শিক্ষার্থীরা তোমরা যারা এবছর এসএসসি পরীক্ষা দিতে যাচ্ছ, তোমাদের জন্য কোর্সটিকার পক্ষ থেকে প্রাণঢালা শুভেচ্ছা। কোর্সটিকায় আমরা এসএসসি ২০২৫ পরীক্ষার্থীদের জন্য জীববিজ্ঞান ৬ষ্ঠ অধ্যায় জ্ঞানমূলক প্রশ্ন উত্তর শেয়ার করব। এখানে প্রশ্নের সাথে উত্তরগুলোও থাকবে। এর ফলে তোমাদের পরীক্ষা প্রস্তুতি নিতে অনেক সুবিধা হবে।
এই অতি গুরুত্বপূর্ণ জ্ঞানমূলক প্রশ্ন উত্তরগুলো চর্চা করলে তোমরা নিশ্চিতভাবে পরীক্ষায় কমন পাবে বলে আমরা আশাবাদী। তাই আমরা আশা করব, কোর্সটিকায় প্রকাশিত জীববিজ্ঞান প্রতিটি অধ্যায়ের সাজেশন তোমরা খুব মনোযোগ সহকারে অনুশীলন করবে। তোমাদের জন্য অনেক শুভকমানা।
জীববিজ্ঞান ৬ষ্ঠ অধ্যায় জ্ঞানমূলক প্রশ্ন উত্তর
১. প্রস্বেদন কী?
উত্তর: যে শারীরবৃত্তীয় প্রক্রিয়ায় উদ্ভিদ তার বায়বীয় অঙ্গের মাধ্যমে বাষ্পাকারে পানি বের করে দেয়, তাই প্রস্বেদন বা বাষ্পমোচন।
২. ইমবাইবিশন কী?
উত্তর: ইমবাইবিশন হলো কলয়েড জাতীয় শুকনো বা আধা শুকনো পদার্থ কর্তৃক তরল পদার্থ শোষণের প্রক্রিয়া।
৩. অভিস্রবণ কী?
উত্তর: দ্রাবকের বৈষম্য ভেদ্য পর্দা ভেদ করে নিম্ন ঘনত্বের দিক থেকে উচ্চ ঘনত্বের দিকে প্রবাহিত হওয়াই অভিস্রবণ।
৪. ব্যাপন কী?
উত্তর: যে প্রক্রিয়ার মাধ্যমে কোনো দ্রব্যের অণু বেশি ঘনত্বের এলাকা থেকে কম ঘনত্বের এলাকায় ছড়িয়ে পড়ে তাই ব্যাপন।
৫. ব্যাপন চাপ কাকে বলে?
উত্তর: একই বায়ুমণ্ডলীয় চাপে ও তাপমাত্রায় কোনো পদার্থের বেশি ঘনত্ববিশিষ্ট দ্রবণ থেকে কম ঘনত্বের দ্রবণের দিকে দ্রাবকের ব্যপিত হওয়ার প্রচ্ছন্ন ক্ষমতাকে ব্যাপন চাপ বলে।
৬. ফাইব্রিন কী?
উত্তর: ফাইব্রিন এক ধরনের অদ্রবণীয় প্রোটিন, যা দ্রুত সুতার মতো জালিকা প্রস্তুত করে এবং ক্ষতস্থানে রক্তক্ষরণ বন্ধ করে।
৭. সর্বজনীন রক্তদাতা কাকে বলে?
উত্তর: O গ্রুপের রক্তবিশিষ্ট ব্যক্তি সব গ্রুপের রক্তের ব্যক্তিকে রক্ত দিতে পারে৷ এদেরকে সর্বজনীন রক্তদাতা বলা হয়।
৮. রক্তরস কী?
উত্তর: রক্তের বর্ণহীন তরল অংশই রক্তরস।
৯. কোষরস কী?
উত্তর: কোষের ভিতরকার পানি এবং পানিতে দ্রবীভূত খনিজ লবণকে একত্রে কোষরস বলা হয়।
১০. পেরিকার্ডিয়াম কাকে বলে?
উত্তর: হৃৎপিণ্ড যে পাতলা পর্দা দিয়ে আবৃত, থাকে তাকে পেরিকার্ডিয়াম বলে।
১১. টিউনিকা মিডিয়া কী?
উত্তর: টিউনিকা মিডিয়া হলো বৃত্তাকার অনৈচ্ছিক পেশি দিয়ে তৈরি ধমনির মাঝের স্তর।
১২. ধমনি কী?
উত্তর: অক্সিজেনসমৃদ্ধ রক্ত হৎপিণ্ড থেকে সারা দেহে বহনকারি রক্তনালিই হলো ধমনি।
১৩. রক্তচাপ কাকে বলে?
উত্তর: রক্ত প্রবাহের সময় ধমনিগাত্রে যে চাপ সৃষ্টি হয় তাকে রক্তচাপ বলে।
১৪. লিউকেমিয়া কী?
উত্তর: লিউকেমিয়া হলো রক্ত উৎপাদন ব্যবস্থার অস্বাভাবিকতাজনিত একটি রোগ, যা ক্যান্সার নামে পরিচিত। এতে প্রধানত যে অঙ্গটি ক্যান্সারে আক্রান্ত হয় তা হলো অস্থিমজ্জা।
১৫. আ্যানজিনা কী?
উত্তর: আ্যানজিনা হলো এক প্রকার হৃৎপিণ্ডজনিত বুক ব্যথা। হৃদপেশি যখন O₂ সমৃদ্ধ পর্যাপ্ত রক্ত সরবরাহ পায় না তখন বুকে এক ধরনের ব্যথা অনুভূত হয়, এই ব্যথাই হলো আ্যানজিনা।
শিক্ষার্থীরা, ওপরে জীববিজ্ঞান ৬ষ্ঠ অধ্যায় জ্ঞানমূলক প্রশ্ন উত্তর আলোচনা করা হয়েছে। এই প্রশ্নগুলো বিগত বছরের বোর্ড প্রশ্ন বিশ্লেষণ করে বাছাই করা হয়েছে। এই প্রশ্নগুলো অনুশীলনের মাধ্যমে তোমরা পরীক্ষায় ভালো ফলাফল করতে পারবে বলে আশা রাখছি।
আমাদের ওয়েবসাইটে তোমার প্রয়োজনীয় সাবজেক্টের প্রশ্নের উত্তর না পেলে কোর্সটিকা ফেসবুক পেজে ইনবক্স করতে পারো। আমরা আছি ইউটিউবেও। আমাদের YouTube চ্যানেলটি SUBSCRIBE করতে পারো এই লিংক থেকে।
Discussion about this post