গঠনের দিক থেকে অভিন্ন তাকে সরল টিস্যু বলে।
২৪. পেশি টিস্যু কাকে বলে?
উত্তর: ভ্রণের মেসোডার্ম থেকে তৈরি সংকোচন ও প্রসারণশীল বিশেষ ধরনের টিস্যুকে পেশী টিস্যু বলে।
২৫. অন্তঃক্ষরা গ্রন্থি কী?
উত্তর: অন্তঃক্ষরা গ্রন্থি হলো প্রাণিদেহে বিদ্যমান নালিহীন গ্রন্থি যেগুলো থেকে হরমোন নিঃসৃত।
শিক্ষার্থীরা, ওপরে জীববিজ্ঞান ২য় অধ্যায় জ্ঞানমূলক প্রশ্ন উত্তর আলোচনা করা হয়েছে। এই প্রশ্নগুলো বিগত বছরের বোর্ড প্রশ্ন বিশ্লেষণ করে বাছাই করা হয়েছে। এই প্রশ্নগুলো অনুশীলনের মাধ্যমে তোমরা পরীক্ষায় ভালো ফলাফল করতে পারবে বলে আশা রাখছি।
আমাদের ওয়েবসাইটে তোমার প্রয়োজনীয় সাবজেক্টের প্রশ্নের উত্তর না পেলে কোর্সটিকা ফেসবুক পেজে ইনবক্স করতে পারো। আমরা আছি ইউটিউবেও। আমাদের YouTube চ্যানেলটি SUBSCRIBE করতে পারো এই লিংক থেকে।
Discussion about this post