শিক্ষার্থীরা তোমরা যারা এবছর এসএসসি পরীক্ষা দিতে যাচ্ছ, তোমাদের জন্য কোর্সটিকার পক্ষ থেকে প্রাণঢালা শুভেচ্ছা। কোর্সটিকায় আমরা এসএসসি ২০২৫ পরীক্ষার্থীদের জন্য জীববিজ্ঞান ৪র্থ অধ্যায় জ্ঞানমূলক প্রশ্ন উত্তর শেয়ার করব। এখানে প্রশ্নের সাথে উত্তরগুলোও থাকবে। এর ফলে তোমাদের পরীক্ষা প্রস্তুতি নিতে অনেক সুবিধা হবে।
এই অতি গুরুত্বপূর্ণ জ্ঞানমূলক প্রশ্ন উত্তরগুলো চর্চা করলে তোমরা নিশ্চিতভাবে পরীক্ষায় কমন পাবে বলে আমরা আশাবাদী। তাই আমরা আশা করব, কোর্সটিকায় প্রকাশিত জীববিজ্ঞান প্রতিটি অধ্যায়ের সাজেশন তোমরা খুব মনোযোগ সহকারে অনুশীলন করবে। তোমাদের জন্য অনেক শুভকমানা।
জীববিজ্ঞান ৪র্থ অধ্যায় জ্ঞানমূলক প্রশ্ন উত্তর
১. অবাতশ্বসন কাকে বলে?
উত্তর: যে শ্বসন প্রক্রিয়া অক্সিজেনের অনুপস্থিতিতে হয় তাকে অবাত শ্বসন বলে।
২. জৈবমুদ্রা কী?
উত্তর: ফটোফসফোরাইলেশন প্রক্রিয়ায় উৎপন্ন ATP-2 হলো জৈবমুদ্রা, যা শক্তি জমা রাখে এবং প্রয়োজনে অন্য বিক্রিয়ায় শক্তি সরবরাহ করে।
৩. আত্তীকরণ শক্তি কী?
উত্তর: শোষিত খাদ্যবস্তুর প্রোটোপ্লাজমে পরিণত বা রূপান্তরিত করার পদ্ধতি হলো আত্তীকরণ। আর এ প্রক্রিয়ায় যে শক্তি সঞ্চিত হয় তা হলো আত্তীকরণ শক্তি ।
৪. AMP এর পূর্ণরূপ কী?
উত্তর: AMP এর পূর্ণরূপ হলো Adenosine Monophosphate.
৫.জীবনীশক্তি কী?
উত্তর: জীব কর্তৃক তার দেহে শক্তির উৎপাদন ও ব্যবহারের মৌলিক কৌশলই হচ্ছে জীবনীশক্তি।
৬. শক্তি মুদ্রা কী?
উত্তর: ATP শক্তি জমা করে রাখে এবং প্রয়োজন অনুসারে অন্য বিক্রিয়ায় শক্তি সরবরাহ করে। তাই ATP কে শক্তি মুদ্রা বা Biological Coin or Energy Coin বলা হয়।
৭. শক্তির মূল উৎস কী?
উত্তর: শক্তির মূল উৎস হলো সূর্য ।
৮. ATP এর পূর্ণরূপ লিখ।
উত্তর: ATP এর পূর্ণরূপ হলো- Adenosine Triphosphate.
৯. ফসফোরাইলেশন কী?
উত্তর: যে রাসায়নিক বিক্রিয়ায় আ্যাডিনোসিন অণুর সাথে পর্যায়ক্রমে একটি, দুটি এবং তিনটি ফসফেট বা ফসফোরিক এসিড গ্রুপ যুক্ত হয়ে যথাক্রমে আ্যাডিনোসিন মনোফসফেট, আ্যাডিনোসিন ডাইফসফেট ও আ্যাডিনোসিন ট্রাইফসফেট গঠন করে এবং এভাবে ফসফেট যুক্ত করতে বাইরে থেকে শক্তি দিতে হয় তাকে ফসফোরাইলেশন বলে।
১০. ফটোফসফোরাইলেশন কী?
উত্তর: সালোকসংশ্লেষণের আলোক পর্যায়ের যে ধাপে আলোর ফোটন কণিকা ব্যবহার করে ATP উৎপন্ন হয় তাকে ফটোফসফোরাইলেশন বলে।
১১. ফটোলাইসিস কী?
উত্তর: যে প্রক্রিয়ায় সূর্যালোক ও ক্লোরোফিলের সহায়তায় পানি বিয়োজিত হয়ে অক্সিজেন, হাইড্রোজেন ও ইলেকট্রন উৎপন্ন হয় তাই ফটোলাইসিস।
১২. সালোকসংশ্লেষণ কী?
উত্তর: যে প্রক্রিয়ায় সবুজ উদ্ভিদ সূর্যালোকের উপস্থিতিতে CO₂ ও H₂0 সহযোগে শর্করা জাতীয় খাদ্য প্রস্তুত করে তাকে সালোকসংশ্লেষণ বলে।
১৩. C3 উদ্ভিদ কী?
উত্তর: যেসব উদ্ভিদে ক্যালভিন চক্রের সাহায্যে শর্করা জাতীয় খাদ্য তৈরি হয় এবং প্রথম স্থায়ী পদার্থ ৩-কার্বনবিশিষ্ট, এসব উদ্ভিদ হলো C3 উদ্ভিদ।
১৪. সালোকসংশ্লেষণের পরিমিত তাপমাত্রা কত?
উত্তর: সালোকসংশ্লেষণের পরিমিত তাপমাত্রা হলো ২২⁰ সেলসিয়াস থেকে ৩৫⁰ সেলসিয়াস পর্যন্ত।
১৫. শ্বসন কী?
উত্তর: যে জৈব রাসায়নিক প্রক্রিয়ায় জীবকোষস্থ জটিল জৈবযৌগ জারিত হয় ফলে জৈব যৌগে সঞ্চিত স্থিতিশক্তি রূপান্তরিত হয়ে গতিশক্তিতে পরিণত হয় তাকে শ্বসন বলে।
১৬. সবাত শ্বসন কাকে বলে?
উত্তর: যে শ্বসন প্রক্রিয়ায় অক্সিজেনের প্রয়োজন হয় এবং শ্বসনিক বস্তু, (শর্করা; প্রোটিন, ‘লিপিড, বিভিন্ন ধরনের জৈব এসিড) সম্পূর্ণভাবে জারিত হয়ে CO₂, H₂O ও বিপুল পরিমাণ শক্তি উৎপন্ন করে তাকে সবাত শ্বসন বলে।
১৭. পাতার কোন অংশে সালোকসংশ্লেষণের হার সবচেয়ে বেশি?
উত্তর: পাতার প্যালিসেড অংশে সালোকসংশ্লেষণের হার সবচেয়ে বেশি।
১৮. গ্লাইকোলাইসিস কোথায় ঘটে?
উত্তর: গ্লাইকোলাইসিস কোষের সাইটোপ্লাজমে সংঘটিত হয়।
১৯. গ্লাইকোলাইসিস কী?
উত্তর: সাইটোপ্লাজমে সংঘটিত শ্বসনের যে প্রক্রিয়ায় এক অণু গ্লুকোজ বিভিন্ন রাসায়নিক বিক্রিয়ার মাধ্যমে জারিত হয়ে দুই অণু পাইরুভিক এসিড উৎপন্ন হয় তাই গ্লাইকোলাইসিস।
২০. C গতিপথ কাকে বলে?
উত্তর: ক্যালভিন চক্রে প্রথম স্থায়ী পদার্থ ৩-কার্বনবিশিষ্ট ফসফোগ্লিসারিক এসিড হওয়ায় CO, আত্তীকরণের এ গতিপথকে C গতিপথ বলে।
২১. C4 উদ্ভিদ কী?
উত্তর: যেসব উদ্ভিদ CO, বিজারণের গতিপথের প্রথম স্থায়ী পদার্থ 4-কার্বনবিশিষ্ট অক্সালো এসিটিক এসিড তৈরি করে, সেসব উদ্ভিদই হলো C4 উদ্ভিদ।
শিক্ষার্থীরা, ওপরে জীববিজ্ঞান ৪র্থ অধ্যায় জ্ঞানমূলক প্রশ্ন উত্তর আলোচনা করা হয়েছে। এই প্রশ্নগুলো বিগত বছরের বোর্ড প্রশ্ন বিশ্লেষণ করে বাছাই করা হয়েছে। এই প্রশ্নগুলো অনুশীলনের মাধ্যমে তোমরা পরীক্ষায় ভালো ফলাফল করতে পারবে বলে আশা রাখছি।
আমাদের ওয়েবসাইটে তোমার প্রয়োজনীয় সাবজেক্টের প্রশ্নের উত্তর না পেলে কোর্সটিকা ফেসবুক পেজে ইনবক্স করতে পারো। আমরা আছি ইউটিউবেও। আমাদের YouTube চ্যানেলটি SUBSCRIBE করতে পারো এই লিংক থেকে।
Discussion about this post