শিক্ষার্থীরা তোমরা যারা এবছর এসএসি পরীক্ষা দিতে যাচ্ছ, তোমাদের জন্য কোর্সটিকার পক্ষ থেকে প্রাণঢালা শুভেচ্ছা। কোর্সটিকায় আমরা এসএসসি ২০২৪ পরীক্ষার্থীদের জন্য জীববিজ্ঞান ৫ম অধ্যায় জ্ঞানমূলক প্রশ্ন উত্তর শেয়ার করব। এখানে প্রশ্নের সাথে উত্তরগুলোও থাকবে। এর ফলে তোমাদের পরীক্ষা প্রস্তুতি নিতে অনেক সুবিধা হবে।
এই অতি গুরুত্বপূর্ণ জ্ঞানমূলক প্রশ্ন উত্তরগুলো চর্চা করলে তোমরা নিশ্চিতভাবে পরীক্ষায় কমন পাবে বলে আমরা আশাবাদী। তাই আমরা আশা করব, কোর্সটিকায় প্রকাশিত জীববিজ্ঞান প্রতিটি অধ্যায়ের সাজেশন তোমরা খুব মনোযোগ সহকারে অনুশীলন করবে। তোমাদের জন্য অনেক শুভকমানা।
জীববিজ্ঞান ৫ম অধ্যায় জ্ঞানমূলক প্রশ্ন উত্তর
১. ক্লোরোসিস কী?
উত্তর: উদ্ভিদের পাতা নাইট্রোজেনের অভাবে হলুদ হয়ে যাওয়ার প্রক্রিয়াই হলো ক্লোরোসিস।
২. ম্যাক্রোনিউট্রিয়েন্ট কী?
উত্তর: উদ্ভিদের স্বাভাবিক বৃদ্ধির জন্য যেসব উপাদান বেশি পরিমাণে দরকার হয় সেগুলোই হলো ম্যাক্রোনিউট্রিয়েন্ট।
৩. ডাইব্যাক কী?
উত্তর: ডাইব্যাক উদ্ভিদের একটি রোগ যেখানে কাণ্ড, শাখা-প্রশাখা বা ডালপালার শীর্ষভাগ মরে যায়।
৪. মাইক্রো উপাদান কী?
উত্তর: উদ্ভিদের স্বাভাবিক বৃদ্ধির জন্য সেসব উপাদান অত্যন্ত সামান্য পরিমাণে প্রয়োজন হয় তাদের মাইক্রো উপাদান বলে।
৫. উদ্ভিদ পুষ্টি কী?
উত্তর: উদ্ভিদ মাটি ও পরিবেশ থেকে স্বাভাবিক বৃদ্ধি, শারীরবৃত্তীয় কাজ ও প্রজননের জন্য যেসব উপাদান গ্রহণ করে তাই উদ্ভিদ পুষ্টি।
৬. উদ্ভিদ পানি থেকে কোন কোন উপাদান গ্রহণ করে?
উত্তর: উদ্ভিদ পানি থেকে হাইড্রোজেন এবং অক্সিজেন গ্রহণ করে থাকে।
৭. উদ্ভিদের পুষ্টি উপাদান কাকে বলে?
উত্তর: বৃদ্ধি ও পরিপুষ্টির জন্য উদ্ভিদ মাটি, বায়ু ও পানি হতে যেসব পদার্থ শোষণ করে সেগুলোকে উদ্ভিদের পুষ্টি উপাদান বলা হয়।
৮. রাফেজ কী?
উত্তর: শস্যদানার বহিরাবরণ, সবজি, ফলের খোসা, শাস, বীজ এবং উদ্ভিদের ডাটা, মূল ও পাতায় থাকা আঁশ বা তন্তুর ন্যায় অপাচ্য অংশই হলো রাফেজ।
৯. অভাবজনিত লক্ষণ কাকে বলে?
উত্তর: উদ্ভিদের কোনো পুষ্টি উপাদানের অভাব হলে বিশেষ লক্ষণের মাধ্যমে উদ্ভিদ তা প্রকাশ করে। এ লক্ষণগুলোকে বলা হয় অভাবজনিত লক্ষণ।
১০. টক্সিক গলগণ্ড কী?
উত্তর: অতিমাত্রায় থাইরক্সিন নামক হরমোন নিঃসরণের ফলে যে গলগণ্ড রোগ হয় সেটাই হলো টক্সিক গলগণ্ড।
১১. গলগণ্ড কী?
উত্তর: গলগণ্ড থাইরয়েড গ্রন্থির একটি রোগ খাবারে আয়োডিনের অভাব থাকলে, থাইরয়েড গ্রন্থির আয়তন অস্বাভাবিকভাবে বেড়ে গিয়ে গলগণ্ডের সৃষ্টি করে।
১২. ক্যালরি কী?
উত্তর: এক কিলোগ্রাম পানির উষ্ণতা ১ ডিগ্রি সেন্টিগ্রেড বৃদ্ধি করতে যে তাপের প্রয়োজন তাকে কিলোক্যালরি বলে ৷ কিন্তু পুষ্টিবিদগণ একে সাধারণভাবে ক্যালরি বলে থাকেন।
শিক্ষার্থীরা, ওপরে জীববিজ্ঞান ৫ম অধ্যায় জ্ঞানমূলক প্রশ্ন উত্তর আলোচনা করা হয়েছে। এই প্রশ্নগুলো বিগত বছরের বোর্ড প্রশ্ন বিশ্লেষণ করে বাছাই করা হয়েছে। এই প্রশ্নগুলো অনুশীলনের মাধ্যমে তোমরা পরীক্ষায় ভালো ফলাফল করতে পারবে বলে আশা রাখছি।
আমাদের ওয়েবসাইটে তোমার প্রয়োজনীয় সাবজেক্টের প্রশ্নের উত্তর না পেলে কোর্সটিকা ফেসবুক পেজে ইনবক্স করতে পারো। আমরা আছি ইউটিউবেও। আমাদের YouTube চ্যানেলটি SUBSCRIBE করতে পারো এই লিংক থেকে।
Discussion about this post